Priyobhoomi

Priyobhoomi মুক্ত ভাবনা . মুক্ত চিন্তা . মুক্তি গাথা

প্রিয়ভূমি
মুক্ত মন | মুক্ত চিন্তা | মুক্তি গাথা

একটি অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে একটি জাতির সংগ্রাম, আত্মত্যাগ, অর্জন ও গর্বের মুহূর্তগুলো সংরক্ষিত থাকবে। এটি শুধু একটি তথ্যভাণ্ডার নয়, বরং নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার একটি অনন্য উদ্যোগ। মুক্তিযুদ্ধ, গৌরবোজ্জ্বল অতীত, ইতিহাস, ঐতিহ্য ও অর্জনের মুখপত্র। টোকিও টো, শিনজুকু কু, হিয়াকুনিন-চো ২-১৭-১৫-১০২, সাকাটা বিল্ডিং, পোস্টাল কোড: ১৬৯-০০৭৩, জাপান থেকে প্রকাশিত।

কেন্দ্রীয় শহীদ মিনারে  স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি বঙ্গবীর জেনারেল এম এ ...
15/10/2025

কেন্দ্রীয় শহীদ মিনারে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী প্রমুখ।

১৬ ফেব্রুয়ারি ১৯৭২

বিজয়ী হয়েই ফিরবো। ছবিঃ রাইফেল কাঁধে এক বীর  মুক্তিযোদ্ধা, কুষ্টিয়া, ৮ এপ্রিল ১৯৭১। ছবিটি তুলেছেন ফরাসি আলোকচিত্রী অ্যান ...
11/10/2025

বিজয়ী হয়েই ফিরবো।

ছবিঃ রাইফেল কাঁধে এক বীর মুক্তিযোদ্ধা, কুষ্টিয়া, ৮ এপ্রিল ১৯৭১। ছবিটি তুলেছেন ফরাসি আলোকচিত্রী অ্যান ডি হেনিং।

#তুমিআমারঅহংকার #মুক্তিযুদ্ধ #মুক্তিযোদ্ধা

১৯৭১ সালের ৭ মার্চ, ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর ভাষণ শুনতে উপস্থিত ছিলেন একজন সাধারণ নারী...
08/10/2025

১৯৭১ সালের ৭ মার্চ, ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর ভাষণ শুনতে উপস্থিত ছিলেন একজন সাধারণ নারী। কিন্তু সেই দিনের সেই ভাষণ তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিল। এই নারী আর কেউ নন, তিনি বীর মুক্তিযোদ্ধা তারামন বিবি বীরপ্রতীক!

বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে তিনি শুধু শ্রোতাই থাকেননি, বরং নিজেকে গড়ে তুলেছিলেন একজন অদম্য সশস্ত্র যোদ্ধা হিসেবে। পুরুষ মুক্তিযোদ্ধাদের ব্যাটালিয়নে একমাত্র নারী যোদ্ধা হিসেবে তিনি গড়ে তুলেছিলেন অপ্রতিরোধ্য প্রতিরোধ শক্তি। তাঁর সাহস, দৃঢ়তা আর দেশপ্রেম মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত।

মুক্তিযুদ্ধের পর তাঁর এই অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ভূষিত হন মর্যাদাপূর্ণ ‘বীর প্রতীক’ খেতাবে। তারামন বিবি—এক নাম, যিনি বাংলার নারীশক্তির প্রতীক, মুক্তিযুদ্ধের এক অমর কিংবদন্তি!

ভারতের রাজধানী দিল্লির পাকিস্তান হাইকমিশনের জ্যেষ্ঠ কূটনীতিক বাঙালি হুমায়ুন রশিদ চৌধুরী ৪ অক্টোবর পাকিস্তানের পক্ষ ত্যা...
04/10/2025

ভারতের রাজধানী দিল্লির পাকিস্তান হাইকমিশনের জ্যেষ্ঠ কূটনীতিক বাঙালি হুমায়ুন রশিদ চৌধুরী ৪ অক্টোবর পাকিস্তানের পক্ষ ত্যাগ করে বাংলাদেশের প্রতি তাঁর আনুগত্য প্রকাশ করেন। তিনি পাকিস্তান হাইকমিশনের পরামর্শদাতা পদে কর্মরত ছিলেন।

পাকিস্তান হাইকমিশনের জ্যেষ্ঠ কূটনীতিক বাঙালি হুমায়ুন রশিদ চৌধুরী ৪ অক্টোবর পাকিস্তানের পক্ষ ত্যাগ করে বাংলাদ....

১৯৭১ সালের ৩০ সেপ্টেম্বর নবাবগঞ্জ উপজেলার হাসনাবাদে সংঘটিত গণহত্যায় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের স্থানীয় সহযোগীদে...
30/09/2025

১৯৭১ সালের ৩০ সেপ্টেম্বর নবাবগঞ্জ উপজেলার হাসনাবাদে সংঘটিত গণহত্যায় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের স্থানীয় সহযোগীদের হাতে ১২ জন নিরীহ গ্রামবাসী শহীদ হন। এই নৃশংস ঘটনা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি বেদনাদায়ক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে।

৩০ সেপ্টেম্বর নবাবগঞ্জ উপজেলার হাসনাবাদে সংঘটিত গণহত্যায় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের স্থানীয় সহযোগীদ.....

