Italy Life with Bijoy

Italy Life with Bijoy Hi, I'm MD Bijoy. I'm from Bangladesh.. I'm Now Italy.

♦️শিরক সম্পর্কে জানা দরকার ♦️⚫ শরিরে যেকোন প্রকার তাবিজ ঝুলানো শিরক[মুসনাদে আহমদ: ১৭৪৫৮, সহিহ হাদিস:৪৯২]🔴 আল্লাহ ব্যাতিত...
20/10/2025

♦️শিরক সম্পর্কে জানা দরকার ♦️
⚫ শরিরে যেকোন প্রকার তাবিজ ঝুলানো শিরক
[মুসনাদে আহমদ: ১৭৪৫৮, সহিহ হাদিস:৪৯২]
🔴 আল্লাহ ব্যাতিত অন্য কারো নামে কসম করা শিরক
[আবু দাউদ:৩২৩৬(ইফা)]
🔴 কোন কিছুকে শুভ-অশুভ লক্ষন বা কুলক্ষণ মনে করা শিরক
[বুখারি :৫৩৪৬, আবু দাউদ:৩৯১০]
⚫ মাজারে ও কোন পির-ফকির কিংবা কারো নিকট সিজদা দেয়া শিরক
[সুর জীন: ২০, মুসলিম:১০৭৭,
আবু দাউদ, মুত্তাফাকুন আলাই]
🔴 আল্লাহ ছাড়া অন্য কারো বা যেকোন পির-আওলিয়া কিংবা
মাজারের নামে মানত করা শিরক। তবে মানত না করাই উত্তম
[সহিহ বুখারি: অধ্যায় : তাকদির]
🔴 কেউ পেছন দিক থেকে ডাক দিলে কিংবা নিজে যাত্রার সময়
পিছন ফিরে তাকালে যাত্রা অশুভ হয় এই ধারনা বিশ্বাস করা শিরক
(বুখারি, আবু দাউদ:৩৯১০)

⚫.”খোদা" বলে আল্লাহকে ডাকা শিরক। মোট কথা আল্লাহর
দেয়া গুনবাচক নাম ব্যাতিত অন্য কোন নামে তাকে ডাকা শিরক।
[সুরা আরাফ:১৮০, ইসরা:১১০, হাশর]
🔴 কোন বিপদে পড়ে আল্লাহকে বাদ দিয়ে "ও মা, ও বাবা" ইত্যাদি
বলে এইরকম গায়েবি ডাকা শিরক।
বিপদে পড়লে "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন" বলতে হয়
(সুরা বাকারাহঃ ১৫৬)
🔴 ‘তর ভবিষ্যত অন্ধকার', 'তর কপালে বহুত কষ্ট আছে',
এইধরনের গায়েবি কথা কাউকে বলা শিরক
[সুরা নমল:৬৫, আল জিন:২৫-২৬, আনাম:৫৯]
⚫ হোচট খেলে কিংবা পেচা ডাকলে সামনে বিপদ আছে এই
ধারনা শিরক (সুরা আনাম:১৭, ইউনুস:১০৭)
🔴 রোগ ব্যাধি বা বিপদ-আপদ থেকে রক্ষা পেতে শরিরে
পিতলের বালা, শামুক, ঝিনুকের মালা, সুতা, কিংবা যেকোন প্রকারের
বস্তু লটকানো শিরক।
[তির্মিযি, আবু দাউদ ও হাকেম]
⚫ সকালে বেচাকেনা না করে কোন কাষ্টমারকে বাকি দিলে কিংবা
সন্ধ্যার সময় কাউকে বাকি দিলে ব্যাবসায় অমংগল হয় এই ধারনা করা
শিরক!।
(আবু দাউদঃ৩৯১০)
🔴 সফলতা কিংবা মংগল লাভের জন্য এবং অমংগল থেকে রক্ষা
পেতে যেকোন প্রকার আংটি ব্যাবহার করা শিরক।
[সুরা আনাম:১৭, ইউনুস :১০৭]

🔴 আল্লাহর ছাড়া অন্য কারো সন্তুষ্টি অর্জনের জন্য কিংবা লোক
দেখানো ইবাদাত করা শিরক
[সুরা আনাম:১৬২, বাইয়িনাহঃ ৫, কাহফ:১১০,ইমরান:৬৪, ইবনে মাজাহ হা
নং৫২০৪]
⚫ আল্লাহ ব্যাতিত কোন গণক বা অন্য কেউ গায়েব জানে এই
কথা বিশ্বাস করা শিরক
[সুরা নমল:৬৫, আল জিন:২৬, আনাম:৫৯]
🔴 পায়রা/ কবুতর উড়িয়ে শান্তি কামনা করা শিরক,
কারন শান্তিদাতা একমাত্র আল্লাহ
(সুরা হাশরঃ ২৩)

