Saume Flies

Saume Flies Hi I am Saume currently living in Osaka, Japan. My dream is to visit as many countries as I can.
(2)

Saume wants to fly like a bird and share her experience of many cultures, people, and landscapes with you through her Journey.

Japan is so beautiful during Cherry blossom  🇯🇵❤️
20/08/2025

Japan is so beautiful during Cherry blossom 🇯🇵❤️




Foods I missed when I was in Japan away from home.. 🇧🇩❤️
18/08/2025

Foods I missed when I was in Japan away from home.. 🇧🇩❤️





অবশেষে, আমার স্বপ্ন ও বাড়ি ফিরলো ✈️🇧🇩Hello Bangladesh... ❤️
15/08/2025

অবশেষে, আমার স্বপ্ন ও বাড়ি ফিরলো ✈️🇧🇩
Hello Bangladesh... ❤️




বাংলাদেশ বনাম জাপান 🌸🪨বাংলাদেশে সিলেটের সাদা পাথর,  আমাদের প্রাকৃতিক সম্পদ, দেশের গর্ব। অথচ মানুষ নদী থেকে ইচ্ছে মতো পাথ...
13/08/2025

বাংলাদেশ বনাম জাপান 🌸🪨

বাংলাদেশে সিলেটের সাদা পাথর, আমাদের প্রাকৃতিক সম্পদ, দেশের গর্ব। অথচ মানুষ নদী থেকে ইচ্ছে মতো পাথর তুলে নিয়ে যায়, নষ্ট করে ফেলে। আইন আছে, কিন্তু প্রয়োগ? খুব কম… পুলিশও অনেক সময় চোখ বন্ধ করে থাকে।

অন্যদিকে জাপানে চেরি ব্লসম, শুধু একটা গাছ নয়, তাদের সংস্কৃতি ও জাতীয় প্রতীকের অংশ। কেউ যদি গাছের ডাল ভাঙে বা ফুল ছেঁড়ে, সঙ্গে সঙ্গে পার্কের গার্ড এসে থামিয়ে দেয়, জরিমানা দিতে হয়, আর প্রয়োজনে পুলিশ ধরে নিয়ে যায়। স্থানীয় আইন অনুযায়ী কয়েক হাজার থেকে কয়েক লক্ষ ইয়েন পর্যন্ত জরিমানা হতে পারে, এমনকি জেলও!
আমরা কি জাপানিজদে'র থেকে কিছুটা সভ্য বিহেভিয়ার শিখতে পারি না??



এটা হচ্ছে চীনা ২০ ইউয়ান, আর এর দাম এখন প্রায় ৪০৯–৪১৫ ইয়েন। ভাবুন তো, চীন আর জাপান পাশাপাশি দেশ হয়েও ইয়েন এখন বেশ দু...
09/08/2025

এটা হচ্ছে চীনা ২০ ইউয়ান, আর এর দাম এখন প্রায় ৪০৯–৪১৫ ইয়েন। ভাবুন তো, চীন আর জাপান পাশাপাশি দেশ হয়েও ইয়েন এখন বেশ দুর্বল ইউয়ানের সামনে! 😅 অর্থনীতি, সুদের হার, বাণিজ্য—সব মিলে এই রেটের খেলাটা হয়। তাই ভ্রমণ বা শপিংয়ের আগে একবার রেট চেক করে নিলেই ভালো। ✈💱




আজ ৬ই আগস্ট – হিরোশিমা দিবস।১৯৪৫ সালের আজকের এই দিনে মানবসভ্যতার ইতিহাসে প্রথমবারের মতো পারমাণবিক বোমার বিভীষিকাময় বিস্...
06/08/2025

আজ ৬ই আগস্ট – হিরোশিমা দিবস।
১৯৪৫ সালের আজকের এই দিনে মানবসভ্যতার ইতিহাসে প্রথমবারের মতো পারমাণবিক বোমার বিভীষিকাময় বিস্ফোরণ ঘটে জাপানের হিরোশিমা শহরে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিক্ষেপিত বোমাটির নাম ছিল “লিটল বয়”। সকাল ৮টা ১৫ মিনিটে আকাশে বিস্ফোরিত হওয়া এই বোমা মুহূর্তেই শহরের প্রায় ৭০ শতাংশ এলাকা ধ্বংস করে দেয়।

প্রায় ৭০,০০০ মানুষ তাৎক্ষণিকভাবে নিহত হন, এবং বছরের শেষে এই সংখ্যা দাঁড়ায় ১,৪০,০০০। বিস্ফোরণের তেজস্ক্রিয় বিকিরণে অসংখ্য মানুষ মারাত্মক দগ্ধ হন এবং দীর্ঘদিন ধরে ক্যান্সার, লিউকেমিয়া ও অন্যান্য জটিল রোগে ভুগতে থাকেন। তিন দিন পর, ৯ আগস্ট নাগাসাকিতেও দ্বিতীয় পারমাণবিক বোমা (ফ্যাট ম্যান) নিক্ষেপ করা হয়, যেখানে প্রায় ৭৪,০০০ মানুষ নিহত হন।

এই দুইটি বোমা হামলা মানব ইতিহাসে সবচেয়ে ভয়াবহ যুদ্ধাপরাধের মধ্যে অন্যতম এবং এর ফলেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটে। কিন্তু এর মূল্য ছিল অসংখ্য নিরীহ প্রাণের বলিদান, দীর্ঘস্থায়ী মানবিক কষ্ট এবং পরিবেশগত বিপর্যয়।

