Bd Japan Solution

Bd Japan Solution In this page I upload different types of videos and motivational , educational post about Japan.

I always try to make a positive vibe around me and always thinking positive for peaceful life.

  জাপানের কালচার এটা, জাপানিজরা যখন কাউকে গিফট করে, চিন্তাভাবনা করে গিফট দেয় যাতে সেটা ব্যবহার করতে পারে। একটা গিফট শুধ...
26/12/2025


জাপানের কালচার এটা, জাপানিজরা যখন কাউকে গিফট করে, চিন্তাভাবনা করে গিফট দেয় যাতে সেটা ব্যবহার করতে পারে। একটা গিফট শুধুমাত্র গিফট হিসেবে শুধু সাজিয়ে রাখার জন্য নয়, ব্যবহার করা যাবে এই চিন্তা করে গিফট দেওয়া সর্বোত্তম আমিও মনে করি।

আপনারা এখন ভাবতে পারেন যে মুরগির মাংসের প্যাকেটের সাথে গিফটের কি সম্পর্ক। এটা আমি আমার এক জাপানিজ কলিগ এর কাছ থেকে নিউ ইয়ারের গিফট পেয়েছি। সে চিন্তা করেছে আমি যেহেতু মুসলিম, যেখানে থাকি সেখানে একটু হালাল খাবারের সমস্যা। সে গিয়েছিল গিফট কেনার জন্য, কিন্তু সেখানে এই হালাল প্যাকেট দেখে নিউ ইয়ার এর গিফট হিসাবে আমার জন্য অন্য কিছু না কিনে মুরগির মাংস কিনে এনেছে। এটা যে কত বড় একটা পাওয়া যে পায় সেই বুঝে। কতটুক চিন্তা করে সে এই হালাল গিফট টা আমাকে এনে দিয়েছে আমি ভেবে পাই না। যখন আমি এই গিফটের কথা শুনেছি বা দেখেছি এত অবাক হয়েছি যে ভাষায় প্রকাশ করতে পারবো না। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া সব কিছুর জন্য।

এটা শুধু এবারই না, আমি যখনই জাপানিজদের কাছ থেকে কোন গিফট পেয়েছি, এই ধরনের থটফুল গিফটই পেয়েছি। যে জিনিসটা কাজে লাগবে সেভাবেই তারা গিফট করেছে, এই জিনিসটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে।

08/12/2025

7.3 magnitude very strong/big one earthquake felt in Oitaro, Yuchi, Sapporo, Hokkaido, Japan at 11:18 p.m(8 December 2025, Japan Time), and Tsunami alart also ...

আমি অনলাইন ক্লাস নিচ্ছিলাম, এই টাইমে বড় ধরনের ভূমিকম্পটা হয় এবং তার কিছুক্ষণ পরেই সুনামি অ্যালার্ট পাই। জাপানে যখন ভূমিকম্প, সুনামি এই টাইপের প্রাকৃতিক দুর্যোগগুলো হয় তখন মোবাইলে এলার্ম বেজে ওঠে
এবং মোবাইলে এলার্ট পাওয়ার সাথে সাথে বাইরে থেকেও সাইরেনবাজার শব্দ পাচ্ছিলাম। এগুলো জাপানে অটোমেটেড সিস্টেম যখন এই ধরনের কোন প্রাকৃতিক দুর্যোগ হয় অ্যালার্ট বেজে ওঠে। জাপানের হোক্কাইদো শহর হচ্ছে ভূমিকম্প প্রবণ এবং সুনামি প্রবণ শহর। আমি যেহেতু হোক্কাইদো থাকি তাই মাঝে মাঝেই এগুলো শুনতে পাই বা দেখতে পাই। সবাই দোয়া করবেন আমার জন্য। আর আল্লাহ সবাইকে নিরাপদে রাখুন।

07/12/2025

আজকের জেএলপিটি পরীক্ষা কেমন হয়েছে আপনাদের? সহজ নাকি কঠিন লেগেছে? আমার একজন স্টুডেন্ট দিয়েছেন, তার পরীক্ষা খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদের অভিজ্ঞতা জানাবেন।

21/11/2025

ভূমিকম্পের জাপানিজ কি?