❤️❤️
19/10/2025

❤️❤️

❤️❤️🇮🇹🇮🇹 জীবন ক্ষণস্থায়ী সময়ের মতোই চলে যায়। তাই প্রতিটি মুহূর্তকে উপভোগ করো, কারণ এই মুহূর্ত গুলোই একদিন তোমার জীবনে...
19/10/2025

❤️❤️🇮🇹🇮🇹 জীবন ক্ষণস্থায়ী সময়ের মতোই চলে যায়। তাই প্রতিটি মুহূর্তকে উপভোগ করো, কারণ এই মুহূর্ত গুলোই একদিন তোমার জীবনের গল্প হবে।

18/10/2025
ইতালিয়ান বোয়াল মাছ 🙂
14/10/2025

ইতালিয়ান বোয়াল মাছ 🙂

"ইতালির আকাশের নিচে, ইতিহাস আর আধুনিকতার মাঝে এক ঝলক স্বপ্নের পথচলা।
08/10/2025

"ইতালির আকাশের নিচে, ইতিহাস আর আধুনিকতার মাঝে এক ঝলক স্বপ্নের পথচলা।

05/10/2025

অনেকদিন হয়ে গেল।

04/10/2025

এরকম রুমমেট যাদের আছে তারা জানে কি যন্ত্রণা 🙂

29/08/2025

Bristy🥰

বিধির লিখন বোঝা বড় দায় হুমায়ুন ফরিদীর প্রথম স্ত্রী মঞ্চ টেলিভিশন ও চলচ্চিত্রের বিখ্যাত অভিনেতা  #হুমায়ুন_ফরিদীর প্রথ...
24/08/2025

বিধির লিখন বোঝা বড় দায় হুমায়ুন ফরিদীর প্রথম স্ত্রী মঞ্চ টেলিভিশন ও চলচ্চিত্রের বিখ্যাত অভিনেতা #হুমায়ুন_ফরিদীর প্রথম স্ত্রীর নাম মিনু।

১৯৮০ সালে তাদের বিয়ে হয়েছিলো ভালোবেসেই, দুজন দুজনকে ভালোবাসতেন, আর সেই থেকেই মন দেয়া নেয়া তারপর বিয়ে। তারপর ফুট ফুটে এক কন্যা সন্তান আসে তাদের #সংসারে।

ঠিক ৪ বছর পর ১৯৮৪ সালে তাদের মনের অমিল হওয়ার কারনে #হুমায়ুন ফরিদী এক প্রকার নিজের ইচ্ছেতেই মিনুকে তা*লা*ক দেন, যা #মিনুর উপরে আসমান ভেঙ্গে পড়ার মতো।

মিনু হতবাক হলেন। তাছাড়া তাদের ঘরে ছোট্ট একটি মেয়ে আছে, অন্তত তার মুখের দিকে হলেও সংসারটি চালিয়ে যেতে পারতো হুমায়ুন ফরিদী।

সেই দিন মিনু সারা রাত কেঁদেছিলেন। আর মনে মনে বলতেন এই আমার প্রেম এই আমার ভালোবাসা, যাকে ভালোবেসে বিয়ে করলাম, সে আমাকে ছেড়ে চলে গেলো। এক বুক জ্বালা আর কষ্ট নিয়ে পথ চলা শুরু হলো মিনুর।

আর এ দিকে হুমায়ুন ফরিদী একই বছর ভালোবেসে বিয়ে করলেন। বিখ্যাত অভিনেতা #গোলাম_মোস্তফার একমাত্র মেয়ে #সুর্বণা_মোস্তফাকে। আর দুর থেকে চাতকপাখির মতো চেয়ে চেয়ে দেখতে লাগলেন অসহায় মিনু।

মিনুর সেই চাওয়ার অবসান ঘটল দীর্ঘ ২৪ বছর (দুই যুগ) পর। ২০০৮ সালে ঐ একই ভাবে সুর্বণা মোস্তফা হুমায়ুন ফরিদীকে তালাক দেন এবং তার চেয়ে বয়সে ১৪ বছরের ছোট নাট্য পরিচালক বদরুল আনাম সৌদ কে বিয়ে করেন।

আর মিনুর মতো হুমায়ুন ফরিদীও চাতক পাখির মতো চেয়ে চেয়ে তা দেখেছেন, কেঁদেছেন এবং হার্ট এ্যাটাকও করেছিলেন। আসলেই বিধির লিখন বোঝা বড় দায়, শুধু সময়ের অপেক্ষা মাত্র।

লেখক-রবিউল ইসলাম রাজ

Indirizzo

Rome

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Italy Life with Bijoy pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a Italy Life with Bijoy:

Condividi