Sadia’s Japan Life

Sadia’s Japan Life Sadia’s Japan Life, 動画クリエイター, Itoshima-shiの連絡先情報、マップ、方向、お問い合わせフォーム、営業時間、サービス、評価、写真、動画、お知らせ。

In this page I will basically share the beautiful places of Japan where I have visited and some information about Halal food and some convenient suggestions for living halal life in Japan.

28/11/2025
28/11/2025

এমন দিনের অনুভূতি সব মায়েদের প্রায় একই রকম—
বাচ্চা প্রথমবার স্কুলে গেলে বুকের ভেতর হালকা ব্যথা, এক ধরনের ফাঁকা ফাঁকা ভাব, আর অদ্ভুত একটা টান। মনে হয় যেন কেউ আপনার আদরেরটাকে কোলে থেকে আলগা করে নিয়ে যাচ্ছে। চোখে পানি আসে, ভয় লাগে—কিন্তু ধীরে ধীরে সব ঠিকও হয়ে যায়।

এই ভিডিওটা ফাতিমার প্রথম স্কুলের দিন ছিল।
ওর চোখ-মুখে তখনো সেই অসহায়, অনিশ্চিত একটা চাপ—যা দেখে যেকোনো মায়ের মন নরম হয়ে যায়।

আল্লাহ সব বাচ্চাকে সুন্দরভাবে শিখতে, বুঝতে এবং নিজেকে গড়ে তোলার সুযোগ দিন।
আর সব মায়েদের মনকে শান্ত করে দিন, তাদের সন্তানের জন্য সঠিক পথপ্রদর্শন করে দিন।
আমিন।

26/11/2025
21/11/2025

আলহামদুলিল্লাহ, আবারও হাজির হলো বরকতময় জুমার দিন।
আসুন আজকের এই বিশেষ দিনে কিছু সময় নিয়ে আমাদের ঈমান, আমল ও দোয়ার দিকে ফিরে যাই।



📘 কুরআনের স্মরণ

﴿ فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ ﴾
“তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব।”
— সূরা আল-বাকারা ২:১৫২

﴿ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِن يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ ﴾
“হে ঈমানদাররা! জুমার আজান শুনলে আল্লাহর স্মরণের দিকে দ্রুত এগিয়ে যাও।”
— সূরা জুমু‘আ ৬২:৯



📖 হাদিসের শিক্ষা

🌿 “জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো।”
— তিরমিজি, হাদিস: ৪৯১

🌿 “সূরা কাহফ পাঠ করলে দুই জুমার মাঝের আলো (নূর) পাওয়া যায়।”
— হাকিম, সহীহ

🌿 “জুমার দিনে একটি বিশেষ সময় আছে—যে সময় দোয়া করলে তা অবশ্যই কবুল হয়।”
— বুখারি ও মুসলিম



🤲 আজকের করণীয়
• সূরা কাহফ পড়া
• বেশি বেশি দরুদ পাঠ
• পিতামাতা, পরিবার ও উম্মাহর জন্য দোয়া
• পাপকর্ম থেকে বাঁচতে দৃঢ় নিয়ত
• জুমার নামাজ সময়মতো আদায়



✨ দোয়া

আল্লাহ আমাদের সকল চিন্তা, দুঃখ দূর করে দিক, রিজিক হালালভাবে বাড়িয়ে দিক, ঘর-পরিবারে শান্তি দান করুক। আমীন।

23/10/2025
23/10/2025
23/10/2025

住所

Itoshima-shi, Fukuoka
819-1561

ウェブサイト

アラート

Sadia’s Japan Lifeがニュースとプロモを投稿した時に最初に知って当社にメールを送信する最初の人になりましょう。あなたのメールアドレスはその他の目的には使用されず、いつでもサブスクリプションを解除することができます。

事業に問い合わせをする

Sadia’s Japan Lifeにメッセージを送信:

共有する

カテゴリー