Japanbanglanews

Japanbanglanews জাপান ও প্রবাসী বাংলাদেশীদের নিউজ
জাপান বাংলা নিউজ ॥ Japanbanglanews

জাপানের নিউজ আপডেট, প্রবাঁসীদের কথা, দেশ-বিদেশের সকল বাংলাদেশীদের কন্ঠ, ১কোটি সচেতন প্রবাসীর মুখপাত্র
("সত্য প্রকাশে রক্ত চক্ষুকে উপেক্ষা করি")
ফেসবুকঃ https://www.facebook.com/japanbanglanews

ICF Japan আয়োজিত আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা’২০২৫কোশিগায়া অঞ্চলতারিখ: ১০ আগস্ট ॥ সময়: বিকাল ৩টায়স্থান: বায়তু...
07/08/2025

ICF Japan আয়োজিত আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা’২০২৫
কোশিগায়া অঞ্চল
তারিখ: ১০ আগস্ট ॥ সময়: বিকাল ৩টায়
স্থান: বায়তুল আমান মসজিদ কমপ্লেক্স

এর নিয়মাবলীঃ
* জাপানে বসবাসরত শিশু-কিশোরদের অংশগ্রহণে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার প্রাইমারি সিলেকশন রাউন্ড হবে অঞ্চল ভিত্তিক
* অঞ্চল ভিত্তিক প্রতি ৮ জনে একজন হারে অডিশন রাউন্ড থেকে বাছাই করে ফাইনাল রাউন্ডের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।

* প্রতিযোগীরা অঞ্চল ভিত্তিক নিজ এলাকার আয়োজকদের সাথে যোগাযোগ করে নিজেদের নাম রেজিস্ট্রেশন করবেন। এবং নিজ এলাকার প্রতিযোগিতার দিন তারিখ ও ভেন্যু জেনে নিবেন।

অঞ্চল ভিত্তিক শীর্ষ বাছাইদের নিয়ে কেন্দ্রীয় ভাবে ‘গ্রান্ট ফাইনাল’ প্রতিযোগিতা
অনুষ্ঠিত হবে।

প্রতিযোগীদের গ্রুপঃ
* সাধারণ গ্রুপঃ
বয়স
১। ৩-৬ বছর
২। ৭-১২ বছর
৩। ১৩ বছরের উপর
* হিফজ গ্রুপঃ
১। ১ থেকে ৫ পারা হিফজ
২। ৬ থেকে ৩০ পারা হিফজ

ফাইনাল রাউন্ডে গ্রুপ ভিত্তিক
* ১ম পুরস্কার: ক্রেস্ট এবং ৫০,০০০ ইয়েন
* ২য় পুরস্কার: ক্রেস্ট এবং ৩০,০০০ ইয়েন
* ৩য় পুরস্কার: ক্রেস্ট এবং ১০,০০০ ইয়েন

* ফাইনাল রাউন্ডে অংশগ্রহণকারী সবাইকে মেডেল এবং সার্টিফিকেট দেওয়া হবে।

📞 যোগাযোগ :
👉🏽 সাইতামাঃ
• শাহ মুহাম্মদ মামুনুর রশীদ 090 2824 7610
• শাহীন আলী: 070 2794 9892
• আউয়াল:070-6566-3030
• রফিকুল ইসলাম: 080 7997 500
• সোহেল মাহফুজ: 070 2197 1829

👉🏽 কুরিহাশি/ কুকিঃ
• আব্দুল মালেক +81 80-4122-5871
• সাব্বির 080-9880-6376

👉🏽অটোমোবাইল ইন্জিনিয়ার্সঃ
• ইন্জি. সুজুকি আনোয়ার: 070-3830-3447
• ইন্জি. এহতেশামুল হক সিফাত: 080-3533-3244
• ইন্জি. ইউসুফ মোল্লা: 090 9680 5412
• ইন্জি. নঈম আহমেদ:080-6720-0247
👉🏽হাতোইয়ামাঃ
• মীর আলি আহকাম লিখন +81 80 3099 5135
• বাকি বিল্লাহ ফারুকঃ 080 4835 1230
👉🏿ইন্জি. আব্দুল্লাহ আল মারুফ +81 80-3503-0995
👉🏿আতিকুর রহমান 080-5299-6285

