AsaduZzaman Khan Rasel シ ইটালি

AsaduZzaman Khan Rasel シ ইটালি অপরিচিতা, পরিচিত হয়েও অপরিচিত রয়ে গেলে!!!!

কেনো🤔🤔🤔?????????

07/09/2025

ইটালিয়ান কিছু খাবারের আইটেম

04/09/2025

আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন 😭😭😭

01/09/2025

বাংলাদেশ যেখানে মানুষের জীবন নিতে ব্যস্ত,,, অস্ট্রেলিয়া একই সময়ে পাখিদের জীবন রক্ষায় ব্যস্ত

পার্থক্য
বাংলাদেশের মানুষ (রাজনীতিকে পুঁজি করে ) দেশের মানুষকে খুন এবং দেশকে বিক্রি করে

সেখানে অস্ট্রেলিয়ার মানুষ দেশ এবং দেশের মানুষকে রক্ষায় নিজেদের আনন্দ এবং জীবন উৎসর্গ করে।।।

29/08/2025

বৃষ্টির ইতালিয়ান অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন

28/08/2025

আল্লাহ তাআলার নিয়ামত

09/08/2025

ইতালি সরকার ২০২৬,২০২৭ ও২০২৮ সালে ১০ লক্ষ মানুষ ইতালিতে আসার ঘোষণা দিয়েছে!!!!!

ছবিতে যাকে দেখতে পাচ্ছেন তিনি ২০২৩ সালে ওমরার উদ্দেশ্যে সৌদি আরবে গিয়েছিলেন। হারামে প্রবেশ করার পর আশেপাশের সবকিছু তিনি ...
04/08/2025

ছবিতে যাকে দেখতে পাচ্ছেন তিনি ২০২৩ সালে ওমরার উদ্দেশ্যে সৌদি আরবে গিয়েছিলেন। হারামে প্রবেশ করার পর আশেপাশের সবকিছু তিনি দেখতে পেলেও কাবা ঘর তিনি দেখতে পাচ্ছিলেন না। ভয়ে তিনি জোরে জোরে চিৎকার করছিলেন, আর আশেপাশের লোকজন তাকে শান্ত করার চেষ্টা করছিল।

তার এমন অদ্ভুত আচরণ দেখে কেউ একজন (সম্ভবত কোনো ইমাম) জিজ্ঞেস করেন, তিনি এমন কোনো গোনাহ করেছেন কি না যার কারণে এই অভিশপ্ত অবস্থা তার ওপর এসেছে।

তখন মহিলাটি স্বীকার করে, তার এক আত্মীয়ের মৃত্যুর পর তিনি সেই মৃতদেহ গোসল করানোর দায়িত্ব নিয়েছিলেন। গোসলের সময় সে মৃতদেহের মুখের ভেতরে একটি তাবিজ ঢুকিয়ে দেন। এই অবস্থাতেই মৃতদেহটি দাফন করা হয়।

এরপর কিছুদিনের মধ্যে ওই মৃতব্যক্তির পরিবারের সবাই একে একে মারা যায়। ধারণা করা হয়, ওই মহিলা হয়তো কাউকে সাহায্য করার উদ্দেশ্যে, কিংবা নিজের স্বার্থে মৃত ব্যক্তির সম্পত্তির লোভে এই কাজটি করেছিলেন। তার উদ্দেশ্য সফলও হয়েছিল।

তবে আল্লাহর বিধান থেকে কেউ রেহাই পায় না। অনেকদিন পর তিনি ওমরার জন্য মক্কায় গেলেও, সে কাবা ঘর দেখতে পাননি। তার চোখের সামনে শুধু এক অদৃশ্য পর্দা, কাবা ছিলো তার দৃষ্টির বাইরে।
©

ইয়া আল্লাহ্ মাফ করো সকলকে হেদায়েত দান করো (আমিন)

25/06/2025

কাতারের নাগরিকরা ভ'য়ে বাংকারে অবস্থান নিচ্ছে আর সেখানের প্রবাসী বাংলাদেশীরা মি'সা'ই'ল দেখতে বাসার ছাদে ও রাস্তায় জড়ো হচ্ছে... (:

23/06/2025

তৃতীয় বিশ্বযু"দ্ধ শুরু হলে বাংলাদেশ কখনোই অংশগ্রহণ করবে না। বাংলাদেশ অংশগ্রহণ করবে চতুর্থ বিশ্বযু"দ্ধে। সবসময় মনে রাখতে হবে, আমাদের টার্গেট এই বিশ্বযু"দ্ধ না, আমাদের টার্গেট নেক্সট বিশ্বযু"দ্ধ🙌

এভাবেই অগ্নি বৃষ্টি পরুক ই-জ্রিলের বুকে 🔥
16/06/2025

এভাবেই অগ্নি বৃষ্টি পরুক ই-জ্রিলের বুকে 🔥

14/06/2025

ইতালি কার পক্ষে, ইসরাইল vs ফিলিস্তিন??

ফুল, হয়ে যান সবাই
12/06/2025

ফুল, হয়ে যান সবাই

Indirizzo

Roma

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando AsaduZzaman Khan Rasel シ ইটালি pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Condividi