Bhaluka beautiful

Bhaluka beautiful আমাদের উদ্দেশ্য ভালুকার ঐতিহ্যবাহী কে বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরা
(2)

11/08/2025

ভালুকায় প্রশাসন কে দায় করছে সাধারণ মানুষ
২ দিন পর পর ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত সেভেন স্টার হোটেলের সামনে
একটি কিশোর গ্যাং যাকে তাকে রক্তাক্ত করছে পুলিশ কিছুই করতে পারছে না
এই কয়দিনে বেশ কয়েকটি রক্তাক্ত হামলা হয়েছে এই হোটেলের সামনে
অপরাধীরা এই হোটেলের চাইনিজ রেস্তোরাঁ সারাদিন অবস্থান করে এবং বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে
সাধারণ মানুষ ভালুকা মডেল থানা পুলিশের নিরব ভূমি কাকে দায়ী করছে

গল্পের নাম সাইফুল ওরফে ইসমাইল বিস্তারিত আসছে....
06/08/2025

গল্পের নাম সাইফুল ওরফে ইসমাইল
বিস্তারিত আসছে....

02/08/2025

ভালুকায় বিপুল পরিমাণ মাদক সহ পিতা- পুত্র আটক

ডাকাতিয়া ইউনিয়নের আউলিয়ারচালা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো আউলিয়ারচালার মৃত আছান আলীর পুত্র মোঃ করিম মিয়া (৫৫) এবং তার ছেলে মোঃ আনোয়ার হোসেন (২৪)। স্থানীয়দের সূত্রে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে এলাকায় পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।
ধন্যবাদ ভালুকা মডেল থানা পুলিশ এর অফিসার ইনচার্জ জনাব হুমায়ন কবির

আলহামদুলিল্লাহ নজরুল লীগ  কট খাইছে এখন বাকি তার ভাই সহ তার পরিবারের আরো কয়েক জন  আওয়ামী লীগের ধূসর যিনি স্বৈরাচার সরকা...
02/08/2025

আলহামদুলিল্লাহ
নজরুল লীগ কট খাইছে
এখন বাকি তার ভাই সহ তার পরিবারের আরো কয়েক জন
আওয়ামী লীগের ধূসর যিনি স্বৈরাচার সরকার ক্ষমতা থাকা কালীন সময়ে সর্বোচ্চ চাঁদাবাজি করেছে ভালুকা বাজার ইজারা নেয়ার নামে করেছে চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকান্ড এই নজরুল এবং তার ভাই কামরুল তার ভাগিনা নাসিম এবং কামরুল নজরুলের সন্তানেরা.
আঞ্চলিক শ্রমিক লীগ ভালুকা উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলাম সরকার কে গ্রেফতার করেছে
ঢাকার উত্তরা থেকে

শুভ সকাল প্রিয় ভালুকা বাসি এই যে দুজন ব্যক্তিকে আপনারা দেখতে পারছেন ছবিতে একজন সাবেক আওয়ামী লীগ নেতা ৫ আগস্ট ২০২৪ ইং ত...
02/08/2025

শুভ সকাল প্রিয় ভালুকা বাসি
এই যে দুজন ব্যক্তিকে আপনারা দেখতে পারছেন ছবিতে একজন সাবেক আওয়ামী লীগ নেতা ৫ আগস্ট ২০২৪ ইং
তারিখে অবৈধ ফ্যাসিস্ট আওয়ামী
সরকার পতনের পর বর্তমান নামধারী ধর্মীয় নেতা
মলয় নন্দী মানিক যিনি ভালুকায় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যত গায়েবী মামলা হয়েছে সকল মামলার প্রধান সাক্ষী
হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বিএনপি নেতা কর্মীদেরকে বাড়ি বাড়ি গিয়ে গ্রেফতার করতে সহযোগিতা করেছেন
তাকে বর্তমান দেখা যায় ভালুকা উপজেলা পরিষদ এবং ভালুকা মডেল থানায় নিজেকে ধর্মীয় নেতা পরিচয় দিয়ে
সব দপ্তর থেকে গুরুত্বপূর্ণ তথ্য
আওয়ামী লীগের নেতাকর্মীদের কে দিয়ে যাচ্ছে
আওয়ামী ধূসর এই মলয় নন্দী মানিককে দ্রুত গ্রেপ্তার করা হোক অবিলম্বে তাকে আইনের আওতায় নেওয়া হোক

