Hoomcook Rupa

Hoomcook Rupa Welcome to Hoomcook Rupa familly.

শুভ নববর্ষ।🌺১৪৩২
15/04/2025

শুভ নববর্ষ।🌺
১৪৩২

সবার আগে একটা কথা বলব আমার এই পেজটা দেখে হয়তো অনেকে অবাক হতে পারে। অনেকদিন ধরে একটা ইচ্ছে ছিল একটা পেইজে ওপেন করব। বলতে...
29/06/2024

সবার আগে একটা কথা বলব আমার এই পেজটা দেখে হয়তো অনেকে অবাক হতে পারে।

অনেকদিন ধরে একটা ইচ্ছে ছিল একটা পেইজে ওপেন করব। বলতে পারো সবাই বিয়ের আগে থেকে ইচ্ছেটা ছিল। কিন্তুু কখনো সাহস করে উঠতে পারিনি। কিন্তু আমার একটা ফ্রেন্ড ছিল Rubiya তাকে মাঝে মাঝে বলতাম চলো আমরা একটা পেজ ওপেন করি আমরা কোন কিছু বিষয় নিয়ে কাজ করি। কিন্তু তারপর আর কোন পেজ ওপেন করা হয়নি। এখন যে আমার এই পেজটা ওর সাপোর্টে আমি এই পেজ টা ওপেন করছি।

এখন হয়তো এই পেজটা দেখে অনেকে খারাপ কিছু ভাবতে পারে হয়তো আবার অনেকে খারাপ মাইন্ডে নিতে পারে। এই পেজটা যখন আমি ওপেন করি প্রথম লাইক আমার husband দেয়। সে আমার পেজটা দেখে অবাক হয়ে যায়। তাকে আমি মাঝে মাঝে বলতাম একটা পেজ ওপেন করব সে আমাকে বলতো এই সব করার কিছু লাগবেনা। কিন্তু পরে পেজ দেখে একটু অবাক হয়ে যায়। তারপর চার দিন পর আমি আমার এক বোনের কাছে পেজটা ছবি দেই সে অনেকেই কাছে আমার এই পেজটা ইনভাইট করে দেয় তারপর অনেকে আমারই পেজটা দেখে লাইক দেয়।
তারপরও বিভিন্ন কিছু বিষয় নিয়ে আমার মন অনেক খারাপ থাকে। বাবা মার কথা অনেক মনে পড়তো সবকিছু নিয়ে মন অনেক খারাপ থাকতো। কিন্তু কিচ্ছু করতে পারতাম না। মাঝে মাঝে আমি দেখতাম পেজ থেকে notification আস্ত কিন্তু পেজে আর ঢুকতাম না দেখতাম কি notification আসছে। ভাবতাম পেজে আর ঢোকা হবে না। কিন্তু এক মাস পর দেখি আমার দুইটা notification আসে তারপর আমি পেজ টা ওপেন করি। দেখি আমার এই পেজটা সবাই আস্তে আস্তে support করছে। এখনো বুঝতে পারিনা পেজ টা দিয়ে কি করব কতটুকু এগিয়ে নিতে পারব।
🥰🥰🥰🥰

15/05/2024

❤️❤️❤️

শুভ অক্ষয় তৃতীয়া।
11/05/2024

শুভ অক্ষয় তৃতীয়া।

Indirizzo

Ltaly
Pordenone

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Hoomcook Rupa pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Condividi