Mehedi Hasan

Mehedi Hasan Informazioni di contatto, mappa e indicazioni stradali, modulo di contatto, orari di apertura, servizi, valutazioni, foto, video e annunci di Mehedi Hasan, Creator digitale, Campobasso.

30/03/2025
23/03/2025

হাফেজ আবু রায়হানের তিলাওয়াত শুনে যা বললেন ড. শফিকুল ইসলাম মাসুদ

22/03/2025

কবি আল মাহমুদ জানতে চেয়েছিলেন কোথায় সে বালক! আজ আমরা সেই বালককে খুঁজে পেয়েছি কবি আল মাহমুদ, আপনি ওপারে নেকী পেতে থাকেন আর বসে দেখেন! আপনার সেই বালক আজ আমাদের সামনে! আমাদের ক্যাপ্টেন Hasnat Abdullah ভাই! নতুন যুগের বখতিয়ার।

বখতিয়ারের ঘোড়া
✍️ আল মাহমুদ
=====================================

মাঝে মাঝে হৃদয় যুদ্ধের জন্য হাহাকার করে ওঠে,
মনে হয় রক্তই সমাধান,
বারুদই অন্তিম তৃপ্তি;
আমি তখন স্বপ্নের ভেতর জেহাদ,
জেহাদ বলে জেগে উঠি।
জেগেই দেখি কৈশোর আমাকে ঘিরে ধরেছে।
যেন বালিশে মাথা রাখতে চায় না এ বালক,
যেন ফুৎকারে উড়িয়ে দেবে মশারি,
মাতৃস্তনের পাশে দু'চোখ কচলে উঠে দাঁড়াবে এখুনি;
বাইরে তার ঘোড়া অস্থির,
বাতাসে কেশর কাঁপছে।
আর সময়ের গতির ওপর লাফিয়ে উঠেছে সে।

না, এখনও সে শিশু।
মা তাকে ছেলে ভোলানো ছড়া শোনায়।
বলে, বালিশে মাথা রাখো তো বেটা।
শোনো বখতিয়ারের ঘোড়া আসছে।
আসছে আমাদের সতেরো সোয়ারি,
হাতে নাংগা তলোয়ার।

মায়ের ছড়াগানে কৌতূহলী কানপাতে বালিশে
নিজের দিলের শব্দ বালিশের সিনার ভিতর।
সে ভাবে সে শুনতে পাচ্ছে ঘোড়দৌড়।
বলে, কে মা বখতিয়ার?
আমি বখতিয়ারের ঘোড়া দেখবো।

মা পাখা ঘোরাতে ঘোরাতে হাসেন,
আল্লাহর সেপাই তিনি,
দুঃখীদের রাজা।
যেখানে আজান দিতে ভয় পান মোমেনেরা,
আর মানুষ করে মানুষের পূজা,
সেখানেই আসেন তিনি।
খিলজীদের সাদা ঘোড়ার সোয়ারি।
দ্যাখো দ্যাখো জালিম পালায় খিড়কি দিয়ে
দ্যাখো, দ্যাখো।
মায়ের কেচ্ছায় ঘুমিয়ে পড়ে বালক
তুলোর ভেতর অশ্বখুরের শব্দে স্বপ্ন তার
নিশেন ওড়ায়।

কোথায় সে বালক?

আজ আবার হৃদয়ে কেবল যুদ্ধের দামামা
মনে হয় রক্তেই ফয়সালা।
বারুদই বিচারক।
আর স্বপ্নের ভেতর জেহাদ জেহাদ বলে জেগে ওঠা।

21/03/2025

সেনাপ্রধান বনাম হাসনাত আব্দুল্লাহ এর বিষয়ে পিনাকী দা ও ইলিয়াস হোসাইনের গুরুত্বপূর্ণ টকশো Highlights

27/06/2023

Success demands these 6 things..

(The Secret Formula)

1. Hard Work

Don't believe in luck, believe in hard work.

Stop trying to rush the process or searching for a shortcut.

There is none.

2. Patience

If you are losing the patience, you are losing the battle.

First nothing happens, then it happens slowly and suddenly all at once.

Most people give up at stage one.

3. Sacrifice

If you don't sacrifice for what you want, then what you want becomes the sacrifice.

Everything has its price. The question is: Are you ready to pay it for the life you desire?

4. Consistency

Consistency is what transforms average into excellence.

Without consistency, you will never achieve greater success.

5. Discipline

Motivation gets you going, but discipline keeps you growing.

There will be days when you don't “feel” like doing it.

You have to push through those days regardless of how you feel.

6. Self Confidence

Confidence is, I'll be fine if they don't like me.

Calamari
23/04/2023

Calamari

Indirizzo

Campobasso

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Mehedi Hasan pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Condividi