Bangla Times News Italy

Bangla Times News Italy দেশ বিদেশের যেকোন অনুসন্ধানী ও নির্ভরযোগ্য তথ্য প্রচার করাই আমাদের লক্ষ্য।

30/09/2025

ইতালিতে শেখ হাসিনার ৭৯তম জন্মদিন পালন করেছে ইতালি আওয়ামী লীগ। ২৯ সেপ্টেম্বর রাজধানী রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টে কেক কেটে জন্মদিন পালন করা হয়।

29/09/2025

নামে শরীয়তপুর জেলা সমিতি থাকলেও নেই কোন কার্যক্রমন। থমকে থাকা ইতালিস্থ শরীয়তপুর জেলা সমিতি কে সচল করতে নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব বাছাই করার আহ্বান শরীয়তপুরবাসীর। ২৮ সেপ্টেম্বর রোমে শরীয়তপুরবাসীর মিলনমেলা অনুষ্ঠিত হয়।

 #ইতালি_প্রবাসী_প্রজন্মের_জন্য_আশার_আলো। ইতালি প্রবাসী রোম শহরের নোয়াখালী সেনবাগের,২নং কেশারপাড় ইউনিয়নের কৃতি সন্তান জ...
29/09/2025

#ইতালি_প্রবাসী_প্রজন্মের_জন্য_আশার_আলো।
ইতালি প্রবাসী রোম শহরের নোয়াখালী সেনবাগের,২নং কেশারপাড় ইউনিয়নের কৃতি সন্তান জনাব এনামুল হক রুবেল ইতালি রোম শহরের ক্যারাবিয়ানি (পুলিশ)বিভাগের গর্বিত সদস্য।
🇧🇩বাংলাদেশ থেকে ইউরোপের দেশ ইতালির মতো আন্তর্জাতিক শহরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যুক্ত হওয়া নিঃসন্দেহে একটি বিরল সম্মান।
অভিনন্দন ও শুভকামনা রইল।

কুমিল্লার সন্তান ইতালি বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন ভাই বিগত বেশ কয়েকদিন আগে উনার নিজ ব্যবসায় প্রতিষ্...
29/09/2025

কুমিল্লার সন্তান ইতালি বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন ভাই বিগত বেশ কয়েকদিন আগে উনার নিজ ব্যবসায় প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে অনেক দিন হাসপাতালে ছিলেন। বর্তমানে তিনি কিছুটা সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে এসেছেন।

আজকে রতন ভাই ভাইয়ের সাথে আমরা সাক্ষাৎ করি তখন আমাদের সাথে উপস্থিত ছিলেন মুজিবুর রহমান সিকদার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রোম মহানগর বিএনপি‘জুনায়েদ আহমেদ অনলাইন যোদ্ধা‘নীরব খান সাবেক প্রচার সম্পাদক ইতালি বিএনপি‘ও সোহাগ খান সাবেক সহ দপ্তর সম্পাদক ইতালি বিএনপি।

মহান আল্লাহ যেন তাকে পূর্ণ সুস্থতা দান করেন এবং দীর্ঘ হায়াত দান করেন আমিন।

29/09/2025

রোমের জনপ্রিয় সংগীত শিল্পী বাবু বাঙ্গাল আর মাসুদ রানার কন্ঠে পুরনো দিনের গান।

বাংলাদেশ দূতাবাস রোমের দারুণ সাফল্য: কমনওয়েলথ ক্লাব ক্রিকেট টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়নগত ২৭ সেপ্টেম্বর ২০২৫, ইতালির...
29/09/2025

বাংলাদেশ দূতাবাস রোমের দারুণ সাফল্য: কমনওয়েলথ ক্লাব ক্রিকেট টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন

গত ২৭ সেপ্টেম্বর ২০২৫, ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হলো কমনওয়েলথ ক্লাব আয়োজিত দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট। রোমে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার দল এতে অংশগ্রহণ করে।

