জনতার শক্তি রামগঞ্জ

  • Casa
  • Italia
  • Rome
  • জনতার শক্তি রামগঞ্জ

জনতার শক্তি রামগঞ্জ মানুষ মানুষের জন্য

09/10/2025

গুম কমিশনের ডকুমেন্টারি - এখন পর্যন্ত হাসিনা আমলের গুম নিয়ে তৈরি সবচেয়ে ভয়াবহ রিপোর্ট।

আমার হাত পা কাঁপতেসে, পুরাটা দেখার পর। অনেক কিছু জানতাম না এইসবের।

হাসিনার আইন-শৃঙ্খলা বাহিনী একটা ৬ বছরের বাচ্চাকে গুম করেছে।

মহিলাদের গুম করেছে। বন্দী অবস্থায় তাদের পিরিয়ডের প্যাড চাইলে তা নিয়ে রসিকতা করেছে।

এই গুমের ভিকটিমরা পোস্ট ট্রমাটিক স্ট্রেসে এখন রাতে ঘুমাতে পারেন না।

মাইক্রোবাস দেখলে ভয় পান, যদি আবার ধরে।

টর্চার করার সময় জোরে গান বাজানো হতো।

এখন গান শুনলে ওনারা ভয় পান, যদি মারা শুরু হয়।

আয়নাঘরের টয়লেটে লাক্স সাবান ছিলো।

গুম থেকে ফিরে আসা এক লোক, লাক্স সাবানের গন্ধ পেলে পাগলামি শুরু করে।

এই হাসিনা, তারেক সিদ্দিকি, জিয়াউল আহসান, আসাদুজ্জামান কামালদের গুম সিন্ডিকেট - মাই গড।

সহ্য করার মতো না এই বর্ণনা। সহ্য করতে পারলে ইউটিউবে আছে, দেখে ফেলেন।

ভয়াবহ। ভয়াবহ।

21/09/2025

কোরআনে স্পষ্টভাবে আল্লাহ নির্দেশ দিয়েছেন, তোমারা মিথ‍্যাকে সত্যের সাথে, সত‍্যকে মিথ‍্যার সাথে মিশ্রিত করো না। এটা মোনাফেকির সর্বনিকৃষ্ট পন্থা। যেইটা দিনের পর দিন আপনারা করে যাচ্ছেন।
আপনারা না ইসলামের দল
‘তোরা সব আমারে জামাত শিবির বলিস, কুষ্টিয়া খোজ নিয়ে দেখ, আমার চৌদ্দগুষি আও‍য়ামীলীগ করে!’

মোনাফেক দের না বলুন।

বাংলাদেশী মডেলে রাজনীতিতে তারা কি আর ফিরতে পারবেন না !
08/09/2025

বাংলাদেশী মডেলে রাজনীতিতে তারা কি আর ফিরতে পারবেন না !

উনি একজন স্বনামধন্য শিক্ষক ছিলেন, রুহুল আমীন ভূঁইয়া স্যার লহ্মীপুর।  দীর্ঘ ৩৯ বছর শিক্ষকতার মত মহান পেশায় নিয়োজিত ছিলেন ...
08/09/2025

উনি একজন স্বনামধন্য শিক্ষক ছিলেন, রুহুল আমীন ভূঁইয়া স্যার লহ্মীপুর।
দীর্ঘ ৩৯ বছর শিক্ষকতার মত মহান পেশায় নিয়োজিত ছিলেন এবং তিনি একজন বীর মুক্তিযোদ্ধা।
সাজানো মিথ্যা মামলায় এভাবে দঁড়ি দিয়ে বেঁধে নেয়া হয়েছে।
ছবিটি ২৫/১১/২০২২

23/08/2025

'Women in Love' 💙 ব্যাপার টাই কেমন জানি ভয়ংকর! কয়েক দিন আগে আমার এক মেয়ে বান্ধবীকে জিজ্ঞেস করেছিলাম-"তোর বিয়ের প্ল্যান কি? কোথায় বিয়ে করবি? বিয়ের প্রোগ্রাম বড় করে করবি নাকি? সাজবি কোথায়?"

