
13/10/2025
মা বাসায় একটা বাগান বিলাস গাছ লাগায়, আব্বা শখ করে একটা বিশাল লোহার মাচা দেয় উপরে! গাছ টা আস্তে আস্তে মাচা বেয়ে ছড়ায় চারপাশে। আমি অপেক্ষা করছিলাম কবে ফুল ফোটবে!
তারপর ফুল ফোটে! আহা কি দারুন! 😍
কিন্তু তত দিনে আমার বাড়ি ছাড়ার সময় হয়ে গিয়েছিলো!
বাড়ি ছাড়ার ঠিক ৫ বছর পর বাড়ি ফিরি! ততদিনে আব্বাও নাই, বাগান বিলাস গাছ টাও নাই!
ওইবার আমি আর নোভা আরেকটা বাগান বিলাস গাছ লাগাই ঠিক একই জায়গায়! তারপর আবার বাড়ি ছাড়ি!
গাছ টার এখন কি অবস্থা দেখার জন্য বাড়ি ফিরতে মন চায় আবার!
ছবি টা ২০১৮ সালের, বাড়ি ছাড়ার দিন তোলা।