অপর জন চোরাই মোটরসাইকেল এবং
হেরোইন ব্যবসায়ী ভালুকা মডেল থানার সোর্স খুসবো গত আওয়ামী লীগ সরকারের সময়
বিভিন্ন মানুষকে হয়রানি করেছে ভালুকা মডেল থানার সাবেক এ এস আই মাদক ব্যবসায়ী মরহুম আমিনুল ইসলাম এর মাধ্যমে
খুশবু কষ মাদক ব্যবসা করার সময়
সে মাঠে কোন প্রতিপক্ষ দার করাতে দেয়নি মাদকের রাজ্যে ছিল তার ব্যাপক দাপট
কারণ তার সঙ্গে অবৈধ মাদক ব্যবসায়িক পার্টনার ছিল
ভালুকা মডেল থানার সাবেক এসআই মরহুম আমিনুল ইসলাম
ভালুকার সাধারণ মানুষকে খুশবু পুলিশ দিয়ে বিভিন্ন সময় হয়রানি করেছে
মানুষের দোকানে বাসায় ব্যাগের মধ্যে নিজে মাদক রেখে তারপর পুলিশ দিয়ে ধান্দা করেছে
এদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিতে হবে
তাদের সঙ্গে আরেক জন গ্রাম পুলিশ জড়িত রয়েছে বলে জানা যায় তার নাম আহাম্মদ বাড়ি পূর্ব ভালুকা সে
নিজেকে ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক
সাখাওয়াত পাঠান সাহেবের আস্থাভাজন বলে দাবি করে আসছেন সরকার পতনের পর থেকে
খুশবু এবং আহাম্মদ এর মাদক ব্যবসা এখনো রমরমা চলছে
সেই সঙ্গে আপনাদেরকে একটা জিনিস অবগত করতে চাই প্রথম ১০ কে বাংলা বিউটিফুলের এডমিন
হচ্ছে এই খুশবু এর বিভিন্ন প্রমাণ আমাদের হাতে রয়েছে সে বিভিন্ন সময় মানুষের কাছ থেকে টাকা নিয়ে পোস্ট ডিলিট করেছে এবং বিকাশ নাম্বার ছিল তার
সময় হলে আরো আপনাদের কে জানাবো
তবে প্রশাসনকে জোরালো ভাবে অনুরোধ করছি এই তিনজন কে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে
তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করুন
ধন্যবাদ

02/08/2025

বিউটিফুল

01/08/2025

সতর্কতামুলক পোস্ট
একটি কুচক্রী মহল/প্রতারক চক্র থানার বিভিন্ন অফিসারের নামে সাধারণ মানুষের কাছে বিভিন্ন ধরনের টাকা পয়সা চাচ্ছে।সবাই সাবধান থাকবেন।এ ধরনের কোন ফোনকল পেলে নাম্বারটি ইনবক্সে দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

হুমায়ন কবির
অফিসার ইনচার্জ
ভালুকা মডেল থানা ময়মনসিংহ

আগামী ১১ দিন সারাদেশে পুলিশের ‘বিশেষ সতর্কতা’ জারি
29/07/2025

আগামী ১১ দিন সারাদেশে পুলিশের ‘বিশেষ সতর্কতা’ জারি

ভালুকায় বিগত বছরগুলোতে শৈরাচার হাসিনার দোসর অপরাধী থানার দালাল বাটপার হিরুইন ও ইয়াবা ব্যবসায়ীসাবেক ছাত্রলীগ নেতা তাজিক...
29/07/2025

ভালুকায় বিগত বছরগুলোতে শৈরাচার হাসিনার দোসর অপরাধী থানার দালাল বাটপার
হিরুইন ও ইয়াবা ব্যবসায়ী
সাবেক ছাত্রলীগ নেতা তাজিকুল ইসলাম খুশবু ও গ্রাম পুলিশ ও মাদক ব্যবসায়ী আহাম্মদ কে ইদানীং ভালুকা মডেল থানায় দালালী করতে দেখা গেছে??

