নানান খবর

নানান খবর Beauty is the best form of art, of course, indulging souls and spirits.

হার্টের রিংয়ের নতুন দাম নির্ধারণদেশে হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত ২৩ ধরনের রিংয়ের দাম কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ...
05/08/2025

হার্টের রিংয়ের নতুন দাম নির্ধারণ

দেশে হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত ২৩ ধরনের রিংয়ের দাম কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী সর্বনিম্ন ২০ হাজার ও সর্বোচ্চ ৬৮ হাজার টাকায় রিং পাওয়া যাবে।

মঙ্গলবার (২ এপ্রিল) ওষুধ প্রশাসন অধিদপ্তরের দেওয়া এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজপ্তিতে বলা হয়েছে, অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে বাংলাদেশে ইউরোপীয় ও অন্যান্য দেশের হার্টের রিং উৎপাদনকারী কোম্পানির প্রতিনিধি এবং ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিভিন্ন কোম্পানির হার্টের রিংয়ের দাম কমানো হয়েছে।

অধিদপ্তরটির পরিচালক (প্রশাসন) মো. সালাহ উদ্দিন বলেন, আমরা দীর্ঘদিন থেকে রিংয়ের দাম কমানোর চেষ্টা করছিলাম। এর প্রেক্ষিতেই এটা করা হয়েছে। সবগুলো হাসপাতালে নতুন এই মূল্য তালিকা টানিয়ে রাখতে হবে।

বাংলাদেশে হৃদরোগের চিকিৎসায় বিভিন্ন দেশের তৈরি ২৬ ধরনের রিং ব্যবহার হয়ে থাকে। নতুন মূল্য তালিকায় এগুলোর দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। মাস কয়েক আগে ৩টি স্টেন্টের দাম কমানো হয়েছিল, যেগুলো এখন অপরিবর্তিত রয়েছে।

২০২৩ সালের ডিসেম্বরে ওষুধ প্রশাসন যখন রিংয়ের দাম নির্ধারণ করে দেয় তখন আমদানিকারকদের একটি বড় অংশ নতুন মূল্য নিয়ে আপত্তি তুলেছিলে। যা পরবর্তীতে আদালতেও গড়িয়েছিল। তবে এবার নতুন দাম নির্ধারণ করার পর এখন পর্যন্ত কোনো আপত্তি দেখা যায়নি।

কোন রিংয়ের কত দাম নির্ধারণ

পোল্যান্ডের তৈরি অ্যালেক্স প্লাস ব্র্যান্ডের দাম ৬০ হাজার টাকা, অ্যালেক্স ব্র্যান্ড ৬০ হাজার টাকা, অ্যাবারিস ব্র্যান্ড ৬০ হাজার টাকা করা হয়েছে। জার্মানির করোফ্ল্যাক্স আইএসএআর ব্র্যান্ডের দাম ৫৩ হাজার টাকা, করোফ্ল্যাক্স আইএসএআর নিও ব্র্যান্ড ৫৫ হাজার টাকা, জিলিমাস ব্র্যান্ড ৫৮ হাজার টাকা করা হয়েছে।

সুইজারল্যান্ডের ওরসিরো ব্র্যান্ডের দাম ৬৩ হাজার টাকা, ওরসিরো মিশন ৬৮ হাজার টাকা করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার তৈরি জেনোস ডেস ব্র্যান্ডের দাম ৫৬ হাজার টাকা করা হয়েছে। স্পেনের ইভাসকুলার এনজিওলাইটের দাম ৬২ হাজার টাকা করা হয়েছে। জাপানের আল্টিমাস্টারের দাম ৬৬ হাজার টাকা করা হয়েছে। নেদারল্যান্ডসের অ্যাবলুমিনাস ডেস প্লাসের দাম ৬৩ হাজার টাকা করা হয়েছে।

