04/10/2025
নীরব ঘর, মনের ভেতর তেলাওয়াতের সুর
সেই জায়গায় পাই আমি শাস্তির নূর 🌙 📖
কোরআন তেলাওয়াত করার জায়গাটা শুধু আমার কাছে একটা স্থান নয় বরং প্রশান্তির আশ্রয়। যেখানে বসলে মনটা অদ্ভুত এক শান্তিতে ভরে যায়।
পৃথিবীর সব শব্দ থেমে যায়, শুধু আল্লাহর বানী হৃদয়ে প্রতিধ্বনিত হয়♥️