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নের কাটেঙ্গা গ্রামে সংঘটিত গণহত্যা একটি নৃশং...
30/09/2025

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নের কাটেঙ্গা গ্রামে সংঘটিত গণহত্যা একটি নৃশংস ঘটনা। এই গণহত্যা দুই পর্বে—৩০ সেপ্টেম্বর এবং ২২ নভেম্বর—সংঘটিত হয়, যাতে বেশ কয়েকজন সাধারণ মানুষ ও মুক্তিযোদ্ধা শহীদ হন।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নের কাটেঙ্গা গ্রামে সংঘটিত গণহত্.....

১৯৭১ সালের ৩০ সেপ্টেম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি ঘটনাবহুল দিন। এই দিনে দেশব্যাপী প্রতিরোধ যুদ্ধ, আন্তর্জাত...
30/09/2025

১৯৭১ সালের ৩০ সেপ্টেম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি ঘটনাবহুল দিন। এই দিনে দেশব্যাপী প্রতিরোধ যুদ্ধ, আন্তর্জাতিক মহলে গুরুত্বপূর্ণ আলোচনা এবং রাজনৈতিক ঘটনাপ্রবাহ ঘটে। নিম্নে এই দিনের উল্লেখযোগ্য ঘটনাগুলো সুন্দরভাবে উপস্থাপন করা হলো।

এই দিনে দেশব্যাপী প্রতিরোধ যুদ্ধ, আন্তর্জাতিক মহলে গুরুত্বপূর্ণ আলোচনা এবং রাজনৈতিক ঘটনাপ্রবাহ ঘটে [...]

30/09/2025

২৯ সেপ্টেম্বর রাত এগারোটার দিকে ফেনীর বল্লভপুর ও ছাগলনাইয়ায় মুক্তিবাহিনীর দুটি দল পাকিস্তানি হানাদার বাহিনীর প...

মুক্তিযুদ্ধের ইতিহাসে ২৭ সেপ্টেম্বর একটি গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল দিন। এই দিনটিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিভিন্ন ফ্রন্ট...
27/09/2025

মুক্তিযুদ্ধের ইতিহাসে ২৭ সেপ্টেম্বর একটি গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল দিন। এই দিনটিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিভিন্ন ফ্রন্টে মুক্তিবাহিনীর সাহসী অভিযান এবং আন্তর্জাতিক কূটনৈতিক ঘটনা উল্লেখযোগ্য ছিল।

এই দিনটিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিভিন্ন ফ্রন্টে মুক্তিবাহিনীর সাহসী অভিযান এবং আন্তর্জাতিক কূটনৈতিক ঘটনা...

১৯৭১ সালের ২৫ সেপ্টেম্বর বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে এক নৃশংস গণ...
24/09/2025

১৯৭১ সালের ২৫ সেপ্টেম্বর বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে এক নৃশংস গণহত্যা সংঘটিত হয়। এই ঘটনায় ১০ জন নিরপরাধ মানুষ শহীদ হন।

১৯৭১ সালের ২৫ সেপ্টেম্বর বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে ....

ফুলদহেরপাড়া গণহত্যা ১৯৭১ সালের ২৫ সেপ্টেম্বর সংঘটিত হয়। জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বারইপটল ইউনিয়নের ফুলদহেরপাড়া ...
24/09/2025

ফুলদহেরপাড়া গণহত্যা ১৯৭১ সালের ২৫ সেপ্টেম্বর সংঘটিত হয়। জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বারইপটল ইউনিয়নের ফুলদহেরপাড়া গ্রামে এই গণহত্যা ঘটে, যা জামালপুর জেলার অন্যতম নৃশংস ঘটনা হিসেবে পরিচিত। এতে বহু সাধারণ মানুষ নিহত হন এবং নিহতদের গ্রামেই গণকবর দেওয়া হয়।

ফুলদহেরপাড়া গণহত্যা ১৯৭১ সালের ২৫ সেপ্টেম্বর সংঘটিত হয়। জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বারইপটল ইউনিয়নের ফু....

আন্দুলিয়া গণহত্যা ১৯৭১ সালের ২৫ ও ২৬ সেপ্টেম্বর সংঘটিত হয়। ডুমুরিয়া সদর থেকে সড়কপথে প্রায় ১০ কিলোমিটার উত্তরে রঘুনাথপ...
24/09/2025

আন্দুলিয়া গণহত্যা ১৯৭১ সালের ২৫ ও ২৬ সেপ্টেম্বর সংঘটিত হয়। ডুমুরিয়া সদর থেকে সড়কপথে প্রায় ১০ কিলোমিটার উত্তরে রঘুনাথপুর ইউনিয়নে অবস্থিত আন্দুলিয়া গ্রামে এই নৃশংসতা ঘটে। মজিদ বাহিনীর সঙ্গে রুদাঘরার রাজাকারদের একাধিক যুদ্ধের পর পাকিস্তানি সেনাবাহিনী ও রাজাকাররা গ্রামে প্রবেশ করে গণহত্যা চালায়।

আন্দুলিয়া গণহত্যা ১৯৭১ সালের ২৫ ও ২৬ সেপ্টেম্বর সংঘটিত হয়। ডুমুরিয়া সদর থেকে সড়কপথে প্রায় ১০ কিলোমিটার উত্তর....

住所

169-0073 Tokyo To Shinjuku Ku Hiyaku Nin Cho 2-17-15-102 Sakata Bild
Shinjuku-ku, Tokyo

電話番号

+8801558230021

ウェブサイト

アラート

Priyobhoomiがニュースとプロモを投稿した時に最初に知って当社にメールを送信する最初の人になりましょう。あなたのメールアドレスはその他の目的には使用されず、いつでもサブスクリプションを解除することができます。

事業に問い合わせをする

Priyobhoomiにメッセージを送信:

共有する

カテゴリー