Voice of Mamin

Voice of Mamin Hi, this is Mamin Miah, I am a blogger, I have a youtube and facebook channel, please follow me everytime you get my channel videos, ...

ইতালিতে আখাউড়া পৌর জনকল্যাণ সমিতির এক যুগ পূর্তি ও নবগঠিত কমিটির জমকালো অভিষেক সম্পন্ন।রোম, ইতালিঃবিপুল উৎসাহ-উদ্দীপনা, ...
26/11/2025

ইতালিতে আখাউড়া পৌর জনকল্যাণ সমিতির এক যুগ পূর্তি ও নবগঠিত কমিটির জমকালো অভিষেক সম্পন্ন।

রোম, ইতালিঃ
বিপুল উৎসাহ-উদ্দীপনা, আনন্দঘন পরিবেশ এবং প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে ইতালির রোমে অনুষ্ঠিত হয়ে গেল ‘আখাউড়া পৌর জনকল্যাণ সমিতি, ইতালি’-এর ১৪ বছর পূর্তি ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান। গত [অনুষ্ঠানের তারিখ] স্থানীয় বাতিস্তিনি (Battistini) হলরুমে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রবাসের মাটিতে এক টুকরো আখাউড়ার মিলনমেলায় পরিণত হয়েছিল বাতিস্তিনি হলরুম। সংগঠনের এক যুগ (১৪ বছর) পূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ইতালি প্রবাসী আখাউড়াবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। এরপর সংগঠনের বিগত দিনের কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনার ওপর আলোকপাত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি [আব্দুর রাজ্জাক মোহাম্মাদ আলী(সুমন)] এবং সঞ্চালনা করেন প্রধান সমন্বয়কারি [কাজী মোজাহিদ খাদেম] প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন [প্রধান উপদেষ্টা জনাব রুবেল চৌধুরী] এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালির বিশিষ্ট সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, "দীর্ঘ ১৪ বছর ধরে এই সংগঠনটি প্রবাসে বসবাসরত আখাউড়াবাসীদের সুখে-দুখে পাশে দাঁড়িয়েছে। নবগঠিত কমিটি এই ধারাবাহিকতা বজায় রেখে আর্তমানবতার সেবায় এবং প্রবাসীদের কল্যাণে আরও বলিষ্ঠ ভূমিকা পালন করবে।"

নবগঠিত কমিটির অভিষেক পর্বে সংগঠনের সকল সদস্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার এবং সংগঠনকে আরও গতিশীল করার শপথ গ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে এক মনোজ্ঞ প্রীতিভোজের আয়োজন করা হয়। আড্ডা আর স্মৃতিচারণে মুখরিত হয়ে ওঠে পুরো হলরুম।

উক্ত অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের কার্যকরী পরিষদের সকল নেতৃবৃন্দ। একটি সফল ও সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জানান আয়োজকরা।

প্রচারণায়ঃ
[মমিন মিয়া ]
প্রচার সম্পাদকঃ
আখাউড়া উপজেলা সমিতি ও আখাউড়া পৌর জনকল্যাণ সমিতি, ইতালি।
ছবি পার্টঃ ১
ধন্যবাদান্তঃ

আলহামদুলিল্লাহ্ মাত্র ১০ ইউরোতে আপনার সন্তানকে, বাংলা ও আরবি শিক্ষা দিতে পারবেন।,এবং সাথে আপনিও। 🌍 ইউরোপ, আমেরিকা, জাপান...
25/11/2025

আলহামদুলিল্লাহ্ মাত্র ১০ ইউরোতে আপনার সন্তানকে, বাংলা ও আরবি শিক্ষা দিতে পারবেন।,এবং সাথে আপনিও।
🌍 ইউরোপ, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া—আপনি যেখানেই থাকুন, এখন ঘরে বসেই পাচ্ছেন বিশ্বমানের ইসলামিক শিক্ষা! 📖✨

👧 শিশুদের জন্য:
• কুরআন শিক্ষা (নাজেরা, হিফজ, নামায শিক্ষা)
• বাংলা ও ইংরেজি ভাষা
• আদব-আখলাক
• ইসলামিক গান ও কবিতা
📆 বয়স: ৬–২০ বছর

👨‍👩‍👧‍👦 অভিভাবকদের জন্য:
• কুরআন শিক্ষা
• নামায শিক্ষা
• নাজেরা ও হিফজ
🌸 পুরুষ ও মহিলাদের জন্য আলাদা শিক্ষক

✨ বিশেষ সুবিধাসমূহ:
• ব্যক্তিগত ও গ্রুপ ভিত্তিক ক্লাস
• শিক্ষকবৃন্দ: আল-আজহার, তামিরুল মিল্লাত, ইসলামিক ইউনিভার্সিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে
• ৫টি ভাষায় শিক্ষা: বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, হিন্দি
💰 মাত্র €১০

📱 Call / WhatsApp: +39 339 639 2426
📖 নিয়মিত কুরআন ও হাদীসের আপডেট পেতে আমাদের পেজটি ফলো করুন 🌿

💝 বিশেষ সেবা:
🖋️ ইসলামিক Calligraphy – সুন্দর ডিজাইনে, সাশ্রয়ী মূল্যে ✨
💍 Match Making (বিয়ের জন্য পরিচয়) – ফ্রি সার্ভিস 💫
🌸 মহিলাদের মাইয়্যেত গোসল করানোর ব্যবস্থা – ফ্রি ও বিশ্বস্ত সেবা।

আপনার প্রতিষ্ঠান ও সংগঠনের বিজ্ঞাপন দিতে এখনই যোগাযোগ করুনঃ 346 327 4895 মমিন।
ধন্যবাদান্তেঃ