গৌরবময় সাফল্য অর্জন করে বাংলাদেশ দূতাবাস রোমের ক্রিকেট দল। শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে দলটি গ্রুপপর্বের প্রতিটি খেলায় জয়ী হয়ে ফাইনালে উঠে এবং ফাইনাল ম্যাচে প্রতিপক্ষকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে।

তথ্য ও ছবি বাংলাদেশ দূতাবাস, রোম ইতালি।
Embassy of Bangladesh, Rome, Italy

Centro Giovanile Di Roma (CGR) এর সিরাতুন্নবী সাঃ মাহফিল ২০২৫ সম্পন্নডেস্ক রির্পোট, রোম: ২৯ সেপ্টেম্বর, ২০২৫রোম: গত রবি...
29/09/2025

Centro Giovanile Di Roma (CGR) এর সিরাতুন্নবী সাঃ মাহফিল ২০২৫ সম্পন্ন
ডেস্ক রির্পোট, রোম: ২৯ সেপ্টেম্বর, ২০২৫
রোম: গত রবিবার (২৮ সেপ্টেম্বর, ২০২৫) রাজধানী রোমে তরপিনাত্ত্বারা মুসলিম সেন্টার (টি.এম.সি)তে রোমের ঐতিহ্যবাহী শিশু-কিশোর সংগঠন Centro Giovanile Di Roma (CGR) এর উদ্দোগ্যে সিরাত মাহফিল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ ও সংগঠক Centro Giovanile Di Roma (CGR) এর উপদেষ্টা হাফেজ মাওলানা আমিনুর রহমান প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন। Centro Giovanile Di Roma (CGR) রে.দি রোম উপশাখার পরিচালক ফয়েজ আহমেদ এর পরিচালনায় এবং Centro Giovanile Di Roma (CGR) এর কেন্দ্রীয় পরিচালক মোঃ মশিয়ার রহমান মিন্টুর সভাপতিত্তে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

বার্সেলোনায় প্রস্তুতি সভা: ৩য় আন্তর্জাতিক জালালাবাদ উৎসব ২০২৫ সফল করার অঙ্গীকার”৩য় আন্তর্জাতিক জালালাবাদ উৎসব ২০২৫-কে...
29/09/2025

বার্সেলোনায় প্রস্তুতি সভা: ৩য় আন্তর্জাতিক জালালাবাদ উৎসব ২০২৫ সফল করার অঙ্গীকার”

৩য় আন্তর্জাতিক জালালাবাদ উৎসব ২০২৫-কে সফল করার লক্ষ্যে স্পেনের বার্সেলোনায় এক মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন স্পেনের সভাপতি আমিন আলী রফিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাব্বির রহমানের পরিচালনায় এই সভা সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহিবুর রহমান মুহিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অলি উদ্দিন শামীম এবং যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দীপক।

বক্তারা বলেন, প্রবাসের মাটিতে ঐতিহ্যবাহী জালালাবাদ উৎসবকে ঘিরে প্রবাসীদের মধ্যে একতার সেতুবন্ধন তৈরি হবে। পাশাপাশি সংস্কৃতি, ঐতিহ্য ও প্রবাসী কমিউনিটির পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করবে এই উৎসব। সভায় উপস্থিত সবাই উৎসবকে সফল ও স্মরণীয় করে তুলতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

28/09/2025

গনি- ফারুক এর নেতৃত্বে রোমে ইতালি যুবদলের মিছিল।

ইতালিস্থ শরীয়তপুরবাসীর মিলনমেলা অনুষ্ঠিত।
28/09/2025

ইতালিস্থ শরীয়তপুরবাসীর মিলনমেলা অনুষ্ঠিত।

28/09/2025
28/09/2025

ইতালিস্থ শরীয়তপুরবাসীর মিলন মেলা থেকে সরাসরি.....

Indirizzo

Rome
00177

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Bangla Times News Italy pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a Bangla Times News Italy:

Condividi