05/09/2025
জৈষ্ঠ্যের খররৌদ্রই ত জৈষ্ঠ্যের অশ্রুশূন্য রোদন..!
না, এ খররৌদ্রতা জৈষ্ঠ্যমাসের নয়, এটা জাপানের শরৎকালের ৩৭° তাপমাত্রায় জনমানবহীন ভর দুপুরে রাস্তা..! জাপানে অটাম আসার আগে জৈষ্ঠ্যের কাঠ-ফাটা রোদের মতো এমন গরম অনুভুত হয়! নির্মল, শরতের ভাসমান স্বচ্ছ মেঘ, আর রৌদ্রের তীব্রতা..।🌞