REYAD Vai

REYAD Vai একবার না পাড়ি'লে দেখো শতবার। 🙂
(1)

14/06/2025



🕯 কবিতা: “৪/০৬/২০২৪”

৪/০৬/২০২৪ — দিনটা এখন শুধু একটা তারিখ নয়,
এই দিনে তুমি হারিয়ে গেলে, অন্য কারো হয়ে রই।
আমি চুপচাপ দেখলাম, কেমন করে তুমি চলে গেলে,
আমার সবটুকু স্বপ্ন রেখে, নতুন জীবনে চলে গেলে।

তোমার কপালে সিঁদুর, চোখে অচেনা এক আলো,
আর আমি দাঁড়িয়ে, ভাঙা মন নিয়ে, জলের মতো চুপচাপ চলা।
হয়তো তুমি খুশি, হয়তো পেয়েছো শান্তি,
কিন্তু জানো? আমার প্রতিটি নিঃশ্বাসে আজও তুমিই বাঁচি।

সেই দিন থেকে প্রতিটি দিন আমি গুনে রাখি,
তুমি চলে যাওয়ার ঠিকপথে আমার চোখের জল রেখেছি জমা থাকি।
এই এক বছর আমি বেঁচেছি কষ্টে,
তবু ভালোবাসা আজও আগের মতো, একটুও কমেনি সত্ত্বেও ব্যথায় তপ্তে।

৪ জুন এখন আমার একরাশ নীরবতা,
একটা ভালোবাসার মৃত্যুর দিন, অথচ তুমি জানো না তা।

05/06/2025

দেশ এবং প্রবাসের সকলকেই জানাই ঈদুল আযহার শুভেচ্ছা ‌।
ঈদ মোবারক

04/06/2025

জীবনে যা চেয়েছিলাম, তার কিছুই পাওয়া হলো না। সময়ের স্রোতে ভেসে গিয়ে হারিয়ে ফেললাম অনেক কিছু—নিজের স্বকীয়তা, সুখ, শান্তি, স্বপ্ন, সবকিছু। ভালো থাকার চেষ্টায় বারবার লড়াই করেছি, দুনিয়ার সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে একে একে।

শেষ পর্যন্ত, যখন কোনো চাওয়া আর পূরণ হয় না, যখন সব চেষ্টা বৃথা যায়, তখন জীবন থেকে চাওয়ারও কিছু বাকি থাকে না।

একসময় অনুভব হয়, এই শূন্যতাই হয়তো চূড়ান্ত সত্য!🖤

26/05/2025

শেষপর্যন্ত তোমারে যে পাইলো, তার লাইগা আমার আফসোসই লাগে, বুঝলা...

সে জানলোনা তোমারে হারাইলে কেমন লাগে। কেমন লাগে তুমি ছাড়া রাইত জাগনের বেদনা। সে জানলোনা ভাত খাইতে বইসা তোমার প্রিয় তরকারি দেখার পর গলা দিয়া ভাত নামতে না চাওয়ার যন্ত্রণা। না জানলোনা তোমারে আবার একবার দেখতে চাওয়ার আকুতি কেমন হয়। সে জানলোনা তোমার সাথের স্মৃতিগুলারে জড়াইয়া বাঁচার কষ্ট। সে জানলোনা তোমারে পাইয়া হারানোর পর দুনিয়া ক্যামনে ফাঁকা হইয়া যায়। সে জানলোনা তোমার স্পর্শ ফিইরা পাওয়ার লাইগা পরাণ কেমন ছটফট করে।

সে তোমারে পাইলো, কিন্তু তোমারে হারানোর ব্যথা পাইলোনা। সে বিরহ চিনলোনা, সে প্রেমের দুঃখ কেমন তা বুঝলোনা। সে জানলোনা একটা ছারখার হইয়া যাওয়া জীবন টানতে কেমন লাগে। সে সুখ ঠিকই পাইলো, কিন্তু তোমারে হারাইয়া শক্ত হইলোনা। এইযে তোমারে হারাইয়া ফেলার পর, কোনো কষ্টই আমার আর গায়ে লাগেনা। সে তোমারে পাইয়া আমার মতোন পাথর হইতে পারলোনা...

