Sabrin&hossain vlogs

Sabrin&hossain  vlogs hi im sabrin sultana.im comes from bangladesh but i live in italy venice.this is my vlogs cooking an
(2)

বিবাহিত ভাইয়ারা যারা হানিয়া আমিরের উপর ক্রাশ খাচ্ছেন আপনাদের বলি, নিজের স্ত্রী কে চুলার পাশে যেতেই দিয়েন না,বাসার কোনো ক...
24/09/2025

বিবাহিত ভাইয়ারা যারা হানিয়া আমিরের উপর ক্রাশ খাচ্ছেন আপনাদের বলি, নিজের স্ত্রী কে চুলার পাশে যেতেই দিয়েন না,বাসার কোনো কাজ, রান্না বান্না করতেই দিয়েন না। নখ থেকে শুরু করে স্কিন, চুল, ইত্যাদির পেছনে মাসে লাখ লাখ টাকা খরচ করেন। তাকে সবসময় হাস্যোজ্জ্বল রাখেন। দেখবেন আপনার স্ত্রী হানিয়া কেন অন্যান্য নায়িকাদের চাইতেও সুন্দরী।
প্রত্যেকটা মেয়ে সুন্দর, কিন্তু বেশিরভাগ সৌন্দর্য্য ঢাকা পড়ে যায় অযত্নে আর দায়িত্বের ভারে।
যতনে রতন মিলে আমার আম্মায় সবসময়ই কয়।

কেমনে সম্ভব এত সুন্দর
20/09/2025

কেমনে সম্ভব এত সুন্দর

আমাদের শাড়ির ভিসনেস পেইজ।চাইলে ফলো দিয়ে পাশে থাকতে পারেন।https://www.facebook.com/share/p/16BiK3Zhnr/?mibextid=.
19/09/2025

আমাদের শাড়ির ভিসনেস পেইজ।চাইলে ফলো দিয়ে পাশে থাকতে পারেন।https://www.facebook.com/share/p/16BiK3Zhnr/?mibextid=.

পছন্দের খাবারটা খান আর পছন্দের শাড়িটা পরিধান করুন আর পছন্দের মানুষের সাথে ঘুরতে যান।মন ফুরফুরে হয়ে যাবে নিমিষেই।

এই জীবনে আর কিছু চাই না ডজনখানেক শাড়ি ছাড়া।
17/09/2025

এই জীবনে আর কিছু চাই না ডজনখানেক শাড়ি ছাড়া।

আমার বোনেরা সাগর সমান সুখী হোক আর সফলতা আসুক তাদের জীবনে স্রোতের মত। বড় বোন হিসেবে আমি এই দোয়া করি।
17/09/2025

আমার বোনেরা সাগর সমান সুখী হোক আর সফলতা আসুক তাদের জীবনে স্রোতের মত। বড় বোন হিসেবে আমি এই দোয়া করি।

আমার বোনেরা সাগর সমান সুখী হোক।আর সফলতা আসুক স্রোতের মত।বড় বোন হিসেবে আমি এই দোয়া করি।
17/09/2025

আমার বোনেরা সাগর সমান সুখী হোক।আর সফলতা আসুক স্রোতের মত।বড় বোন হিসেবে আমি এই দোয়া করি।

যদি শান্তিতে থাকতে চান,,তবে এটা মেনে নেন লোকে আপনাকে ভুল বুঝবেই।আপনি ঠিক আর সে ভুল এটা প্রমাণ করতে ব্যাস্ত হওয়ার কোন দরক...
16/09/2025

যদি শান্তিতে থাকতে চান,,তবে এটা মেনে নেন লোকে আপনাকে ভুল বুঝবেই।আপনি ঠিক আর সে ভুল এটা প্রমাণ করতে ব্যাস্ত হওয়ার কোন দরকার নাই।

বাড়ি কিনছেন?—মুখ বন্ধ রাখুন।একটি নতুন গাড়ি কিনছেন?—মুখ বন্ধ রাখুন।বিয়ে করছেন?—মুখ বন্ধ রাখুন।ছুটিতে যাচ্ছেন?—মুখ বন্ধ...
16/09/2025