আয়োজনেঃ
Islamic Cultural Foundation Japan
(জাপানের একটি রেজিস্টার্ড দাওয়াহ ও সমাজকল্যাণ মূলক সংস্থা)

Japanbanglanews জাপান প্রবাসীদের ভালবাসার নাম, জাপান প্রবাসী বাংলাদেশীরা বিপদে-আপদে, সুখে-দুঃখে, রাত-বিরাতে এই নামটিকে ন...
07/08/2025

Japanbanglanews জাপান প্রবাসীদের ভালবাসার নাম, জাপান প্রবাসী বাংলাদেশীরা বিপদে-আপদে, সুখে-দুঃখে, রাত-বিরাতে এই নামটিকে নিজেদের আপন ঠিকানা মনে করে॥ আলহামদুলিল্লাহ।

আমাদের ইনবক্সে হাজারো দুঃখকষ্ট, নিপিড়ন, শিশু নির্যাতন, নারী ও পুরুষ নির্যাতন, ছাত্র, শ্রমিকদের নির্যাতনের দুঃসহ স্মৃতি ও আলাপ, ক্রাইম, ব্ল্যাকমেইল, নিজের সন্তান কতৃক মা-বাবার অবহেলা, নিপিড়ন, সন্তানের প্রতি অবিচার এবং পুলিশ কেস, প্রতারনা, ক্রেডিট কার্ড জালিয়াতি বা অগোচরে অন‍্যের কার্ড দিয়ে টাকা উত্তোলন বা আত্মসাৎ, সার্টিফিকেট জালিয়াতি, পরকীয়া, লিভ টুগেদার, ড্রাগে আসক্তি, নিয়ম ভাঙার অনিয়ম প্রমাণসহ হাজারো অভিযোগ অনুযোগ, ভুক্তভোগী প্রবাসী বাংলাদেশী ভাই বোনদের কান্নার লোনা জলে টুইটুম্বুর ।।
দেশের ভাবমূর্তি, মানবিকতা, এদেশের আইনশৃঙ্খলা, নিয়ম, , সামাজিক দায়বদ্ধতা ও শৃঙ্খলার কারণে অনেক কিছুই চেপে যেতে হয়। সাংবাদিকদের সাংবাদিকতার নর্মস, নীতি নৈতিকতা, জাস্টিফিকেশনসহ অনেক কিছু খেয়াল করতে হয়। আঁতেল হওয়ার সুযোগ নেই।

অসুস্থ, অর্থ কষ্টে জর্জরিত অসংখ্য জাপান প্রবাসীদের অস্ফুট কান্না প্রতিদিন কানে বাজে।
• কালেকশন সাংবাদিক, লাইভ সাংবাদিক বলে গোয়েবলসীয় কায়দায় জাপান কমিউনিটিকে পক্ষান্তরে তারা ক্ষতিগ্রস্ত করছেন।
YES 👍 ইয়েস আমরা কালেকশন করেছি অসংখ্য বার, কিন্তু একটিবার ও নিজের জন‍্য বা নিজেদের প্রয়োজনে করিনি। এমন কি স্বহস্তে নগদ টাকা তো নেইনি এবং কালেকশনের জন‍্য ব‍্যক্তিগত কোন একাউন্ট ব্যবহার করি নি।