24/11/2025

রোম ইতালি, আলহামদুলিল্লাহ্ আমাদের আখাউড়া পৌর জনকল্যাণ সমিতি সমিতি ইতালীর, আজকের প্রোগ্রামে।
ধন্যবাদান্তেঃ

রোম ইতালি, আলহামদুলিল্লাহ্ আমাদের আখাউড়া পৌর জনকল্যাণ সমিতি ইতালীর, আজকের প্রোগ্রামে প্রথম মেহমান হিসেবে উপস্থিত হন আখা...
24/11/2025

রোম ইতালি, আলহামদুলিল্লাহ্ আমাদের আখাউড়া পৌর জনকল্যাণ সমিতি ইতালীর, আজকের প্রোগ্রামে প্রথম মেহমান হিসেবে উপস্থিত হন আখাউড়া উপজেলা সমিতির সভাপতিঃ শেখ সোহরাব হোসেন। সাধারণ সম্পাদঃ আবু সাঈদ ভূঁইয়া। সহ-সভাপতিঃ সাফা খন্দকার, ইয়াকুব আলী (রিপন), ইরন খান হিরো, ব্রাহ্মণবাড়িয়া জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বৃহত্তর ব্রাহ্মণবাড়িয়া সদর বর্তমান উপদেষ্টা মামুনুর রশিদ (মামুন) আশুগঞ্জ থানার ১ নং সম্মানিত সদস্য শাহ মোঃ শওকত। একি বলে মহব্বত ভাইয়ের অনুষ্ঠানে ভাই আগে। তাদেরকে গ্রহণ করে নিচ্ছি আমি মমিন আখাউড়া উপজেলা সমিতি ও আখাউড়া পৌর জনকল্যাণ সমিতির প্রচার সম্পাদক।
ধন্যবাদান্তেঃ

রোম ইতালি, আলহামদুলিল্লাহ্ আমাদের আখাউড়া পৌর জনকল্যাণ সমিতি সমিতি ইতালীর। আজকের প্রোগ্রামের জন্য আমরা রেডি চলে আসেন সবা...
24/11/2025

রোম ইতালি, আলহামদুলিল্লাহ্ আমাদের আখাউড়া পৌর জনকল্যাণ সমিতি সমিতি ইতালীর। আজকের প্রোগ্রামের জন্য আমরা রেডি চলে আসেন সবাই ইনশাআল্লাহ্।
ধন্যবাদান্তেঃ

21/11/2025

আমাদের দেবগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক, আমার প্রিয় শিক্ষক আলহাজ্ব আবু জাহার স্যারের জানাজা অনুষ্ঠিত হয়েছে। স্যার কি আল্লাহ তা'আলা জান্নাতুল ফেরদৌস নসিব করুক আমিন।

19/11/2025

৯৯, অপেক্ষা এক রানের।
ধন্যবাদান্তেঃ

রোম ইতালি, আলহামদুলিল্লাহ্ আমাদের আখাউড়া পৌর জনকল্যাণ সমিতি সমিতি ইতালীর ২০২৫-২০২৬ইং এর নবগঠিত কার্যকরী কমিটির তালিকা প...
19/11/2025

রোম ইতালি, আলহামদুলিল্লাহ্ আমাদের আখাউড়া পৌর জনকল্যাণ সমিতি সমিতি ইতালীর ২০২৫-২০২৬ইং এর নবগঠিত কার্যকরী কমিটির তালিকা প্রকাশ করা হলো।
ধন্যবাদান্তেঃ

18/11/2025

ভারতকে হারিয়ে জয় নিয়ে আসলো বাংলাদেশ ফুটবল টিম।
ধন্যবাদান্তেঃ

রোম ইতালি, কসবা মানব কল্যান সমিতি ইতালীর নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান।ঐক্য ও ঐতিহ্য ধরে রাখতে সহায়ক ভুমিকা পাল...
18/11/2025

রোম ইতালি, কসবা মানব কল্যান সমিতি ইতালীর নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান।
ঐক্য ও ঐতিহ্য ধরে রাখতে সহায়ক ভুমিকা পালন করবেন- অংঙ্গীকার নবনির্বাচিত পরিষদ।

আখাউড়া উপজেলা সমিতি ও আখাউড়া পৌর জনকল্যাণ সমিতি এর পক্ষ থেকে কসবা মানব কল্যাণ সমিতির নবগঠিত কার্যকরী কমিটিকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।

আপনার প্রতিষ্ঠান ও সংগঠনের বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন।
ধন্যবাদান্তেঃ

ইন্নালিল্লাহ্, খুবই দুঃখের একটি সংবাদ। আল্লাহ সবাইকে মাফ করুন, উমরাহ যাত্রীবাহী একটি বাস মদিনা থেকে মক্কা যাওয়ার পথে তেল...
17/11/2025

ইন্নালিল্লাহ্, খুবই দুঃখের একটি সংবাদ। আল্লাহ সবাইকে মাফ করুন, উমরাহ যাত্রীবাহী একটি বাস মদিনা থেকে মক্কা যাওয়ার পথে তেলবাহী একটি ট্রাকের সাথে সংঘর্ষে প্রায় ৪৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যাদের সবাই ইন্ডিয়া থেকে আগত। ড্রাইভার এবং ড্রাইভারের পাশের সিটে বসা একজন যাত্রী জীবিত আছেন বলে সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে।
ধন্যবাদান্তেঃ

12/11/2025

ইতালিতে একটি মোটরসাইকেলের শোরুম, একটি আফ্রিকান দিনের দুপুরে দরজা ভেঙ্গে চুরি করার চেষ্টা করতেছে । ধন্যবাদান্তেঃ

Indirizzo

Rome

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Voice of Mamin pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a Voice of Mamin:

Condividi