Italy Life with Bijoy

Italy Life with Bijoy Hi, I'm MD Bijoy. I'm from Bangladesh.. I'm Now Italy.

29/08/2025

Bristy🥰

বিধির লিখন বোঝা বড় দায় হুমায়ুন ফরিদীর প্রথম স্ত্রী মঞ্চ টেলিভিশন ও চলচ্চিত্রের বিখ্যাত অভিনেতা  #হুমায়ুন_ফরিদীর প্রথ...
24/08/2025

বিধির লিখন বোঝা বড় দায় হুমায়ুন ফরিদীর প্রথম স্ত্রী মঞ্চ টেলিভিশন ও চলচ্চিত্রের বিখ্যাত অভিনেতা #হুমায়ুন_ফরিদীর প্রথম স্ত্রীর নাম মিনু।

১৯৮০ সালে তাদের বিয়ে হয়েছিলো ভালোবেসেই, দুজন দুজনকে ভালোবাসতেন, আর সেই থেকেই মন দেয়া নেয়া তারপর বিয়ে। তারপর ফুট ফুটে এক কন্যা সন্তান আসে তাদের #সংসারে।

ঠিক ৪ বছর পর ১৯৮৪ সালে তাদের মনের অমিল হওয়ার কারনে #হুমায়ুন ফরিদী এক প্রকার নিজের ইচ্ছেতেই মিনুকে তা*লা*ক দেন, যা #মিনুর উপরে আসমান ভেঙ্গে পড়ার মতো।

মিনু হতবাক হলেন। তাছাড়া তাদের ঘরে ছোট্ট একটি মেয়ে আছে, অন্তত তার মুখের দিকে হলেও সংসারটি চালিয়ে যেতে পারতো হুমায়ুন ফরিদী।

সেই দিন মিনু সারা রাত কেঁদেছিলেন। আর মনে মনে বলতেন এই আমার প্রেম এই আমার ভালোবাসা, যাকে ভালোবেসে বিয়ে করলাম, সে আমাকে ছেড়ে চলে গেলো। এক বুক জ্বালা আর কষ্ট নিয়ে পথ চলা শুরু হলো মিনুর।

আর এ দিকে হুমায়ুন ফরিদী একই বছর ভালোবেসে বিয়ে করলেন। বিখ্যাত অভিনেতা #গোলাম_মোস্তফার একমাত্র মেয়ে #সুর্বণা_মোস্তফাকে। আর দুর থেকে চাতকপাখির মতো চেয়ে চেয়ে দেখতে লাগলেন অসহায় মিনু।

মিনুর সেই চাওয়ার অবসান ঘটল দীর্ঘ ২৪ বছর (দুই যুগ) পর। ২০০৮ সালে ঐ একই ভাবে সুর্বণা মোস্তফা হুমায়ুন ফরিদীকে তালাক দেন এবং তার চেয়ে বয়সে ১৪ বছরের ছোট নাট্য পরিচালক বদরুল আনাম সৌদ কে বিয়ে করেন।

আর মিনুর মতো হুমায়ুন ফরিদীও চাতক পাখির মতো চেয়ে চেয়ে তা দেখেছেন, কেঁদেছেন এবং হার্ট এ্যাটাকও করেছিলেন। আসলেই বিধির লিখন বোঝা বড় দায়, শুধু সময়ের অপেক্ষা মাত্র।

লেখক-রবিউল ইসলাম রাজ

24/08/2025
16/08/2025

আসসালামুয়ালাইকুম
সবাই কেমন আছেন?

16/08/2025

হে আল্লাহ সবাইকে ক্ষমা করে দিন fans

02/08/2025

আমার যেদিন মৃত্যু হবে, সেদিনও অনেক কিছুর অভাব থাকবে..."

সেদিন হয়তো আমার নিঃশেষ হয়ে যাওয়া নিঃশ্বাসগুলো কারো কানে পৌঁছাবে না...

সেদিন আমি আর কাউকে বারবার লিখবো না,

"ভালো থেকো..."

কারণ আমি নিজেই থাকবো না।

তবুও...

আমার চোখদুটো শেষবারের মতো কাউকে খুঁজবে, হয়তো যাকে চেয়েছি...

