10/12/2025
Salvamento Marítimo-এর মাধ্যমে আপডেট, দুপুর ২:৫৩: স্প্যানিশ সমুদ্র উদ্ধার সংস্থা Salvamento Marítimo আজ, বুধবার,
স্পেন: পাঁচজনকে উদ্ধার করে জাভিয়া (আলিকান্তে প্রদেশ) আনা হয়েছে
"উদ্ধারকারী নৌকা ফেনিক্স জাভিয়া থেকে ২.৪ মাইল দক্ষিণ-পূর্বে ভোর ৫:১৮ মিনিটে উত্তর আফ্রিকান বংশোদ্ভূত পাঁচজনকে উদ্ধার করেছে। তারা সুস্থ বলে মনে হচ্ছে। ভোর ৫:৫০ মিনিটে তাদের জাভিয়ায় তীরে আনা হয়েছে। গার্ডিয়া সিভিলের সহযোগিতায় ভ্যালেন্সিয়ায় অবস্থিত সালভামেন্টো Marítimo (স্প্যানিশ সমুদ্র উদ্ধার সংস্থা) সদর দপ্তর জরুরি অবস্থা সমন্বিত করেছে।"