Exploring Japan with Sohan & Rime

Exploring Japan with Sohan & Rime Make life fun, tomorrow isn’t guaranteed.
🇧🇩🇯🇵🇸🇬🇲🇾🇹🇭

14/12/2025

Muskurao..😊

08/12/2025

Pattaya থেকে Coral Island যাওয়ার আগেই ঠিক করেছিলাম একটা অ্যাডভেঞ্চার প্যাকেজ নেব। প‍্যাকেজে ৪টি রাইড ছিল।সেই প্যাকেজের মধ্যেই ছিল parasailing। Boat-এ উঠার পর থেকেই বুকটা দুরুদুরু করছিল—এক ধরনের excitement, আবার একটু ভয়ও কাজ করছিল। মনে হচ্ছিল, যদি হঠাৎ কিছু হয়ে যায়! কিন্তু তবুও ভেতরে ভেতরে অনুভব করছিলাম যে আজকের দিনটা নিশ্চয়ই অন্যরকম হতে যাচ্ছে।
যখন আমাকে লাইফজ্যাকেট আর বেল্ট পরিয়ে দিল, তখনো পুরোপুরি বিশ্বাস হচ্ছিল না যে সত্যি সত্যি আমি আকাশে উড়তে যাচ্ছি। তারপর মুহূর্তের মধ্যে boat স্পিড নিল, আর আমি ধীরে ধীরে উঠে যেতে লাগলাম আকাশের দিকে। সেই প্রথম কয়েক সেকেন্ড—ওই মুহূর্তটা সত্যি শ্বাস বন্ধ করে দেওয়ার মতো ছিল। ভয়টা তখনো ছিল, কিন্তু তার সাথে মিশে যাচ্ছিল অন্যরকম রোমাঞ্চ।
একটা সময় গিয়ে বুঝলাম, আমি আর ভয় পাচ্ছি না… বরং আকাশের মাঝে ঝুলে থাকতে থাকতেই পুরো দৃশ্যটা উপভোগ করছি। উপরে থেকে একদিকে নীল, স্বচ্ছ সমুদ্র—যেন সীমাহীন শান্তি। অন্যদিকে পুরো Pattaya city-র এক অনন্যসুন্দর ভিউ—ঘরবাড়ি, শহরের রং, সমুদ্রতীর—সব একসাথে যেন ছবি হয়ে চোখের সামনে ফুটে উঠছিল।
Weather-টা ছিল অপূর্ব—হালকা রোদ, পরিষ্কার আকাশ, আর একটা মিষ্টি বাতাস। সব মিলিয়ে মুহূর্তটা এমন নিখুঁত ছিল যে মনে হচ্ছিল সময় যেন একটু থেমে গেছে। ওই উচ্চতা থেকে পৃথিবীটাকে এত সুন্দর লাগছিল যে মনে হচ্ছিল, জীবনে এর মতো অনুভূতি খুব কমই পাওয়া যায়।
Parasailing-এর পুরো সময়টা আমি সত্যি অসাধারণভাবে উপভোগ করেছি। ভয়কে পেছনে ফেলে নিজের চোখে দেখা সেই নীল সমুদ্র আর Pattaya-র সৌন্দর্য—আমার মনে হয় এটা জীবনেও ভুলতে পারবো না। এটা ছিল আমার ভ্রমণ জীবনের সবচেয়ে স্মরণীয় অভিজ্ঞতাগুলোর একটি।

❤️ শেষ কথা
সবচেয়ে বড় ধন্যবাদ আমার স্বামীকে।
তার জন্যই এই সুন্দর অভিজ্ঞতা, এই মুহূর্তগুলো সম্ভব হয়েছে। তিনি সবসময় আমাকে সাপোর্ট করেন, সাহস দেন, আর আমার মুখে হাসি দেখতে চান। জীবনে এমন একজন সঙ্গী পাওয়া সত্যিই আল্লাহর বিশেষ রহমত। ধন্যবাদ আমার জান, আমাকে এত সুন্দর স্মৃতি উপহার দেওয়ার জন্য। ❤️

07/12/2025

আকাশে উড়াল দেওয়ার প্রস্তুতি নিচ্ছি..❤️❤️


Good morning pattaya, Thailand 🇹🇭
06/12/2025

Good morning pattaya, Thailand 🇹🇭

06/12/2025

Coming soon….🇨🇷

আল্লাহুম্মা বারিক লাহু..❤️আজ ডিনারে আমার প্রিয় স্বামীর কাছে আবদার করেছিলাম বিরিয়ানি খাবো। মা শা আল্লাহ, তিনি নিজ হাতে র...
06/12/2025

আল্লাহুম্মা বারিক লাহু..❤️

আজ ডিনারে আমার প্রিয় স্বামীর কাছে আবদার করেছিলাম বিরিয়ানি খাবো। মা শা আল্লাহ, তিনি নিজ হাতে রান্না করে আমার জন্য সুন্দর করে প্লেট সাজিয়ে পরিবেশন করলেন। যত শুকরিয়া আদায় করবো, আল্লাহর কাছে ততই কম মনে হবে।

