Saume Flies

Saume Flies Hi I am Saume currently living in Osaka, Japan. My dream is to visit as many countries as I can.
(5)

Saume wants to fly like a bird and share her experience of many cultures, people, and landscapes with you through her Journey.

02/01/2026

জাপানিরা কীভাবে নববর্ষ উদযাপন করে বা নতুন বছরকে স্বাগত জানায়?
আর পৃথিবীর অন্যান্য অংশের নববর্ষ উদযাপনের সাথে এটি কীভাবে আলাদা?🤔🇯🇵

#জাপান #জাপান_নববর্ষ #নববর্ষ #নতুনবছর

31/12/2025

Sayonara 2025
কেমন গেল আমার জাপানে আর একটি বছর সেটা'র এক ঝলক আপনাদের সাথে জাস্ট শেয়ার করতে এলাম।
বছর জুড়ে যারা আমার পাশে ছিলেন সবাইকে ありがとうございます❤️





জাপানীজ'রা nihongo বললে তাও যতটুকু বোঝা যায়, ইংলিশ বলা শুরু করলে আমি শ্যাষ 😆🇯🇵
31/12/2025

জাপানীজ'রা nihongo বললে তাও যতটুকু বোঝা যায়, ইংলিশ বলা শুরু করলে আমি শ্যাষ 😆🇯🇵




জাপানিজরা কেন “Go back to your country” বলছে? — একটু ভেবে দেখা দরকারজাপানে এখন হলিডে সিজন চলছে। দুর্বল ইয়েনের কারণে ট্যু...
29/12/2025

জাপানিজরা কেন “Go back to your country” বলছে? — একটু ভেবে দেখা দরকার

জাপানে এখন হলিডে সিজন চলছে। দুর্বল ইয়েনের কারণে ট্যুরিস্টের সংখ্যা হঠাৎ অনেক বেড়ে গেছে। Osaka, Kyoto, Tokyo—সব জায়গায় এত ভিড় যে ট্রেন স্টেশনগুলোতে দাঁড়ানোই কষ্টকর।
এই ভিড়ের মধ্যেই আজ Osaka-র Namba station-এ একটা ঘটনা নিজের চোখে দেখলাম। একজন বিদেশি আর একজন জাপানিজের মধ্যে তর্ক হচ্ছিল। এক সময় জাপানিজ লোকটা রেগে গিয়ে বলল,
“Go back to your country.”
এই কথাটা আগে অনেক শুনেছি। কিন্তু আজ প্রথম সরাসরি দেখলাম। তখনই প্রশ্ন এলো—জাপানিজরা কেন এমন করছে?
আমার মনে হয়, এর পেছনে কয়েকটা কারণ আছে।

প্রথমত, হঠাৎ করে অতিরিক্ত ট্যুরিজমের চাপ। জাপান দীর্ঘদিন তুলনামূলক শান্ত ছিল। এখন খুব অল্প সময়ের মধ্যে অস্বাভাবিক সংখ্যক বিদেশি আসছে। ট্রেন, স্টেশন, রাস্তাঘাট—সব জায়গায় ভিড়। নিয়ম আর শৃঙ্খলায় অভ্যস্ত সমাজে এই হঠাৎ পরিবর্তন অনেকের জন্য মানসিক চাপ তৈরি করছে।
দ্বিতীয়ত, জাপানিজ সমাজে রাগ প্রকাশ করার প্রবণতা খুব কম। অনেক কথা ভেতরে জমে থাকে। কিন্তু ভিড়, ক্লান্তি, ধাক্কাধাক্কির মধ্যে সেই জমে থাকা রাগ হঠাৎ বেরিয়ে আসে। আর তখন সেটা গিয়ে পড়ে সবচেয়ে “আলাদা” মানুষটার ওপর—বিদেশির ওপর।
তৃতীয়ত, অনেকের কাছে এখন “বিদেশি” মানে পরিবর্তনের প্রতীক। ভাড়া বাড়ছে, পরিবেশ বদলাচ্ছে, পরিচিত নিয়মগুলো নষ্ট হচ্ছে—এই সব কিছুর মুখ হিসেবে কিছু মানুষ বিদেশিদের দেখছে। বাস্তবে সমস্যা জটিল হলেও, মানুষের পক্ষে একটা সহজ টার্গেট খুঁজে নেওয়া সহজ।
এই অভিজ্ঞতা শুধু জাপানের নয়।
আজকের বিশ্বে তাকালেই দেখা যায়—ইউরোপে অভিবাসী বিরোধিতা, আমেরিকায় “go back” বলা, এশিয়ার অনেক দেশেই বিদেশিদের নিয়ে বিরক্তি। অর্থনৈতিক চাপ, অনিশ্চয়তা আর ভিড়ের সময়গুলোতে প্রায় সব সমাজেই বিদেশিরা সহজ শিকার হয়ে যায়।
তবুও একটা কথা পরিষ্কার—এটা পুরো জাপানের চিত্র নয়।
অধিকাংশ জাপানিজ এখনো ভদ্র, শান্ত ও সহানুভূতিশীল। কিন্তু কিছু মুহূর্ত আছে, যেগুলো চোখে পড়ে এবং আমাদের থামিয়ে ভাবতে বাধ্য করে।
এই অভিজ্ঞতা অস্বীকার করারও নয়, আবার সবাইকে এক কাতারে ফেলারও নয়।
বোঝার চেষ্টা করাটাই হয়তো সবচেয়ে জরুরি