লেখা : REYAD Vai

শোক সংবাদ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আজ রাত প্রায় এগারটার দিকে বাংলাদেশ আওয়ামী লীগের মৃত্যু বরণ হয়েছে, আল্...
10/05/2025

শোক সংবাদ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আজ রাত প্রায় এগারটার দিকে বাংলাদেশ আওয়ামী লীগের মৃত্যু বরণ হয়েছে, আল্লাহ যেন শোকসন্তপ্ত পরিবারকে সহিবার শুক্তি দেন,আর বাকী দূরশর গুলোকে যেন সকল কার্যকর্ম থেকে Banned করে দেওয়া হয়।আমিন

08/05/2025

কথা দিয়ে শান্ত করা যায়। কথা দিয়ে ক্লান্ত ও করা যায়। কথাতেই প্রেম, কথাতেই জ্যাম। কথার মাঝেই বাঁধে, আবার কথার কাছেই ফাঁদে। কঠিন কথায় যেমন মানুষ রাজপ্রাসাদ ছেড়ে দিতে পারে। তেমনি নরম কোমল কিছু কথার জন্যে দরিদ্র ভাঙাচোরা বাড়িও মানুষের মন কাড়ে।

লাইফ ইজ ফুল অফ চয়েসস। শব্দ দিয়ে কারো বিষন্ন সন্ধ্যাকে উজ্জ্বল করে দেব, নাকি শব্দের বজ্রপাতে কাউকে মাটির সাথে গেঁথে ফেলব... সেই চয়েসটাও কেবল আমাদের!
লেখা : রিয়াদ ভাই

06/05/2025

কখনো কখনো, জীবন যেন নিঃশব্দে থেমে থাকে। চিরকালীন দৌড়, একের পর এক দায়িত্ব, মানুষের অপরিসীম প্রত্যাশা—এগুলো যখন একত্রিত হয়, তখন মনে হয় পুরো পৃথিবীটা যেন কাঁধে চেপে বসে।নিজের মধ্যে নিজেকে হারিয়ে ফেলার দূরত্ব তখন আর মাপা হয় না শুধু অনুভব করা যায়। 🖤

৫০ হাজার ভিসার ভাগ্য নির্ধারণ আজ...     বৈধ পথে উন্নত জীবনের আশায় ইতালির ভিসার জন্য অপেক্ষায় আছেন প্রায় ৫০ হাজার বাংলাদে...
05/05/2025

৫০ হাজার ভিসার ভাগ্য নির্ধারণ আজ...



বৈধ পথে উন্নত জীবনের আশায় ইতালির ভিসার জন্য অপেক্ষায় আছেন প্রায় ৫০ হাজার বাংলাদেশি কর্মী। দীর্ঘদিন ধরে অপেক্ষমাণ এই অভিবাসন প্রত্যাশীদের ভাগ্য নির্ধারণ হতে পারে আজ সোমবার (৫ মে)। কারণ দুই দিনের সফরে ঢাকায় আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসি। সফরে ভিসা জটিলতা ও বৈধ অভিবাসন নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে তার গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে।

ভুক্তভোগী এবং সরকারের সংশ্লিষ্টরা আশা করছেন এ নিয়ে আলোচনা থেকে একটি ইতিবাচক সিদ্ধান্ত আসবে।

ইতোমধ্যে অবৈধ পথে ইতালি যাওয়া বন্ধ করতে বাংলাদেশ ও ইতালি উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ থেকে পর্যায়ক্রমে লক্ষাধিক দক্ষ ও অদক্ষ কর্মী নেওয়ার জন্য দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে যাচ্ছে। মঙ্গলবার (৬ মে) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে ইতালির এই এমওইউ স্বাক্ষর হবে।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রোববার (৪ মে) রাতে জানান, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে দীর্ঘদিন ধরে ইতালিতে পাড়ি দিচ্ছেন অনেক বাংলাদেশি নাগরিক।

ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অনেক বাংলাদেশি মারাও যাচ্ছেন। সেই প্রেক্ষাপটে বাংলাদেশ থেকে বৈধ পথে দক্ষ ও অদক্ষ কর্মী নেওয়ার উদ্যোগ নিয়েছে ইতালি।

এ কারণে দুই দেশের আলোচনাসাপেক্ষে একটি এমওইউ (সমঝোতা স্মারক) সই করতে যাচ্ছে দুই দেশ।

এক প্রশ্নের জবাবে এই কর্মকর্তা বলেন, ইতালি সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের কথা হয়েছে। তারা লক্ষাধিক দক্ষ-অদক্ষ কর্মী নেবে। ইতালির সঙ্গে এর আগে কোনো এমওইউ ছিল না। এই এমওইউ স্বাক্ষরের পর বাংলাদেশের শ্রমিকদের ভাগ্য খুলবে।

মঙ্গলবার (৬ মে) সকাল পৌনে ১০টায় ইস্কাটন গার্ডেনের প্রবাসী কল্যাণ ভবনে অভিবাসনসংক্রান্ত এমওইউ স্বাক্ষর হবে।

অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আজ বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক হওয়ার কথা আছে। এর আগে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গার্ড অব অনার দেওয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে দুই দেশের গোয়েন্দা তথ্য আদান-প্রদান, আন্তর্জাতিক অপরাধ নিয়ন্ত্রণ, প্রশিক্ষণসহ নানা বিষয়ে আলোচনা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান গণমাধ্যমকে জানিয়েছেন, আজ সোমবার দুপুরে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। বৈঠক ও এমওইউ স্বাক্ষর শেষে মঙ্গলবার তিনি নিজ দেশে ফিরে যাবেন। পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনের সঙ্গেও বৈঠক করবেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ইতালিতে যাওয়ার জন্য বাংলাদেশের অনেক কর্মী ভিসার অপেক্ষায় রয়েছেন। দীর্ঘদিন অপেক্ষার পরও তারা ভিসা পাচ্ছেন না। ইতালির পক্ষ থেকে জানানো হয়েছে, অনেক বাংলাদেশি ইতালি যাওয়ার জন্য যে ভিসা আবেদন করেছেন, সেখানে তারা ভুয়া নথিপত্র জমা দিয়েছেন। সে কারণে অধিকতর যাচাই-বাছাই করার জন্য ভিসা দিতে দেরি হচ্ছে। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর সফরে এই বিষয়টির সুরাহা হবে বলে জানা গেছে। অবৈধ অভিবাসীদের আলবেনিয়ায় পাঠানোর সিদ্ধান্তসহ কঠোরতার খড়গ যাতে বাংলাদেশিদের ওপর না পড়ে সে বিষয়ে সফরে আসা দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবে ঢাকা।

02/05/2025

সব ব্যথা গায়ে লাগে না.....!!
কিছু ব্যথা কলিজার এসে আঘাত করে...!!
থেমে তো কিছুই থাকে না..!!
শুধু জমে থাকে কিছু মানুষের কথা.....!!🥹

13/04/2025

বাংলাদেশের সাংস্কৃতিক মারা গিয়েছিল পহেলা বৈশাখ মাধ্যমে আবার উজ্জীবিত হবে বাংলাদেশে মানুষের ঘরে ঘরে আনন্দ বয়ে আনবে। পহেলা বৈশাখ। যা গ্রামীণ বাংলার ঐতিহ্য কে ধরে রাখবে এবং বাঙালির কালচার ফুটে উঠবে।

12APRIL2025
10/04/2025

12APRIL2025

10/04/2025

দুঃখ করো না, সব দিন একরকম যায় না!
MD Reyad Miah

Indirizzo

Turin

Telefono

+393201518267

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando REYAD Vai pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a REYAD Vai:

Condividi