দোয়া

দোয়া আসসালামু আলাইকুম,
নিয়মিত ইসলামিক পোস্ট পেতে পেজটি ফলো করে রাখুন।
ধন্যবাদ।

ঈদের নামাজে ছয়টি অতিরিক্ত তাকবির হয়।প্রথম রাকাতে তিনটি তাকবির।দ্বিতীয় রাকাতে তিনটি তাকবির।
06/06/2025

ঈদের নামাজে ছয়টি অতিরিক্ত তাকবির হয়।

প্রথম রাকাতে তিনটি তাকবির।

দ্বিতীয় রাকাতে তিনটি তাকবির।

ওইযে পিলারটা দেখছেন। আরাফার ময়দানে ঠিক সেখানে দাঁড়িয়ে আল্লাহর বন্ধু নবীজি (সা:) বিদায় হজ্জের ভাষণ দেন। ভাষণ শেষে বলেন সে...
06/06/2025

ওইযে পিলারটা দেখছেন। আরাফার ময়দানে ঠিক সেখানে দাঁড়িয়ে আল্লাহর বন্ধু নবীজি (সা:) বিদায় হজ্জের ভাষণ দেন। ভাষণ শেষে বলেন সেই শব্দ। সেই আয়াত; ‘আজ এই দিনে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম।’

এরপর আকাশের দিকে শাহাদাতের আঙুল তুলে বলেন, 'হে আল্লাহ তুমি সাক্ষি! হে আল্লাহ তুমি সাক্ষি! হে আল্লাহ তুমি সাক্ষি!’

এই দিনে আমাদের দ্বীন পূর্ণ হয়। দ্বীন ইসলাম পরিপূর্ণ। আমরা উম্মতে মোহাম্মদী পরিপূর্ণ দ্বীন পালন করি। আমরা এই দ্বীনকে নিয়ে যাবো জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। এই ধারা বয়ে যাবে কিয়ামত পর্যন্ত।
দ্বীন ইসলামের জন্য আমাদের জীবন উৎসর্গ। আমরাও বলব, হে আল্লাহ তুমি সাক্ষী, দ্বীন ইসলামের জন্য আমাদের জীবন উৎসর্গ।

21/05/2025

চেহারা এর চেয়ে মনের যত্নে গুরুত্ব দিন বেশি! কারণ দিনশেষে ভালো মনের মানুষের চাহিদাই বেশি।

21/05/2025

যারা প্রকাশ্যে কান্না করে তাদের কষ্ট তো সবাই দেখে। কিন্তু যারা প্রকাশ্যে হাসি দিয়ে বেড়ায় তাদের কষ্ট তো আমার রব দেখেন!

21/05/2025

দুনিয়ায় আপনি মানুষের ভালোবাসা পাওয়ার জন্য আসেননি এটা যখন উপলব্ধি করবেন দুনিয়ার মানুষের প্রতি আশা, এটাচম্যান্ট কমে যাবে।

21/05/2025

মনের অনুভূতি গুলো তিনিই জানুক যিনি এই মন সৃষ্টি করেছেন।

21/05/2025

দু`আ আপনার যোগ্যতা দেখে নয় আল্লাহর বড়ত্ব দেখে করুন, তিনি আপনাকে দিবেন এই বিশ্বাস নিয়েই দু`আ করুন।

21/05/2025

আমি মানুষের জন্য নিজের মধ্যে পরিবর্তন ঘটিয়ে দেখেছি বিনিময়ে কিছুই পাইনি। আমি রবের জন্য নিজেকে পরিবর্তন করে দেখেছি আমি সব কিছু পেয়েছি।

20/05/2025

আল্লাহর চেয়ে কাউকে বেশি ভালোবাসা যাবে না, এটা আপনি তখন অনুভব করবেন যখন আপনি আপনার কাছের মানুষ দ্বারা প্রচন্ড আঘাত পাবেন। আল্লাহ-কে ভালোবাসুন, আল্লাহ`র ভালোবাসা অর্জন করুন। এই ভালোবাসাই আপনার প্রয়োজন।

19/05/2025

ম্যাচুয়েরিটি আসে পরিপূর্ণভাবে দ্বীন পালন করে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করার মাধ্যমে।

18/05/2025

আল্লাহর উপর ভরসা করে চলা ব্যক্তিকে আল্লাহ কখনো একলা ছেড়ে দেন না!

