18/09/2025
"বয়সের ফারাক আর গোপন বিয়ের গল্প, যা সবাইকে অবাক করেছে"
বিউটির জীবনটা সহজ ছিল না। চুয়াডাঙ্গার মেয়ে বিউটি, সংসারের দায়িত্ব কাঁধে নিয়েই বড় হয়েছে। একবার বিয়ে হয়েছিল, কিন্তু সংসার টেকেনি। তারপর থেকে সমাজ-সংসারের নানা কথার মাঝে দিন কেটেছে তার। বয়স বাড়ছিলো, কিন্তু দ্বিতীয়বার বিয়ে করার সাহস পাচ্ছিল না।
জীবিকার জন্য সাত বছর আগে জর্ডানে যায় বিউটি। সেখানে গৃহকর্মীর কাজ করতো। বিদেশের একাকী জীবনে দিনগুলো কষ্টেই কাটছিলো। সেই সময় অনলাইনে পরিচয় হয় কুমিল্লার ছেলে সাইফুলের সঙ্গে। বয়সের পার্থক্য থাকলেও কথায় কথায় দুজনের বোঝাপড়া গড়ে ওঠে। দুই বছর ধরে সম্পর্কটা আরও গভীর হয়।
প্রায় দুই মাস হলো বিউটি দেশে ফিরেছে। ফেরার পর গোপনে দুজন মিলে সিদ্ধান্ত নেয়—ঢাকায় গিয়ে বিয়ে করবে। সাইফুল আগে থেকেই ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করতো, তাই জায়গাটা তার চেনা ছিলো। বিউটি সরাসরি ঢাকায় গিয়ে সাইফুলের সঙ্গে দেখা করে এবং ওখানেই তাদের গোপন বিয়ে হয়।
অল্পদিনের মধ্যে খবরটা শুধু পরিবার নয়, আত্মীয়-স্বজনদের কাছেও ছড়িয়ে পড়ে। সবাই অবাক হয়—কারণ সাইফুলের বয়স মাত্র ২১, আর বিউটির বয়স ৩৩। সাইফুলের বাবা-মা প্রচণ্ড রাগ করে, বোঝানোর চেষ্টা করে, কিন্তু সাইফুল একেবারে স্পষ্ট জানিয়ে দেয়—
“আমি বিউটির সাথেই থাকবো। বয়স আমার কাছে কোনো ব্যাপার না।”
এখন তারা ঢাকার আশুলিয়া এলাকায় একটি ছোট বাসা ভাড়া নিয়ে সংসার শুরু করেছে। বিউটি বলছে, আশুলিয়া বা সাভার পাশে যেখানে জমির দাম তুলনামূলক কম, সেখানেই ছোট্ট একটা জমি কিনে বাড়ি করতে চায়। তাদের স্বপ্ন বড় না হলেও বাস্তবসম্মত।
একদিন আড্ডায় সাইফুলের বন্ধু সরাসরি বলল—
“দোস্ত, সত্যি করে বলতো, এই বিয়ে কতদিন টিকবে? তোর বয়স হলো ২১ বছর, আর ভাবি তো তোর চেয়ে ১২ বছরের বড়। মানুষ তো নানারকমরে কথা বলবে।”
সাইফুল কাঁধ টান দিয়ে, একটু চুপ করে থেকে হেসে উত্তর দিল—
“ভালোবাসা বয়স দেখে না, যে মানুষ সত্যিকারের বোঝে, সে বয়স দেখবে না। বাইরের কথা যে-যাই বলুক, তখন বাইরের কিছুই আর বাঁধা হয় না। আর কতদিন টিকবে সেটা আল্লাহ জানে, কিন্তু আমি আজকে ওর পাশে আছি, এটুকুই আমার কাছে সবচেয়ে বড়।”
বিউটি পাশে বসে শুধু মৃদু হাসলো। তার চোখে সেই মুহূর্তে একটা দৃঢ় বিশ্বাস ছিলো—যা বয়স বা সমাজের কথাকে পাত্তা না দিয়ে শুধু একে অপরকে আঁকড়ে থাকার।
এইভাবেই তারা দিন কাটাচ্ছে—নতুন বাসায়, নতুন জীবনে। ভবিষ্যতে কী হবে কেউ জানে না, তবে বর্তমানে তাদের কাছে একে অপরের সঙ্গটাই সবচেয়ে বড় সুখ।
👉 আপনার মতে, বয়সের ফারাক থাকা সত্ত্বেও এই সম্পর্ক টিকবে কি না? মন্তব্যে আপনার মতামত লিখুন।