Zarisha's mamma

Zarisha's mamma Assalamu alaikum. Welcome to my page.
(25)

🎉 Facebook recognized me as a consistent reels creator this week!
14/06/2025

🎉 Facebook recognized me as a consistent reels creator this week!

28/05/2025

Tokyo Skytree ゚viralシfypシ゚viralシalシ

নদীর পাড় সাথে চটচটি👌
26/05/2025

নদীর পাড় সাথে চটচটি👌

25/05/2025

Wall decoration 🍁♥️ ওয়ালবোর্ড, বাবুইপাখির বাসা, মানিপ্লান্ট, কিউট "হোম সুইস হোম" ওয়াল হ্যাঙ্গিং from Shop on budget

15/05/2025

খুলনা ৭নং ঘাট ゚viralシfypシ゚viralシalシ

🌷শিক্ষণীয় পোস্ট🌷 ✍️ বাচ্চাদের কখনো আকাশের দিকে শূন্যে ছুড়বেন না ✍️🍁 রাজিব ও ময়না দম্পতির সংসারে প্রথম সন্তান আসল। মেয়ে...
16/04/2025

🌷শিক্ষণীয় পোস্ট🌷

✍️ বাচ্চাদের কখনো আকাশের দিকে শূন্যে ছুড়বেন না ✍️

🍁 রাজিব ও ময়না দম্পতির সংসারে প্রথম সন্তান আসল। মেয়ের নাম রাখা হল "ইরা"। অনেক ফুটফুটে মেয়ে।দেখতে অনেক মায়াবী।
গালে নরম মাংস।যে কেউ দেখলেই আদর করতে চাইবে,গালের মাংস ধরে টানাটানি করবে।
প্রথম সন্তান,যত্নের কোন ঘাটতি রইল না।সুস্থ্য স্বাভাবিকভাবেই বড় হতে লাগল সে।
🍁একদিন.........
মেয়ের বয়স পাঁচ মাস।শীতকাল তখন।উঠোনে মেয়েকে নিয়ে রোদ পোহাচ্ছে ময়না। সকালের রোদ বাচ্চার জন্য খুব উপকারী। বাচ্চাকে রোদে শুইয়ে রাখল। হঠাৎই সেখানে আসল পাশের ঘরের রবিন। ইরার চাচা হয় রবিন।এসেই ইরাকে কোলে নিল।আদর করতে লাগল। হাসানোর চেষ্টা করল।কিছুক্ষণ পর সে ইরাকে আকাশের দিকে ছেড়ে দিয়ে আবার বল ক্যাচ ধরার মত করে ধরছে।
এতে যেন ইরা আরও খুশি হচ্ছে। ময়নাও দেখে হাসছে। মেয়ে হাসলে যেকোন মায়েরই ভালো লাগে।
ময়নারও ভালো লাগছে।
আর রবিন কেন!সবাই ই তো এভাবে খেলা করে বাচ্চাকে নিয়ে।
রবিন আবার ইরাকে আকাশের দিকে ছেড়ে দিল। ঠিকঠাক মত ক্যাচও ধরল।
🍁কিন্তু #একি_হল ??
ইরা হাসছে না। চোখ বন্ধ করে আছে। রবিন ভয় পেয়ে গেল।
ময়নাকে ডাক দিল।
ময়না দৌড়ে এসে ইরাবতীকে কোলে নিল ইরাকে।নানান নামে ডাকতে শুরু করল।হাত দিয়ে চোখ খুলার চেষ্টা করল।
কিন্তু না!ইরা চোখ খুলছে না।
চিৎকার করে কেঁদে উঠল ময়না।
বাড়ির সব মানুষ এসে ভীড় করল।
সবাই সাধ্যমতো চেষ্টা করল ইরাকে জাগানোর। কেউ ই পারল না।
উঠোনে শুয়ে গড়াগড়ি খেতে লাগল ময়না।
🍁তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হল ইরাকে। ইমার্জেন্সিতে নেওয়ার পর ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলে দিলেন ইরা মারা গেছে।
আর হাসবে না সে।
চিরদিনের জন্য তার হাসি বন্ধ হয়ে গেছে। অজ্ঞান হয়ে যায় ময়না।
একমাত্র মেয়েকে হারানোর ব্যাথা
সে নিতে পারছে না।
ঘরের পিছনে কবর দেওয়া হয় ইরাকে।
মাঝে মাঝেই রাতে পাগলের মত আচরণ করে ময়না। মেয়ের কবরের কাছে দৌড়ে চলে যায়। বিড়বিড় করে কথা বলে! ইরাকে ভুলতে পারছে না।
খাওয়া দাওয়া করছে না।
শুকিয়ে যাচ্ছে।অগত্যা ময়নাকে নিয়ে শহরে পাড়ি জমায় রাজিব।