19/11/2025

শরৎকালের জাপান

এই ছবিটা এডিট করা। আমার ইচ্ছা আছে কখনো সুযোগ পেলে এবং কোন ভালো ট্রাস্টেড অনলাইন পেইজ পেলে  প্রফেশনাল ভিডিও এডিটিং এর কাজ...
30/10/2025

এই ছবিটা এডিট করা। আমার ইচ্ছা আছে কখনো সুযোগ পেলে এবং কোন ভালো ট্রাস্টেড অনলাইন পেইজ পেলে প্রফেশনাল ভিডিও এডিটিং এর কাজ শিখব ইনশাআল্লাহ। আমি মনে করি ফ্রি টাইমে বসে না থেকে স্কিল অর্জনের কাজ শিখা অনেক ভালো।

আহা!! আমার সোনার বাংলাদেশ! এখানে শুধু লক্ষ কোটি টাকার জিনিসপত্রই পুড়েনি, পুড়ে গেছে শত শত মানুষের স্বপ্ন, পরিশ্রম এবং ভব...
19/10/2025

আহা!! আমার সোনার বাংলাদেশ! এখানে শুধু লক্ষ কোটি টাকার জিনিসপত্রই পুড়েনি, পুড়ে গেছে শত শত মানুষের স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ। হয়ে গেছে দেশের অপরনীয় এক ক্ষতি। যে ক্ষতিপূরণ সহজেই সম্ভব না। এটা এমন একটা বাংলাদেশ যেখানে একটা ক্ষতের দাগ যেতে না যেতেই আরো একটা নতুন ক্ষত তৈরি হয়! আহ! আল্লাহ সবাইকে হেফাজত করুন আমিন।

🇯🇵 জাপান: কষ্টের গল্প না, সম্ভাবনার নতুন ঠিকানা 🇧🇩ইদানিং দেখতেছি সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মানুষ এমনভাবে “জাপানে অনেক ...
02/10/2025

🇯🇵 জাপান: কষ্টের গল্প না, সম্ভাবনার নতুন ঠিকানা 🇧🇩

ইদানিং দেখতেছি সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মানুষ এমনভাবে “জাপানে অনেক কষ্ট” বলে— যেন বাংলাদেশে মানুষ একেবারে স্বর্গে আছে!

এগুলো তারা বলে যাদের ল্যাঙ্গুয়েজে ভালো দক্ষতা নেই, যারা বছরের পর বছর একই বেতনে চাকরি করছে । ল্যাংগুয়েজে দক্ষতা না থাকলে উন্নতিও থাকবে না এটাই স্বাভাবিক। তাই তারা শুধু মানুষকে ডিমোটিভেট করে। অপরদিকে যাদের ল্যাঙ্গুয়েজে ভালো দক্ষতা আছে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন তাদের লাইফ স্টাইল কেমন। সম্পূর্ণ বিপরীত কথা শুনবেন তাদের কাছে।

✅ মোটকথা জাপান এমন একটা দেশ, যেখানে উন্নতি অবনতি, কষ্ট সুখ সবকিছুর মূলে রয়েছে জাপানিজ ভাষা।

❓ কষ্টটা ঠিক কোথায়?

🧱 কারখানায় কাজ? — ঠিক আছে, কষ্টসাধ্য। কিন্তু আপনার যদি ল্যাঙ্গুয়েজ দক্ষতা থাকে তাহলে খুব ভালো বেতনে ভালো কাজও পাওয়া সম্ভব।
🕰️ সময়মতো খাওয়া যায় না? — এটা অনেক ক্ষেত্রেই সত্য। আবার প্রত্যেকটা কাজের জায়গায় কিন্তু ব্রেক টাইম দেওয়া হয়ে থাকে।
😓 মানসিক চাপ থাকে? — সেটাও স্বাভাবিক, নতুন দেশ, নতুন নিয়ম। কিন্তু ল্যাঙ্গুয়েজে দক্ষতা থাকলে আপনি কনফিডেন্ট থাকবেন। তখন এতটা চাপ লাগবে না।

কিন্তু প্রশ্ন হলো — এই কষ্টের বিনিময়ে আপনি কী পাচ্ছেন?

