30/09/2025
🇯🇵 জাপানে গিয়ে কিভাবে ভালো আয় করা যায় তার বাস্তব পথ:
1. সঠিক ভিসা ও কাজের ধরণ নির্বাচন
SSW (Specified Skilled Worker): কোম্পানি বাধ্য যে কাজের জন্য জাপানিরা বেতন পায়, তেমনই বেতন দিতে হবে। বিভিন্ন কোম্পানিতে কাজের ধরন অনুযায়ী বেতনও আলাদা থাকে। তাই একটু বেশি বেতন দেখে কাজের ধরন নির্বাচন করলে ভালো হয়। তবে ল্যাঙ্গুয়েজ লেভেল অবশ্যই ভালো থাকতে হবে সেক্ষেত্রে।
Engineer / Specialist / IT ভিসা: প্রযুক্তি বা ইঞ্জিনিয়ারিং দক্ষতা থাকলে এ ভিসা নিয়ে বেশি বেতন যুক্ত কাজ পেতে পারেন। ভাষার লেভেল যদি N2 থাকে তাহলে খুব ভালো জব এবং ভালো বেতনের হয়ে থাকে।
2. ভাষা দক্ষতা
JLPT N2 বা N3 (বা সমমান জাপানি) থাকলে ভালো কোম্পানি ও দায়িত্বপূর্ণ কাজ পেতে সুবিধা হবে।
ভাষা দক্ষতা থাকলে যোগাযোগ সুবিধা, কাজের ধরনের বৈচিত্র্য ও বেতন বাড়ার সুযোগ বেশি।
3. পার্ট-টাইম কাজ শুরু
এমন কাজ যেমন রেস্তোরাঁ, রিটেইল দোকান, হোটেল ইত্যাদিতে ঘণ্টাভিত্তিক কাজ পাওয়া যায়।
ঘণ্টাভিত্তিক বেতন সাধারণত ¥1,000 – ¥1,500 বা তার আশপাশে হতে পারে (কাজের ধরনের উপর)। এবং জাপানিজ কোম্পানিগুলো গাড়ি ভাড়া পর্যন্ত দিয়ে দেয়। তাই যারা সাইকেল ব্যবহার করেন এক্ষেত্রে তারা এই টাকাটা সেভ করলে ইনকামটাও একটু বেশি হবে তখন।
মাসিক ইনকামঃ ¥120,000 – ¥200,000 + পর্যন্ত সম্ভাবনা থাকতে পারে।
4. ফুলটাইম / ক্যারিয়ার গঠন
সাধারণ SSW কাজ: ¥180,000 – ¥250,000 / মাস রেঞ্জ। ( কোম্পানি এবং কাজ অনুযায়ী কম বেশি হতে পারে।)
IT/Engineer কাজ: অভিজ্ঞতার ভিত্তিতে ¥400,000 – ¥700,000 বা তার বেশি। যারা উচ্চ দক্ষতা এবং অভিজ্ঞতা সম্পন্ন, ভাষায় যাদের ভাল দখল আছে এই বেতন তাদের জন্য।
যাদের দক্ষতা একটু কম আছে তাদের সাধারণত ২ লাখ থেকেই শুরু হয়ে থাকে।
সিনিয়র পর্যায়ে, বিশেষ কর্ম ও প্রকল্পে মাসিক আয় অনেক বেশি হতে পারে।
5. ওভারটাইম ও অতিরিক্ত কাজ
জাপানে ওভারটাইম সাধারণ, ওভারটাইম পেমেন্ট আইন অনুযায়ী বেশি হয়ে থাকে।
ওভারটাইমের মাধ্যমে মাসিক ইনকাম ছাড়াও বিশেষ বোনাস ও এলাউন্স পাওয়া যেতে পারে।
✅ মূল কথা: যাদের ভাষার লেভেল ভালো থাকে যেকোনো সেক্টরে তাদের একটা ভালো চাকরি হয় একটা ভালো বেতন পেয়ে থাকে। তাই সবাইকে বলব ভাষাটা একটু ভালো করে শিখে একটা ভালো আয়ের ব্যবস্থা করতে পারবেন। জাপানে ভাষাটাই হচ্ছে প্রধান যার ভাষার লেভেল যত ভালো থাকে তার জব তত ভালো হয় তার ইনকামও তত ভালো হয়ে থাকে।
‼️‼️ বর্তমানে আমার N5 দুইটা ব্যাচ এবং N4 একটি ব্যাচ চালু আছে। যাদের N5 লেসন ৪/৫ পর্যন্ত পড়া আছে, আবার যাদের ১০ লেসন পর্যন্ত পড়া আছে তারা চাইলে এডমিশন নিতে পারেন। এবং যারা N4 শুরু করতে চান অথবা তিন চারটা লেসন পড়া আছে তারাও এডমিশন নিতে পারেন। শুধুমাত্র যারা ল্যাঙ্গুয়েজ কোর্স করতে আগ্রহী তারাই নক করবেন প্লিজ।
✍️ Tanisha Papri
জাপান থেকে