Travel with Arnob

Travel with Arnob ✨I am a traveler live in Japan . Support me to see magnificent nature and japanese culture. ✨
Youtube: https://youtube.com/?si=NJBHTMKqDBgHX8mm

14/07/2025

জাপানি ভালবাসার গল্প 😍

Have you ever faced this embracing moment?🤓
09/07/2025

Have you ever faced this embracing moment?🤓

২০২২ সালে আমি জাপানে একটি সেনমনে (কারিগরি স্কুল) শিক্ষার্থী ছিলাম। আমাদের সেনমনে আন্তর্জাতিক শিক্ষার্থী এবং জাপানি শিক্ষ...
08/07/2025

২০২২ সালে আমি জাপানে একটি সেনমনে (কারিগরি স্কুল) শিক্ষার্থী ছিলাম। আমাদের সেনমনে আন্তর্জাতিক শিক্ষার্থী এবং জাপানি শিক্ষার্থীরা একসাথে পড়াশোনা করত। গ্র্যাজুয়েশনের আগে আমাদের একটি প্রেজেন্টেশন প্রজেক্ট তৈরি করতে হয়েছিল। আমি তিনজনের একটি গ্রুপের লিডার ছিলাম, অথচ গেমিং সফটওয়্যার বা অ্যাডভান্স লেভেলের প্রোগ্রামিং সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না।

আমি সবার কাছে এটা পরিষ্কারভাবে বলতে চাই—সেনমন শুধুমাত্র প্রোগ্রামিংয়ের বেসিক শিখাবে, বাকি উন্নতি করতে হলে নিজের চেষ্টায় নিয়মিত প্র্যাকটিস করতে হবে।

আমরা শেষ পর্যন্ত একটি সিমুলেটর গেম তৈরি করি, এবং সেই গেমটি পুরো ব্যাচের সেরা তিনটি প্রজেক্টের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে। এটা আমার জীবনের একটি বড় মাইলফলক ছিল, যা আমার জীবনকে পাল্টে দিয়েছিল।

মজার ব্যাপার হলো, এই সিমুলেটর গেমের আইডিয়া আমার মাথায় এসেছিল ট্রেনে ক্লাসে যাওয়ার সময়!

আমি সবাইকে বলতে চাই যারা জাপানে আসতে চায়—পজিটিভ চিন্তা করুন। যখন আল্লাহ আপনার তাকদির বদলাবেন, তখন সেটা শুধুই আল্লাহ ভালো জানেন।

আর একটা গুরুত্বপূর্ণ কথা—জাপানি ভাষা যতটা সম্ভব শিখুন এবং চর্চা করুন। কারণ জাপানে আপনি যখন সমস্যায় পড়বেন, তখন এই ভাষাটাই আপনাকে রক্ষা করবে।🕊️

05/07/2025

HIRATSUKA TANABATA FESTIVAL 2025

যখন আমি জাপানের ভাষা স্কুলে ছিলাম, তখন জুলাই মাসের প্রথম সপ্তাহেই আমাদের ক্লাসে তানাবাতা উৎসব উদযাপন করা হয়েছিল। সেখানে...
04/07/2025

যখন আমি জাপানের ভাষা স্কুলে ছিলাম, তখন জুলাই মাসের প্রথম সপ্তাহেই আমাদের ক্লাসে তানাবাতা উৎসব উদযাপন করা হয়েছিল। সেখানে আমরা একটি ছোট কাগজে আমাদের ইচ্ছা লিখে বাঁশ গাছের ডালে ঝুলিয়ে দিতাম। এটি জাপানের একটি প্রাচীন ও সুন্দর সংস্কৃতি।

আর এখন আমি কানাগাওয়া প্রিফেকচারের একটি বিখ্যাত স্থানে আছি, যেখানে এই তানাবাতা উৎসবটি একেবারে ভিন্ন এবং অসাধারণভাবে উদযাপন করা হয়। এখানে আলোকসজ্জা, রঙিন সাজসজ্জা, আর সাংস্কৃতিক পরিবেশনা—সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা। এই উৎসবটি শুধু ইচ্ছা লেখার নয়, বরং জাপানের সংস্কৃতি ও ঐতিহ্যের এক প্রাণবন্ত প্রকাশ।

জাপানে জাপানিজ ল্যাংগুয়েজ প্রোগ্রাম শেষ করার পর IT সেক্টর এবং অটোমোবাইল সেক্টরের মধ্যে পার্থক্য", "মানুষ কোনটা বেশি বেছ...
02/07/2025

জাপানে জাপানিজ ল্যাংগুয়েজ প্রোগ্রাম শেষ করার পর IT সেক্টর এবং অটোমোবাইল সেক্টরের মধ্যে পার্থক্য", "মানুষ কোনটা বেশি বেছে নিচ্ছে", এবং "সেই সেক্টর বেছে নিলে কেমন ধরনের চাকরি পাওয়া যায়" — এই তিনটি বিষয়ে বিশ্লেষণ দেওয়া হলো।

