
02/10/2025
🇯🇵 জাপান: কষ্টের গল্প না, সম্ভাবনার নতুন ঠিকানা 🇧🇩
ইদানিং দেখতেছি সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মানুষ এমনভাবে “জাপানে অনেক কষ্ট” বলে— যেন বাংলাদেশে মানুষ একেবারে স্বর্গে আছে!
এগুলো তারা বলে যাদের ল্যাঙ্গুয়েজে ভালো দক্ষতা নেই, যারা বছরের পর বছর একই বেতনে চাকরি করছে । ল্যাংগুয়েজে দক্ষতা না থাকলে উন্নতিও থাকবে না এটাই স্বাভাবিক। তাই তারা শুধু মানুষকে ডিমোটিভেট করে। অপরদিকে যাদের ল্যাঙ্গুয়েজে ভালো দক্ষতা আছে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন তাদের লাইফ স্টাইল কেমন। সম্পূর্ণ বিপরীত কথা শুনবেন তাদের কাছে।
✅ মোটকথা জাপান এমন একটা দেশ, যেখানে উন্নতি অবনতি, কষ্ট সুখ সবকিছুর মূলে রয়েছে জাপানিজ ভাষা।
❓ কষ্টটা ঠিক কোথায়?
🧱 কারখানায় কাজ? — ঠিক আছে, কষ্টসাধ্য। কিন্তু আপনার যদি ল্যাঙ্গুয়েজ দক্ষতা থাকে তাহলে খুব ভালো বেতনে ভালো কাজও পাওয়া সম্ভব।
🕰️ সময়মতো খাওয়া যায় না? — এটা অনেক ক্ষেত্রেই সত্য। আবার প্রত্যেকটা কাজের জায়গায় কিন্তু ব্রেক টাইম দেওয়া হয়ে থাকে।
😓 মানসিক চাপ থাকে? — সেটাও স্বাভাবিক, নতুন দেশ, নতুন নিয়ম। কিন্তু ল্যাঙ্গুয়েজে দক্ষতা থাকলে আপনি কনফিডেন্ট থাকবেন। তখন এতটা চাপ লাগবে না।
কিন্তু প্রশ্ন হলো — এই কষ্টের বিনিময়ে আপনি কী পাচ্ছেন?
✅ নির্দিষ্ট একটা ভালো মাসিক বেতন
✅ ওভারটাইম মানেই ইনকাম বাড়া
✅ কিছুটা হলেও ব্যাংক ব্যালান্স তৈরি হবে
✅ পরিবারকে মাসে ৫০-৬০ হাজার টাকা পাঠানো সম্ভব
✅ চাইলে একটা নির্দিষ্ট সময় পর PR বা স্থায়ী হওয়ার সুযোগ
✅ ভবিষ্যতে পরিবার নিয়ে জাপানে থাকার সম্ভাবনা
✅ নিজের সন্তানের ভবিষ্যত নিরাপদ করা সম্ভব
✅ একটা উন্নত ও নিরাপদ পরিবেশে বাস করার সম্ভাবনা
✅ দক্ষতা এবং যোগ্যতা অনুযায়ী বিভিন্ন সেক্টরে ভালো চাকরির সম্ভাবনা
🇧🇩 আর বাংলাদেশে?
➡️ সকাল থেকে সন্ধ্যা কাজ করা একটা মানুষ মাস শেষে কোন টাকা জমাতে পারে না। চাইলে একটা ভালো খাবারও খেতে পারে না।
➡️ মধ্যবিত্তদের অবস্থা তো আরো করুন, তারা না পারে চাইতে না পারে সইতে।
➡️ গ্রাজুয়েশন করা হাজার হাজার যুবক মাসের পর মাস ‘চাকরির আবেদন’ করতে করতে হতাশায় ডুবে যায়।
➡️ সামাজিক কোনো নিরাপত্তা নেই, সেদেশে যখন তখন যা কিছু ঘটে যায়
📢 তাহলে বলুন, কষ্টটা কেবল জাপানে? না জীবনটাই একটা সংগ্রাম?
🧠 বাস্তবতা হলো —
বাংলাদেশে কষ্টে বেঁচে থাকতে হয়, জাপানে কষ্টে উন্নতি করা যায়। পৃথিবীর যে দেশেই থাকেন না কেন, আপনাকে কঠোর পরিশ্রমী হতে হবে। পরিশ্রম না করলে কোথাও উন্নতি করতে পারবেন না। তাই মানুষের কথায় হতাশ না হয়ে ভালো করে ল্যাঙ্গুয়েজ শেখায় মনোযোগ দিন। জাপান আসার আগে অবশ্যই N4/N3 করে আসার চেষ্টা করবেন।
‼️‼️ মূলকথা : বর্তমানে আমার N5 এর দুইটি কোর্স চালু আছে। যারা লেসন ৫-৬ পর্যন্ত পড়েছেন, আবার যারা ১০-১১ পর্যন্ত পড়েছেন তারা এডমিশন নিতে পারবেন। আবার N4 একটি কোর্স চালু আছে চাইলে এখনো এড হতে পারবেন ওই কোর্সের সাথে। যারা এডমিশন নিতে চান শুধুমাত্র তারাই ইনবক্স করবেন প্লিজ।
✍️ Tanisha Papri
জাপান থেকে