ভারতে তৈরি মেটাফর ব্র্যান্ডের দাম ৪০ হাজার টাকা, এভারমাইন ফিফটি ব্র্যান্ড ৫০ হাজার টাকা, বায়োমাইম মর্ফ ৫০ হাজার টাকা, বায়োমাইম ৪৫ হাজার টাকা করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের অ্যাফিনিটি-এমএস মিনির দাম ৬০ হাজার টাকা, ডিরেক্ট-স্টেন্ট সিরো ৬৬ হাজার টাকা এবং ডিরেক্ট-স্টেন্ট ৩০ হাজার টাকা করা হয়েছে। সিঙ্গাপুরের তৈরি বায়োমেট্রিক্স নিওফ্ল্যাক্সের দাম ৬০ হাজার টাকা, বায়োমেট্রিক্স আলফা ৬৬ হাজার টাকা এবং বায়োফ্রিডম ৬৮ হাজার করা হয়েছে।

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে সাক্ষাতের গুঞ্জন নিয়ে যা বললেন পাটোয়ারীকক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গ...
05/08/2025

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে সাক্ষাতের গুঞ্জন নিয়ে যা বললেন পাটোয়ারী

কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের বৈঠকের গুঞ্জনকে গুজব বলে দাবি করেছন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ২টার দিকে তিনি এ দাবি করেন।

এর আগে এনসিপি নেতাদের সঙ্গে পিটার হাসের বৈঠক নিয়ে নানা মাধ্যমে গুঞ্জন ওঠে। এতে বলা হয়, কক্সবাজারে হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, নাসিরু উদ্দীন পাটোয়ারীসহ এনসিপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা একটি হোটেলে বৈঠক করছেন। সেখানে আছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

এ বিষয়ে পাটোয়ারী বলেন, এটা সম্পূর্ণ গুজব। আমরা এখানে ঘুরতে এসেছিলাম। হোটেলে চেকইন করে এরকম একটা নিউজ দেখতে পেলাম। এটা সম্পূর্ণ গুজব। আমরা জাস্ট ঘুরতে এসেছিলাম।

😂😂😂😂😂😂😂😂

ঊর্ধ্বগতির বাজারে স্বস্তির খবর নেই, ভোগান্তিতে ক্রেতারাদেশের বিভিন্ন স্থানে বৃষ্টি আর বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে রাজধানী...
05/08/2025

ঊর্ধ্বগতির বাজারে স্বস্তির খবর নেই, ভোগান্তিতে ক্রেতারা

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি আর বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। সবজির বাজারে সপ্তাহ খানেক আগে যে নাজুক অবস্থায় ছিল সেটা স্বাভাবিক হতে শুরু করলেও বিক্রি হচ্ছে চড়া দামে।

বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ঊর্ধ্বগতির বাজারে স্বস্তির খবর নেই। ব্রয়লার-সোনালি মুরগি, ইলিশ মাছ, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় প্রায় সব পণ্যের দাম বেড়েছে।

সরবরাহ কিছুটা কমায় সবজির বাজারও চড়া। প্রায় সব ধরনের সবজির দাম বাড়তি। কাঁচা মরিচের কেজি ছুঁয়েছে ২০০ টাকা। দেশি পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহের পরও মৌসুম শেষের অজুহাতে পাইকারিতে ৫ আর খুচরা বাজারে ১০ টাকা বেড়েছে কেজিতে।

আগের সপ্তাহ থেকে ১০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। সোনালির কেজি ৩০০ টাকা। ভরা মৌসুমে নদীতে দেখা নেই ইলিশ মাছের। সেই কারণ দেখিয়ে কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার ৮০০ টাকায়। মুদি বাজারেও বেড়েছে কয়েকটি পণ্যের দাম। আগের বাড়তি দামই দেখা গেছে চালের বাজারে।

অজুহাত পেলেও অসাধু ব্যবসায়ীদের দাম বাড়ানোর প্রবণতা রুখতে সরকারের নজরদারি দাবি ভোক্তাদের।

তিস্তার পানি নিয়ে বিপদে চরাঞ্চলবাসী, খুলে রাখা হয়েছে ৪৪ জলকপাটভারত থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টিতে তিস্তা নদীর পানি বিপ...
04/08/2025

তিস্তার পানি নিয়ে বিপদে চরাঞ্চলবাসী, খুলে রাখা হয়েছে ৪৪ জলকপাট

ভারত থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টিতে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওঠানামা করছে। এতে লালমনিরহাট ও রংপুরের তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

