13/12/2024
🇮🇹 ইতালিতে মনোপাত্তিনো (ইলেকট্রনিক স্কুটার) ব্যবহারে নতুন নিয়ম চালু!
আগামীকাল থেকে ইতালিতে ইলেকট্রনিক স্কুটার ব্যবহারে নতুন নিয়ম কার্যকর হচ্ছে। এই নিয়মগুলো মেনে চলা বাধ্যতামূলক। আইন অমান্য করলে সর্বোচ্চ ৮০০ ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে।
যা যা করতে হবে:
1️⃣ বীমা বাধ্যতামূলক (Assicurazione): স্কুটারের জন্য বীমা করাতে হবে।
2️⃣ নম্বরপ্লেট (তারগা): গাড়ির মতো স্কুটারেও নম্বরপ্লেট বসাতে হবে।
3️⃣ হেলমেট (কাস্কো): চালানোর সময় হেলমেট ব্যবহার অবশ্যই করতে হবে।
4️⃣ ইন্ডিকেটর এবং ব্রেক: স্কুটারে সিগন্যাল ইন্ডিকেটর ও ব্রেক থাকতে হবে।
5️⃣ সর্বোচ্চ গতিসীমা: ৫০ কিমি/ঘণ্টা এর বেশি চালানো যাবে না।
যা যা নিষিদ্ধ:
🚫 হাঁটার রাস্তায় পার্কিং: স্কুটার হাঁটার রাস্তার ওপর রাখা যাবে না।
🚫 হাঁটার রাস্তায় চালানো: এই যানবাহন ফুটপাতে চালানো সম্পূর্ণ নিষিদ্ধ।
🚫 উল্টোদিকে চালানো: সঠিক পথে না চালিয়ে উল্টোদিকে চালালে শাস্তিযোগ্য অপরাধ হবে।
🚫 অতিরিক্ত যাত্রী নেওয়া: স্কুটারে একের অধিক যাত্রী নেওয়া যাবে না।
নতুন এই নিয়মগুলো সকলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং শহরের পরিবহন ব্যবস্থা আরও শৃঙ্খলিত করতে নেওয়া হয়েছে।
নিয়ম মেনে চলুন, নিরাপদ থাকুন!
আপনারা দয়া করে এই তথ্য অন্যদের সাথেও শেয়ার করুন।