22/11/2025
আমি তো ঢাকা থাকি তাহলে বোধ-হয় ঢাকাতেই আমার মৃ'ত্যু হবে,ঢাকা তো সর্বোচ্চ উচ্চ ঝুঁকিতে তাহলে ৮/৯ মাত্রার ভূমিকম্প হলে আমিও বোধ-হয় আর বেঁচে থাকবো না!'এসব কথাই তো কাল থেকে ঘুরছে আপনাদের মাথায় তাইনা?'আসেন কিছু কথা বলি...
হাদিসে আছে :
একজন মানুষ মায়ের পেটে যখন ৪ মাস হয় তখন ফেরেশতা এসে ৪টা জিনিস লিখে যায় ১.রিজিক ২.আমল, ৩. সুখ-দুঃখ এবং ৪. মৃত্যুর সময় ও জায়গা ( সহিহ বুখারি, হাদিস ৫৩১৭ )
অর্থাৎ, কেউ ভূমিকম্পে পৃথিবী থেকে বিদায় নিবে কীনা,কেউ রাস্তায় দুর্ঘটনায় পৃথিবী থেকে বিদায় নিবে কীনা, কেউ শান্তিতে ঘুমের মাঝে পৃথিবী থেকে বিদায় নিবে কিনা সবকিছু আল্লাহর লৌহে মাহফুজে লেখা *তাই প্যানিক হইয়েন না,দোয়া করেন আল্লাহর কাছে,মাপ চান যেকোনো কিছুর জন্য এবং বিশ্বাস রাখুন ভাগ্যের উপর কারণ ভাগ্যেই লিখা আছে আপনার মৃত্যু!'*
এরপরও মন চিহ্নিত?'আসেন আরেকটু বলি...
আপনি যেখানেই থাকুন,ঢাকা বাদ দিয়ে কুমিল্লা কিংবা দেশের বাহিরে কিংবা গুহায় কিংবা ট্যাংকে আপনাকে এটা বিশ্বাস করতেই হবে যে,
১. "প্রতিটি প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে"
﴿كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ﴾
সূরা আলে ইমরান (১৮৫)
*এই আয়াতে আল্লাহ বলেন, মৃত্যু সবার জন্যই নির্ধারিত কেউ এড়াতে পারবে না,তাই যেখানেই থাকি যখন ভাগ্যে লিখা তখনি আমাদের ঘড়ির কাটা শেষ হবে!'*
২. "মৃত্যু আল্লাহ নির্দিষ্ট সময়েই হবে"
"কোন মানুষই আল্লাহর অনুমতি ছাড়া যেতে পারে না মৃত্যু নির্দিষ্ট সময়েই হবে"
সূরা আলে ইমরান (১৪৫)
এতে পরিষ্কারভাবে বলা হয়েছে, "মৃত্যুর সময় আগেও না হবে,পরোও না হবে *রানা প্লাজা ধ্বংসের ১৭ দিন পর একজনকে উদ্ধার করা হ'য়েছিলো তো তাঁকে কি আল্লাহ বাঁচিয়ে রাখেননি?'তাহলে আপনি কেন হতাশ হচ্ছেন?'
৩. কোথায় মৃত্যু হবে তাও নির্ধারিত
"তোমরা যেখানেই থাকো মৃত্যু তোমাদের ধরে ফেলবে, এমনকি তোমরা শক্তিশালী দুর্গে থাকলেও"
সূরা নিসা (৭৮)
না আমি আপনাকে ভয় দেখাচ্ছি না,আমি আপনাকে রিয়েলিটি বুঝাচ্ছি!'
আপনার আমার আমাদের মৃত্যু আজ হলে-ও হবে,কাল হলে-ও হবে,যেভাবে লেখা আছে সেভাবেই হবে তাই ব'লে জীবন নিয়ে একদম হতাশ হ'য়ে পইড়েন না...
ভূমিকম্প থেকে বাঁচার দোয়া পড়ুন,বেশি বেশি ক্ষমা প্রার্থনা করুন, নিজে সচেতন হোন,আশেপাশের মানুষকে সচেতন করুন এবং আস্থা দিন আর আল্লাহকে এটাও বলুন "বাঁচিয়ে রাখার মালিকও আপনি,মৃত্যুর মালিকও আপনি আপনি সহায় হোন ইয়া রব"....ক্ষমা করে দেন সবাইকে আমীন।
আমীন আমীন।