সোমবার (৪ আগস্ট) সকাল থেকে ডালিয়া ব্যারাজ পয়েন্টে তিস্তার পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২ সেন্টিমিটার, যা বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এর আগের দিন রোববার বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় তীরবর্তী এলাকাগুলো প্লাবিত হয়।


তিস্তা তীরবর্তী লালমনিরহাটের হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের চরে বসবাসরত বহু পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ডুবে গেছে তাদের বাড়িঘর, রাস্তা-ঘাট ও ফসলি জমি।

মহিষ খোঁচা ইউনিয়নের কৃষক দুলাল ইসলাম বলেন, ‘তিন দিন ধরে বাড়িঘরে পানি ঢুকছে। পানি বাড়ায় চরের অনেক পরিবার মালপত্র সরিয়ে নিচ্ছে।’ একই এলাকার জয়নাল হোসেন বলেন, ‘গ্রামটি ব্যারাজের ভাটিতে হওয়ায় প্রায়ই বন্যার শিকার হই।’

চর ইচলি এলাকার রমজান আলী বলেন, ‘বন্যার সময় পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগি। গত দুই দিন ধরে পানি বাড়ছে, অনেক কষ্টে দিন কাটছে।’ চরের বাসিন্দা আমেনা বেগম, সফিকুল ইসলাম, স্বপন মিয়ারা বলেন, ‘ভারতের ছেড়ে দেয়া পানি ও বৃষ্টিতে তিস্তার পানি বাড়ছে, বাড়িঘর ডুবে গেছে, গবাদি পশু আর শিশুদের নিয়ে কষ্টে আছি।’

তিস্তা ব্যারাজের পানি পরিমাপক নূরুল ইসলাম জানান, বিপৎসীমা ধরা হয় ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার, যা গত কয়েকদিন ধরে ওঠানামা করছে। পানির প্রবাহ বাড়ায় তা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, ‘পানি বেড়েছে ঠিকই, তবে বড় ধরনের বন্যার আশঙ্কা নেই।’

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার জানান, উজান থেকে পানি ও স্থানীয় ভারি বৃষ্টিতে পানি বাড়ছে, তবে সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ফরিদপুরে পাঁচজনের মৃত্যুদণ্ড: পুলিশের সঙ্গে মারমুখী আচরণ আসামিদেরফরিদপুরে শওকত মোল্যা (২০) নামে ব্যাটারিচালিত ইজিবাইক চা...
31/07/2025

ফরিদপুরে পাঁচজনের মৃত্যুদণ্ড: পুলিশের সঙ্গে মারমুখী আচরণ আসামিদের
ফরিদপুরে শওকত মোল্যা (২০) নামে ব্যাটারিচালিত ইজিবাইক চালককে হত্যা মামলায় পাঁচ আসামির মৃত্যুদণ্ড ও একজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর দেড়টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মাকসুদুর রহমান এ রায় ঘোষণা করেন। এ সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেহেদী আবু কাওসার (২৬), জনি মোল্যা (৩১), রাজেস রবি দাস (৩০) ও রবিন মোল্যা (২৬) উপস্থিত ছিলেন। পরে তাদের পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।

এ সময় আসামিরা পুলিশের সঙ্গে অস্বাভাবিক আচরণ শুরু করেন, মারমুখী হন কয়েকজন। এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি রাসেল শেখ (২৬) পলাতক রয়েছেন। তারা প্রত্যেকে শহরের পশ্চিম খাবাসপুর এলাকার বাসিন্দা ও ভাড়াটিয়া।

এছাড়া বাদশা শেখ (২৬) নামে অপর আসামিকে ১০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১০ মাসের কারাদণ্ড দেয়া হয়। তিনি রাজবাড়ী জেলা সদরের মজলিসপুর এলাকার মুরাদ শেখের ছেলে। ছিনতাই হওয়া ইজিবাইকটি ক্রয় করেছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৪ নভেম্বর ইজিবাইক নিয়ে শহরে বের হন সালথা উপজেলার দেয়ালীকান্দা গ্রাম ও শহরের পশ্চিম খাবাসপুরের ভাড়াটিয়া শওকত মোল্যা। ওইদিন রাতে তিনি বাড়িতে না ফেরায় স্বজনরা খুঁজতে থাকেন। পরদিন সকালে শহরের গোয়ালচামট মোল্যাবাড়ি সড়কের শেষপ্রান্তে একটি ধানক্ষেতে শওকতের মরদেহ শনাক্ত করেন স্বজনরা। এ ঘটনার পরদিন অজ্ঞাতনামাদের আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন নিহতের বাবা আয়নাল মোল্যা।