সব কিছুর জবাবে বান্ধবী উত্তর দিলো!

"পছন্দের মানুষকে বিয়ে করতে পারলেই আমি খুশি"

এখন কোথায় কিভাবে বিয়ে করি সেটা ফ্যাক্ট না আমার কাছে।"

Two states মুভির একটা লাইন আছে-
"sheesh-mahal na mujh ko suhaaye
Tujh sang sookhi roti bhaaye"
অর্থ হলো- কাচের মহলের চেয়েও, তোমার সাথে দু'বেলা শুকনো রুটিই বেটার!

Taylor swift এর Paper rings গানের একটা লাইন-
"I like shiny things, but I would marry you with paper rings!"
মানে দাঁড়ায় - আমার চকচক করা জিনিসপাতি পছন্দ, তবে তুমি কাগজের আংটি দিয়ে প্রপোজ করলেও আমি তোমাকে বিয়ে করবো।

তিনটা তিন দেশের তিন ধরনের নারীর বক্তব্য হলেও এক জায়গায়ই মিল। তা হলো পছন্দের পুরুষের জন্য আপামর নারী সমাজের নিজের শখ-আহলাদ বিসর্জন দিয়ে সব কিছুর উর্ধ্বে গিয়ে সেই একজনকেই চাওয়া,ভালোবাসা, আপন করে পাওয়ার তেষ্টা।

Women in love are so brave,chaotic,intense,terrifyingly loyal & wildly sacrificial!

Written by - Safia Binta Ahmed

27/07/2025

গত এক যুগেরও বেশি সময় ধরে এই স্বৈরাচারের প্রতিটি কথা ও কাজ ছিল দেশের জনগণের সঙ্গে প্রতারণা।

24/07/2025

আপা কেমন ছিলো আপনারা ভুলে যাইয়েন না

১৯ জুলাই ২০২৪। কারফিউ। দেখা মাত্রই গুলির নির্দেশ। “তোমরা হয়তো যাইবা ভুলেখুনি হাসিনার ইতিহাস সেই মায়েরই থাকবে মনে যে ছুঁয়...
09/07/2025

১৯ জুলাই ২০২৪। কারফিউ। দেখা মাত্রই গুলির নির্দেশ।
“তোমরা হয়তো যাইবা ভুলে
খুনি হাসিনার ইতিহাস
সেই মায়েরই থাকবে মনে
যে ছুঁয়েছে পুতের লাশ”

24/01/2025
১৭ বছর ধরে হাসিনা মারছে।এখন যৌথ অভিজানের নামে বিএনপি নিধন করছে হাসিনার দোসর বাহিনী। যৌথ বাহিনী ছাত্র-জনতার হত্যার আসামী ...
14/01/2025

১৭ বছর ধরে হাসিনা মারছে।
এখন যৌথ অভিজানের নামে বিএনপি নিধন করছে হাসিনার দোসর বাহিনী। যৌথ বাহিনী ছাত্র-জনতার হত্যার আসামী না ধরতে পারলেও বিএনপি মারতে পারদর্শী!

বিচার বহির্ভূত হত্যাকান্ড বন্ধের জন্য এতো দিন যুদ্ধ করেছি।

13/01/2025

ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের(FBI) তদন্তে দেখা গেছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদের আটটি বিলাসবহুল গাড়ি রয়েছে এবং পাঁচটি কোম্পানিতে তার সম্পৃক্ততা রয়েছে।

এফবিআই তদন্তে আরও দেখা গেছে যে হাসিনা এবং সজীব যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ৩০০ মিলিয়ন ডলার (প্রায় ৩,৬০০ কোটি টাকা) পাচার করেছেন।

Indirizzo

Lakshmipur
Rome

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando জনতার শক্তি রামগঞ্জ pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a জনতার শক্তি রামগঞ্জ:

Condividi