জনতার শক্তি রামগঞ্জ

  • Casa
  • Italia
  • Rome
  • জনতার শক্তি রামগঞ্জ

জনতার শক্তি রামগঞ্জ মানুষ মানুষের জন্য

27/07/2025

গত এক যুগেরও বেশি সময় ধরে এই স্বৈরাচারের প্রতিটি কথা ও কাজ ছিল দেশের জনগণের সঙ্গে প্রতারণা।

24/07/2025

আপা কেমন ছিলো আপনারা ভুলে যাইয়েন না

১৯ জুলাই ২০২৪। কারফিউ। দেখা মাত্রই গুলির নির্দেশ। “তোমরা হয়তো যাইবা ভুলেখুনি হাসিনার ইতিহাস সেই মায়েরই থাকবে মনে যে ছুঁয়...
09/07/2025

১৯ জুলাই ২০২৪। কারফিউ। দেখা মাত্রই গুলির নির্দেশ।
“তোমরা হয়তো যাইবা ভুলে
খুনি হাসিনার ইতিহাস
সেই মায়েরই থাকবে মনে
যে ছুঁয়েছে পুতের লাশ”

যেভাবে বদলে গেল উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। প্রথম নথিটা (সংযুক্তি ১) গতকালের উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত। যেখানে ব...
30/06/2025

যেভাবে বদলে গেল উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত।

প্রথম নথিটা (সংযুক্তি ১) গতকালের উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত। যেখানে বলা হয়েছে, (সিদ্ধান্ত-২ লক্ষ‍্য করুন) এনবিআরের বিদ্যমান সংকট (সংস্কারকে কেন্দ্র করে আন্দোলন) দ্রুত সমাধানে ৫ উপদেষ্টার সমন্বয়ে কমিটি করা হল। যার আলোকে গতকালই একটি গেজেট (সংযুক্তি ২) জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

কিন্তু বৈঠকের সিদ্ধান্তের সংগে জারি হওয়া গেজেটের কার্যপরিধির কোনো মিল নেই। এনবিআরের সংকট সমাধানে কমিটি গঠনের সিদ্ধান্ত হলেও গেজেট অনুযায়ী কমিটির কাজ ভিন্ন। কমিটি কাজ করবে ব্যবসা, বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব আদায় কার্যক্রম পর্যালোচনা ও মূল্যায়ন এবং অধিকতর গতিশীল করার জন্য সুপারিশ করা। অথচ উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী কমিটির কাজ হওয়ার কথা ছিল, এনবিআরের সংস্কার নিয়ে কেন বিরোধ তৈরি হল, কেন এনবিআর আন্দোলনে গেল ও সংস্কার এগিয়ে নেয়ার উপায় বের করা।

মূলত, উপদেষ্টা পরিষদকে একরকম ব্যাখ্যা করে বাস্তবে নিজেদের স্বার্থ হাসিলের জন্য আমলারা এই কৌশলের আশ্রয় নিয়েছে। এনবিআরের আন্দোলন দমাতে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদের সামনে এক ধরনের বক্তব্য তুলে ধরেছে। কিন্তু গেজেট জারির সময় তারা নিজেদের স্বার্থ অনুযায়ী মূল বিষয় থেকে সরে গিয়েছে।

19/05/2025

এতো তাড়াতাড়ি সব ভুলে গেছে !

19/05/2025

আপনারা কি এতো তাড়াতাড়ি এইগুলা ভুলে গেলেন

17/05/2025
১৭ বছর ধরে হাসিনা মারছে।এখন যৌথ অভিজানের নামে বিএনপি নিধন করছে হাসিনার দোসর বাহিনী। যৌথ বাহিনী ছাত্র-জনতার হত্যার আসামী ...
14/01/2025

১৭ বছর ধরে হাসিনা মারছে।
এখন যৌথ অভিজানের নামে বিএনপি নিধন করছে হাসিনার দোসর বাহিনী। যৌথ বাহিনী ছাত্র-জনতার হত্যার আসামী না ধরতে পারলেও বিএনপি মারতে পারদর্শী!

বিচার বহির্ভূত হত্যাকান্ড বন্ধের জন্য এতো দিন যুদ্ধ করেছি।

13/01/2025

ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের(FBI) তদন্তে দেখা গেছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদের আটটি বিলাসবহুল গাড়ি রয়েছে এবং পাঁচটি কোম্পানিতে তার সম্পৃক্ততা রয়েছে।

এফবিআই তদন্তে আরও দেখা গেছে যে হাসিনা এবং সজীব যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ৩০০ মিলিয়ন ডলার (প্রায় ৩,৬০০ কোটি টাকা) পাচার করেছেন।

Indirizzo

Lakshmipur
Rome

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando জনতার শক্তি রামগঞ্জ pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a জনতার শক্তি রামগঞ্জ:

Condividi