1️⃣ম পর্ব: শত্রুর আগমননিউইয়র্ক শহরের এক উঁচু বিল্ডিংয়ের কাঁচঘেরা অফিসে বসে আছেন ড্যানিয়েল ব্রুকস – আমেরিকার খ্যাতনামা এক...
17/05/2025

1️⃣ম পর্ব: শত্রুর আগমন

নিউইয়র্ক শহরের এক উঁচু বিল্ডিংয়ের কাঁচঘেরা অফিসে বসে আছেন ড্যানিয়েল ব্রুকস – আমেরিকার খ্যাতনামা এক ধর্মতত্ত্ববিদ ও ইসলামবিদ্বেষী চিন্তাবিদ। বহু বছর ধরে তিনি “ইসলাম একটি সহিংস ধর্ম” – এই প্রচারণা চালিয়ে যাচ্ছেন। টিভি ডিবেট, লেখালেখি, বক্তৃতা – সব জায়গাতেই তিনি ইসলামের বিরুদ্ধে আগুন ঝরানো ভাষায় কথা বলেন।
কিন্তু এবার ড্যানিয়েল তার জীবনের সবচেয়ে বড় মিশনে নামছে।

➡️মিশন:ইসলাম ধ্বংসের চাবিকাঠি খুঁজে বের করা – সরাসরি মুসলিমদের ভেতর ঢুকে।”
তিন মাসের জন্য তিনি যাচ্ছেন মধ্যপ্রাচ্যের একটি মুসলিম দেশে – “আল-কুদস বিশ্ববিদ্যালয়ে গবেষণা করতে।” অথচ বাস্তবত তাঁর গোপন উদ্দেশ্য হলো কুরআনের ভুল ধরা, হাদীসের ত্রুটি বের করা, এবং মুসলিম সমাজের ভেতরের দুর্বলতাগুলো আন্তর্জাতিক মিডিয়ায় ফাঁস করে দেওয়া।
“তাদের ধর্মের শেকড় কাঁটা শুরু হবে এবার।” — এমন আত্মবিশ্বাস নিয়ে তিনি প্লেনের জানালার দিকে তাকিয়ে ছিলেন।

➡️মুসলিম দেশে প্রথম পদার্পণ:
দেশটির নাম আমরা বলবো না, কল্পিত মুসলিম রাষ্ট্র। ড্যানিয়েল প্রথম দিনেই হোস্টেল পৌঁছার পরে কিছু অদ্ভুত বিষয় খেয়াল করলেন। তিনি ভেবেছিলেন, চারদিকে থাকবে অশিক্ষিত, অসভ্য, একচোখা মৌলবাদী মানুষ। কিন্তু তার ধারণার সম্পূর্ণ বিপরীত চিত্র দেখতে পেলেন।
হোস্টেল ম্যানেজার – একজন বৃদ্ধ মুসলিম – তাকে সম্মানের সঙ্গে অভ্যর্থনা জানালেন। রুমে নিয়ে গিয়ে বললেন:
“আপনার ধর্ম যেটাই হোক, আপনি আমাদের মেহমান। ইসলাম বলে, ‘মেহমানের খেদমত করা ঈমানের অংশ।’”
ড্যানিয়েল প্রথম ধাক্কা খেলেন। “এরা তো আমাকে শত্রু মনে করছে না!” তিনি ভাবলেন, “এটা হয়তো শুধু অভিনয়। আমি দেখবো, কতদূর যায়।”