🆚 IT সেক্টর বনাম অটোমোবাইল সেক্টর: পার্থক্য

বিষয় IT সেক্টর অটোমোবাইল সেক্টর
🔧 কাজের ধরন সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, সাপোর্ট ইঞ্জিনিয়ার, ডেটা অ্যানালাইসিস মেশিন অপারেটর, কার এসেম্বলি, টেকনিক্যাল মেইনটেনেন্স, প্রোডাকশন লাইন
💬 ভাষার চাহিদা মাঝারি–উচ্চ (বেশিরভাগ কোম্পানিতে ইংরেজি কিছুটা চলে, তবে জাপানি জানলে ভালো) সাধারণত জাপানি ভাষা আবশ্যক
🧠 স্কিলের চাহিদা প্রোগ্রামিং, টেকনিক্যাল নলেজ, আইটি সার্টিফিকেট হ্যান্ডস-অন টেকনিক, টুলস অপারেশন, কার মেকানিক্যাল জ্ঞান
💰 বেতন তুলনামূলকভাবে বেশি (スタートで25万〜30万/মাস) তুলনামূলকভাবে কম (スタートで20万〜23万/মাস)
📈 ক্যারিয়ার গ্রোথ আন্তর্জাতিক ক্যারিয়ার সম্ভাবনা বেশি সাধারণত জাপান কেন্দ্রীক, তবে স্থির চাকরি হতে পারে

📊 কোনটা বেশি জনপ্রিয়?

জাপানে জাপানিজ ল্যাংগুয়েজ স্কুল শেষ করা বিদেশি শিক্ষার্থীদের মধ্যে প্রায়:

65% লোক IT সেক্টর বেছে নেয়

35% লোক অটোমোবাইল সেক্টর বেছে নেয়

কারণ:
IT সেক্টরে বেশি বেতন, ফ্লেক্সিবল কাজের পরিবেশ, এবং ইংরেজিতে কাজের সুযোগ থাকে। অন্যদিকে, অটোমোবাইল সেক্টরে তুলনামূলক কম ভাষা ও শিক্ষাগত চাহিদা থাকলেও কাজ ফিজিক্যালি কষ্টকর হতে পারে।

জাপানে আমার গ্র্যাজুয়েশন শেষ করেছি তিন বছর হয়ে গেল। এই সময়ের মধ্যে কিছু দারুণ স্মৃতি তৈরি হয়েছে আন্তর্জাতিক বন্ধুদের সঙ্...
01/07/2025

জাপানে আমার গ্র্যাজুয়েশন শেষ করেছি তিন বছর হয়ে গেল। এই সময়ের মধ্যে কিছু দারুণ স্মৃতি তৈরি হয়েছে আন্তর্জাতিক বন্ধুদের সঙ্গে। আমরা একসাথে অনেক জায়গায় ঘুরেছি—সেগুলো কোনো স্কুল ট্যুর ছিল না, সব আমাদের নিজেদের পরিকল্পনায় করা ভ্রমণ ছিল।

আমরা একে অপরকে বিশ্বাস করতাম, এবং আজও সেই বিশ্বাস ঠিক একই রকম রয়ে গেছে। যখন আমি একা অনুভব করতাম, ওরা আমার পাশে ছিল। আমিও তাদের পাশে ছিলাম, যখন তারা কষ্টে পড়েছে। আজও হঠাৎ করে ওরা মেসেজ করে—কোনো কিছু না বলেই আমরা একসাথে বেরিয়ে পড়ি কোথাও।

ক্লাসমেটদের সঙ্গে এমন একটা বন্ধন তৈরি হয়েছিল, যা সত্যিই বিশেষ। আমরা সবাই নিজ নিজ দেশ ছেড়ে, পরিবার ও প্রিয়জনদের ছেড়ে জাপানে এসেছিলাম—একটা নতুন জীবনের খোঁজে।

এই যাত্রাটা শুধু পড়াশোনার ছিল না, ছিল একে অপরের প্রতি ভালোবাসা, সমর্থন আর বিশ্বাসের গল্প।

বন্ধুদের সঙ্গে এই সম্পর্কটা ধরে রাখো। ভ্রমণ করো, মনে প্রশান্তি রাখো। জীবনটা অনেক সুন্দর—স্মৃতিগুলোকে সযত্নে বাঁচিয়ে রাখো। Mani Esh Khdka, Dilip , Drinanka, maki,kaori thank you guys

28/06/2025

জাপানে আছি অথচ ঠিক ভাবে জাপানিজ ভাষা বলতে পারি না। 😒

25/06/2025

টোকিওর পাশে এক প্রাচীন শহর

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Travel with Arnob posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share