আমাদের কালেকশন বা ফান্ডিংয়ের কারনে যদি কোন ক‍্যান্সার আক্রান্ত মৃত্যু পথযাত্রী চিকিৎসা পেয়ে স্বাভাবিক জীবন ফিরে পায়। অগুনিত প্রবাসী চিকিৎসা সেবা পায়। আত্মীয় পরিজনহীন অজ্ঞাতনামা জাপানের বাংলাদেশী ভাই বোন পুলিশের মর্গ বা হসপিটাল থেকে ইসলামিক পদ্ধতিতে দাফন-কাফন বা কফিন রক্তের বন্ধনে আবদ্ধ স্বজনদের কাছে হস্তান্তর করতে পারে তাহলে সেই কালেকশন বা ফান্ডিংয়ের উদ্যোগ নিয়ে অনভিপ্রেত ট‍্যাগিংয়ের শিকার হতে আমাদের আপত্তি নেই। সাময়িক মনোকষ্ট পেলেও তা দেখার ফুরসত কই💁💁🫶🏻🫶🏻🫶🏻
‘তোমার অসুন্দরেরেও দেখতে লাগে সুন্দরেরই মতো’
💁মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। কেউ ভুল ধরিয়ে দিলে তা স্বীকার করে সংশোধন চেষ্টা আমাদের সহজাত। আলহামদুলিল্লাহ। আমরা অহংকারী দাম্ভিক ফাসাদ সৃষ্টিকারী নই।
‘সাম্বাদিক’, ‘হাম্পাদিক’, ‘কু…ঙ্গার’, ‘জাপান বা নিউজ’ ট‍্যাগিং করে যারা মিথ‍্যাচার, প্রোপাগান্ডা চালাচ্ছেন তাদের বিচারের ভার আল্লাহর।
আল্লাহতে আমাদের পূর্ণ ঈমান।
‘আর রহমানের বান্দাতো তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং অজ্ঞ লোকেরা যখন তাদেরকে সম্বোধন করে তখন তারা বলে ‘সালাম’।’

05/08/2025

জুলাই বিপ্লবে জাপান প্রবাসীদের ভুমিকা
২১ জুলাই’২০২৪ স্মরনাতীতকালের সর্ববৃহৎ সমাবেশ ও মানববন্ধন 🫶🏻

05/08/2025
05/08/2025
05/08/2025
আসসালামু আলাইকুম ক্রিকেট প্রিয় ভাইদের মিলন মেলা “আমাদের সোনার বাংলাদেশ     আমরা তোমায় প্রবাস থেকে ভালোবাসি “আসসালামু আলা...
04/08/2025

আসসালামু আলাইকুম
ক্রিকেট প্রিয় ভাইদের মিলন মেলা

“আমাদের সোনার বাংলাদেশ
আমরা তোমায় প্রবাস থেকে ভালোবাসি “

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে অনেক টিমকেই আমরা এবার সুযোগ দিতে পারিনি। ইনশাআল্লাহ পরবর্তী টুর্নামেন্টে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করব।

আসছে ১২ আগস্ট রোজঃ মঙ্গলবার “বাংলাদেশি কমিউনিটি কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫”অনুষ্ঠিত হবে। উক্ত টুর্নামেন্টে জাপানের বিভিন্ন শহরের বাংলাদেশীদের নিয়ে গঠিত ৮ দল অংশগ্রহণ করবেন।

(KOBE)
(IBARAKI)
( KANAGAWA)
(TOCHIGI)
(GUNMA)
(SAITAMA)
C C (NIPPON)
XI( TOKYO)

অতএব, উক্ত খেলায় আপনি/আপনার উপস্থিতি একান্তভাবে কামনা করছি।
আয়োজনে:অটোমোবাইল ইঞ্জিনিয়ার এসোসিয়েশন

04/08/2025

চটকদার বিজ্ঞাপন দেখে ‘International job service’ ভিসায় জাপানে আসার ক্ষেত্রে শতভাগ নিশ্চিত না হয়ে কেউ আসবেন না💔🗣️

জাপানে “জুলাই ও নতুন বাংলাদেশের প্রত্যাশা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিতকোবে, জাপান | ২ আগস্ট ২০২৫জাপানের কানসাই শাখার আয়োজ...
03/08/2025

জাপানে “জুলাই ও নতুন বাংলাদেশের প্রত্যাশা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

কোবে, জাপান | ২ আগস্ট ২০২৫
জাপানের কানসাই শাখার আয়োজনে কোবে সিটিতে অনুষ্ঠিত হয়েছে “জুলাই ও নতুন বাংলাদেশের প্রত্যাশা” শীর্ষক এক আলোচনা ও মতবিনিময় সভা।

সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির এশিয়া বিষয়ক কেন্দ্রীয় প্রতিনিধি মো. যুবাইর আহমেদ সরদার।

অনুষ্ঠানের শুরুতে ২০২৪ সালের জুলাই মাসে শহীদ হওয়া সকল দেশপ্রেমিকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বক্তারা নতুন বাংলাদেশের রূপরেখা ও ভবিষ্যৎ গঠনমূলক ভাবনা তুলে ধরেন।

সভায় আলোচকরা বলেন, প্রবাসী বাংলাদেশিরাও বাংলাদেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেই সঙ্গে প্রবাসীদের অধিকার, মর্যাদা ও অংশগ্রহণ নিশ্চিত করার দাবিও উঠে আসে।

আলোচনায় অংশ নেন এনসিপি জাপান শাখার সংগঠক মোহাম্মাদ মিরাজ ও সৌরভ সরকার, নুরুল ইসলাম রাফিন, মেহেদী হাসান খান, হাসান ইবনে রহিম, সামসুল আলম, ওবাইদুল হক ও নুরুজ্জামানসহ আরও অনেকে।

অনুষ্ঠানে কানসাই অঞ্চলের এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে সবাই ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং জুলাই শহীদদের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

🌍 *কোরআন প্রতিযোগিতা ও কোরআনের আলোকে জীবন যাপন  আলোচনা সভা **📍 **স্থান ও সময়:**স্থানঃ তাতেবায়াশি মসজিদ ( কুবা মসজিদ) তা...
03/08/2025

🌍 *কোরআন প্রতিযোগিতা ও কোরআনের আলোকে জীবন যাপন আলোচনা সভা **

📍 **স্থান ও সময়:**
স্থানঃ তাতেবায়াশি মসজিদ ( কুবা মসজিদ)
তারিখঃ ১৫ আগস্ট (শুক্রবার)
সময়ঃ ১৬ঃ৩০( উপস্থিতি )
প্রোগ্রাম শুরু আসর নামাজের পর (১৭ঃ১৫~)
আলোচোনা: কোরআনের আলোকে জীবন যাপন।

*রাতের খাবারের ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ *

রেজিস্ট্রেশন লিংকঃ (যাদের প্রতিযোগি নাই, তারাও এখান থেকে রেজিস্ট্রেশন করুন )
https://forms.fillout.com/t/d2bxRCn8Knus

📜 প্রতিযোগিতার নির্দেশনা

* প্রতিযোগিতা শুধুমাত্র জাপানে বসবাসরত শিশু ও কিশোরদের জন্য উন্মুক্ত।
* প্রাথমিক নির্বাচন আঞ্চলিক পর্যায়ে অনুষ্ঠিত হবে, বিভিন্ন অঞ্চলে অডিশনের মাধ্যমে।
* প্রতি ৮ জনের মধ্যে ১ জনকে জাতীয় গ্র্যান্ড ফাইনালে অংশগ্রহণের জন্য বাছাই করা হবে।
* **এই অঞ্চলের সকল অংশগ্রহণকারীকে উপহার প্রদান করা হবে।**

👥 প্রতিযোগিতা গ্রুপসমূহ

**সাধারণ বিভাগ:**
* ৩–৬ বছর
* ৭–১২ বছর
* ১৩ বছর ও তদূর্ধ্ব

**হিফজ বিভাগ:**
* ১–৫ পারা
* ৬–৩০ পারা

🏆 গ্র্যান্ড ফাইনাল(Saitama,Tokyoতে হবে) পুরস্কার (প্রতি গ্রুপে)

* 🥇 **১ম স্থান:** ক্রেস্ট + ¥৫০,০০০
* 🥈 **২য় স্থান:** ক্রেস্ট + ¥৩০,০০০
* 🥉 **৩য় স্থান:** ক্রেস্ট + ¥১০,০০০

> ফাইনাল রাউন্ডে অংশগ্রহণকারী সকলেই মেডেল ও সার্টিফিকেট পাবেন।

📞 যোগাযোগ
ওতা কিরিউ তাতেবায়াশি
Shohrawordy : 070-2168-4571
NIJAM UDDIN Roni : 080-3398-6975