ভালুকার শত শত পরিবার এদের অত্যাচারে নিঃস্ব বিগত আওয়ামী লীগ সরকার এর আমলে লক্ষ লক্ষ টাকা কামিয়ে নিয়েছে নিরপরাধ মানুষকে ফাঁসিয়েছে মাদক জুয়া মামলায় ... সাধারণ মানুষকে জিম্মি করে এক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে আওয়ামী দোসর খুসবু ও নামধারী গ্রাম পুলিশ আহাম্মদ

এখনো কাদের ইন্দনে এরা মডেল থানায় আসা যাওয়া করছে?? এদের কে সাধারণ ভুক্তভোগী মানুষ হাতেনাতে পেলে উত্তম দিবে জনতা

ওস্তাদ এতদিন আপনি কোথায় ছিলেন সেই যে বিএনপি সরকারের আমলে দৌড়ানি খেয়ে ভালুকা ছেড়ে চলে গেলেন৫ আগস্ট ২০২৪ ইং তারিখের পর...
27/07/2025

ওস্তাদ এতদিন আপনি কোথায় ছিলেন
সেই যে বিএনপি সরকারের আমলে দৌড়ানি খেয়ে ভালুকা ছেড়ে চলে গেলেন
৫ আগস্ট ২০২৪ ইং তারিখের পর দেখলাম আপনি ভালই
কাজ করছেন এই কাজটা যদি উস্তাদ আপনি আরো আগে করতেন
তখন ভালুকা বাসী আপনাকে একটা কিছু উপহার দিতো কিন্তু আপনি একজন সুবিধাবাদী তাই আপনাকে ভালুকার মানুষ আপাতত গ্রহণ করছে না
দুরদিনে আপনি ভালুকা বিএনপি'র কোন কাজে আসেন নি
আর বর্তমান কয়েকটা ইন্টারন্যাশনাল আউট আপনাকে যে স্বপ্ন দেখাচ্ছে সেই স্বপ্নে আপনার স্বপ্নদোষ হবে
কথাটা মনে রাখবেন

মাসুদ পাঠান সাহেব আপনি আওয়ামী লীগের ধূসর হয়ে কিভাবে এখনো থানায় প্রবেশ করেন?আপনি ওসি সাহেবের রুমে কি করেন দুইদিন পর পর...
27/07/2025

মাসুদ পাঠান সাহেব
আপনি আওয়ামী লীগের ধূসর হয়ে কিভাবে এখনো থানায় প্রবেশ করেন?
আপনি ওসি সাহেবের রুমে কি করেন দুইদিন পর পর আপনার থানায় কি কাজ?
ভালুকা মডেল থানার ওসি মহোদয় কে বিনীতভাবে অনুরোধ করবো এই আওয়ামী ধূসর দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিন
এই মাসুদ পাঠান আওয়ামী লীগ সরকারের আমলে
ভালুকা উপজেলার সাবেক সাংসদ সদস্য
আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনুর অত্যন্ত
আস্থা ভাজন ছিলেন
আপনি ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ এর দায়িত্ব পেয়েছেন আপনি অত্যন্ত ভালো এবং সৎ মানুষ
সে ইতিমধ্যে আপনার নাম বিক্রি করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অপকর্ম করে যাচ্ছে সে বিভিন্ন জায়গায় পরিচয় দিয়ে যাচ্ছে সে আপনার বন্ধু
দয়া করে আপনি দ্রুত ও তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন সেই সঙ্গে আমরা আশা করছি আপনি ভালুকা থানা পুলিশকে বিতর্কিত করবেন না এসব আওয়ামী ধূসরদের থানায় আশ্রয় প্রশ্রয় দিয়ে
ধন্যবাদ

24/07/2025

রাত ভর ভালুকায় লোডশেডিং ছিল। ভালুকার কিছু কিছু এলাকায় আজকে সকালেও লোডশেডিং দেখা গেছে। এই তীব্র গরমে লোডশেডিং থেকে পরিত্রাণ পেতে চাই ভালুকাবাসী।

住所

Shinagawa-ku
Tokyo

ウェブサイト

アラート

Bhaluka beautifulがニュースとプロモを投稿した時に最初に知って当社にメールを送信する最初の人になりましょう。あなたのメールアドレスはその他の目的には使用されず、いつでもサブスクリプションを解除することができます。

事業に問い合わせをする

Bhaluka beautifulにメッセージを送信:

共有する

カテゴリー