26/11/2025
আজ অফিসে পেলাম দারুণ একটা お世話になりました (ওসেবো) গিফট 😊🍪
জাপানে কাউকে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য এমন ছোট উপহার দেওয়া খুবই সাধারণ।
দেখে মনে হলো—বাংলাদেশের সংস্কৃতির সাথেও এর মিল আছে, আবার কিছু পার্থক্যও আছে।
🔸বাংলাদেশে যেমন—
ঈদে, অতিথি এলে, বা কারও সাহায্যের জন্য মিষ্টি/উপহার দেওয়া।ছোটখাটো জিনিস দিয়ে সম্পর্ককে সুন্দর রাখা।কৃতজ্ঞতা বা ভালোবাসা দেখানো হয় উপহারের মাধ্যমেই
জাপানেও একইভাবে
মিষ্টি দিয়ে সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ।কাজের সম্পর্ককে সুন্দর রাখার জন্য উপহার দেওয়া
মানে, দুই দেশের মানুষই উপহারের মাধ্যমে ভালোবাসা ও সম্মান প্রকাশ করে — এটা একেবারে মিল।
🔹 কিন্তু পার্থক্যও আছে:
জাপানে—
• খুব নিয়ম মেনে, সময় দেখে, প্যাকেজিং সুন্দর করে দেওয়া হয়
• অনেক সময় কাজের নিয়মের অংশ হিসেবেও দেখা হয়
বাংলাদেশে—
• উপহার দেওয়া বেশি স্বতঃস্ফূর্ত
• নিয়ম-নীতি কম, বেশি থাকে হৃদয়ের যোগাযোগ
• পরিস্থিতি অনুযায়ী হঠাৎই মিষ্টি বা কিছু নিয়ে যাওয়া হয়
দুই দেশের সংস্কৃতি আলাদা হলেও…
কৃতজ্ঞতা প্রকাশের অনুভূতি কিন্তু একই ❤️
এটাই সবচেয়ে সুন্দর দিক।