
09/09/2025
আলহামদুলিল্লাহ শুভ বিবাহ বার্ষিকী! আজকের এই দিনে আমাদের চার হাত একসাথে গাঁথা হয়েছিল! প্রিয় ❤️ ধৈর্য, সম্মান, বিশ্বাস, ভালোবাসা, হা ...এই দিনটি স্মরণীয় হয়ে থাকুক। আমাদের সম্পর্কের মধুরতায় ভরা প্রতিটি মুহূর্তের জন্য,সব সময় ইসলামের পথে থাকো এবং ইসলামিক ভাবে জীবনযাপন করো। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ।মনে হয় সেদিনের মতোই নতুন, কিন্তু সময় বলে দিচ্ছে—একসঙ্গে পথচলার ১৪টি বছর পেরিয়ে এলাম।তোমার সঙ্গে থাকা।একটি প্রতিশ্রুতি, এক বুক ভালোবাসা, একসাথে কাটানো অসংখ্য স্মৃতি, এই সবকিছুর মাঝে কেটে গেলো আমাদের আরও একটি বছর! তোমার হাত ধরে চলার প্রতিটি মুহূর্ত আমার জন্য আশীর্বাদ।এই ভালোবাসা যেন সারাজীবন অটুট থাকে, আমাদের সম্পর্ক হোক আরও শক্তিশালী ও মধুর! শুভ বিবাহ বার্ষিকী আমাদের! 💫💞💍