✅ নির্দিষ্ট একটা ভালো মাসিক বেতন
✅ ওভারটাইম মানেই ইনকাম বাড়া
✅ কিছুটা হলেও ব্যাংক ব্যালান্স তৈরি হবে
✅ পরিবারকে মাসে ৫০-৬০ হাজার টাকা পাঠানো সম্ভব
✅ চাইলে একটা নির্দিষ্ট সময় পর PR বা স্থায়ী হওয়ার সুযোগ
✅ ভবিষ্যতে পরিবার নিয়ে জাপানে থাকার সম্ভাবনা
✅ নিজের সন্তানের ভবিষ্যত নিরাপদ করা সম্ভব
✅ একটা উন্নত ও নিরাপদ পরিবেশে বাস করার সম্ভাবনা
✅ দক্ষতা এবং যোগ্যতা অনুযায়ী বিভিন্ন সেক্টরে ভালো চাকরির সম্ভাবনা

🇧🇩 আর বাংলাদেশে?

➡️ সকাল থেকে সন্ধ্যা কাজ করা একটা মানুষ মাস শেষে কোন টাকা জমাতে পারে না। চাইলে একটা ভালো খাবারও খেতে পারে না।
➡️ মধ্যবিত্তদের অবস্থা তো আরো করুন, তারা না পারে চাইতে না পারে সইতে।
➡️ গ্রাজুয়েশন করা হাজার হাজার যুবক মাসের পর মাস ‘চাকরির আবেদন’ করতে করতে হতাশায় ডুবে যায়।
➡️ সামাজিক কোনো নিরাপত্তা নেই, সেদেশে যখন তখন যা কিছু ঘটে যায়

📢 তাহলে বলুন, কষ্টটা কেবল জাপানে? না জীবনটাই একটা সংগ্রাম?

🧠 বাস্তবতা হলো —

বাংলাদেশে কষ্টে বেঁচে থাকতে হয়, জাপানে কষ্টে উন্নতি করা যায়। পৃথিবীর যে দেশেই থাকেন না কেন, আপনাকে কঠোর পরিশ্রমী হতে হবে। পরিশ্রম না করলে কোথাও উন্নতি করতে পারবেন না। তাই মানুষের কথায় হতাশ না হয়ে ভালো করে ল্যাঙ্গুয়েজ শেখায় মনোযোগ দিন। জাপান আসার আগে অবশ্যই N4/N3 করে আসার চেষ্টা করবেন।

‼️‼️ মূলকথা : বর্তমানে আমার N5 এর দুইটি কোর্স চালু আছে। যারা লেসন ৫-৬ পর্যন্ত পড়েছেন, আবার যারা ১০-১১ পর্যন্ত পড়েছেন তারা এডমিশন নিতে পারবেন। আবার N4 একটি কোর্স চালু আছে চাইলে এখনো এড হতে পারবেন ওই কোর্সের সাথে। যারা এডমিশন নিতে চান শুধুমাত্র তারাই ইনবক্স করবেন প্লিজ।

✍️ Tanisha Papri
জাপান থেকে

30/09/2025

🇯🇵 জাপানে গিয়ে কিভাবে ভালো আয় করা যায় তার বাস্তব পথ:

1. সঠিক ভিসা ও কাজের ধরণ নির্বাচন

SSW (Specified Skilled Worker): কোম্পানি বাধ্য যে কাজের জন্য জাপানিরা বেতন পায়, তেমনই বেতন দিতে হবে। বিভিন্ন কোম্পানিতে কাজের ধরন অনুযায়ী বেতনও আলাদা থাকে। তাই একটু বেশি বেতন দেখে কাজের ধরন নির্বাচন করলে ভালো হয়। তবে ল্যাঙ্গুয়েজ লেভেল অবশ্যই ভালো থাকতে হবে সেক্ষেত্রে।

Engineer / Specialist / IT ভিসা: প্রযুক্তি বা ইঞ্জিনিয়ারিং দক্ষতা থাকলে এ ভিসা নিয়ে বেশি বেতন যুক্ত কাজ পেতে পারেন। ভাষার লেভেল যদি N2 থাকে তাহলে খুব ভালো জব এবং ভালো বেতনের হয়ে থাকে।

2. ভাষা দক্ষতা

JLPT N2 বা N3 (বা সমমান জাপানি) থাকলে ভালো কোম্পানি ও দায়িত্বপূর্ণ কাজ পেতে সুবিধা হবে।

