TURJO হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ❤️

এতোদিন জানতাম, ইউনূস আসলে ইউরোপ-আমেরিকার লোক।ঐ হিসেবে তো চীন-রাশিয়ার সাথে তার সম্পর্ক খারাপ থাকার কথা।অথচ আজ জানলাম—প্রফ...
28/03/2025

এতোদিন জানতাম, ইউনূস আসলে ইউরোপ-আমেরিকার লোক।
ঐ হিসেবে তো চীন-রাশিয়ার সাথে তার সম্পর্ক খারাপ থাকার কথা।
অথচ আজ জানলাম—প্রফেসর সাহেব শুধু চীনের ঘনিষ্ঠই নন,
উনি হাইনান প্রদেশের উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন!
মানে, চিন্তা করেন—এই দেশে কেউ যদি সামান্য একটা সভাপতি হয়,
তাহলেও তার হম্বিতম্বিতে টিকেই থাকা যায় না।
আর এই মানুষটি চীন সরকারের উপদেষ্টা ছিলেন,
সে খবরও আমরা জানি না।

তাও জানলাম শফিক ভাইয়ের কথায়।
উনি (ড. ইউনূস) নিজে কখনো এসব প্রচার করেননি।

আমার এক প্রফেসর বলেছিলেন,
উনি জাপানে পিএইচডি করার সময় ইউনূস একবার জাপান ভিজিট করেন।
জাপানিরা সাধারণত ছুটি দিতে চায় না,
কিন্তু সেইদিন তারা ইচ্ছা করেই ছুটি দিয়ে বলেছিলো—
"এতো বড় একজন মানুষ আসছে, অবশ্যই তোমার দেখা উচিত।"

দিনশেষে বিএনপির ফজলুর কথাটাই ঠিক—
ড. ইউনূসকে আমরা যত বড় ভাবি, উনি ততটা বড় মানুষ নন।
উনি আসলে আমাদের ভাবনার চেয়েও বড় মানুষ।

এবং এই ‘জেম’টাকে আমেরিকা, ইউরোপ, চীন, রাশিয়া,
এমনকি আফ্রিকাও কাজে লাগিয়েছে।
আর আমরা? পোড়া কপাল জাতি—
আমরাই পারলাম না এই মানুষটাকে নিজেদের কাজে লাগাতে।
@ ব্যারিস্টার আব্দুর রহমান

24/03/2025

🥰

তাদের ধ্বংস দেখার সুযোগ করে দিন আল্লাহ 🤲
19/03/2025

তাদের ধ্বংস দেখার সুযোগ করে দিন আল্লাহ 🤲

14/03/2025

That day everyone in the world will love you!🖤

17/02/2025

আমার সরলতা 🙂🤪

19/02/2024

Osaka Castle

28/04/2023

ফেসবুকে লেখালেখি করেও কি আজকাল দুঃখ কষ্ট দূর হয় নাকি🤔🤔🤔

27/04/2023

সুখ হচ্ছে মনের ব্যাপার ,মনকে বোঝাতে পারলেই সব পরিস্থিতিতে সুখে থাকা যায়!!🥰❤️

27/04/2023

I Just Hate This People....
যারা হাসতে হাসতে মানুষকে লজ্জা দিয়ে কথা বলে আঘাত করে।

住所

Osaka, Osaka

電話番号

+8801872743374

ウェブサイト

アラート

TURJOがニュースとプロモを投稿した時に最初に知って当社にメールを送信する最初の人になりましょう。あなたのメールアドレスはその他の目的には使用されず、いつでもサブスクリプションを解除することができます。

共有する