সে তখনও ব্যস্ত থাকবে নিজের জগতে।

আমার লাশটা যখন কাফনে মোড়ানো হবে, তখন হয়তো অনেক অভাব থাকবে- কারো ভালোবাসা পাওয়ার, একবার কাঁদিয়ে জড়িয়ে ধরার, শেষবারের মতো "আমি আছি" শুনে শান্ত হওয়ার।

সেদিন আমার নিঃশব্দ চলে যাওয়ার পথে কারো ব্যস্ত সময় আটকে থাকবে না, কারো মেসেঞ্জারেও আর আমার নামটা জ্বলবে না, কারো স্টোরিতে "এই মানুষটা ছিলো" বলার সময়ও থাকবে না।

তবুও আমি চলে যাবো- ভুল বোঝা, অপূর্ণতা, অভিমান, অবহেলা সবই রেখে যাবো পৃথিবীর জন্য।

"মৃত্যু হয়তো সব কিছু শেষ করে দেয়,"

"কিন্তু আমার অভাবগুলো রয়ে যাবে-" কারো মনে নয়, শুধু এই শূন্য পৃথিবীর বুকে, যেখানে ভালোবাসা বলে কিছু ছিল না... শুধু অভাব ছিল,

আমি ছিলাম।

#মৃত্যুর_অভাব

#রিদয়_ছোঁয়া

#কষ্ট_ভরা_লেখা

#ভালোবাসার_শেষ_নীরবতা

01/08/2025

বাংলাদেশের আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট উপজেলা হচ্ছে:

---

🏅 নারায়ণগঞ্জ সদর উপজেলা

জেলা: নারায়ণগঞ্জ

বিভাগ: ঢাকা

আয়তন: মাত্র 100.75 বর্গ কিলোমিটার (প্রায়)

✅ এটি বাংলাদেশের আয়তনে সবচেয়ে ছোট উপজেলা হিসেবে স্বীকৃত।

---

📌 আরও কিছু তথ্য:

উপজেলা আয়তন (বর্গ কিমি) জেলা মন্তব্য

নারায়ণগঞ্জ সদর 100.75 নারায়ণগঞ্জ ✅ সবচেয়ে ছোট
ফেনী সদর 124.60 ফেনী ছোট কিন্তু তুলনামূলক বড়
মেহেরপুর সদর 374.10 মেহেরপুর আয়তনে ছোট জেলা, কিন্তু উপজেলা একটু বড়

---

🔍 কেন নারায়ণগঞ্জ সদর সবচেয়ে ছোট?

এটি একটি ঘনবসতিপূর্ণ শহরাঞ্চল।

শিল্প এলাকা, ফলে আয়তন কম হলেও জনসংখ্যা বেশি।

আশেপাশে বিস্তৃত নদী এবং উন্নয়ন অঞ্চল রয়েছে।

---

✅ উপসংহার:

> বাংলাদেশের আয়তনে সবচেয়ে ছোট উপজেলা হলো — নারায়ণগঞ্জ সদর (আয়তন ~100.75 বর্গ কিমি)।

🇮🇹 ইতালির ইতিহাস ও ঐতিহ্য🏛️ প্রাচীন ইতিহাস:1. রোমান সাম্রাজ্য (Roman Empire):ইতালি ছিল বিশ্বের অন্যতম প্রাচীন ও শক্তিশাল...
25/07/2025

🇮🇹 ইতালির ইতিহাস ও ঐতিহ্য

🏛️ প্রাচীন ইতিহাস:

1. রোমান সাম্রাজ্য (Roman Empire):

ইতালি ছিল বিশ্বের অন্যতম প্রাচীন ও শক্তিশালী সাম্রাজ্য, রোমান সাম্রাজ্যের কেন্দ্রস্থল।

খ্রিস্টপূর্ব ২৭ থেকে খ্রিস্টাব্দ ৪৭৬ সাল পর্যন্ত রোমান সাম্রাজ্য ইউরোপ, আফ্রিকা এবং এশিয়ার বিশাল অঞ্চল শাসন করেছিল।

রোমান আইন, স্থাপত্য, ও ভাষার (ল্যাটিন) ব্যাপক প্রভাব আজও বর্তমান।

2. রেনেসাঁ যুগ (Renaissance):

১৪শ থেকে ১৭শ শতাব্দী পর্যন্ত ইতালিতে রেনেসাঁ (পুনর্জাগরণ) শুরু হয়, যা ইউরোপীয় শিল্প, সাহিত্য, ও বিজ্ঞানকে নতুনভাবে গড়ে তোলে।

লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেলেঞ্জেলো, ও গ্যালিলিও এই সময়ের বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব।

🏰 ঐতিহ্য ও সংস্কৃতি:

1. স্থাপত্য:

রোমান কলিজিয়াম, পিসার হেলানো টাওয়ার, ভেনিসের খাল ও ফ্লোরেন্সের গথিক গির্জাগুলো বিশ্বখ্যাত স্থাপত্য নিদর্শন।

2. খাদ্য সংস্কৃতি:

পিজ্জা, পাস্তা, রিসোটো, লাসানিয়া ইতালির প্রধান খাবার।

ইতালীয় খাবার সাধারণত তাজা উপাদান এবং অলিভ অয়েলের উপর নির্ভর করে।

3. ভাষা ও সাহিত্য:

