26/11/2025
ইতালিতে আখাউড়া পৌর জনকল্যাণ সমিতির এক যুগ পূর্তি ও নবগঠিত কমিটির জমকালো অভিষেক সম্পন্ন।
রোম, ইতালিঃ
বিপুল উৎসাহ-উদ্দীপনা, আনন্দঘন পরিবেশ এবং প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে ইতালির রোমে অনুষ্ঠিত হয়ে গেল ‘আখাউড়া পৌর জনকল্যাণ সমিতি, ইতালি’-এর ১৪ বছর পূর্তি ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান। গত [অনুষ্ঠানের তারিখ] স্থানীয় বাতিস্তিনি (Battistini) হলরুমে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রবাসের মাটিতে এক টুকরো আখাউড়ার মিলনমেলায় পরিণত হয়েছিল বাতিস্তিনি হলরুম। সংগঠনের এক যুগ (১৪ বছর) পূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ইতালি প্রবাসী আখাউড়াবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। এরপর সংগঠনের বিগত দিনের কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনার ওপর আলোকপাত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি [আব্দুর রাজ্জাক মোহাম্মাদ আলী(সুমন)] এবং সঞ্চালনা করেন প্রধান সমন্বয়কারি [কাজী মোজাহিদ খাদেম] প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন [প্রধান উপদেষ্টা জনাব রুবেল চৌধুরী] এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালির বিশিষ্ট সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, "দীর্ঘ ১৪ বছর ধরে এই সংগঠনটি প্রবাসে বসবাসরত আখাউড়াবাসীদের সুখে-দুখে পাশে দাঁড়িয়েছে। নবগঠিত কমিটি এই ধারাবাহিকতা বজায় রেখে আর্তমানবতার সেবায় এবং প্রবাসীদের কল্যাণে আরও বলিষ্ঠ ভূমিকা পালন করবে।"
নবগঠিত কমিটির অভিষেক পর্বে সংগঠনের সকল সদস্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার এবং সংগঠনকে আরও গতিশীল করার শপথ গ্রহণ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে এক মনোজ্ঞ প্রীতিভোজের আয়োজন করা হয়। আড্ডা আর স্মৃতিচারণে মুখরিত হয়ে ওঠে পুরো হলরুম।
উক্ত অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের কার্যকরী পরিষদের সকল নেতৃবৃন্দ। একটি সফল ও সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জানান আয়োজকরা।
প্রচারণায়ঃ
[মমিন মিয়া ]
প্রচার সম্পাদকঃ
আখাউড়া উপজেলা সমিতি ও আখাউড়া পৌর জনকল্যাণ সমিতি, ইতালি।
ছবি পার্টঃ ১
ধন্যবাদান্তঃ