Sabrin&hossain vlogs

Sabrin&hossain  vlogs hi im sabrin sultana.im comes from bangladesh but i live in italy venice.this is my vlogs cooking an
(2)

একশ বছরের পুরনো লিচু গাছের তলায় একটা পিক আমাদের।
27/07/2025

একশ বছরের পুরনো লিচু গাছের তলায় একটা পিক আমাদের।

অন্য কেউ না ,আমরাই পারি আমাদের মনকে মুক্ত করতে। শুভ সকাল ইতালি।
26/07/2025

অন্য কেউ না ,আমরাই পারি আমাদের মনকে মুক্ত করতে। শুভ সকাল ইতালি।

23/07/2025

নই তাল ,খেজুরের বন। তুমি
বারোমাসি হাওয়া আর
আমি খড়কুটো একজন।

23/07/2025

Dear Students, give IELTS, get a visa, fly out, and never return !!✈️
😭😭😭

23/07/2025

বাচ্চার জন্য ঘুমহীন রাত জাগাকে আর ক'ষ্ট মনে করবেন না,সন্তান তো বুকে আছে এটাই বড় পাওয়া🥺যাদের সন্তান হা'রিয়ে গেছে তাদের ক'ষ্টটা চি'ন্তা করুন তাদের তো আর কোনদিনও ঘুম হবে'না।

23/07/2025

বেঁচে থাকতেই নিজের সন্তান ও পরিবারকে ভালোবাসুন, যেটুকু বাসেন আরও বেশি বাসুন। জীবনের নিশ্চয়তা নাই।😭

22/07/2025

বাংলাদেশের মসজিদে ,স্কুলে ,কলেজে ,রাস্তায় এমনকি নিজ গৃহেও মানুষ এখন নিরাপদ না।দেশটা একটা দোযখে পরিনত হয়েছে।

21/07/2025

সন্তানের গায়ে বাবা মা সূর্যের আচ লাগতেও দেয় না অথচ এত আদরের সন্তান আজ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

পাইলট কি বেঁচে আছে নাকি
21/07/2025

পাইলট কি বেঁচে আছে নাকি

সবই সময়ের খেলা। পাইলট তৌকির ইজেক্ট করেনি, হয়তো দূরে খোলা জায়গায় নিতে চেষ্টা করতেছিলো আর মনে মনে  বলতেছিলো আল্লাহ আর কিছু...
21/07/2025

সবই সময়ের খেলা।
পাইলট তৌকির ইজেক্ট করেনি, হয়তো দূরে খোলা জায়গায় নিতে চেষ্টা করতেছিলো আর মনে মনে বলতেছিলো আল্লাহ আর কিছু দূর গেলেই বেইস। আর অল্প একটু সময় বাড়ায়া দেও।

মাইলস্টোনের ছেলে মেয়ে গুলাও হয়তো বলতেছিলো কখন ক্লাসটা শেষ হবে আর বাসায় যাবো। বাসায় গেলেই শান্তি আর আরাম।মৃত্যু কত নিকটে আহারে।

সবই সময়ের খেলা। পাইলট তৌকির ইজেক্ট করেনি, হয়তো দূরে খোলা জায়গায় নিতে চেষ্টা করতেছিলো আর মনে মনে  বলতেছিলো আল্লাহ আর কিছু...
21/07/2025

সবই সময়ের খেলা।
পাইলট তৌকির ইজেক্ট করেনি, হয়তো দূরে খোলা জায়গায় নিতে চেষ্টা করতেছিলো আর মনে মনে বলতেছিলো আল্লাহ আর কিছু দূর গেলেই বেইস। আর অল্প একটু সময় বাড়ায়া দেও।

মাইলস্টোনের ছেলে মেয়ে গুলাও হয়তো বলতেছিলো কখন ক্লাসটা শেষ হবে আর বাসায় যাবো। বাসায় গেলেই শান্তি আর শান্তি, আরাম!

সবচেয়ে কঠিন হইলো সময় ক্রয় করা, যা আল্লাহ না চাইলে সম্ভব না। সে জন্যই আল্লাহ বলেন; “যখন তাদের মৃত্যুর সময় ঘনিয়ে আসবে তারা এটাকে এক মুহূর্তও আগ পিছু করতে পারবে না।” (৭-সূরা আল আরাফ: আয়াত-৩৪)

আল্লাহ সহায় হোক, সবাই দোয়া করি

© Kawshar J. Maruf( Collected)

21/07/2025

আল্লাহ রক্ষা কর।ঢাকার উত্তরা দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের ক্যান্টিনের উপরে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের ৩টা ইউনিট কাজ করছে।
হতাহতের সংখ্যা এখন পর্যন্ত জানা যায়নি।
আর কোন আপডেট জানেন?

Indirizzo

Mestre

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Sabrin&hossain vlogs pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Condividi