20/04/2025
আপনি হয়তো একজন মা কিংবা কারো প্রিয়তমা স্ত্রী। আপনার দিন কেটে যায় রান্নাবান্না, ঘর গুছানো, কাপড় ধোয়া আর বাচ্চাদের সামলাতে সামলাতে। নিজেকে আলাদা করে সময় দেয়ার মতো অবসর যেন নেই বললেই চলে। ফরয সালাত নিয়মিত পড়া হলেও একান্ত রবের সাথে আলাপনের সময় বের করতে পারেন।
যখন গোটা দুনিয়ায় রাত যখন নেমে আসে, সবাই যখন ঘুমিয়ে পড়ে, তখন আপনি উঠে দাঁড়াতে পারেন। হ্যাঁ, আপনার শরীর ক্লান্ত, চোখে ঘুম ঘুম ভাব। তবুও আপনি দাঁড়ান দুই রাকাত তাহাজ্জুদের জন্য। কাউকে না জানিয়ে, কাউকে না দেখিয়ে। নিঃশব্দে আপনার রবের সঙ্গে কথা বলতে পারবেন ঠিক এই সময়টায়। আল্লাহর নিকট নিজের ক্লান্তি উজাড় করে সমস্ত কিছু খুলে বলেন, জান্নাতের আকুতি জানান, আপনার চোখের বাঁধ ভেঙে চেয়ে নিন দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণ। যিনি এই নিঃশব্দ কান্নার সাক্ষী হবেন, তিনি কি আপনাকে খালি হাতে ফিরিয়ে দেবেন, বলুন?
তাহাজ্জুদের এই সময়টা যেন একজন মুমিন নারীর জন্য সবচেয়ে প্রিয় সময়। কারণ দিনের ব্যস্ততা শেষে এই সময়টা শুধুই তার আর তার রবের। এই ছোট্ট দু’রাকাতের ভিতরেই লুকিয়ে থাকে তার সবটুকু শান্তি, সবটুকু আশা।
আর এমন অনেক গুরুত্বপূর্ণ সময়ই আছে, যা আপনি হয়তো খেয়ালও করেন না। ঘর সামলানো, সন্তানকে সময় দেয়া, স্বামীর দেখভাল—এসবই যে ইবাদতের অংশ হতে পারে, অনেকেই সেটা জানেন না।