09/10/2025
গুম কমিশনের ডকুমেন্টারি - এখন পর্যন্ত হাসিনা আমলের গুম নিয়ে তৈরি সবচেয়ে ভয়াবহ রিপোর্ট।
আমার হাত পা কাঁপতেসে, পুরাটা দেখার পর। অনেক কিছু জানতাম না এইসবের।
হাসিনার আইন-শৃঙ্খলা বাহিনী একটা ৬ বছরের বাচ্চাকে গুম করেছে।
মহিলাদের গুম করেছে। বন্দী অবস্থায় তাদের পিরিয়ডের প্যাড চাইলে তা নিয়ে রসিকতা করেছে।
এই গুমের ভিকটিমরা পোস্ট ট্রমাটিক স্ট্রেসে এখন রাতে ঘুমাতে পারেন না।
মাইক্রোবাস দেখলে ভয় পান, যদি আবার ধরে।
টর্চার করার সময় জোরে গান বাজানো হতো।
এখন গান শুনলে ওনারা ভয় পান, যদি মারা শুরু হয়।
আয়নাঘরের টয়লেটে লাক্স সাবান ছিলো।
গুম থেকে ফিরে আসা এক লোক, লাক্স সাবানের গন্ধ পেলে পাগলামি শুরু করে।
এই হাসিনা, তারেক সিদ্দিকি, জিয়াউল আহসান, আসাদুজ্জামান কামালদের গুম সিন্ডিকেট - মাই গড।
সহ্য করার মতো না এই বর্ণনা। সহ্য করতে পারলে ইউটিউবে আছে, দেখে ফেলেন।
ভয়াবহ। ভয়াবহ।