Dua E AL-Mulk

Dua E AL-Mulk Dua E AL-Mulk, デジタルクリエイター, Kita-kuの連絡先情報、マップ、方向、お問い合わせフォーム、営業時間、サービス、評価、写真、動画、お知らせ。

09/05/2025

*শিশুদের জন্য সকল বিপদ (বদনজর) থেকে আশ্রয় প্রার্থনার দোআ:*

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু ‘আনহুমা-এর জন্য এই বলে (আল্লাহ্‌র) আশ্রয় প্রার্থনা করতেন-

اُعِيْذُكُمَا بِكَلِمَاتِ اللّٰهِ التَّاۤمَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَّهَاۤمَّةٍ، وَمِنْ كُلِّ عَيْنٍ لَاۤمَّةٍ

*বাংলা অর্থ:*
আমি তোমাদের দু’জনকে আল্লাহ্‌র পরিপূর্ণ কালেমাসমূহের আশ্রয়ে নিচ্ছি যাবতীয় শয়তান ও বিষধর জন্তু থেকে এবং যাবতীয় ক্ষতিকর চক্ষু (বদনযর) থেকে।

*বাংলা উচ্চারণ:*
উ‘ইযুকুমা বিকালিমা-তিল্লা-হিত তা-ম্মাতি মিন কুল্লি শাইতানিওঁয়া হা-ম্মাহ্‌, ওয়ামিন কুল্লি আইনিল্লা-ম্মাহ্‌

*রেফারেন্স:*
বুখারী ৪/১১৯, নং ৩৩৭১; ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার হাদীস থেকে।

_*বিশেষ দ্রষ্টব্য : আরবি সূরা/আয়াত আরবিতে পড়া‌ আবশ্যক/উত্তম। কেউ বাংলা উচ্চারণে পড়তে ভুল পড়লে/ভুল পরিলক্ষিত হলে তা সর্বক্ষেত্রেই পরিত্যাজ্য এবং জাল হাদিস পরিলক্ষিত হলে তাহা বাতিল বাতিল বাতিল । পোস্টকারী কোন দায়বদ্ধ থাকবে না।🙏🙏🙏*_

*দোআ 😗 *সায়্যিদুল ইসতিগফার (ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ দোআ)*اَللّٰهُمَّ اَنْتَ رَبِّيْ لَآ اِلٰهَ اِلَّآ اَنْتَ، خَلَقْتَنِي...
02/05/2025

*দোআ 😗
*সায়্যিদুল ইসতিগফার (ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ দোআ)*

اَللّٰهُمَّ اَنْتَ رَبِّيْ لَآ اِلٰهَ اِلَّآ اَنْتَ، خَلَقْتَنِيْ وَاَنَا عَبْدُكَ

*বাংলা অর্থ 😗 হে আল্লাহ্‌! আপনি আমার রব্ব, আপনি ছাড়া আর কোনো হক্ব ইলাহ নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা।

*বাংলা উচ্চারণ 😗 আল্লা-হুম্মা আনতা রব্বী লা ইলা-হা ইল্লা আনতা খলাক্বতানী ওয়া আনা ‘আব্দুকা,

وَاَنَا عَلٰى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، اَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ

*বাংলা অর্থ 😗 আর আমি আমার সাধ্য মতো আপনার (তাওহীদের) অঙ্গীকার ও (জান্নাতের) প্রতিশ্রুতির উপর রয়েছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই।

*বাংলা উচ্চারণ 😗 ওয়া আনা ‘আলা ‘আহদিকা ওয়া ওয়া‘দিকা মাস্তাত্বা‘তু। আ‘উযু বিকা মিন শাররি মা সানা‘তু,

اَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَاَبُوْءُ بِذَنْبِيْ

*বাংলা অর্থ 😗 আপনি আমাকে আপনার যে নিয়ামত দিয়েছেন তা আমি স্বীকার করছি, আর আমি স্বীকার করছি আমার অপরাধ।

*বাংলা উচ্চারণ 😗 আবূউলাকা বিনি‘মাতিকা ‘আলাইয়্যা, ওয়া আবূউ বিযাম্বী।

فَاغْفِرْ لِيْ فَاِنَّهٗ لَا يَغْفِرُ الذُّنُوْبَ اِلَّآ اَنْتَ

*বাংলা অর্থ 😗 অতএব আপনি আমাকে মাফ করুন। নিশ্চয় আপনি ছাড়া আর কেউ গুনাহসমূহ মাফ করে না।

*বাংলা উচ্চারণ 😗 ফাগফির লী, ফাইন্নাহূ লা ইয়াগফিরুয যুনূবা ইল্লা আনতা
***************************

*যে ব্যক্তি সকালবেলা অথবা সন্ধ্যাবেলা এটি (‘সায়্যিদুল ইসতিগফার’) অর্থ বুঝে দৃঢ় বিশ্বাসসহকারে পড়বে, সে ঐ দিন রাতে বা দিনে মারা গেলে জান্নাতে যাবে।*

*রেফারেন্স 😗
বুখারী, ৭/১৫০, নং ৬৩০৬।

_*বিশেষ দ্রষ্টব্য : আরবি সূরা/আয়াত আরবিতে পড়া‌ আবশ্যক/উত্তম। কেউ বাংলা উচ্চারণে পড়তে ভুল পড়লে/ভুল পরিলক্ষিত হলে তা সর্বক্ষেত্রেই পরিত্যাজ্য এবং জাল হাদিস পরিলক্ষিত হলে তাহা বাতিল বাতিল বাতিল । পোস্টকারী কোন দায়বদ্ধ থাকবে না।🙏🙏🙏*_

*দো'আ 😗*শয়তানের কুমন্ত্রণা হতে মুক্তি পেতে দো‘আ 😗اَعُوْذُ بِاللّٰهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ *বাংলা অর্থ 😗বিতাড়িত শ...
23/04/2025

*দো'আ 😗
*শয়তানের কুমন্ত্রণা হতে মুক্তি পেতে দো‘আ 😗

اَعُوْذُ بِاللّٰهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ

*বাংলা অর্থ 😗
বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহ্‌র আশ্রয় নিচ্ছি।

*বাংলা উচ্চারণ 😗
আ‘ঊযু বিল্লা-হি মিনাশ শাইত্বানির রাজীম

*রেফারেন্স 😗
অতঃপর বাম দিকে তিনবার থুতু ফেলবে।

উসমান ইবনুল ‘আস রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! শয়তান আমার ও আমার নামাযের মাঝে অনুপ্রবেশ করে এবং কিরাআতে বিভ্রান্তি সৃষ্টি করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এটি বলার নির্দেশ দেন, তিনি এটি করার পর আল্লাহ তাঁকে তা থেকে মুক্ত করেন।

মুসলিম ৪/১৭২৯, ২২০৩

_*বিশেষ দ্রষ্টব্য : আরবি সূরা/আয়াত আরবিতে পড়া‌ আবশ্যক/উত্তম। কেউ বাংলা উচ্চারণে পড়তে ভুল পড়লে/ভুল পরিলক্ষিত হলে তা সর্বক্ষেত্রেই পরিত্যাজ্য এবং জাল হাদিস পরিলক্ষিত হলে তাহা বাতিল বাতিল বাতিল । পোস্টকারী কোন দায়বদ্ধ থাকবে না।🙏🙏🙏*_

住所

Kita-ku, Tokyo

ウェブサイト

アラート

Dua E AL-Mulkがニュースとプロモを投稿した時に最初に知って当社にメールを送信する最初の人になりましょう。あなたのメールアドレスはその他の目的には使用されず、いつでもサブスクリプションを解除することができます。

共有する