Mehedi Bhaiya

Mehedi Bhaiya Europe Information

Venezia 🇮🇹
05/01/2025

Venezia 🇮🇹

🇮🇹 ইতালিতে মনোপাত্তিনো (ইলেকট্রনিক স্কুটার) ব্যবহারে নতুন নিয়ম চালু!আগামীকাল থেকে ইতালিতে ইলেকট্রনিক স্কুটার ব্যবহারে ন...
13/12/2024

🇮🇹 ইতালিতে মনোপাত্তিনো (ইলেকট্রনিক স্কুটার) ব্যবহারে নতুন নিয়ম চালু!

আগামীকাল থেকে ইতালিতে ইলেকট্রনিক স্কুটার ব্যবহারে নতুন নিয়ম কার্যকর হচ্ছে। এই নিয়মগুলো মেনে চলা বাধ্যতামূলক। আইন অমান্য করলে সর্বোচ্চ ৮০০ ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে।

যা যা করতে হবে:

1️⃣ বীমা বাধ্যতামূলক (Assicurazione): স্কুটারের জন্য বীমা করাতে হবে।
2️⃣ নম্বরপ্লেট (তারগা): গাড়ির মতো স্কুটারেও নম্বরপ্লেট বসাতে হবে।
3️⃣ হেলমেট (কাস্কো): চালানোর সময় হেলমেট ব্যবহার অবশ্যই করতে হবে।
4️⃣ ইন্ডিকেটর এবং ব্রেক: স্কুটারে সিগন্যাল ইন্ডিকেটর ও ব্রেক থাকতে হবে।
5️⃣ সর্বোচ্চ গতিসীমা: ৫০ কিমি/ঘণ্টা এর বেশি চালানো যাবে না।

যা যা নিষিদ্ধ:

🚫 হাঁটার রাস্তায় পার্কিং: স্কুটার হাঁটার রাস্তার ওপর রাখা যাবে না।
🚫 হাঁটার রাস্তায় চালানো: এই যানবাহন ফুটপাতে চালানো সম্পূর্ণ নিষিদ্ধ।
🚫 উল্টোদিকে চালানো: সঠিক পথে না চালিয়ে উল্টোদিকে চালালে শাস্তিযোগ্য অপরাধ হবে।
🚫 অতিরিক্ত যাত্রী নেওয়া: স্কুটারে একের অধিক যাত্রী নেওয়া যাবে না।

নতুন এই নিয়মগুলো সকলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং শহরের পরিবহন ব্যবস্থা আরও শৃঙ্খলিত করতে নেওয়া হয়েছে।
নিয়ম মেনে চলুন, নিরাপদ থাকুন!

আপনারা দয়া করে এই তথ্য অন্যদের সাথেও শেয়ার করুন।

🇧🇷 Neymar: “Future star? I think Estevão of Palmeiras is big talent that is surging in Brazilian football”.“I think he w...
24/06/2024

🇧🇷 Neymar: “Future star? I think Estevão of Palmeiras is big talent that is surging in Brazilian football”.

“I think he will be a genius!”, told TNT.

22/06/2024

ভাগ্যিস রা'সেল ভাই!পার ফেসবুক ইউজ করেনা।

নয়তো যে পরিমাণে ভাইরাল হয়েছে সে, নিশ্চিত পেইজ খুলে কাপল ব্লগ শুরু করে দিতো।🌚

21/06/2024

খেলা শেষ হয়ে গেছে কিন্তু মেসির অসাধারণ গোলটি এখনো চোখে লেগে আছে ✌️

02/06/2024

Sorry Jaan 🐸

যেমন আমি 🐸
29/08/2023

যেমন আমি 🐸

যেমন আমি 🥱
23/08/2023

যেমন আমি 🥱

18/08/2023

🌸💞

Indirizzo

Padua

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Mehedi Bhaiya pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Condividi