ভাষা দক্ষতা থাকলে যোগাযোগ সুবিধা, কাজের ধরনের বৈচিত্র্য ও বেতন বাড়ার সুযোগ বেশি।

3. পার্ট-টাইম কাজ শুরু

এমন কাজ যেমন রেস্তোরাঁ, রিটেইল দোকান, হোটেল ইত্যাদিতে ঘণ্টাভিত্তিক কাজ পাওয়া যায়।

ঘণ্টাভিত্তিক বেতন সাধারণত ¥1,000 – ¥1,500 বা তার আশপাশে হতে পারে (কাজের ধরনের উপর)। এবং জাপানিজ কোম্পানিগুলো গাড়ি ভাড়া পর্যন্ত দিয়ে দেয়। তাই যারা সাইকেল ব্যবহার করেন এক্ষেত্রে তারা এই টাকাটা সেভ করলে ইনকামটাও একটু বেশি হবে তখন।

মাসিক ইনকামঃ ¥120,000 – ¥200,000 + পর্যন্ত সম্ভাবনা থাকতে পারে।

4. ফুলটাইম / ক্যারিয়ার গঠন

সাধারণ SSW কাজ: ¥180,000 – ¥250,000 / মাস রেঞ্জ। ( কোম্পানি এবং কাজ অনুযায়ী কম বেশি হতে পারে।)

IT/Engineer কাজ: অভিজ্ঞতার ভিত্তিতে ¥400,000 – ¥700,000 বা তার বেশি। যারা উচ্চ দক্ষতা এবং অভিজ্ঞতা সম্পন্ন, ভাষায় যাদের ভাল দখল আছে এই বেতন তাদের জন্য।
যাদের দক্ষতা একটু কম আছে তাদের সাধারণত ২ লাখ থেকেই শুরু হয়ে থাকে।

সিনিয়র পর্যায়ে, বিশেষ কর্ম ও প্রকল্পে মাসিক আয় অনেক বেশি হতে পারে।

5. ওভারটাইম ও অতিরিক্ত কাজ

জাপানে ওভারটাইম সাধারণ, ওভারটাইম পেমেন্ট আইন অনুযায়ী বেশি হয়ে থাকে।

ওভারটাইমের মাধ্যমে মাসিক ইনকাম ছাড়াও বিশেষ বোনাস ও এলাউন্স পাওয়া যেতে পারে।

✅ মূল কথা: যাদের ভাষার লেভেল ভালো থাকে যেকোনো সেক্টরে তাদের একটা ভালো চাকরি হয় একটা ভালো বেতন পেয়ে থাকে। তাই সবাইকে বলব ভাষাটা একটু ভালো করে শিখে একটা ভালো আয়ের ব্যবস্থা করতে পারবেন। জাপানে ভাষাটাই হচ্ছে প্রধান যার ভাষার লেভেল যত ভালো থাকে তার জব তত ভালো হয় তার ইনকামও তত ভালো হয়ে থাকে।

‼️‼️ বর্তমানে আমার N5 দুইটা ব্যাচ এবং N4 একটি ব্যাচ চালু আছে। যাদের N5 লেসন ৪/৫ পর্যন্ত পড়া আছে, আবার যাদের ১০ লেসন পর্যন্ত পড়া আছে তারা চাইলে এডমিশন নিতে পারেন। এবং যারা N4 শুরু করতে চান অথবা তিন চারটা লেসন পড়া আছে তারাও এডমিশন নিতে পারেন। শুধুমাত্র যারা ল্যাঙ্গুয়েজ কোর্স করতে আগ্রহী তারাই নক করবেন প্লিজ।

✍️ Tanisha Papri
জাপান থেকে

 #মেমোরি এই ছবিটা দেখে মনে পড়ল যে, ল্যাঙ্গুয়েজ স্কুলে পড়ার সময় জব খোঁজার জন্য কত চেষ্টা করেছিলাম ।এই ছবিটা জাপানে আস...
25/09/2025

#মেমোরি এই ছবিটা দেখে মনে পড়ল যে, ল্যাঙ্গুয়েজ স্কুলে পড়ার সময় জব খোঁজার জন্য কত চেষ্টা করেছিলাম ।এই ছবিটা জাপানে আসার পর প্রথম ক্যারিয়ার ফেয়ারে যাওয়ার ছবি।