মামলা দায়েরের পর তিনদিনের মধ্যে রহস্য উদঘাটন করে পুলিশ। এরপর পাঁচজন আসামিকে গ্রেফতার করেন এবং ২০২০ সালের ২৬ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক শামীম আক্তার।

রায়ের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি চৌধুরী জাহিদ হাসান খোকন বলেন, ‘আসামিরা ইজিবাইকটি ভাড়া করে শহরের বিভিন্ন স্থানে ঘোরেন। এক পর্যায়ে কৌশলে ঘটনাস্থলে নিয়ে গলায় বেল্ট পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। আদালতে তারা ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন এবং হত্যাকাণ্ডটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় ঘোষণা করেন। এ রায়ে আমরা সন্তুষ্ট প্রকাশ করছি।’

‘সমন্বয়ক’ রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার ঢাকার গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসা থেকে ৫০ লাখ টাকা চাঁদা ...
30/07/2025

‘সমন্বয়ক’ রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার

ঢাকার গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসা থেকে ৫০ লাখ টাকা চাঁদা নিতে গিয়ে গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমানের (রিয়াদ) বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে। ২ আগস্ট চেকটি ক্যাশ হওয়ার কথা ছিল। রিমান্ডে দেওয়া রিয়াদের তথ্যমতে রাজধানীর নাখালপাড়ায় তার বাসায় অভিযান চালিয়ে চেকটি উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩০ জুলাই) সকালে সমসাময়িক বিষয় নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান জানান, ৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য মোতাবেক মোট দুই কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে কলাবাগান থানায় আলাদা একটি মামলা রুজু প্রক্রিয়াধীন।

গত ২৬ জুলাই সন্ধ্যার পর গুলশানের ৮৩ নম্বর রোডের ওই বাসায় ১০ লাখ টাকা চাঁদা নেওয়ার পর আরও ৪০ লাখ টাকা চাঁদা নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন পাঁচজন।

তারা হলেন-মো. সাকাদাউন সিয়াম (২২), নাটোরের লালপুরের বাসিন্দা সাদমান সাদাব (২১), মো. আমিনুল ইসলাম (১৩), ইব্রাহীম হোসেন (২৪) এবং আব্দুর রাজ্জাক রিয়াদ (২৫)।

তাদের মধ্যে রিয়াদ নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা এবং ধানমন্ডির নিউ মডেল এলাকায় বসবাস করেন। এ ছাড়া ইব্রাহীমের গ্রামের বাড়ি চাঁদপুরের রামদাসদী গ্রামে এবং আমিনুল বাড্ডা আলাতুন্নেছো স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।

ইব্রাহীম হোসেন মুন্না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক। মো. সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব সদস্য।

পরে রাতেই চাঁদাবাজির ঘটনা প্রকাশ্যে আসার পর তিনজনকে বহিষ্কার করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় চারজনকে ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।২৭ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান ১০ দিনের রিমান্ড আবেদন করলে ঢাকার মহানগর হাকিম আদালত তাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

৭ দিনের রিমান্ড পাওয়া আসামিরা হলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ এবং সংগঠনের ঢাকা মহানগর শাখার বহিষ্কৃত আহ্বায়ক মো. ইব্রাহিম হোসেন, সদস্য সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব।

মামলায় অভিযোগ করা হয়েছে, ১৭ জুলাই সকাল ১০টায় আসামি বৈষম্যবিরোধী নেতা রিয়াদ ও অপু গুলশানের ৮৩ নম্বর রোডে সাবেক এমপি শাম্মী আহম্মেদের বাসায় যান। তখন তারা হুমকি ধামকি দিয়ে ৫০ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে আওয়ামী লীগের ‘দোসর’ আখ্যায়িত করে পুলিশ দিয়ে গ্রেপ্তার করানোর হুমকি দেন এবং টাকা চেয়ে চাপ দিতে থাকেন তারা।

