ItaliAmo বাংলা

ItaliAmo বাংলা Informazioni di contatto, mappa e indicazioni stradali, modulo di contatto, orari di apertura, servizi, valutazioni, foto, video e annunci di ItaliAmo বাংলা, Creator digitale, Turin.

10/09/2025

ইতালিয়ান দের সাথে না বুঝে বারবার Si Si বলার ফল 😂
এক ভাই দাঁতের ব্যথা নিয়ে ডাক্তারকে দেখাতে গেছেন,
ডাক্তার বললেন: তুলে দেবো?

ভাই তো আবারও বললেন: Si Si! 🤣

ফলাফল 👉 দাঁত আর নাই! 😆

09/09/2025

📢 ঘোষণা: বাংলায় ইতালিয়ান ভাষা শেখার কোর্স শুরু হচ্ছে!

Italiamo পেজ থেকে আপনাদের জানাতে পেরে আমি খুব আনন্দিত যে, শীঘ্রই একটি ইতালিয়ান ভাষা শেখার কোর্স শুরু হতে যাচ্ছে। এই কোর্সটি সম্পূর্ণভাবে বাংলা ভাষায় পরিচালিত হবে, যাতে সবাই সহজভাবে বুঝতে এবং শিখতে পারেন।

আপনি একেবারেই নতুন হোন বা ইতালিয়ান ভাষা নিয়ে সামান্য ধারণা থাকুক—এই কোর্স সবার জন্যই উপকারী হবে।

📌 বিস্তারিত তথ্য খুব শীঘ্রই জানানো হবে।
👉 আপনার বন্ধু বা পরিচিতদের সাথে এই পোস্টটি শেয়ার করতে পারেন, যাতে আগ্রহীরা উপকৃত হতে পারেন।

চলুন, একসাথে Italiamo পেজের সঙ্গে ইতালিয়ান শেখার যাত্রা শুরু করি! 🇮🇹✨

বিশ্ব ফ্যাশন জগতের অন্যতম প্রতীক, ইতালির কিংবদন্তি ফ্যাশন ডিজাইনার জর্জিও আরমানি আর নেই।বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) ...
04/09/2025

বিশ্ব ফ্যাশন জগতের অন্যতম প্রতীক, ইতালির কিংবদন্তি ফ্যাশন ডিজাইনার জর্জিও আরমানি আর নেই।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) ৯১ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার প্রিয়জনেরা তার পাশে ছিলেন বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

আরমানি শুধু একজন ডিজাইনার নন, তিনি ছিলেন সৃজনশীলতার এক অনন্য প্রতীক। তাঁর হাত ধরেই ফ্যাশন জগতে এসেছে আধুনিকতা ও সরলতার নতুন ধারা। ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত Armani Group বিশ্বজুড়ে বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ডের শীর্ষে স্থান করে নিয়েছে।

কোম্পানির পক্ষ থেকে গভীর শোক জানিয়ে বলা হয়েছে —
“অসীম দুঃখের সাথে আমরা আমাদের প্রতিষ্ঠাতা, স্রষ্টা ও অক্লান্ত প্রেরণার উৎস জর্জিও আরমানির প্রয়াণের খবর জানাচ্ছি।”

ফ্যাশনের এই মহীরুহের প্রয়াণে পুরো বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া।

04/09/2025

যাদের রেফারেন্স ট্র্যাক করা যাচ্ছে না তাদের উদ্দেশ্যে: ভিএফএস থেকে পাওয়া স্লিপে রেফারেন্স নাম্বারের নিচে থাকা ৯-সংখ্যার বার কোডটাই রেফারেন্স নাম্বার হিসেবে দিন। এতে ফাইলের আপডেট দেখতে পারবেন।

ইতালি এম্বাসি থেকে সর্বশেষ আপডেট!
04/09/2025

ইতালি এম্বাসি থেকে সর্বশেষ আপডেট!

২০২৪ সালের নুললা অস্তা রি- ইস্যু করে 20 আগস্ট জমা দেওয়ার পরে এখন আর ওয়েবসাইটে চেক করা যাচ্ছে না ! এবং কালেকশন মেসেজও আ...
03/09/2025

২০২৪ সালের নুললা অস্তা রি- ইস্যু করে 20 আগস্ট জমা দেওয়ার পরে এখন আর ওয়েবসাইটে চেক করা যাচ্ছে না ! এবং কালেকশন মেসেজও আসছে না !! ভি এফ এসে ফোন দিলে বলছে তারাও দেখতে পারেনা, সার্ভারে সমস্যা...এরকম কি কারো হয়েছে ?

🎂✨ তোরিনোবাসী, সুস্বাদের দুনিয়ায় আপনাকে স্বাগতম! ✨🎂আপনার জন্মদিন, পার্টি বা যেকোনো বিশেষ দিনে কেক হোক একদম পারফেক্ট!আম...
18/08/2025

🎂✨ তোরিনোবাসী, সুস্বাদের দুনিয়ায় আপনাকে স্বাগতম! ✨🎂

আপনার জন্মদিন, পার্টি বা যেকোনো বিশেষ দিনে কেক হোক একদম পারফেক্ট!
আমরা নিয়ে এসেছি হোমমেড কেক – সর্বোচ্চ কোয়ালিটি, দারুণ স্বাদ আর একেবারে সাশ্রয়ী দামে। 😍

💡 কেন আমাদের কেক বেছে নেবেন?
✔️ ফ্রেশ ও হোমমেড
✔️ প্রিমিয়াম কোয়ালিটির উপকরণ
✔️ তোরিনোতে সাশ্রয়ী দাম
✔️ কাস্টমাইজড ডিজাইন

👉 আজই ইনবক্স করুন Home Made cake in Torino Home পেজে আপনার প্রিয় কেক অর্ডার করুন, আর বিশেষ দিনটিকে করে তুলুন আরও মিষ্টি ও স্মরণীয়! 💌

❤️❤️❤️……

আন্দোলন!!😀
23/07/2025

আন্দোলন!!😀

Indirizzo

Turin

Telefono

+393517045544

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando ItaliAmo বাংলা pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a ItaliAmo বাংলা:

Condividi