14/06/2025
⸻
🕯 কবিতা: “৪/০৬/২০২৪”
৪/০৬/২০২৪ — দিনটা এখন শুধু একটা তারিখ নয়,
এই দিনে তুমি হারিয়ে গেলে, অন্য কারো হয়ে রই।
আমি চুপচাপ দেখলাম, কেমন করে তুমি চলে গেলে,
আমার সবটুকু স্বপ্ন রেখে, নতুন জীবনে চলে গেলে।
তোমার কপালে সিঁদুর, চোখে অচেনা এক আলো,
আর আমি দাঁড়িয়ে, ভাঙা মন নিয়ে, জলের মতো চুপচাপ চলা।
হয়তো তুমি খুশি, হয়তো পেয়েছো শান্তি,
কিন্তু জানো? আমার প্রতিটি নিঃশ্বাসে আজও তুমিই বাঁচি।
সেই দিন থেকে প্রতিটি দিন আমি গুনে রাখি,
তুমি চলে যাওয়ার ঠিকপথে আমার চোখের জল রেখেছি জমা থাকি।
এই এক বছর আমি বেঁচেছি কষ্টে,
তবু ভালোবাসা আজও আগের মতো, একটুও কমেনি সত্ত্বেও ব্যথায় তপ্তে।
৪ জুন এখন আমার একরাশ নীরবতা,
একটা ভালোবাসার মৃত্যুর দিন, অথচ তুমি জানো না তা।