এক পর্যায়ে সিদ্দিক আবু জাফর বাধ্য হয়ে নিজের কাছে থাকা নগদ ৫ লাখ টাকা ও ভাইয়ের কাছে থেকে নিয়ে আরও ৫ লাখ টাকা দেন।

এরপর ১৯ জুলাই রাত সাড়ে ১০টার দিকে রিয়াদ ও অপু বাদীর বাসায় প্রবেশ করে তার ফ্ল্যাটের দরজায় সজোরে ধাক্কা মারেন। বিষয়টি গুলশান থানা পুলিশকে মুঠোফোনে অবহিত করলে আসামিরা চলে যায়।

২৬ জুলাই বিকেল সাড়ে ৫টায় আবার রিয়াদের নেতৃত্বে অন্য আসামিরা বাদীর বাসার সামনে এসে তাকে খুঁজতে থাকেন। বাসার দারোয়ান মোবাইল ফোনের মাধ্যমে তাকে বিষয়টি জানান। তখন আসামিদের দাবি করা বাকি ৪০ লাখ টাকা না দিলে তাকে পুলিশে ধরিয়ে দিবেন বলে হুমকি দিতে থাকেন। পরবর্তীতে পুলিশকে বিষয়টি অবহিত করলে তাৎক্ষণিক গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে হাতেনাতে আটক করে। এ সময় অন্য আসামি অপু পালিয়ে যান।

এদিকে চাঁদাবাজির ঘটনায় নেতাকর্মী গ্রেপ্তারের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতিত সারা দেশে সব কমিটি স্থগিত করা হয়।

বিমানবন্দরে ১০ লাখ টাকার সিগারেট-ক্রিম জব্দ, ২ যাত্রী আটকচট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১০ লাখ টাক...
29/07/2025

বিমানবন্দরে ১০ লাখ টাকার সিগারেট-ক্রিম জব্দ, ২ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১০ লাখ টাকার মূল্যের বিদেশি সিগারেট ও নিষিদ্ধ আমদানি করা পাকিস্তানি ভিউ-ক্রিম জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৬টায় আবুধাবি থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট BS-350-এ আগত দুই যাত্রীর কাছ থেকে এসব পণ্য জব্দ করা হয়।

জব্দকৃত যাত্রীরা হলেন ফেনীর ছাগলনাইয়া এলাকার নূর নবী এবং চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মো. মিজানুর রহমান। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল আজাদী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ইমিগ্রেশন ও ব্যাগেজ সংগ্রহের পর গ্রিন চ্যানেল অতিক্রমকালে এনএসআই’র চট্টগ্রাম বিমানবন্দর টিম তাদের তল্লাশি করে। এ সময় দুই যাত্রীর ব্যাগ থেকে ১৯০ কার্টন প্লাটিনাম সিগারেট এবং ৯২০টি পাকিস্তানি নিষিদ্ধ ভিউ-ক্রিম উদ্ধার করা হয়।

জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৮৭ হাজার টাকা বলে জানা গেছে। যদিও এসব অবৈধ পণ্য পাচারের অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি, তবে তাদের পাসপোর্ট নম্বর নথিভুক্ত করে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

প্রবাসীর সোনা চুরি করে চাকরি হারালেন কাস্টমস কর্মকর্তাপ্রবাসী এক যাত্রীর সোনার বার চুরি করে কাস্টমস বিভাগের সহকারী রাজস্...
29/07/2025

প্রবাসীর সোনা চুরি করে চাকরি হারালেন কাস্টমস কর্মকর্তা

প্রবাসী এক যাত্রীর সোনার বার চুরি করে কাস্টমস বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা পিংকু রায়কে সাময়িক বরখাস্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (২৯ জুলাই) এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সই করা আদেশে এ তথ্য জানানো হয়।

পিংকু রায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সি-শিফট ট্রানজিট ও মূল্যবান গুদামে ‘গুদাম কর্মকর্তা’ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০২৪ সালের ২৩ ফেব্রুয়ারি দুবাই থেকে আসা প্রবাসী যাত্রী মহিবুর রহমানের একটি সোনার বার গুদামে জমা না দিয়ে আত্মসাৎ করেন তিনি। ঘটনার পর প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।

