23/10/2025
🌸 Alhamdulillah — Another Star Shines in Our Family! 🌸
আজ আমাদের টিমের এক অনুপ্রেরণাদায়ী মুহূর্ত 💫
কারণ আজ আমরা উদযাপন করছি Rumi Begum আপুর 3rd Milestone Achievement! 🌿
তাঁর যাত্রা সহজ ছিল না —
কিন্তু তিনি প্রমাণ করেছেন,
যখন একজন নারী নিজের উপর বিশ্বাস রাখে
এবং আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা করে,
তখন পৃথিবীর কোনও বাধাই তাঁকে থামাতে পারে না 💪
Rumi আপুর গল্প আমাদের শেখায় —
🌺 চ্যালেঞ্জ নয়, মানসিকতা-ই আসল শক্তি
🌺 ধৈর্য ও অধ্যবসায়ই সাফল্যের সিঁড়ি
🌺 প্রতিদিন ছোট্ট অগ্রগতি একদিন বড় পরিবর্তন আনে
তিনি শুধু নিজের জীবনের গল্প বদলাননি,
বরং অনেককেই শিখিয়েছেন —
“যদি তুমি স্বপ্ন দেখতে সাহস করো,
তবে সেটি পূরণ করার শক্তি আল্লাহ নিশ্চয়ই দেবেন।” ✨
আজ তাঁর সাফল্য শুধু একটি মাইলফলক নয়,
এটি এক বিশ্বাস, সাহস ও আশার প্রতীক। 🌸
🤍 চলুন আমরা সবাই একসাথে দোয়া করি —
আল্লাহ যেন Rumi আপুর জীবনে আরও বরকত, শান্তি ও সাফল্য দান করেন 🤲
🌟 Congratulations, Rumi Begum Apu!
You are a true inspiration — turning faith into action, and dreams into reality 💫