হিরোশিমা দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় যে পারমাণবিক অস্ত্র মানবতার জন্য মারাত্মক হুমকি। শান্তিপূর্ণ পৃথিবী গড়তে হলে যুদ্ধ, সহিংসতা ও পারমাণবিক অস্ত্রের ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে।
আজকের দিনে আমরা সবাই একসাথে প্রার্থনা করি—“কখনো আর হিরোশিমা বা নাগাসাকির মতো ট্র্যাজেডি যেন পৃথিবীতে না ঘটে।” 🕊️





Love this side of Japan 🇯🇵💗
04/08/2025

Love this side of Japan 🇯🇵💗

In most countries, a 35-second delay would barely register. But in Japan, where punctuality is a national value, it's taken seriously—even on the lightning-fast Shinkansen bullet trains. When one train was delayed by just 35 seconds, the conductor issued a formal apology, and every passenger received a full fare refund as a gesture of respect and accountability.

This incident isn’t isolated—Japan’s rail system is world-famous for its near-perfect precision. The average delay for the Shinkansen is under 1 minute annually. Such discipline not only reflects efficiency, but also deep cultural reverence for others’ time—a principle that has made Japanese trains the global gold standard for reliability.

Milk Tea Flavour Kitkat 😁🍫  🇯🇵
02/08/2025

Milk Tea Flavour Kitkat 😁🍫

🇯🇵



ভৌগোলিকভাবে রাশিয়া আর জাপান কুড়িল দ্বীপপুঞ্জের মাধ্যমে সংযুক্ত। কুড়িল দ্বীপপুঞ্জ হচ্ছে উত্তর-পূর্ব জাপানের হোক্কাইডো দ্ব...
30/07/2025

ভৌগোলিকভাবে রাশিয়া আর জাপান কুড়িল দ্বীপপুঞ্জের মাধ্যমে সংযুক্ত। কুড়িল দ্বীপপুঞ্জ হচ্ছে উত্তর-পূর্ব জাপানের হোক্কাইডো দ্বীপ থেকে শুরু হয়ে রাশিয়ার কামচাটকা উপদ্বীপ পর্যন্ত টানা ছোট-বড় আগ্নেয়গিরির দ্বীপমালা। এই দ্বীপগুলো প্রশান্ত মহাসাগর আর ওখোটস্ক সাগরের মাঝে প্রাকৃতিক সীমানা তৈরি করেছে।

হোক্কাইডোর উত্তর প্রান্ত থেকে রাশিয়ার দক্ষিণ কু্ড়িল দ্বীপের দূরত্ব খুবই কম—শুধু কিছু কিলোমিটার সমুদ্রপথ। এই কারণে স্থল পথে না হলেও সমুদ্রপথে দুই দেশ সরাসরি যুক্ত। কু্ড়িল দ্বীপপুঞ্জের কারণে রাশিয়ার কামচাটকা উপদ্বীপ আর জাপানের হোক্কাইডো ভূগোলিকভাবে একই টেকটোনিক প্লেট (Pacific Plate এবং Okhotsk Plate এর সীমান্ত) এর ওপর অবস্থিত। তাই কামচাটকায় ভূমিকম্প হলে সেটার কম্পন ও সুনামির এজন্যই আজ কামচাটকার ভূমিকম্পে হোক্কাইডোসহ উত্তর জাপানে সুনামি সতর্কতা জারি হয়েছে...




30/07/2025

রাশিয়ার কামচাটকায় ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর, জাপানে সুনামির আশংকা করা হচ্ছে । এর আগে কামচাটকায় ৩-৪ মিটার (১০-১৩ ফুট) পর্যন্ত উঁচু সুনামির ঢেউ আছড়ে পড়ার খবর পাওয়া গেছে, অন্যদিকে ৩০ সেমি (১২ ইঞ্চি) উচ্চতার ঢেউ উত্তর জাপানের হোক্কাইডো শহরে আঘাত হেনেছে।
১৯ লক্ষেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। এর মধ্যে প্রায় ১০,৫০০ জন লোক হোক্কাইডোতে আছেন, যেখানে স্থানীয় মিডিয়া ফুটেজে দেখা যাচ্ছে যে লোকেরা ছাদে জড়ো হচ্ছে।

সরকারি বিবৃতিতে বলা হয়, সুনামি এখনও লক্ষ্য করা যাচ্ছে, এবং সুনামির কারণে ক্ষয়ক্ষতির ঝুঁকি রয়েছে। যে কোনো সময় সুনামি আঘাত হানতে পারে। সতর্কতা প্রত্যাহার না করা পর্যন্ত দয়া করে নিরাপদ স্থান ত্যাগ করবেন না। 🌊🚨




This is the biggest problem of my life in Japan 🇯🇵জাপানে আসার পর থেকে আমার মাথার চুল লিটারেলি অর্ধেক হয়ে গেছে। আপনারা যা...
29/07/2025

This is the biggest problem of my life in Japan 🇯🇵
জাপানে আসার পর থেকে আমার মাথার চুল লিটারেলি অর্ধেক হয়ে গেছে। আপনারা যারা জাপানে আসতে চান বা আছেন তারা মানসিকভাবে প্রিপারেশান নিয়ে নেন, hair fall will hit you hard :(




住所

Osaka, Osaka

アラート

Saume Fliesがニュースとプロモを投稿した時に最初に知って当社にメールを送信する最初の人になりましょう。あなたのメールアドレスはその他の目的には使用されず、いつでもサブスクリプションを解除することができます。

共有する