28/03/2025
এতোদিন জানতাম, ইউনূস আসলে ইউরোপ-আমেরিকার লোক।
ঐ হিসেবে তো চীন-রাশিয়ার সাথে তার সম্পর্ক খারাপ থাকার কথা।
অথচ আজ জানলাম—প্রফেসর সাহেব শুধু চীনের ঘনিষ্ঠই নন,
উনি হাইনান প্রদেশের উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন!
মানে, চিন্তা করেন—এই দেশে কেউ যদি সামান্য একটা সভাপতি হয়,
তাহলেও তার হম্বিতম্বিতে টিকেই থাকা যায় না।
আর এই মানুষটি চীন সরকারের উপদেষ্টা ছিলেন,
সে খবরও আমরা জানি না।
তাও জানলাম শফিক ভাইয়ের কথায়।
উনি (ড. ইউনূস) নিজে কখনো এসব প্রচার করেননি।
আমার এক প্রফেসর বলেছিলেন,
উনি জাপানে পিএইচডি করার সময় ইউনূস একবার জাপান ভিজিট করেন।
জাপানিরা সাধারণত ছুটি দিতে চায় না,
কিন্তু সেইদিন তারা ইচ্ছা করেই ছুটি দিয়ে বলেছিলো—
"এতো বড় একজন মানুষ আসছে, অবশ্যই তোমার দেখা উচিত।"
দিনশেষে বিএনপির ফজলুর কথাটাই ঠিক—
ড. ইউনূসকে আমরা যত বড় ভাবি, উনি ততটা বড় মানুষ নন।
উনি আসলে আমাদের ভাবনার চেয়েও বড় মানুষ।
এবং এই ‘জেম’টাকে আমেরিকা, ইউরোপ, চীন, রাশিয়া,
এমনকি আফ্রিকাও কাজে লাগিয়েছে।
আর আমরা? পোড়া কপাল জাতি—
আমরাই পারলাম না এই মানুষটাকে নিজেদের কাজে লাগাতে।
@ ব্যারিস্টার আব্দুর রহমান