দোয়া

দোয়া আসসালামু আলাইকুম,
নিয়মিত ইসলামিক পোস্ট পেতে পেজটি ফলো করে রাখুন।
ধন্যবাদ।

🌙 ইসলামে চন্দ্র গ্রহণ1. আল্লাহর নিদর্শন:সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ আল্লাহর মহাশক্তির নিদর্শন। এগুলোকে ইসলাম কোনো অশুভ বা ক...
07/09/2025

🌙 ইসলামে চন্দ্র গ্রহণ

1. আল্লাহর নিদর্শন:
সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ আল্লাহর মহাশক্তির নিদর্শন। এগুলোকে ইসলাম কোনো অশুভ বা কুসংস্কার হিসেবে মানে না।

2. রাসূল ﷺ এর শিক্ষা:
রাসূলুল্লাহ ﷺ বলেন:

> "সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শনসমূহের মধ্যে দুটি নিদর্শন। এগুলো কারো মৃত্যুর কারণে কিংবা জন্মের কারণে গ্রহণ করে না।"
(সহিহ বুখারি, সহিহ মুসলিম)

3. মুসলমানের করণীয়:

গ্রহণ হলে ভীত হয়ে দৌড়ঝাঁপ, কুসংস্কার করা নিষেধ।

বরং নামাজ, দোয়া ও ইস্তিগফার বেশি করতে বলা হয়েছে।

কুসূফ সালাত (চন্দ্র গ্রহণের নামাজ): গ্রহণের সময় বিশেষ নামাজ পড়া যায়।

এই নামাজ ২ রাকাত, প্রতিটি রাকাতে দুটি কিয়াম, দুটি রুকু এবং দুটি সিজদা থাকে।

জোরে কিরআত করা উত্তম।

বেশি বেশি দোয়া, তাওবা, সাদকা করার পরামর্শ দেওয়া হয়েছে।

4. কুসংস্কার বর্জন:
আগে অনেক জাতি চন্দ্র বা সূর্য গ্রহণকে মৃত্যুর সংকেত, দুর্ভাগ্য বা অশুভ ঘটনা মনে করত। ইসলাম এসব ধারণা বাতিল করেছে।
---
➡️ সংক্ষেপে: ইসলামে চন্দ্র গ্রহণ কোনো অশুভ ব্যাপার নয়। এটি আল্লাহর মহাশক্তির নিদর্শন। মুসলমানদের উচিত গ্রহণের সময় নামাজ, দোয়া, তাওবা ও সাদকা করা।

ঈদের নামাজে ছয়টি অতিরিক্ত তাকবির হয়।প্রথম রাকাতে তিনটি তাকবির।দ্বিতীয় রাকাতে তিনটি তাকবির।
06/06/2025

ঈদের নামাজে ছয়টি অতিরিক্ত তাকবির হয়।

প্রথম রাকাতে তিনটি তাকবির।

দ্বিতীয় রাকাতে তিনটি তাকবির।

ওইযে পিলারটা দেখছেন। আরাফার ময়দানে ঠিক সেখানে দাঁড়িয়ে আল্লাহর বন্ধু নবীজি (সা:) বিদায় হজ্জের ভাষণ দেন। ভাষণ শেষে বলেন সে...
06/06/2025

ওইযে পিলারটা দেখছেন। আরাফার ময়দানে ঠিক সেখানে দাঁড়িয়ে আল্লাহর বন্ধু নবীজি (সা:) বিদায় হজ্জের ভাষণ দেন। ভাষণ শেষে বলেন সেই শব্দ। সেই আয়াত; ‘আজ এই দিনে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম।’

এরপর আকাশের দিকে শাহাদাতের আঙুল তুলে বলেন, 'হে আল্লাহ তুমি সাক্ষি! হে আল্লাহ তুমি সাক্ষি! হে আল্লাহ তুমি সাক্ষি!’

এই দিনে আমাদের দ্বীন পূর্ণ হয়। দ্বীন ইসলাম পরিপূর্ণ। আমরা উম্মতে মোহাম্মদী পরিপূর্ণ দ্বীন পালন করি। আমরা এই দ্বীনকে নিয়ে যাবো জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। এই ধারা বয়ে যাবে কিয়ামত পর্যন্ত।
দ্বীন ইসলামের জন্য আমাদের জীবন উৎসর্গ। আমরাও বলব, হে আল্লাহ তুমি সাক্ষী, দ্বীন ইসলামের জন্য আমাদের জীবন উৎসর্গ।

21/05/2025

চেহারা এর চেয়ে মনের যত্নে গুরুত্ব দিন বেশি! কারণ দিনশেষে ভালো মনের মানুষের চাহিদাই বেশি।

21/05/2025

যারা প্রকাশ্যে কান্না করে তাদের কষ্ট তো সবাই দেখে। কিন্তু যারা প্রকাশ্যে হাসি দিয়ে বেড়ায় তাদের কষ্ট তো আমার রব দেখেন!

21/05/2025

দুনিয়ায় আপনি মানুষের ভালোবাসা পাওয়ার জন্য আসেননি এটা যখন উপলব্ধি করবেন দুনিয়ার মানুষের প্রতি আশা, এটাচম্যান্ট কমে যাবে।

21/05/2025

মনের অনুভূতি গুলো তিনিই জানুক যিনি এই মন সৃষ্টি করেছেন।

21/05/2025

দু`আ আপনার যোগ্যতা দেখে নয় আল্লাহর বড়ত্ব দেখে করুন, তিনি আপনাকে দিবেন এই বিশ্বাস নিয়েই দু`আ করুন।

21/05/2025

আমি মানুষের জন্য নিজের মধ্যে পরিবর্তন ঘটিয়ে দেখেছি বিনিময়ে কিছুই পাইনি। আমি রবের জন্য নিজেকে পরিবর্তন করে দেখেছি আমি সব কিছু পেয়েছি।

20/05/2025

আল্লাহর চেয়ে কাউকে বেশি ভালোবাসা যাবে না, এটা আপনি তখন অনুভব করবেন যখন আপনি আপনার কাছের মানুষ দ্বারা প্রচন্ড আঘাত পাবেন। আল্লাহ-কে ভালোবাসুন, আল্লাহ`র ভালোবাসা অর্জন করুন। এই ভালোবাসাই আপনার প্রয়োজন।

19/05/2025

ম্যাচুয়েরিটি আসে পরিপূর্ণভাবে দ্বীন পালন করে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করার মাধ্যমে।

18/05/2025

আল্লাহর উপর ভরসা করে চলা ব্যক্তিকে আল্লাহ কখনো একলা ছেড়ে দেন না!

住所

Nara-shi, Nara

ウェブサイト

アラート

দোয়াがニュースとプロモを投稿した時に最初に知って当社にメールを送信する最初の人になりましょう。あなたのメールアドレスはその他の目的には使用されず、いつでもサブスクリプションを解除することができます。

事業に問い合わせをする

দোয়াにメッセージを送信:

共有する