02/11/2025
হতাশ?
ভাবছেন দুআ করা ছেড়ে দিবেন??.
অভিমান হচ্ছে?
কান্না পাচ্ছে!!?
রবের প্রতি অভিযোগ করছেন দোয়া কবুল হবে না দেখে-ভাবছেন আপনি অসম্ভব কিছু চাচ্ছেন যা কবুল হচ্ছে না।
তবে_মনে রাখুন... আপনি ভুলে যাচ্ছেন আপনার রবের ক্ষমতা সম্পর্কে!!
যেই রব আদম (আঃ) মা বাবা ছাড়া বানালেন। যে আল্লাহ মুসা (আঃ) কে তার শত্রুর ঘরে বড় করলেন।
যে আল্লাহ মরিয়ম (আঃ) কে স্বামী ছাড়া সন্তান দিলেন।
যে আল্লাহ আর কত কত অসম্ভবকে সম্ভব করলেন। সেই আল্লহ আপনার দোয়া কবুল করতে পারেন না?
ভুলে যাবেন না আরশের মালিক আপনার রব।
তার কাছে অসম্ভব বলে কিছুই নেই। সঠিক সময়ে সব পেয়ে যাবেন, ইনশাআল্লহ। আপনার রব জানেন আপনার জন্য কখন কি মঙ্গলজনক...!!!
থেমে যাবেন না!!..
হতাশ হবেন না!!
দোয়া করতেই থাকুন..