বাড়ি কিনছেন?
—মুখ বন্ধ রাখুন।

একটি নতুন গাড়ি কিনছেন?
—মুখ বন্ধ রাখুন।

বিয়ে করছেন?
—মুখ বন্ধ রাখুন।

ছুটিতে যাচ্ছেন?
—মুখ বন্ধ রাখুন।

কোর্স করতে যাচ্ছেন?
—মুখ বন্ধ রাখুন।

পদোন্নতি হবে?
—মুখ বন্ধ রাখুন।

99% সময় আমাদের স্বপ্ন/দর্শনগুলি যখন অনুমিত হয় তখন সত্য হয় না, কারণ আমরা ভুল সময়ে ভুল মানুষের কাছে খুব তাড়াতাড়ি মুখ খুলি। যারা "বন্ধু" বলে দাবি করে তাদের সাথে আমাদের আসন্ন সফলতা শেয়ার করতে আমরা ভুল ছিলাম। হিংসা এবং ঈর্ষা মানুষের জন্য যথেষ্ট, যা কিছু ঘটতে পারে তা শেষ করে ফেলার জন্য, তাই... আপনার মুখ বন্ধ করুন!!! আপনার "বন্ধুদের" অধিকাংশই আপনাকে ভালো করতে বা দেখতে চায় কিন্তু কখনোই তাদের চেয়ে ভালো নয়!! এমনকি পরিবারের সদস্যদের একটি গোপন হিংসা আছে!!! কিন্তু, আল্লাহ আপনার জন্য যা রেখেছেন তা তারা থামাতে পারবে না! তাই যতটা সম্ভব মুখ বন্ধ রাখুন! বদনজর বলে কিছু অবশ্যই আছে ... অবশ্যই আছে... অবশ্যই আছে!

(Collected)

সন্তান যখন আপনার কোলে থাকে, যতটা পারেন আদর করেন। কিছু ভেঙে গেলেও বকা দিয়েন না,পড়তে না চাইলেও বকা দিয়েন না ।আদর করবেন শু...
14/09/2025

সন্তান যখন আপনার কোলে থাকে, যতটা পারেন আদর করেন। কিছু ভেঙে গেলেও বকা দিয়েন না,পড়তে না চাইলেও বকা দিয়েন না ।আদর করবেন শুধু।গায়ে হাত তুলবেন না কখনো। এই যে ফুটফুটে মুখটা, ছোট্ট হাতটা , একটা দিন আসবে, এই হাত আপনার হাতের নাগালের বাইরে চলে যাবে।সন্তান চিরোকাল মায়ের কাছে থাকে না। ওদেরও তো জীবন আছে, স্বপ্ন আছে। ক্যারিয়ার গড়বে।কেউ চলে যাবে অন্য দেশে, কেউ উড়ে যাবে দূরের শহরে।তখন আপনি পড়েই থাকবেন এই বাড়িতে। এক কোণে।কখনো কখনো ফোন আসবে।কথা হবে, ‘মা ভালো আছো?’ আপনি বলবেন, ‘ভালো আছি বাবা।’মনের ভেতর হাজারটা কথা জমা থাকবে, বলতে পারবেন না। কারণ ওদের যে ব্যস্ত জীবন।তখন মনে পড়বে, যখন ও ছিল আপনার কোলে,তখন কেনো যে একটু বেশী আদর করেন নাই! কেনো যে বকা দিয়েছিলেন! তখন যে মে*রে*ছিলেন,বকা দিয়েছিলেন, তার জন্য আপনাকে কাঁদতে হবে।

কাঁদতে কাঁদতে চোখ শুকিয়ে যাবে। তবুও সন্তানকে আদর করতে পারবেননা,কারণ সে তো থাকে আপনার থেকে কোটি কোটি মাইল দূরে।সন্তানকে কখনো মারবেন না। কখনো রাগের মাথায় কটু কথা বলবেন না।শুধু দোয়া করবেন।কারণ, ৫০ বছর আগেই তো লেখা হয়ে গেছে কে কি হবে। কার জীবনে কী আছে, ভাগ্য কোথায় নিয়ে যাবে।আপনি শুধু আল্লাহর কাছে বলো —
‘হে আল্লাহ, আমার সন্তান যেন ভালো মানুষ হয়।
সুন্দর জীবন পায়। ঈমানের সাথে জীবন কাটায়।’
:

লেখা- সংগৃহীত ও পরিমার্জিত।

Indirizzo

PIAZTTA DEL PACE N, 4 MESTRE VENICE
Mestre
30171

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Sabrin&hossain vlogs pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Condividi