🌷ঘটনার ব্যাখ্যাঃ-
বাচ্চাদের আকাশে তুলে আবার কোলে নিয়ে আমরা অনেক আনন্দ পাই।বাচ্চারাও পায়।
কিন্তু বাচ্চাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ম্যাচিউর হতে অনেকদিন সময় লাগে।
খুব সহজেই সেগুলো #আঘাতপ্রাপ্ত হতে পারে। ইরাকে যখন বারবার উপরে তোলা হচ্ছিল তখন #গ্রাভিটির_এগেইনস্টে তাকে বারবার উপরে তোলায় তার #ব্রেইনের সাথে মাথার খুলির #হাড়ের বারবার ধাক্কা লাগছিল।
যেহেতু তার ব্রেইন টাও #নরম আর মাথার হাড়টাও নরম তাই হাড়ের সাথে বারবার ধাক্কা লেগে তার ব্রেইনের #ধমনী ছিড়ে যায়।
ধমনী শিরাতে রক্ত চলাচল করে।
ব্রেইনের ধমনী ছিড়ে #রক্তক্ষরণ শুরু হয় মাথার ভিতরে।
রক্তে থাকে #গ্লুকোজ।
গ্লুকোজ না পেলে ব্রেইন ৪-৫ মিনিটের ভিতর #মারা যায়।সাথে #জীবন্ত মানুষটাও।রক্ত সব ধমনী দিয়ে বের হয়ে #আল্টিমেটলি
ব্রেইন #ডেথ হয় ছোট্ট ইরার।

🌷তাই এসব ব্যাপারে #সঠিকভাবে জানতে হবে,সতর্ক হতে হবে, সামান্য একটি ভুলের কারণে আমরা আমাদের প্রিয়জনকে হারাতে পারি!!

18/02/2025

A jealous family member is more dangerous than a hateful enemy
😐😐

দু'চোখ দিয়ে দেখেছি, কান দিয়ে শুনেছি, মাথা দিয়ে বুঝতে চেষ্টা করেছি, মুখ বন্ধ রেখেছি, মনে মনে প্রতিঙ্গা করেছি, আল্লাহর ওপর...
09/02/2025

দু'চোখ দিয়ে দেখেছি, কান দিয়ে শুনেছি, মাথা দিয়ে বুঝতে চেষ্টা করেছি, মুখ বন্ধ রেখেছি, মনে মনে প্রতিঙ্গা করেছি, আল্লাহর ওপর ভরসা রেখেছি এবং দু'হাত ও পা দিয়ে পরিশ্রম করে গিয়েছি।

আলহামদুলিল্লাহ, আল্লাহ কখনোই নিরাশ করেননি।

স্কুল, কলেজ, ভার্সিটি সবকিছুর বিদ্যাই অর্জন করেছি। যেটা জীবনকে সামনের পথে এগিয়ে যেতে পাশে ছিলো। আর জীবন থেকে যে শিক্ষা অর্জন করেছি তা জীবনকে বদলাতে সাহায্য করেছে।

জীবনে আসলে সবধরনের শিক্ষারই গুরুত্ব রয়েছে।
゚ ゚

07/02/2025

Yammy egg noodles. ゚ ゚

পরোটা-মুরগির মাংস 😋     ゚    ゚
23/01/2025

পরোটা-মুরগির মাংস 😋
゚ ゚

মতিচুর লাড্ডু 🥰     ゚          ゚
19/01/2025

মতিচুর লাড্ডু 🥰
゚ ゚

শীত মানেই তো বাঙালিদের কাছে মজার মজার সবজি আর পিঠা। শীতকালীন সব সবজির মধ্যে বাধাকপির পাকোড়া টা আমার কাছে বেস্ট লাগে😋বানা...
17/01/2025

শীত মানেই তো বাঙালিদের কাছে মজার মজার সবজি আর পিঠা। শীতকালীন সব সবজির মধ্যে বাধাকপির পাকোড়া টা আমার কাছে বেস্ট লাগে😋
বানানোটাও যেমন ইজি খেতেও তেমন মুচমুচে স্বাদের😋
আমার কাছে মনে হয় মটরশুঁটি, ধনিয়া পাতা আর মিহিকুচি কাচামরিচ পাকোড়ার টেস্ট যেনো আরো একটু বাড়িয়েই দেয়।😋

住所

Okayama
Okayama-shi, Okayama

ウェブサイト

アラート

Zarisha's mammaがニュースとプロモを投稿した時に最初に知って当社にメールを送信する最初の人になりましょう。あなたのメールアドレスはその他の目的には使用されず、いつでもサブスクリプションを解除することができます。

共有する

カテゴリー

メディア会社付近