01/11/2025
২০২৪-২০২৫ এ জাপানে জব ভিসায় এসে কোন বাংলাদেশী মারাত্মক ভাবে যদি প্রতারিত হয়ে থাকেন ইনবক্সে জানান।
• দায়িত্বশীলের নামঃ
• কোম্পানির নামঃ
• বাংলাদেশে ঠিকানা(অফিস)
🎙️প্রতারণার ধরণঃ
👉🏽কাজের জন্য এনে কাজ না দেওয়া।
👉🏽জাপানে এনে ছেড়ে দেওয়া ও দায়িত্ব না নেওয়া।
👉🏽International Job Service বা অন্য কোন ভিসায় এনে ভিসার সাথে সামঞ্জস্য নয় এমন কাজে বাধ্য করা।
👉🏽শারীরিক ও মানসিক নির্যাতন
🫶🏻বাংলাদেশের জন্য অযুত সম্ভাবনার শ্রমবাজার জাপান। মুষ্টিমেয় কিছু স্বার্থান্বেষীর কারনে এই সম্ভাবনা যেন অল্পতেই শেষ হয়ে না যায় । সেজন্য সকল জাপান প্রবাসী ও রিক্রুটিং এজেন্টদেরকে পাহারাদারের ভুমিকা পালন করতে হবে ।
Note: Japanbanglanews কে ইনবক্সে পাঠাবেন কাল রবিবারের মধ্যে। কমেন্টে কারো নাম উল্লেখ করবেন না।
সবাইকে শুভেচ্ছা নিরন্তর