ইতালির ভাষা হলো ইতালিয়ান, যা ল্যাটিন থেকে উদ্ভূত।

বিখ্যাত সাহিত্যিক দান্তে আলিগিয়েরি রচিত "ডিভাইন কমেডি" (Divina Commedia) বিশ্বসাহিত্যে এক অসাধারণ কীর্তি।

4. ধর্ম:

ইতালির অধিকাংশ মানুষ খ্রিস্টান (ক্যাথলিক) ধর্ম অনুসরণ করে।

ভ্যাটিকান সিটি, যা পোপের বাসভবন, রোম শহরের মধ্যে অবস্থিত একটি স্বাধীন রাষ্ট্র।

🎭 উৎসব ও পোশাক:

কার্নিভাল অব ভেনিস: মুখোশ পরা বর্ণিল উৎসব, বিশ্বব্যাপী জনপ্রিয়।

ঐতিহ্যবাহী পোশাক সাধারণত উৎসবে ও নাচের অনুষ্ঠানে পরা হয়।

Hello 🥰
Ten Unknown Facts About

1. Founding and History: BMW, Bayerische Motoren Werke AG, was founded in 1916 in Munich, Germany, initially producing aircraft engines. The company transitioned to motorcycle production in the 1920s and eventually to automobiles in the 1930s.

2. Iconic Logo: The BMW logo, often referred to as the "roundel," consists of a black ring intersecting with four quadrants of blue and white. It represents the company's origins in aviation, with the blue and white symbolizing a spinning propeller against a clear blue sky.

3. Innovation in Technology: BMW is renowned for its innovations in automotive technology. It introduced the world's first electric car, the BMW i3, in 2013, and has been a leader in developing advanced driving assistance systems (ADAS) and hybrid powertrains.

4. Performance and Motorsport Heritage: BMW has a strong heritage in motorsport, particularly in touring car and Formula 1 racing. The brand's M division produces high-performance variants of their regular models, known for their precision engineering and exhilarating driving dynamics.

5. Global Presence: BMW is a global automotive Company

6. Luxury and Design: BMW is synonymous with luxury and distinctive design, crafting vehicles that blend elegance with cutting-edge technology and comfort.

7. Sustainable Practices: BMW has committed to sustainability, incorporating eco-friendly materials and manufacturing processes into its vehicles, as well as advancing electric vehicle technology with models like the BMW i4 and iX.

8. Global Manufacturing: BMW operates numerous production facilities worldwide, including in Germany, the United States, China, and other countries, ensuring a global reach and localized production.

9. Brand Portfolio: In addition to its renowned BMW brand, the company also owns MINI and Rolls-Royce, catering to a diverse range of automotive tastes and luxury segments.

10. Cultural

তিনি আর নেই!😭চাইলেই প্যারাসুট নিয়ে বেরিয়ে আসতে পারতেন।কিন্তু তিনি জানতেন, নিচে স্কুল শত শত শিশু আছে।তাই শেষ মুহূর্ত পর্...
21/07/2025

তিনি আর নেই!😭
চাইলেই প্যারাসুট নিয়ে বেরিয়ে আসতে পারতেন।
কিন্তু তিনি জানতেন, নিচে স্কুল শত শত শিশু আছে।

তাই শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে গেছেন।

🥹Latest Update: Updated at 4.33 PM.

The Fight is over. No more hope.
ঢাকা সিএমএইচ-এ মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে অবশেষে মারাই গেলো বিধ্বস্ত প্লেনের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির। উত্তরা থেকে সিএমএইচে নেওয়ার সময় সে বেঁচে ছিলো। মোটামুটি ঘণ্টাখানেক চেষ্টার পর সবকিছু শেষ হয়ে গেলো চিরতরে।😭

নোট: আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সলো ফ্লাইট ট্রেনিং (Solo Flight Training)

সলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিংয়ের সর্বশেষ ধাপ। ফাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলট যে হাই স্কিল্ড, সেটি'ই প্রমাণিত হয় সোলো ফ্লাইটের মাধ্যমে। ট্রেনিং-এর এপর্যায়ে পাইলটকে নেভিগেটর বা কো-পাইলট বা কোনো প্রকার ইন্সট্রাক্টর ব্যতীত একাই ফ্লাইট অপারেট করতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আজ সেরকমই একটি ট্রেনিং ফ্লাইট অপারেট করছিলেন।

