Bangla Times News Italy

Bangla Times News Italy দেশ বিদেশের যেকোন অনুসন্ধানী ও নির্ভরযোগ্য তথ্য প্রচার করাই আমাদের লক্ষ্য।

মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে।দীর্ঘ ১৮ বছর পর বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিতে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপ...
24/12/2025

মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে।
দীর্ঘ ১৮ বছর পর বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিতে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সাথে রয়েছেন তাঁর স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

24/12/2025

বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিতে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সাথে রয়েছেন তাঁর স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

24/12/2025
🎊বাঙ্গালিয়ান আধুনিকতার ছোয়া উদ্বোধন হয়ে গেলো Dawat Mirti রেস্টুরেন্টে, নানা রঙে সজ্জিত করে আজ এর শুভ উদ্বোধন করা হয়। D...
23/12/2025

🎊বাঙ্গালিয়ান আধুনিকতার ছোয়া উদ্বোধন হয়ে গেলো Dawat Mirti রেস্টুরেন্টে, নানা রঙে সজ্জিত করে আজ এর শুভ উদ্বোধন করা হয়। Dawat Restaurant
📍Piazza Dei Mirti 19, Roma
The wait is officially over. We are thrilled to welcome you to Dawat Restaurant
📍Piazza Dei Mirti 19, Roma
🍽️ Premium Quality Cuisine
✨ Breathtaking Interiors
🍸 Handcrafted Drinks

তরপিনাত্তারায় উদ্বোধন করা হলো ইতালির জনপ্রিয় সিসিলি মিষ্টি খাবার  এর প্রতিষ্ঠান Dolce Caffe।
22/12/2025

তরপিনাত্তারায় উদ্বোধন করা হলো ইতালির জনপ্রিয় সিসিলি মিষ্টি খাবার এর প্রতিষ্ঠান Dolce Caffe।

20/12/2025

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ এখন ইতালির ভেনিসে। যোগ দিয়েছেন ভেনিস আওয়ামী লীগ আয়োজিত বিজয় দিবস উদযাপন ও প্রতিবাদ সভায়।

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবার দোয়ার আয়োজন করে সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম ইতালি।
19/12/2025

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবার দোয়ার আয়োজন করে সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম ইতালি।

MEDIA ANNOUNCEMENT।Amici Bangla Festival | Season 01**🇧🇩🇮🇹 Rome, Italyবাংলা সংস্কৃতি, কমিউনিটি ও কানেকশনের উদযাপন নিয়ে *...
19/12/2025

MEDIA ANNOUNCEMENT।

Amici Bangla Festival | Season 01**
🇧🇩🇮🇹 Rome, Italy

বাংলা সংস্কৃতি, কমিউনিটি ও কানেকশনের উদযাপন নিয়ে *Amici Bangla Festival | Season 01* আয়োজন করা হচ্ছে রোমে। এই বহুল প্রতীক্ষিত ফেস্টিভ্যালটি ইতোমধ্যে দেশের ও আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ন্যাশনাল ও ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর শক্তিশালী কাভারেজ ও সমর্থন অর্জন করেছে।

আমাদের এই সাংস্কৃতিক যাত্রায় পাশে থাকার জন্য সকল মিডিয়া পার্টনারদের প্রতি রইলো আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা 🤍

📅 *Event Date:* 2–4 January 2026
📍 *Venue:* Deshi Events Venue, Laurentina — Rome

এই ফেস্টিভ্যালটি প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের জন্য একটি মিলনমেলা, যেখানে সংস্কৃতি, ঐতিহ্য, সংগীত, পারফরম্যান্স ও কমিউনিটির বন্ধন একসূত্রে মিলিত হবে।

🎤 *Media, Collaboration, Sponsorship, Performance & Stall Booking:*
📧 Email: [[email protected]](mailto:[email protected])
📱 Phone / WhatsApp: +39 329 476 7272

📞 *General Contact:*
📧 [[email protected]](mailto:[email protected])
🌐 Website: [https://abgen.it/](https://abgen.it/)

✨ *Let’s celebrate Bangla culture together on an international stage!*








ইতালিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অংশগ্রহণে অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ...
19/12/2025

ইতালিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অংশগ্রহণে অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অবৈধ অভিবাসন কমিয়ে বৈধ ও নিরাপদ পথে অভিবাসন বৃদ্ধি করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
রিপোর্ট ও ছবি: মিনহাজ হোসেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে রোমে ইতালি আওয়ামী লীগের বিক্ষোভ ও স্মারকলিপিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘ...
17/12/2025

ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে রোমে ইতালি আওয়ামী লীগের বিক্ষোভ ও স্মারকলিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলের বিরুদ্ধে এবং বাংলাদেশে চলমান খুন, গুম ও নৈরাজ্যের প্রতিবাদে ইতালির রাজধানী রোমে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

ইতালি আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আয়োজিত এই কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ঘোষিত তফসিল গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী এবং জনগণের ভোটাধিকার হরণের একটি সুস্পষ্ট অপচেষ্টা। তারা বলেন, দেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ অনুপস্থিত থাকায় সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও অনিশ্চয়তা বিরাজ করছে।

এ সময় বক্তারা বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতা, খুন, গুম ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। সমাবেশ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়। বক্তারা দাবি করেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দেশে অস্থিতিশীলতা বৃদ্ধি পেয়েছে এবং বিরোধী মত দমনে দমন-পীড়নের অভিযোগ ক্রমেই বাড়ছে, যা গণতন্ত্র ও মানবাধিকারের জন্য মারাত্মক হুমকি।

ইতালি আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশ শেষে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা, রাজনৈতিক সহিংসতা বন্ধ করা এবং মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা গ্রহণের আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দেশের গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা এবং সাংবিধানিক অধিকার রক্ষার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।

পর্তুগালে বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতমহান বিজয় দিবস উপলক্ষে পর্তুগাল বিএনপির উদ্যোগে এক...
17/12/2025

পর্তুগালে বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মহান বিজয় দিবস উপলক্ষে পর্তুগাল বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ ডিসেম্বর পর্তুগালের রাজধানী লিসবনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সাইফুল হক এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এম এ হাকিম মিনহাজ।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলওয়ার আহমদ রাফি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য সাইদুল ইসলাম, আব্দুল হাসিব ও শেখ নিজামুর রহমান টিপু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

সভাপতির বক্তব্যে সাইফুল হক বলেন, “১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই একটি গণতান্ত্রিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।” তিনি আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হাকিম মিনহাজ তার বক্তব্যে বলেন, “প্রবাসে থেকেও দেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থেকে বিএনপি সবসময় মুক্তিযুদ্ধের চেতনায় দেশ ও জনগণের পক্ষে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটি আপসহীন ভূমিকা পালন করবে।”

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা ইমদাদুর রহমান স্বপন, জাসাসের আহ্বায়ক ইমরান আহমদ ইমু, বিএনপি নেতা সানি সুমন, তালুকদার গিয়াস উদ্দিন, এম এ দেলওয়ার, জসিম উদ্দিন, যুবদল নেতা সিহাব আহমদ, মোসাররফ হোসেন সুমন, বেজা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ সরকার, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন ও জয়নুল টিপু, জাসাস নেতা আমির উদ্দিন, আলিম উদ্দিন, বাপ্পু দাস, মো. মাসুদ, বিএনপি নেতা আমির আলি, শানুর আহমদ, যুবদল নেতা ইঞ্জিনিয়ারিং নিরব এবং রাবেল আহমদসহ আরও অনেকে।

আলোচনা সভাটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

পর্তুগালে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলনআগামী ২৮ ডিসেম্বর লিসবনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন ও সাংস্কৃতিক অন...
16/12/2025

পর্তুগালে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন

আগামী ২৮ ডিসেম্বর লিসবনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে Casa Do Bangladesh (কাজা দো বাংলাদেশ )।

এ উপলক্ষে ১৪ ডিসেম্বর লিসবনের দিদাজ রেস্টুরেন্টের হলরুমে অবস্থিত Casa Do Bangladesh–এর আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি রনি হোসাইন জানান, এ বছর লিসবনের Mercado de Culturas হল প্রাঙ্গণে দিনব্যাপী এই আয়োজন করা হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য।

তিনি আরও জানান, অনুষ্ঠানে আলোচনা সভা, শিশু-কিশোরদের পরিবেশনা, বাংলাদেশি সংস্কৃতিনির্ভর স্টল ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে।

সংবাদ সম্মেলনে Casa Do Bangladesh–এর উপদেষ্টা এম এ হাকিম মিনহাজ, মাসুম আহমদ, সংগঠনের সেক্রেটারি শহীদ আহমদ (প্রিন্স), ইকবাল আহমদ কাঞ্চন, হাফিজ আল আসাদ, শাহিন আহমদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ সাংবাদিক এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এবারের বিজয় দিবস উদযাপন একটি স্মরণীয় মিলনমেলায় পরিণত হবে।

Indirizzo

Rome
00177

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Bangla Times News Italy pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a Bangla Times News Italy:

Condividi