বসে থেকে সময় নষ্ট না করে এখনই আপনার ক্যারিয়ার গড়ার সময় ।নিজের জীবনকে , পরিবারকে একটি উন্নত এবং নিরাপদ জীবন দেওয়ার সময়।আর এই কাজটি করতে পারেন জাপানের মত একটা দেশকে চুজ করে।

অন্যান্য দেশ থেকে জাপান আসাটা তুলনামূলক একটু সহজ বলে আমি মনে করি। যারা জাপান আসার জন্য চিন্তা করতেছেন অথবা প্রস্তুতি নিচ্ছেন , আবার বিশেষ করে যারা এইচএসসি পরীক্ষা দিয়ে বসে আছেন ।তারা সময় নষ্ট না করে জাপানিজ ভাষা খুব ভালো করে শিখেন। শুধুমাত্র ভাষা শিখেই আপনি আপনার জীবন একটি সুন্দর ও উন্নত দেশে গড়তে পারেন।

আপনি যে ভিসাতেই জাপান আসতে চান না কেন ,হোক সেটা স্টুডেন্ট ভিসা অথবা জব ভিসা। সব অবস্থাতেই একটা ভালো চাকরি বা একটা ভালো লাইফ কাটাতে হলে জাপানিজ ভাষা অত্যাবশ্যকীয়। যাদের ল্যাঙ্গুয়েজ লেভেল ভালো তারা জাপানে একটি ভালো চাকরি করছেন এবং একটি ভালো জীবন কাটাচ্ছেন নিজের পরিবারকে নিয়ে। আপনিও চাইলে কিন্তু সব সম্ভব ।যারা ভালো জীবন কাটাচ্ছেন তারা পরিশ্রম করে ভাষা শিখে সেই অবস্থানে গিয়েছেন। আমি মনে করি আপনিও পারবেন।

আমার বর্তমানে দুইটি N5 ব্যাচ চালু আছে এবং একটি N4 ব্যাচ আছে। যারা N5 এর জাপানিজ বর্ণমালা গুলো শিখেছেন এবং লেসন দুই তিনে আছেন তারা একটি ব্যাচে এডমিশন নিতে পারেন। আবার যারা N5 এর ৮ থেকে ১০ লেসনে আছেন তারা অন্য একটি ব্যাচের এডমিশন নিতে পারেন। এবং N4 ক্ষেত্রে মাত্র তিনটি ক্লাস হয়েছে, আপনারা চাইলে N4 এর জন্য এডমিশন নিতে পারেন। শুধুমাত্র যারা ল্যাঙ্গুয়েজ কোর্স করতে আগ্রহী তারাই ইনবক্স করবেন প্লিজ।

✍️ Tanisha Papri
জাপান থেকে

সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। এই কথাটি আমরা কিন্তু ছোটবেলা থেকেই পড়ে আসতেছি তাই না। বাস্তব জীবনে এই কথাটি যে ক...
21/09/2025

সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। এই কথাটি আমরা কিন্তু ছোটবেলা থেকেই পড়ে আসতেছি তাই না। বাস্তব জীবনে এই কথাটি যে কত সত্য সেটা সবাই আমরা নির্দিষ্ট সময়ে উপলব্ধি করতে পারি। তাই বলবো সময়ের কাজ সময় করবেন, বয়স থাকতে, সময় থাকতে করবেন। পরে আফসোস করলেও লাভ হবে না সেটা এখন অনেকের মেসেজ দেখলে বুঝতে পারি।

আমার পেইজে বা আইডিতে অনেকেই মেসেজ দেন যে, এখন তারা জাপান আসতে পারবেন কিনা। কিন্তু দেখা যাচ্ছে তাদের সেই বয়সটা পার হয়ে গিয়েছে যে বয়সটা জব অথবা স্টুডেন্টের জন্য দরকার। তাই বলবো যাদের এখনো সময় আছে বয়স আছে তারা এখন থেকেই ভাষা শিখে একটি সুন্দর জীবনের পথে পা দেয়ার জন্য তৈরি হন।