যেকোনো প্রকার ট্রেনিং ফ্লাইট সিভিলিয়ান এরিয়া থেকে দূরেই হয়ে থাকে, তবে সলো ফ্লাইট সাধারণত আর্বান এরিয়াতেই হয়ে থাকে৷ আর আর্বান এরিয়াতে এধরণের সেন্সিটিভ ফ্লাইট অপারেট করার জন্য পাইলটকে যথেষ্ট কোয়ালিফাইড হতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তেমনই একজন পাইলট। তো ট্রেনিংয়ের লক্ষ্যে তৌকির তার এফ-৭ বিমান নিয়ে কুর্মিটোলা পুরাতন এয়ারফোর্স বেস থেকে টেক অফ করেন। এরপর উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা, হাতিরঝিল, রামপুরা'র আকাশজুড়ে তিনি উড়তে থাকেন। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি বিমানে কিছু সমস্যা আঁচ করেন। কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান যে তার বিমান আকাশে ভাসছে না, মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে। কন্ট্রোল রুম থেকে ইন্সট্যান্ট রেসপন্স করে ইজেক্ট করার জন্য জানানো হয়। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু জানা সম্ভব হয়েছে: ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শেষ মুহূর্ত অব্দি চেষ্টা করেছেন বিমান বাচানোর জন্য। তিনি বিমানটির সর্বোচ্চ ম্যাক স্পিড তুলে বেসের দিকে ছুটতে থাকেন। এর মধ্যেই কন্ট্রোল রুমের সাথে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার ঠিক এক থেকে দেড় মিনিটের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয়।

এখন পর্যন্ত এতটুকুই জানা গেছে। তবে বিমানের ঠিক কি ধরণের টেকনিক্যাল ফেইলিওরের জন্য এই দুর্ঘটনা ঘটলো, তা কেবলমাত্র ম্যাসিভ ইনভেস্টিগেশন হলেই জানা সম্ভব। (শাফিন রহামান, বিমান অফিসার)

ওদিকে মাইলস্টোন স্কুলের বাচ্চাদের অবস্থা এখনও অবর্ণনীয়, ক্যাজুয়ালটি বাড়তে পারে অনেক।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সলো ফ্লাইট ট্রেনিং (Solo Flight Training) ছিল !!সলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেন...
21/07/2025

আজ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সলো ফ্লাইট ট্রেনিং (Solo Flight Training) ছিল !!

সলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিংয়ের সর্বশেষ ধাপ। ফাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলট যে হাই স্কিল্ড, সেটি'ই প্রমাণিত হয় সোলো ফ্লাইটের মাধ্যমে। ট্রেনিং-এর এপর্যায়ে পাইলটকে নেভিগেটর বা কো-পাইলট বা কোনো প্রকার ইন্সট্রাক্টর ব্যতীত একাই ফ্লাইট অপারেট করতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আজ সেরকমই একটি ট্রেনিং ফ্লাইট অপারেট করছিলেন 😔😢🙏

যেকোনো প্রকার ট্রেনিং ফ্লাইট সিভিলিয়ান এরিয়া থেকে দূরেই হয়ে থাকে, তবে সলো ফ্লাইট সাধারণত আর্বান এরিয়াতেই হয়ে থাকে৷ আর আর্বান এরিয়াতে এধরণের সেন্সিটিভ ফ্লাইট অপারেট করার জন্য পাইলটকে যথেষ্ট কোয়ালিফাইড হতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তেমনই একজন পাইলট 😢😔🙏

তো ট্রেনিংয়ের লক্ষ্যে তৌকির তার এফ-৭ বিমান নিয়ে কুর্মিটোলা পুরাতন এয়ারফোর্স বেস থেকে টেক অফ করেন। এরপর উত্তরা, #দিয়াবাড়ি, বাড্ডা, হাতিরঝিল, রামপুরা'র আকাশজুড়ে তিনি উড়তে থাকেন। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি বিমানে কিছু সমস্যা আঁচ করেন !

কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান যে তার বিমান আকাশে ভাসছে না, মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে। কন্ট্রোল রুম থেকে ইন্সট্যান্ট রেসপন্স করে ইজেক্ট করার জন্য জানানো হয়। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু জানা সম্ভব হয়েছে: ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শেষ মুহূর্ত অব্দি চেষ্টা করেছেন বিমান বাচানোর জন্য !!

তিনি বিমানটির সর্বোচ্চ ম্যাক স্পিড তুলে বেসের দিকে ছুটতে থাকেন। এর মধ্যেই কন্ট্রোল রুমের সাথে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার ঠিক এক থেকে দেড় মিনিটের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা #মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয়😢🙏😢

এখন পর্যন্ত এতটুকুই জানা গেছে। তবে বিমানের ঠিক কি ধরণের টেকনিক্যাল ফেইলিওরের জন্য এই দুর্ঘটনা ঘটলো, তা কেবলমাত্র ম্যাসিভ ইনভেস্টিগেশন হলেই জানা সম্ভব 🙏😢

লেখা- Shafin Rahman

Indirizzo

Rome

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Italy Life with Bijoy pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a Italy Life with Bijoy:

Condividi