পিংকু রায় লিখিত জবাব দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত শুনানিরও আবেদন করেন। এরপর তদন্ত কর্মকর্তা নিয়োগ ও তদন্ত শেষে তার বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশের ভিত্তিতে তার সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ চাকরিচ্যুতির সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ঘটনার বিস্তারিত থেকে জানা যায়, ২৩ ফেব্রুয়ারি সকালে যাত্রী মহিবুর রহমান সোনার একটি বার সঙ্গে নিয়ে বিমানবন্দর ত্যাগ করেন। পরে তিনি বুঝতে পারেন, তার প্যান্টের ভেতরে রাখা সোনার বারটি হারিয়ে গেছে। তিনি এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) অভিযোগ দিলে তদন্ত শুরু হয়।

সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, গ্রিন চ্যানেলের স্ক্যানিং মেশিনের সামনে যাত্রীর বারটি পড়ে গেলে পিংকু রায় তা পায়ে লাথি মেরে একপাশে সরিয়ে রেখে পরে তা পকেটে তুলে নেন। তদন্তে বিষয়টি পরিষ্কারভাবে ধরা পড়ায় পিংকু রায়কে তার দায়িত্ব থেকে বরখাস্ত করা হয় এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মালয়েশিয়ার কুচিং বিমানবন্দরে আটক ১৫ বাংলাদেশিগতকাল দুপুর সাড়ে ১২টার দিকে কুয়ালামপুর থেকে বিমানে করে মালয়েশিয়ার সারাওয়াকে...
29/07/2025

মালয়েশিয়ার কুচিং বিমানবন্দরে আটক ১৫ বাংলাদেশি

গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে কুয়ালামপুর থেকে বিমানে করে মালয়েশিয়ার সারাওয়াকের কুচিংয়ে আসেন ১৫ বাংলাদেশি। যেখানে বিমানবন্দরে বিমান থেকে নামার সাথে সাথে তাদের আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

মঙ্গলবার (২৯ জুলাই) এক পোস্টে এই তথ্য জানিয়েছে কুচিং বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগ। আটকদের সবাইকে সেমুজা ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে নেওয়া হয়েছে।

ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে— প্রাথমিক যাচাইয়ে দেখা গেছে ইমিগ্রেশন বিভাগের সিস্টেমে তাদের বৈধভাবে প্রবেশের কোনো রেকর্ড নেই। পরবর্তীতে আরও যাচাই বাছাই করে দেখা যায়, তাদের পাসপোর্টে ইমিগ্রেশন বিভাগের নকল স্ট্যাম্প ব্যবহার করা হয়েছে।

এর মাধ্যমে মূলত ইমিগ্রেশন কর্মকর্তাদের বোকা বানাতে চেয়েছিল তারা। এখন তাদের বিরুদ্ধে অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর অধীনে তদন্ত চলছে।

ধারণা করা হচ্ছে, এই বাংলাদেশিরা দালালদের প্রতারণার শিকার হয়েছেন। মালয়েশিয়ার সারাওয়াকে নেওয়ার কথা বলে তাদের থেকে দালালরা ৫ থেকে ৬ লাখ টাকা করে নিয়েছে।

এর আগে গত ২৫ জুলাই মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮০ বাংলাদেশিসহ ৯৯ বিদেশিকে দেশে ফেরত পাঠানো হয়। নিরাপত্তা যাচাইয়ে উত্তীর্ণ হতে না পারায় তাদের মালয়েশিয়ায় প্রবেশে অনুমতি দেওয়া হয়নি বলে জানায় মালয়েশিয়ার ন্যাশনাল নিউজ এজেন্সি বারনামার।

ওইদিন বিমানবন্দরের টার্মিনাল-১-এ পরিচালিত সাত ঘণ্টার বিশেষ অভিযানে ৪০০ জনের বেশি যাত্রীর বিস্তারিত তথ্য যাচাই করে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)।

উচ্চ ঝুঁকিপূর্ণ ফ্লাইটের যাত্রীদের লক্ষ্য করে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এরপর বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হয় তাদের।

ক্রিকেটার তাসকিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ, থানায় জিডিবাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অ...
28/07/2025

ক্রিকেটার তাসকিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ, থানায় জিডি

বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগে মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ঘটনাটি ঘটেছে ২৭ জুলাই রাত সাড়ে ৯টার দিকে মিরপুর ১ নম্বরে। ঘটনার পরপরই বাদী সিফাতুর রহমান সৌরভ মিরপুর মডেল থানায় একটি ডিডি করার পর পুলিশ তদন্ত শুরু করেছে।

তবে তাসকিনের দাবি করেছেন, তার সঙ্গে শত্রুতা করে থানায় জিডি করা হয়েছে।

তাসকিন বলেছেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে পুরোটাই মিথ্যা। আমি বাসা পরিবর্তন নিয়ে ব্যস্ত। আমি ওদের মারিনি। ওরা আমার নামে মিথ্যা জিডি করে আমাকে বিব্রত করার চেষ্টা করছে।

কুমিল্লা-২ আসন থেকে গণ অধিকার পরিষদের এমপি প্রার্থী নাজমুলআসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনে দলীয় ...
28/07/2025

কুমিল্লা-২ আসন থেকে গণ অধিকার পরিষদের এমপি প্রার্থী নাজমুল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনে দলীয় প্রার্থী হিসেবে নাজমুল হাসানের নাম ঘোষণা করেছে গণ অধিকার পরিষদ।

শুক্রবার (২৫ জুলাই) কুমিল্লা জেলা শাখার সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হাসানকে কুমিল্লা-২ (হোমনা, মেঘনা) আসনে গণ অধিকার পরিষদের এমপি প্রার্থী ঘোষণা করেন গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

এ সমাবেশে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, নাজমুল হাসান ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের সংগঠক। একাধিকবার তিনি হামলা ও মামলার শিকার হয়েছেন। ২০২১ সালে ভারতীয় আগ্রাসন ও আধিপত্য নিয়ে কথা বলতে গিয়ে দীর্ঘ ৬ মাস (১৮৩ দিন) কারাবরণ করেন। ২০২২ সালে শহীদ আবরার ফাহাদের ৩য় মৃত্যুবার্ষিকী পালন করতে গিয়ে আবারও গ্রেপ্তার হয়ে ২ মাস কারাবরণ করেন। বর্তমানে ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের নেতৃত্বদানকারী সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে নেতৃত্ব প্রদান করেন আন্দোলন চলাকালেও গ্রেপ্তার হয়েছিলেন তিনি।

এ বিষয়ে নাজমুল হাসান বলেন, সর্বোচ্চ চেষ্টা করবো, সফলতার মালিক রাব্বুল আ’লামীন। মানুষ এখন সৃষ্টিশীল রাজনীতি চায়, পুরনো দুই দলের ক্ষমতা ও আয় কেন্দ্রিক রাজনীতি আর চায় না। জনগণের অধিকার, স্বচ্ছ রাজনীতি, তরুণদের কর্মসংস্থান ও এলাকার উন্নয়ন নিশ্চিত করাই আমার অঙ্গীকার। সবাইকে সঙ্গে নিয়ে কুমিল্লা-২ থেকে পরিবর্তনের পথে নিতে চাই।

কুমিল্লার চৌদ্দগ্রামে স্ত্রীকে ভিডিওকলে রেখে নিজেকে শেষ করে দিলেন প্রবাসীস্ত্রীর সঙ্গে ভিডিও কলে ঝগড়ার একপর্যায়ে তাকে লা...
28/07/2025

কুমিল্লার চৌদ্দগ্রামে স্ত্রীকে ভিডিওকলে রেখে নিজেকে শেষ করে দিলেন প্রবাসী

স্ত্রীর সঙ্গে ভিডিও কলে ঝগড়ার একপর্যায়ে তাকে লাইভে রেখেই আত্মহত্যা করেছেন রুমন নামে এক বাংলাদেশি প্রবাসী। বাংলাদেশ সময় শনিবার দুপুর ১২টায় মর্মান্তিক এ ঘটনা ঘটেছে ওমানের সালালাহ এলাকায়।

রোববার (২৭ জুলাই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন।

নিহত রুমন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ইশানচন্দ্র গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন তার ভায়রা ও একই ফ্যাক্টরির সহকর্মী ওবায়দুল হক।

Indirizzo

Rome
RM08754

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando নানান খবর pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Condividi