Voice of Mamin

Voice of Mamin Hi, this is Mamin Miah, I am a blogger, I have a youtube and facebook channel, please follow me everytime you get my channel videos, ...

21/08/2025

ইতালি এসে একদিন পর মৃত্যু!
বৈধ স্পন্সর ভিসা নিয়ে গত ১৮ই আগষ্ট সোমবার ইতালি আসন, ১৯ আগষ্ট মঙ্গলবার ভোর ৪ টায় মৃত্যুবরণ করেন ফেনীর পশুরাম উপজেলার "সোহাগ দেওয়ান। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ধন্যবাদান্তেঃ

20/08/2025

চতুর্দিকে শুধু মাংস যখন এলাচি দাঁতের চিপায় পড়ে। 🤪🤪🤪

ধন্যবাদান্তঃ

শোক সংবাদ -ইতালি এসে একদিন পর মৃত্যু!বৈধ স্পন্সর ভিসা নিয়ে গতকাল ১৮ই আগষ্ট সোমবার ইতালি আসন, আজ ১৯ আগষ্ট মঙ্গলবার ভোর ৪...
19/08/2025

শোক সংবাদ -ইতালি এসে একদিন পর মৃত্যু!
বৈধ স্পন্সর ভিসা নিয়ে গতকাল ১৮ই আগষ্ট সোমবার ইতালি আসন, আজ ১৯ আগষ্ট মঙ্গলবার ভোর ৪ টায় মৃত্যুবরণ করেন ফেনীর পশুরাম উপজেলার "সোহাগ দেওয়ান" ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আল্লাহ রাব্বি কারিম, আপনি তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তার পরিবারকে এই শোক বহন করার তৌফিক দান করুন- আমীন

নাম:শাহাদাত হোসেন দেওয়ান (সোহাগ)
পিতা : মীর হোসেন দেওয়ান
গ্রাম: দক্ষিণ কোলাপাড়া পরশুরাম ফেনী।
বিয়ের বয়স চার বছর ,
দেড় বছরের একটা কন্যা সন্তান আছে।

ধন্যবাদান্তেঃ

10/08/2025

আলহামদুলিল্লাহ্ এরকম কাচ্চি খেতে কার কার ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ধন্যবাদান্তেঃ

08/08/2025

ইতালির রোমে, আপনারা যারা একটু ঘোরাঘুরি পছন্দ করেন। তারা এই ছুটিতে ""Parco EUR Fermi"" লেখ থেকে ঘুরে আসতে পারেন অনেক সুন্দর জায়গা। বাচ্চাদের জন্য পার্কে অনেক সুন্দর ব্যবস্থা আছে।
ধন্যবাদান্তেঃ

শোক সংবাদ আমাদের নয়াদিল গ্রামের পশ্চিম  মধ্যে পাড়া প্রবীণ মুরুব্বী  হাবিলদার আঃ গফুর দাদা বাংলাদেশের সময় আজ  আনুমানিক ০৪...
06/08/2025

শোক সংবাদ
আমাদের নয়াদিল গ্রামের পশ্চিম মধ্যে পাড়া প্রবীণ মুরুব্বী হাবিলদার আঃ গফুর দাদা বাংলাদেশের সময় আজ আনুমানিক ০৪ ঘটিকায় আমাদের সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছে। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইয়া আল্লাহ আপনি উনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে উনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন আমীন।

05/08/2025

দেখো আজকে আমাদের রেস্টুরেন্টের সব গরিব গরিব লোক গুলা খেতে আসছে। 😃😃😃

আমাদের মধ্যে অনেকে আছে যারা, এই দুনিয়ার লোভে কত পাপ কাজ না করে ফেলে। আল্লাহ্ সবাইকে হেদায়েত দান করুক আমিন। 🌷 ছবিতে যাক...
04/08/2025

আমাদের মধ্যে অনেকে আছে যারা, এই দুনিয়ার লোভে কত পাপ কাজ না করে ফেলে। আল্লাহ্ সবাইকে হেদায়েত দান করুক আমিন।

🌷 ছবিতে যাকে দেখতে পাচ্ছেন তিনি ২০২৩ সালে উমরার উদ্দেশ্যে সৌদি আরবে গিয়েছিলেন। হারামে প্রবেশ করার পর আশেপাশের সবকিছু তিনি দেখতে পেলেও কাবা ঘর তিনি দেখতে পাচ্ছিলেন না। ভয়ে তিনি জোরে জোরে চিৎকার করছিলেন, আর আশেপাশের লোকজন তাকে শান্ত করার চেষ্টা করছিল।

তার এমন অদ্ভুত আচরণ দেখে কেউ একজন (সম্ভবত কোনো ইমাম) জিজ্ঞেস করেন, তিনি এমন কোনো গোনাহ করেছেন কি না যার কারণে এই অভিশপ্ত অবস্থা তার ওপর এসেছে।