ইসেসাকি তাকাসাকি
zakir Ullah : 070-2624-7121
MASUD RANA BHUIYAN :090-6313-4441
Khayrul Kabir :080-9667-5970

সার্বিক যোগাযোগঃ Mutasim Billah : 070-4294-5969

🕌 আয়োজক
**ইসলামিক কালচারাল ফাউন্ডেশন জাপান**
গুন্মা তোচিগি অঞ্চল
(জাপানে নিবন্ধিত একটি দাওয়াহ ও সামাজিক কল্যাণ সংস্থা)
**জাযাকুমুল্লাহু খাইরান!**
**আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরআনের আলোয় আলোকিত করুন, আমীন।**

আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ২০২৫।কানাগাওয়া অঞ্চলের বাছাই পর্ব সাগামিহারা ঈদগাহ জামে মসজিদে আগামী ০৯ আগস্ট শন...
02/08/2025

আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ২০২৫।
কানাগাওয়া অঞ্চলের বাছাই পর্ব সাগামিহারা ঈদগাহ জামে মসজিদে আগামী ০৯ আগস্ট শনিবার বাদ মাগরিব থেকে অনুষ্ঠিত হবে ইন শা আল্লাহ্।

নিয়মাবলি:
প্রতিযোগিতা মোট পাঁচটি গ্রুপে অনুষ্ঠিত হবে।
১. তিলাওয়াত গ্রুপ ক ৩- ৬ বছর
২. ⁠তিলাওয়াত গ্রুপ খ ৭-১২ বছর
৩. ⁠তিলাওয়াত গ্রুপ গ ১৩ বছর ও তদুর্ধ
৪. ⁠হিফজ গ্রুপ ক ১-৫ পারা
৫. ⁠হিফজ গ্রুপ খ ৬-৩০ পারা

>অংশ গ্রহণকারী সকলকে বিশেষ পুরস্কার প্রদান করা হবে। >বাছাইকৃতরা ফাইনাল রাউন্ডে অংশ নিতে পারবে।
>হিফজ গ্রুপে অংশগ্রহণকারী সকলেই ফাইনাল রাউন্ডে অংশ নিতে পারবে।

আপনার সন্তানকে যদি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করাতে চান তাহলে অতি শীঘ্রই নিম্নে উল্লেখিত নাম্বারে যোগাযোগ করুন। অথবা হোয়াটসঅ‍্যাপে সন্তানের নাম, বয়স ও গ্রুপের নাম লিখে মেসেজ করুন।

যোগাযোগ:
• শওকত আকবর: 080 4300 0740
• আবদুল্লাহ সালেহ: 070 6971 1382
• মাহিদুল ইসলাম: 090 6480 7262
• সেফাত উল্লাহ: 080 6349 3291
• আসাদুল্লাহ মারুফ: 070 9055 9178

02/08/2025

গুন্মার Al Modina Halal Food এ আগুন
জনাব সুরুজ্জামান ভাইয়ের দোকান ,Al Modina Halal Food -(জাপানে দীর্ঘদিন যাবৎ,প্রবাসী কমিউনিটির কাছে একটি সুপরিচিত হালাল ফুডের দোকান)-এ আজ রাতে ৩ টার দিকে আগুন লেগেছে ।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
• দোকান চালু হলে সবাই মিলে শপিং করে ক্ষতি পুষিয়ে দিতে এগিয়ে আসতে হবে॥ সবাইকে

আল্লাহ এই ক্ষতি কাটিয়ে উঠার তাওফিক দিন আমিন
ভিডিও: Aminul Islam

住所

6-10/7
Taito-ku, Tokyo

電話番号

+818052996285

ウェブサイト

アラート

Japanbanglanewsがニュースとプロモを投稿した時に最初に知って当社にメールを送信する最初の人になりましょう。あなたのメールアドレスはその他の目的には使用されず、いつでもサブスクリプションを解除することができます。

事業に問い合わせをする

Japanbanglanewsにメッセージを送信:

共有する