MR & MRs MIRZA in ITALY

MR & MRs MIRZA in ITALY Italy Visa আপডেট,Family Visa File Ready,VFS global এ Appointment নির্ভুল ভাবে জমা দেয়া অব্দি পুর্ণ Guideline 🇮🇹✅🇧🇩

23/12/2025

🇮🇹 অনেকেই প্রশ্ন করেন ISEE কী?
উত্তরঃ- ইতালিতে বোনাস ও সহায়তা পাওয়ার অন্যতম নির্দেশক।

★ISEE কী?ব্যাখাঃ
ISEE (Indicatore della Situazione Economica Equivalente) হলো একটি সরকারি আর্থিক সূচক, যা দিয়ে ইতালিয়ান সরকার আপনার এবং আপনার পরিবারের আয়, সম্পত্তি ও পারিবারিক অবস্থা মূল্যায়ন করে।

★সহজভাবে বললে,
ISEE = আপনার পরিবারের প্রকৃত আর্থিক সক্ষমতার সরকারি হিসাব

★এটি কেন এত গুরুত্বপূর্ণ?

উত্তরঃISEE ছাড়া ইতালিতে অনেক সরকারি সুবিধা, বোনাস ও ছাড় পাওয়া যায় না।

★ISEE প্রয়োজন হয় বিশেষ করে:

📌সরকারি ভাতা ও বোনাস পেতে

📌শিশু ও পরিবারভিত্তিক সুবিধার জন্য

📌কম আয়ের প্রমাণ দিতে

📌স্কুল, বিশ্ববিদ্যালয় ও ক্যান্টিন ফি কমানোর জন্য

📌বাসাভাড়া ও সামাজিক সহায়তার ক্ষেত্রে

★ISEE থাকলে যেসব সুবিধা পাওয়া যায় (উদাহরণ)

✔️ Assegno Unico (চাইল্ড বেনিফিট)
✔️ Reddito / Supporto per famiglie a basso reddito
✔️ Bonus Bollette (বিদ্যুৎ, গ্যাস, পানি বিল ছাড়)
✔️ Bonus Affitto (ভাড়া সহায়তা)
✔️ School & University Fee Reduction
✔️ Mensità, Bonus Bebè, Bonus Nido
✔️ Disability ও Health-related Benefits

⚠️ ✒️গুরুত্বপূর্ণ: অনেক সুবিধা শুধু কম ISEE থাকলেই পাওয়া যায়।

★কারা ISEE করতে পারবেন?

ISEE করতে পারবেন যদি আপনি:

ইতালিতে Residenza সহ বসবাস করেন

বৈধ Permesso di Soggiorno থাকে

পরিবারসহ বা একা বসবাস করেন (উভয় ক্ষেত্রেই প্রযোজ্য)

❗ ISEE হিসাব করতে কী কী দেখা হয়?

ISEE হিসাবের সময় সরকার দেখে:

পরিবারের মোট বার্ষিক আয়

ব্যাংক ব্যালেন্স ও সঞ্চয়

বাড়ি বা অন্যান্য সম্পত্তি

পরিবারের সদস্য সংখ্যা

শিশু, প্রতিবন্ধী বা নির্ভরশীল সদস্য আছে কি না

👉 পরিবার বড় হলে বা শিশু থাকলে অনেক সময় ISEE কম আসে, ফলে সুবিধা বেশি পাওয়া যায়।

🔹 ISEE কতদিনের জন্য বৈধ?

📅 ISEE সাধারণত:

প্রতি বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বৈধ

নতুন বছর এলে নতুন করে ISEE করতে হয়

🔹 ISEE কোথায় ও কীভাবে করা হয়?

ISEE করা যায়:

CAF

Patronato

অথবা সরকারি অনলাইন সিস্টেমের মাধ্যমে

📌 আমাদের সহায়তা নিয়ে ISEE করে নিতে পারেন নতুন বছরে জানুয়ারি থেকেই যাতে উপভোগ করতে পারেন সকল বোনাস ও সুবিধা।

⚠️ গুরুত্বপূর্ণ সতর্কতা

❌ ISEE না করলে:

অনেক বোনাস অটোমেটিক বন্ধ হয়ে যায়

শিশু ভাতা কমে যেতে পারে

স্কুল ও অন্যান্য ফি বেশি দিতে হয়

✔️ সময়মতো ও সঠিক তথ্য দিয়ে ISEE করলে:

আইনি ঝামেলা এড়ানো যায়

সর্বোচ্চ সুবিধা পাওয়া সম্ভব হয়

ISEE শুধু একটি কাগজ নয়—
👉 এটি আপনার এবং আপনার পরিবারের অধিকার নিশ্চিত করার চাবিকাঠি।

20/12/2025

স্মরণ কালের সবচেয়ে বড় জানাযা লাখো জনতার অংশ গ্রহণে সম্পূর্ণ হলো ইনকিলাব মঞ্চের মূখো পাত্র ও চব্বিশের গণ অভ্যুত্থানের অন্যতম নেতা শরিফ ওসমান হাদির জানাযা

20/12/2025

সবার কাছে একটা প্রশ্ন আর কত বীর হাড়ালে সোনার বাংলা দেখতে পাবো? 🥹How many more heroes must we lose to see our Golden Bengal?

20/12/2025

#প্রবাসি #ওসমানহাদী #বাংলাদেশ

https://www.facebook.com/share/r/1DFXJ1H4aB/?mibextid=wwXIfr🇮🇹🇧🇩একজন মুসলিমের এর থেকে বড় পাওয়া দুনিয়ায় আর কিছু নেইশেষ যা...
20/12/2025

https://www.facebook.com/share/r/1DFXJ1H4aB/?mibextid=wwXIfr
🇮🇹🇧🇩একজন মুসলিমের এর থেকে বড় পাওয়া
দুনিয়ায় আর কিছু নেই
শেষ যাত্রায় অগনিত মানুষের প্রানের দোয়া
❤️হাদি ভাই এই জীবন এ তুমি জয়ী ❤️

🇮🇹🇧🇩ইতালিতে ছিনতাইকারীদের হাতে নিহত হলেন আরো এক ইতালি প্রবাসী.. ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন - মাত্র ১ বছর আগে লিব...
19/12/2025

🇮🇹🇧🇩ইতালিতে ছিনতাইকারীদের হাতে নিহত হলেন আরো এক ইতালি প্রবাসী.. ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন - মাত্র ১ বছর আগে লিবিয়ার সমুদ্র পথে ইতালি আসেন ২৫ বছর বয়সী নাঈম ইসলাম শান্ত নামে এই যুবক। তিনি শরিয়তপুর সদর উপজেলার মাহমুদপুর এলাকার মো: এনামুল হক মাদবর এবং তাজিয়া বেগম দম্পতির সন্তান।

জানা যায় নাঈম নাপোলি শহরের একটা ক্যাম্পে থাকতেন,সেখান থেকেই একটি রেস্টুরেন্টে জব করতেন।
কিন্তু গত মঙ্গলবার রাতে ডিউটি শেষে বাসায় ফেরার পথে ছি নতাইকারীর কবলে পড়েন নাঈম। এবং একপর্যায়ে তাকে গাড়ী চাপা দিয়ে মেরে,ফেলে রেখে যায় ছিন তাইকারীরা...

🙏নিরাপত্তা কি চেয়ে নিতে হয়? না এটা স্থানীয় প্রসাশনের দায়িত্ব?
প্রশ্নের উত্তর দেয়ার দায় কার?🇮🇹
প্রবাসীদের সাথেই কেন এমন হচ্ছে?

#প্রবাসি

18/12/2025

#ওসমানহাদী #প্রবাসি #বাংলাদেশ

18/12/2025
18/12/2025

😔😔😔🇧🇩
বাংলাদেশ আজ আরও একটি রত্ন হারালো
রাজনীতি সততার নয়
তা আবারও প্রমানিত হলো,
অনৈতিক পথে যারা ছিলো তারা রয়ে গেলো
নিভে গেলো এক তরুন প্রাণ যে ছিলো সৎ,নিরভিক,বাংলার সন্তান❤️
তোমায় এ জাতি ভুলবে না
আল্লাহ তোমায় সরবোচ্চ সম্মান দান করুন ভাই❤️🇧🇩
#বাংলাদেশ #প্রবাসি #ওসমানহাদী

ভোট প্রদানের ধাপ সমুহঃ- #প্রবাসি  #ইতাল
12/12/2025

ভোট প্রদানের ধাপ সমুহঃ-

#প্রবাসি #ইতাল

12/09/2025

আল্লাহ মানুষ কে বিপদ দেন নিজের দিকে ফিরানোর জন্য।
-------
আল্লাহ পরম দয়াশীল।
আল্লাহ সবাইকে হেফাজত করুন।

Indirizzo

Rome
Rome

Telefono

+393511486625

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando MR & MRs MIRZA in ITALY pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a MR & MRs MIRZA in ITALY:

Condividi