তখন মহিলাটি স্বীকার করে, তার এক আত্মীয়ের মৃত্যুর পর তিনি সেই মৃতদেহ গোসল করানোর দায়িত্ব নিয়েছিলেন। গোসলের সময় সে মৃতদেহের মুখের ভেতরে একটি তাবিজ ঢুকিয়ে দেন। এই অবস্থাতেই মৃতদেহটি দাফন করা হয়।

এরপর কিছুদিনের মধ্যে ওই মৃতব্যক্তির পরিবারের সবাই একে একে মারা যায়। ধারণা করা হয়, ওই মহিলা হয়তো কাউকে সাহায্য করার উদ্দেশ্যে, কিংবা নিজের স্বার্থে মৃত ব্যক্তির সম্পত্তির লোভে এই কাজটি করেছিলেন। তার উদ্দেশ্য সফলও হয়েছিল।

তবে আল্লাহর বিধান থেকে কেউ রেহাই পায় না। অনেকদিন পর তিনি উমরার জন্য মক্কায় গেলেও, সে কাবা ঘর দেখতে পাননি। তার চোখের সামনে শুধু এক অদৃশ্য পর্দা, কাবা ছিলো তার দৃষ্টির বাইরে।

ইয়া আল্লাহ্ মাফ করো সকলকে হেদায়েত দান করো (আমিন)

কক্সবাজার যাওয়ার পর, হিমছড়ির জন্য দেখতে গিয়ে আমার মতন এরকম কয়জনে ধোকা খেয়েছেন এইটা হচ্ছে হিমছড়ি ঝর্ণা, উত্তর কমেন্...
31/07/2025

কক্সবাজার যাওয়ার পর, হিমছড়ির জন্য দেখতে গিয়ে আমার মতন এরকম কয়জনে ধোকা খেয়েছেন এইটা হচ্ছে হিমছড়ি ঝর্ণা, উত্তর কমেন্টে।
ধন্যবাদান্তঃ
#হিমছড়িঝর্ণা
#হিমছড়ি
#কক্সবাজার

🌟 আলহামদুলিল্লাহ্ আমাদের গ্রামের, বিচারপতি ও প্রবীণ মুরুব্বীর কে আমার ও আমার পরিবারের পক্ষ থেকে সম্মান ও ভালোবাসা 🌟“সত্য...
30/07/2025

🌟 আলহামদুলিল্লাহ্ আমাদের গ্রামের, বিচারপতি ও প্রবীণ মুরুব্বীর কে আমার ও আমার পরিবারের পক্ষ থেকে সম্মান ও ভালোবাসা 🌟

“সত্যের বিজয় কখনো নীরব হয় না—এখনো আপনি সেই বিজয়ীর প্রতীক।”

১৪ বছর ধরে মিথ্যা অভিযোগে বন্দী ছিলেন, কিন্তু আজ অবশেষে আপনার সত্য রক্ষা করল স্বাধীনতা। এই যাত্রা কঠিন হলেও আপনার ধৈর্য, দৃঢ়তা ও আশাবাদের অটল মনোভাব আমাদের সকলকে অনুপ্রাণিত করেছে।

আপনি শুধু আমাদের গ্রামের বিচারক নন, বরং সত্য ও ন্যায়ের জীবন্ত প্রতীক। আপনার রক্ষাকবচে আমরা বিশ্বাস করেছি, আর আজ সেই বিশ্বাসের ফল আমরা পেয়েছি।

আশার দীপ জ্বেলে দিয়েছেন আমাদের হৃদয়ে,
সত্যের পথে চলার অনুপ্রেরণা দিয়েছেন জীবনে।

আপনার মুক্তি আমাদের জন্য একটি নতুন সূর্যোদয়—যা অন্ধকার কেটে সত্য ও ন্যায়ের দীপ্তিতে আশির্বাদ বয়ে আনছে। আপনার জীবন আমাদের শিক্ষা দেয়, সৎ থাকার মূল্য, সাহস রাখার গুরুত্ব, ও সত্যকে জয় করার শক্তি।

এই বিকটে মুহূর্তে আপনার মুক্তি তথা সত্যের জয় আমরা কেবল উদযাপন করছি না, বরং শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আপনার সংগ্রাম ও স্বপ্নকে।

অন্তরের গভীর থেকে জানাই শুভেচ্ছা ও প্রণাম, বি‌শেষত আপনার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, শান্তি ও আনন্দময় ভবিষ্যতের জন্য।

আপনার মত একজন বিচক্ষন মুরুব্বীকে পেয়েছি বলে আমরা গর্ব অনুভব করি। আল্লাহ্ আপনাকে বরকত দান করুন, ও আপনার জীবনে সত্য ও ন্যায় সবসময় বিজয়ী হোক।

ধন্যবাদান্তেঃ
🌿 #সত্যের_বিজয়
🌿 #বিচারক_বীর
🌿 #সত্য_ও_ন্যায়

29/07/2025

সালাত বানানোর জন্য যখন সেপপিয়া কাটি।
ধন্যবাদান্তেঃ
#মাছ

Indirizzo

Rome

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Voice of Mamin pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a Voice of Mamin:

Condividi