KALBD FRANK POST

  • Home
  • KALBD FRANK POST

KALBD FRANK POST This is a global announcement page. We try to help everyone with different types of news.

রিইউনিয়ন কাপ টুর্নামেন্টে ভ্যাসিন ভিক্টরর্স চ্যাম্পিয়ননিজস্ব প্রতিবেদক:রেবিব্বিয়া কিং স্টার ক্লাব আয়োজিত রিইউনিয়ন কাপ ২০...
17/08/2024

রিইউনিয়ন কাপ টুর্নামেন্টে ভ্যাসিন ভিক্টরর্স চ্যাম্পিয়ন
নিজস্ব প্রতিবেদক:

রেবিব্বিয়া কিং স্টার ক্লাব আয়োজিত রিইউনিয়ন কাপ ২০২৪ (পুর্নমিলনী কাপ) টুর্নামেন্টের ফাইলান খেলা শুক্রবার (১৬ আগস্ট) অনুষ্ঠিত হয়। খেলায় ভ্যানিস ভিক্টরর্স একাদশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়। টস জিতে ব্যাটিংয়ে নেমে ভ্যানিস ভিক্টরর্স ১২ ওভারে ৭ ইউকেট হারিয়ে ১৩৬ রান জমা করে।
দ্বিতীয় ইনিংসে রোম র‌্যাংগার্স একাদশ ১৩৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১১৩ রানের বেশি করতে পারেনি। ফলে ভ্যানিস ভিক্টরর্স একাদশ ২৩ রানে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ইতালির রাজধানী রোমের রেবিব্বিয়াস্থ ক্রিকেট মাঠে টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়।
ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন হাফেজ মোহাম্মদ মাহামুদ হোসাইন, আজাত হোসেন, আলআমিন হোসেন।
ফাইনাল ম্যাচে ২ বাউন্ডারি ও ২ অভারবাউন্ডারিতে ৩৩ বলে ৪৫ রান এবং বল হাতে ৩ ওভারে ২৬ রান দিয়ে মূল্যবান ৩ ইউকেট তুলে নিয়ে ফাইনাল সেরার পুরস্কার জিতে নেন ভ্যানিস দলের অধিনায়ক মো. কামরুল হাসান। টুর্নামেন্টে সর্বাধিক রান সংগ্রাহকের পুরস্কার জিতে নেন রোম র‌্যাংগার্সের খেলোয়ার রাজিব মোল্লা (১৩০)। এবং মোস্ট ভ্যালুয়াবেল প্লেয়ারের পুরস্কার জিতে নেন তাফসান রাফাত শান্ত।

পুরস্কার বিরতণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ান দলের হাতে ট্রফি তুলে দেন স্থানীয় তিবুরতিনা সমাজকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও সমাজসেবক জাকারিয়া ফেরদৌস হাওলাদার। এর আগে রানারআপ দলের অধিনায়ক মো. রোমান (নয়ন)-এর তাতে ট্রফি তুলে দেন আমন্ত্রীত অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন তিবুরতিনা বাংলা কমুনির সাবেক কমিশনার মনির হোসেন, সমাজসেবীকা দুলালী আক্তার, টুর্নামেন্ট সমন্বয়ক সাদ্দাম হোসেন (নুর খান) প্রমুখ।

বর্তমান সময়ে রোমের এই রেবিব্বিয়া এলাকাটি একটি বাঙ্গালী জোনা হিসেবে পরিচিতি লাভ করেছে। প্রতিবছর বিভিন্ন অকেসনে বা সামারের ছুটিসহ অন্যান্য ছুটিতে এখানে সামাজিক অনুষ্ঠান, খেলাধুলা, পিঠা উৎসবসহ নানাধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এরই অংশহিসেবে রেবিব্বিয়াস্থ যুবকদের সমন্বয়ে এক পুর্নমিলনী কাপের আয়োজন করা হয়। যুবকদের মধ্যেই ৪টি দল করে টুর্নামেন্টের আয়োজন করা হয়। ইতালির বড় শহর বিবেচনায় এনে রোম র‌্যাংগার্স, মিলান ম্যাভেরিক্স, নাপোলী নোবেল্স ও ভ্যানিস ভিক্টরর্স দলে বিভক্ত হয়ে টুর্নামেন্টি সম্পন্ন করা হয়।
রিইউনিয়ন কাপ ২০২৪ টুর্নামেন্টের আয়োজক ছিলেন- ফয়সাল আহমেদ খোকন, সিরাজুল মোল্লা, সম্রাট হাওলাদার, নাইমুল শেখ রাজিব, মো. রোমান নয়ন, মো. কামরুল হাসান, আদনান বেপারী প্রমুখ।

Address


Telephone

+393488425556

Website

Alerts

Be the first to know and let us send you an email when KALBD FRANK POST posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share