20/05/2024
ভেনিস কনস্যুলার সার্ভিস (২৫-২৬ মে) সংক্রান্ত প্রশ্নোত্তর:
১. প্রশ্ন: আমি online appointment নিতে পারিনি। আমি কিভাবে ভেনিসে এপয়েন্টমেন্ট পাব?
উত্তর: ভেনিস কনস্যুলার ক্যাম্পে যারা অনলাইনে এম আর পি এপয়েন্টমেন্ট নিতে পারেন নি, তারা আগামী সোমবার ২০ মে ২০২৪ তারিখ সন্ধ্যা ৬টা পর্যন্ত [email protected] এ ইমেইল করতে পারবেন। পুরাতন পাসপোর্টের ছবিসহ এখানে ইমেইল করতে হবে। এপয়েন্টমেন্ট এর চূড়ান্ত একটি তালিকা আমরা শিগগিরই প্রকাশ করব। তালিকাটি আমাদের ফেসবুক পেজে পাওয়া যাবে।
২. প্রশ্ন: ভেনিসে এপয়েন্টমেন্ট নেয়া থাকলেও কি ৬-২৫ বছর বয়সীদের ছবি তুলতে মিলানে আসতে হবে?
উত্তর: হ্যা। আপনারা ব্যাংকোম্যাট মেশিনে টাকা জমা দিয়ে মিলানে আসার সুযোগ পাবেন।
৩. প্রশ্ন: নতুন আবেদনের সাথে কি ছবি লাগবে?
উত্তর: নতুন বাচ্চাদের প্রথম পাসপোর্ট এর জন্য ২ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি এবং বাবা মায়ের পাসপোর্ট সাইজ ছবি লাগবে। এছাড়া অনলাইন আবেদন ফর্ম আনতে হবে। অন্যান্যদের (প্রাপ্তবয়স্কদের) রিইস্যুর জন্য ছবি লাগবেনা।
৪. প্রশ্ন: হারানো পাসপোর্ট (Lost) হলে কি করব?
উত্তর: হারানো পাসপোর্ট এর আবেদনকারীগণ ভেনিসে আবেদন জমা দিতে পারবে। হারানো পাসপোর্ট এর জন্য মূল দিনুনশা ও ফটোকপি লাগবে, হারানো পাসপোর্ট এর ছবি পরিবর্তন হবেনা।
৫. প্রশ্ন: স্কুল পড়ুয়া এবং স্টুডেন্টদের জন্য কি কাগজ লাগবে?
উত্তর: স্টুডেন্টদের পাসপোর্ট এর ফি তে ডিসকাউন্ট থাকে। তাই স্টুডেন্ট সার্টিফিকেট লাগবে।
৬. প্রশ্ন: ই-পাসপোর্ট এর এপয়েন্টমেন্ট কিভাবে নেব?
উত্তর: [email protected] এ আপনার পুরাতন পাসপোর্ট এর ছবিসহ ইমেইল করবেন। যাদের পুরাতন ই-পাসপোর্ট ছিল, ই-পাসপোর্ট হারানো গেছে বা মেয়াদ শেষ, তারা ই-পাসপোর্ট এর আবেদন করতে পারবেন। অবশ্যই ৪ পাতা আবেদন ফর্ম adobe pdf ফর্মে আনবেন, যাতে বারকোড সঠিক আসে।
৭. প্রশ্ন: নো-ভিসা/ ওয়েজ আর্নার্স / সার্টিফিকেট এর কি এপয়েন্টমেন্ট লাগবে?
উত্তর: লাগবেনা।
৮. প্রশ্ন: ভেনিসে কি আমার রেডি এম আরপি পাসপোর্ট, নো ভিসা, জন্ম নিবন্ধন তুলতে পারব?
উত্তর: হ্যা। 351 184 1230 এই নম্বরে মেসেজ করতে হবে। পাসপোর্ট এর জন্য (পুরাতন পাসপোর্ট নম্বর, ITA number যেমন ITA20000..., মোবাইল নম্বর) উল্লেখ করে মেসেজ করবেন। ওয়েজ আর্নার্স (বাংলাদেশি পাসপোর্ট নম্বর, নাম, ঠিকানা, মোবাইল নম্বর) এবং নো ভিসার জন্য (ইতালির পাসপোর্ট নম্বর, নাম, ঠিকানা, মোবাইল নম্বর)। মেসেজ রিসিভের শেষ সময় ২৩ মে ২০২৪ দুপুর ১ টা
৯. প্রশ্ন: ভেনিসে কি আমার রেডি ই-পাসপোর্ট নিতে পারব?
উত্তর: না। কারণ মেশিনে আপনার ফিংগার প্রিন্ট দিতে হবে।
১০. প্রশ্ন: পাসপোর্টের এবং সার্টিফিকেট এর ফর্ম কোথায় পাব?
উত্তর: কনস্যুলেট নমুনা ফর্ম সাথে আনবে এবং ভলুন্টিয়ার ভাইদের কাছ থেকে পাওয়া যাবে।
১১. প্রশ্ন: ভেনিসে কি এনআইডি ও জন্মনিবন্ধন এর আবেদন জমা নেয়া হবে?
উত্তর: জন্মনিবন্ধন নেয়া হবে, এন আইডি আবেদন নেয়া হবেনা।