জাপান আসার পরে আমি দেখেছি, বেশিরভাগ স্টুডেন্টরা ইন্টার পাস করে চলে এসেছে। এখন জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল করতেছে অথবা ল্যাংগুয়েজ কোর্স শেষ করে তারা ডিপ্লোমা অথবা বিশ্ববিদ্যালয় এডমিশন নিতেছে। আবার যারা বাংলাদেশ থেকে গ্রাজুয়েশন করে এসেছেন তারা ল্যাঙ্গুয়েজ স্কুল শেষ করে ফুল টাইম জব করতেছেন বা যাচ্ছেন।

তাহলে আমি বলব যারা সামনে ইন্টার পরীক্ষা দিবেন অথবা দিয়ে ফেলেছেন তারা এখন থেকেই ল্যাংগুয়েজ কোর্স করতে পারেন। ভাষা শিখে জাপান আসতে পারেন এটাই আপনাদের জন্য উপযুক্ত সময়। অথবা যাদের বয়স এখনো ৩০ এর মধ্যে আছে তারা ল্যাংগুয়েজ শিখে এখনো জাপানের জন্য চেষ্টা করতে পারেন। কারণ ৩০ বছর বয়স পর্যন্ত ল্যাঙ্গুয়েজ স্কুল গুলো এভেইএবেল পাওয়া যায়।

জাপানি ভাষা একটা চাবি আর শিখতে পারলে জাপানের জন্য দরজা খুলতে পারবেন ইনশাআল্লাহ। শুধুমাত্র আপনার জীবনের কিছুটা সময় ইনভেস্ট করে, জাপানি ভাষা শিখে যদি একটা সুন্দর উন্নত জীবনযাপন এবং নিরাপদ জীবন কাটাতে পারেন। সাথে আপনার পরিবারকে ভালো রাখতে পারেন তাহলে সেই চেষ্টাটা কেন করবেন না। তাই বলবো সময় থাকতে সময়ের মূল্য দিন। আপনি যে ভিসাতেই জাপান আসতে চান না কেন, হোক সেটা স্টুডেন্ট ভিসা অথবা জব ভিসা। সব অবস্থাতেই শুধুমাত্র জাপানিজ ভাষা শিখেই আবেদন করতে পারবেন।

আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, সময় থাকতে সময়ের মূল্য দিয়েছি, একটু সময় ইনভেস্ট করে জাপানিজ ভাষা শিখেছি, তাই আলহামদুলিল্লাহ আজকে একটি ভালো এবং নিরাপদ জীবনের দিকে পরিবারকে নিয়ে এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। জাপানিজ ভাষায় ভালো দক্ষতা মানে একটা ভালো চাকরি, কষ্টের কাজ না, একটা ভালো জীবন কাটানো এবং নিজের পরিবারকেও আনতে পারা, সাপোর্ট করতে পারা। এই একটা কাজের মাধ্যমেই করতে পারতেছি আলহামদুলিল্লাহ। আপনারাও এক সময় পারবেন ইনশাআল্লাহ শুধু একটু সময় ব্যয় করে ভাষাটা ভালোভাবে শিখে আসেন তাহলে ।

✅✅ বর্তমানে আমার N5 এবং N4 অনলাইন কোর্স চালু আছে। যারা N5 হিরাগানা, কাতাকানা শেষ করেছেন তাদের জন্য একটা ব্যাচ। এবং যারা N5 এর ৫ থেকে ১০ অধ্যায়ে পড়তেছেন তাদের জন্য একটা ব্যাচ। এবং N4 নতুন শুরু হয়েছে, দুইটা ক্লাস হয়েছে মাত্র তাদের জন্য একটা ব্যাচ। শুধুমাত্র যারা এই কোর্সগুলোতে আগ্রহী আছেন তারা এই ব্যাচগুলোতে এডমিশন নিতে পারেন । শুধুমাত্র তারাই ইনবক্সে নক করবেন প্লিজ।

✍️ Tanisha Papri
জাপান থেকে

住所

Osaka, Osaka

アラート

Bd Japan Solutionがニュースとプロモを投稿した時に最初に知って当社にメールを送信する最初の人になりましょう。あなたのメールアドレスはその他の目的には使用されず、いつでもサブスクリプションを解除することができます。

事業に問い合わせをする

Bd Japan Solutionにメッセージを送信:

共有する