09/10/2025
"আস-সালামু ‘আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু"
🌾 শ্রদ্ধাঞ্জলি 🌾
আজ সমন্বিত পল্লী উন্নয়নের দিক নির্দেশক,
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লার
প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী
ড. আখতার হামিদ খান সাহেবের ২৬তম মৃত্যুবার্ষিকী।
আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি এই মহান ব্যক্তিত্বকে,
যিনি গ্রামীণ উন্নয়ন, শিক্ষা ও স্বনির্ভরতার মাধ্যমে
বাংলার পল্লীজীবনে এনে দিয়েছিলেন নব জাগরণ।
> “মানুষকে উন্নত করতে হলে তার ভেতরকার শক্তিকে জাগাতে হবে,
দান নয়—সুযোগ দিতে হবে।”
— ড. আখতার হামিদ খান
তাঁর চিন্তা, দর্শন ও কর্ম আজও আমাদের অনুপ্রেরণার উৎস।
চলুন, তাঁর দেখানো পথ অনুসরণ করে
সমন্বিত পল্লী উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখি।
— গভীর শ্রদ্ধাভরে স্বরন করছি Our কুমিল্লা 💐