
17/04/2025
মাদারীপুর বাসি আওয়াজ তুলুন! ✊️✊️
চীনের প্রস্তাবিত হাসপাতালটি মাদারীপুরে স্থাপন করা হোক: দক্ষিণবঙ্গবাসীর দাবি
বাংলাদেশে চীনের সহায়তায় নির্মিতব্য একটি আধুনিক হাসপাতাল দক্ষিণবঙ্গের মানুষের জন্য আশার আলো হয়ে এসেছে। দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার চিকিৎসাসেবার মানোন্নয়ন ও ঢাকা নির্ভরতা কমানোর লক্ষ্যে জনসাধারণের দাবির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে—এই হাসপাতালটি যেন মাদারীপুর জেলায় স্থাপন করা হয়।
মাদারীপুর, দক্ষিণবঙ্গের প্রাণকেন্দ্র এবং পদ্মা সেতুর পর যেকোনো জেলার সঙ্গে সংযোগের অন্যতম সহজতম জেলা। যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় এখানে হাসপাতাল স্থাপন করলে বরিশাল, ফরিদপুর, গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, পটুয়াখালীসহ দক্ষিণের ২১ জেলার মানুষ উপকৃত হবে।
এই অঞ্চলের জনগণের ভাষ্য অনুযায়ী, মাদারীপুরে হাসপাতাল নির্মিত হলে ঢাকা শহরের হাসপাতালগুলোর ওপর রোগীর চাপ অনেকটাই কমে আসবে। পাশাপাশি স্বাস্থ্যসেবা হবে আরও বিকেন্দ্রীভূত ও সহজলভ্য।
চিকিৎসা খাতে উন্নয়ন ও সেবার সুযোগ বর্ধিত করতে এবং অঞ্চলভিত্তিক ভারসাম্য আনতে মাদারীপুরই হতে পারে এই প্রস্তাবিত হাসপাতালের জন্য উপযুক্ত স্থান—এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ ও সচেতন মহল।
প্রচারে: Team Humanity Bangladesh | টিম হিউম্যানিটি বাংলাদেশ।