➡️কুরআনের প্রতি প্রথম স্পর্শ:
বিশ্ববিদ্যালয়ে গিয়ে তিনি ইসলামী স্টাডিজ বিভাগের কিছু শিক্ষকের সঙ্গে পরিচিত হলেন। সবাই তার প্রতি খুব ভদ্রতা দেখাচ্ছিল, অথচ তারা জানত যে ড্যানিয়েল একজন ইসলাম বিদ্বেষী লেখক।
একজন অধ্যাপক – শেখ সালেহ – তাকে বললেন:
“তুমি কুরআন নিয়ে গবেষণা করতে এসেছো, ঠিক আছে। কুরআনের সমালোচনার আগে কুরআনটা অন্তত আরবিতে না হোক, ইংরেজিতে একবার মনোযোগ দিয়ে পড়ো। তারপর তোমার মতামত দিও।”
ড্যানিয়েল হেসে বললেন, “আমি অনেক পড়েছি। তবে ঠিক আছে, আবার পড়বো। যেন কোনো যুক্তি মিস না হয়।”
তাকে দেওয়া হলো একটি ইংরেজি অনুবাদ। রাতে তিনি রুমে বসে প্রথমবারের মতো কুরআনের আয়াতগুলো মন দিয়ে পড়তে শুরু করলেন।
“Indeed, in the creation of the heavens and the earth, and the alternation of the night and the day, are signs for people of reason...” (Surah Al-Imran: 190)
ড্যানিয়েল থমকে গেলেন। “এটা তো অনেক গভীর! বিজ্ঞান ও আধ্যাত্মিকতার এক অদ্ভুত মিশ্রণ!”
তার চোখে প্রথমবারের মতো ইসলাম এক রহস্যময় ধর্ম হিসেবে ধরা দিলো।

➡️ভাঙতে চাওয়া বিশ্বাস, নিজেকেই ভাঙতে শুরু করলো:
প্রতিদিন ক্লাসের পর ড্যানিয়েল ছাত্রদের সঙ্গে কথা বলতেন, তাদের ধর্মীয় জীবনযাত্রা, নামাজ, রোজা, দান — এসব পর্যবেক্ষণ করতেন। কিন্তু কোনো ‘সহিংসতা’ বা ‘বিদ্বেষ’ খুঁজে পাননি।
এক সন্ধ্যায়, বিশ্ববিদ্যালয়ের পাশে থাকা মসজিদের ভিতরে ড্যানিয়েল গোপনে প্রবেশ করেন – একটা মোবাইল রেকর্ডার লুকিয়ে। উদ্দেশ্য ছিল, ইমামের কথা রেকর্ড করে 'জিহাদ' বা 'বিদ্বেষ' সম্পর্কিত কিছু তুলে ধরা।
কিন্তু ইমাম যা বললেন, তা ছিল—
“যে ব্যক্তি মানুষকে ভালোবাসে না, সে আল্লাহকে ভালোবাসে না। ইসলাম শান্তির নাম। মানুষকে রক্ষা করাই প্রকৃত জিহাদ।”
ড্যানিয়েল যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না।

➡️পর্বের শেষ
এক রাতে ড্যানিয়েল একটি স্বপ্ন দেখেন। তিনি হেঁটে যাচ্ছেন অন্ধকার মরুভূমিতে। হঠাৎ এক আলো এসে তার চোখে পড়ে। সেই আলোতে লেখা — "لا إله إلا الله محمد رسول الله" (লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ)
তিনি চিৎকার করে উঠলেন — “না! এটা হতে পারে না! এটা তো আমি বিশ্বাস করি না!” কিন্তু আলো বাড়তেই থাকে... তাঁর হৃদয় যেন কাঁপতে শুরু করে।
ঘুম ভাঙতেই তিনি ঘেমে একাকার।
সে বুঝতে পারে— তার ভেতরে কিছু একটার শুরু হয়ে গেছে।

গল্পটি ভালো লাগলে লাইক করুন👍
✅পরের পার্ট চান কিনা কমেন্টে জানান।👇
এবং পেজটিকে ফলো দিয়ে রাখুন।

住所

Nara-shi, Nara

ウェブサイト

アラート

দোয়াがニュースとプロモを投稿した時に最初に知って当社にメールを送信する最初の人になりましょう。あなたのメールアドレスはその他の目的には使用されず、いつでもサブスクリプションを解除することができます。

事業に問い合わせをする

দোয়াにメッセージを送信:

共有する