29/12/2025

বুড়ো আঙুল ব্যাথা করে..🥲

Traditional dress of China( Hanfu), South Korea( han- bok) and Japan( kimono), Bangladesh (saree)   🇨🇳🇰🇷🇯🇵 🇧🇩Which one d...
27/12/2025

Traditional dress of China( Hanfu), South Korea( han- bok) and Japan( kimono), Bangladesh (saree) 🇨🇳🇰🇷🇯🇵 🇧🇩

Which one do you like the Most?? 😊




27/12/2025

চীনে গেলে Google-এর কিছুই কাজ করে না 😶
তাই China যাওয়ার আগেই এই অ্যাপগুলো ডাউনলোড করে নিন—নাহলে ভোগান্তি নিশ্চিত 👀✈️









26/12/2025

ক্রিসমাস ইন জাপান—
Couples busy,
Single আমি + illuminations 🫠✨🎄

25/12/2025

Amazing View of Japan that you Should never miss 🇯🇵




Roppongi, Tokyo Merry Christmas from Japan 🇯🇵❤️
25/12/2025

Roppongi, Tokyo
Merry Christmas from Japan 🇯🇵❤️




24/12/2025

🇨🇳 জাপান থেকে চীনের Tourist (L) Visa আবেদন করবেন যেভাবে
(বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য)
জাপানে থাকা অনেক বাংলাদেশি জানতে চান—জাপান থেকেই কি চীনে ট্যুরিস্ট ভিসা নেওয়া যায়?
👉 হ্যাঁ, নেওয়া যায়।
🔹 কারা আবেদন করতে পারবেন?
✔ বাংলাদেশি পাসপোর্টধারী
✔ জাপানে বৈধ রেসিডেন্স ভিসা (স্টুডেন্ট / ওয়ার্ক / ডিপেন্ডেন্ট)
🔹 কোথায় আবেদন করবেন?
📍 Chinese Visa Application Service Center (CVASC), Japan
(টোকিও বা ওসাকা—লোকেশন অনুযায়ী)
🔹 প্রয়োজনীয় ডকুমেন্ট (Tourist L Visa):
▪ পাসপোর্ট (কমপক্ষে ৬ মাস ভ্যালিড)
▪ জাপানের Residence Card
▪ অনলাইনে পূরণ করা ভিসা আবেদন ফর্ম
▪ পাসপোর্ট সাইজ ছবি
▪ ফ্লাইট বুকিং (to & from China)
▪ হোটেল বুকিং (পুরো থাকার সময়ের)
▪ জাপানে থাকার প্রমাণ (স্টুডেন্ট আইডি / চাকরির ডকুমেন্ট)
🔹 অ্যাপয়েন্টমেন্ট প্রসেস:
✔ অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হয়
✔ বায়োমেট্রিক (ফিঙ্গারপ্রিন্ট) দিতে হতে পারে
✔ সরাসরি সেন্টারে গিয়ে ডকুমেন্ট জমা দিতে হয়
⏳ প্রসেসিং টাইম:
🗓 সাধারণত ৪–৭ কার্যদিবস
⚠️ গুরুত্বপূর্ণ টিপস:
➡ সব ডকুমেন্ট ইংরেজিতে হলে ভালো
➡ আপনার জাপান ভিসার মেয়াদ পর্যাপ্ত থাকতে হবে
➡ আগে ট্রাভেল হিস্ট্রি থাকলে ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি

এবছরের শীতকালে'র প্রথম পিঠা 😍জাপানে বাংলাদেশী অনলাইন শপগুলা আছে বলে তাও, আমার মতো অলস মানুষ পিঠা খাওয়ার সুযোগ পেলো 🫶🇯🇵  ...
22/12/2025

এবছরের শীতকালে'র প্রথম পিঠা 😍
জাপানে বাংলাদেশী অনলাইন শপগুলা আছে বলে তাও, আমার মতো অলস মানুষ পিঠা খাওয়ার সুযোগ পেলো 🫶🇯🇵





住所

Osaka, Osaka

アラート

Saume Fliesがニュースとプロモを投稿した時に最初に知って当社にメールを送信する最初の人になりましょう。あなたのメールアドレスはその他の目的には使用されず、いつでもサブスクリプションを解除することができます。

共有する