08/07/2025
প্রথমে এসে জাপানের যে বাসায় থাকি সেখানে চারপাশেই ছিল জাপানের বাসা মাঝখানে আমাদের l এই বাসা গুলির মধ্যে যারা থাকে তারা সবাই বৃদ্ধ,কেউ থাকে একা কেউ থাকে স্বামী-স্ত্রী l বিকেলবেলা হাঁটতে বের হইলে জাপানিজদের সাথে দেখা হলে তারা বলতো করনিচুয়া,তোর মেয়ে অনেক সুন্দর বলে একটা হাসি দিয়ে চলে যেত l জাপানিসরা ছোট বাচ্চার প্রতি খুবই সেনসিটিভ,যত্নশীল এবং ভালোবাসা প্রিয়🥰l তারা ছোট বাচ্চাকে কোলে নিতে ভয় পায় তাই বাচ্চার সেফটির জন্য সব সময় ট্রলার বহন করে l স্বভাবতই মানুষের বয়স হয়ে গেলে মেজাজ খিটখিটে হয়ে যায় সেই বৈশিষ্ট্য গুলিও দেখা যায় অনেক বৃদ্ধদের ভেতরে l
আমরা আমাদের প্রথম বাসা ছেড়ে প্রায় ৭ মাস হইলো আরেকটা নতুন বাসায় উঠিl একদিন হঠাৎ করে আমাদের নতুন বাসার পাশের বাসার মানুষের সাথে দেখা হল, দেখলাম তাদের বাড়িটা যেরকম সুন্দর মানুষগুলি তার থেকে অনেক বেশি সুন্দর l তাদের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম,বাসায় এসে ব্যাপারটি শেয়ার করলাম, তারা এই বয়সে এত সুন্দর তাহলে যৌবনে কতটা ছিল l আমাদের বাসার উঠানটা যেহেতু সবসময় ভরা থাকে এবং বাসার উঠানে অনেক পাথরকুচি তাই আমার মেয়ের খেলতে একটু প্রবলেম হয় l পাশের বাড়ির উনার খেয়াল করে আমার মেয়ের খেলতে একটু প্রবলেম হয়, তাই উনাদের উঠানে গিয়ে খেলতে বলে বারবার l জাপানিজরা এতটাই পরিষ্কার যে তাদের উঠানে একটা কোনা পড়ে থাকলেও সেটা সাথে সাথে হাত দিয়ে তুলে ফেলে l নিজে থেকে একটা সংকোচ কাজ করার কারণে উনারা বারবার ডাকার পরেও দেখা যায় মাঝে মাঝে মেয়েকে উনাদের উঠানে নিয়ে যাই খেলার জন্য l আমার মেয়েকে দেখা মাত্র উনি বাসার ভিতর থেকে দৌড় দিয়ে আসে বা শব্দ পেলেও দৌড় দিয়ে আসে বা কাজের মধ্যে থাকলেও দৌড় দিয়ে আসে🥰l উনি অনেক সময় মেয়েকে এসে বলে আমি কিন্তু এখন চুলায় রান্না দিয়ে আসছি, তাই তোমার সঙ্গী হয়ে বেশিক্ষণ থাকতে পারছি না l আবার কিছু কিছু সময় আমার মেয়ে যতক্ষণ খেলে উনি অপলোক নয়নে তাকিয়েই থাকেন আর হাসে আর বলে আরেকটু হাটো আরেকটু দৌড়াও আর একটু খেলোl উনারা বাসায় দুজন থাকে স্বামী এবং স্ত্রী lতবে বুঝা যায় উনার হাসবেন্ড অনেক কনজারভেটিভ মাইন্ডেরl কিন্তু উনি পুরোই আলাদা, অনেক প্রাণবন্ত ,অনেক আন্তরিক মেয়েকে দেখা মাত্রই কোলে তুলে নেয় l সেদিন বলল তোমার জন্য আমি আমার নিজের হাতে একটা পুতুল বুনতেছি l এখন বুঝতে পারি আমার মেয়ের পায়ের শব্দের জন্য অপেক্ষা করে বসে থাকে কখন আসবে l আমার মেয়ের প্রতি উনার এই ভালোবাসা গুলি আমাকে খুবই আনন্দ দেয় l দোয়া রাখি আল্লাহ তা'আলা উনাদের স্বামী-স্ত্রীকে সুস্থ ভাবে বাঁচিয়ে রাখুন l