আমার এই অসুস্থতার দিনগুলোতে তিনি যেভাবে আমাকে আগলে রাখছেন, তা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। আমি এখন একদমই রান্না থেকে দূরে—প্রায় সারাদিনই শুয়ে থাকি। কিন্তু আমার স্বামী যতই ব্যস্ত থাকুন না কেন, সারাদিনের কাজ শেষে ঘরে এসে সবার আগে রান্নাঘরে যান, আমার জন্য খাবার রান্না করেন, তারপর বেডে এনে নিজ হাতে খাইয়ে দেন।

আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ—এই নিয়ামতের জন্য।
আল্লাহ আমাদেরকে এভাবেই ভালোবাসা, মমতা আর রহমতের সাথে হাজার বছর একসঙ্গে বাঁচিয়ে রাখুন। আমিন। 🤲💞

06/12/2025

একদিন বৃদ্ধ হবো; শরীরের চামড়া কুঁচকে যাবে, পৃথিবীর সকল ব্যস্ততা হুট করেই বিলীন হয়ে যাবে। এমন অবসর সময়ে আমার জন্য তখন কেউ সময় খরচ করবে না- আমি জানি।

সে বয়সে আত্মীয়স্বজন; বন্ধুবান্ধব, এমনকি নিজের সন্তানদের সাথেও দূরত্ব তৈরি হয়। একাকী নিরিবিলি এক বদ্ধ ঘরে তখন মানুষ দিনের পর দিন মৃ`ত্যুর অপেক্ষা করে যায়।

আমি চাই আপনি আমার মৃ`ত্যুর আগ পর্যন্ত আমার সাথে থাকবেন..তখনও আমরা দুজনে গোধূলি বিকেলে হাঁটতে বের হবো, প্রকৃতির মাঝে বিস্তার করবে আমাদের পুরনো ভালোবাসা।

প্রতিটি সন্ধ্যা সাক্ষী হবে; ভালোবাসার কোনো বয়স হয়না, অনুভূতি কখনো বৃদ্ধ হয় না🥰 Mia Sohan


উন্নত দেশগুলোর গণতন্ত্রে নেতৃত্ব আসে প্রতিষ্ঠান, নীতি ও জনগণের অংশগ্রহণ থেকে। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আমরা এখনও অনেক...
04/12/2025

উন্নত দেশগুলোর গণতন্ত্রে নেতৃত্ব আসে প্রতিষ্ঠান, নীতি ও জনগণের অংশগ্রহণ থেকে। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আমরা এখনও অনেকটাই পরিবারকেন্দ্রিক নেতৃত্ব দেখে আসছি।
বাবা এমপি হলে ছেলে ভবিষ্যৎ এমপি—এ ধারণা কেন?
দলের ভেতরে কি সত্যিই এমন কেউ নেই, যিনি যোগ্যতা, দক্ষতা ও নেতৃত্ব দিয়ে দলকে এগিয়ে নিতে পারেন?
নাকি নেতৃত্ব অবশ্যই একই পরিবার থেকেই আসতে হবে?
একটা দল যদি সত্যিকারের গণতান্ত্রিক হতে চায়,
তবে নতুন নেতৃত্ব তৈরি করতে হবে—
যোগ্য মানুষকে সামনে আনতে হবে—
তরুণদের সুযোগ দিতে হবে।
দলের কাজ হচ্ছে এমন নেতা তৈরি করা,
যাকে দেখে জনগণ সিদ্ধান্ত নেবে:
“এই ব্যক্তি দেশকে নেতৃত্ব দিতে পারবে।”
কোনো ব্যক্তিপূজা বা পরিবারপূজার জন্য দল নয়।
আগামী নির্বাচন সামনে।
নির্বাচন মানেই ক্ষমতা পাওয়া নয়—
এটা জনগণের সেবা করার অঙ্গীকার।
জনগণের পাশে থাকা, তাদের সমস্যা জানা,
সরকারি সহায়তা এনে তাদের কষ্ট কমানো—
এটাই একজন নেতার প্রধান দায়িত্ব।
যে মানুষ জনগণের কাছে যায় না,
জনগণের কণ্ঠ শোনে না,
জনসেবাকে নিজের কর্তব্য মনে করে না—
তাকে নির্বাচনে না আসাই ভালো।
বাংলাদেশ এগোতে হলে
দলকে শক্তিশালী করতে হবে,
নেতাকে নয়।
রাজনীতিকে পরিবার নয়,
গণতন্ত্রের উপর দাঁড় করাতে হবে।

29/11/2025

Easy japan lifestyle 🇯🇵

22/11/2025

আমার প্রিয় স্বামী..😘
আপনাকে ভালোবাসি শতরূপে,
শতবার❤️
আপনাকে ভালোবাসি
যেন শতবার বলা এক প্রতিশ্রুতি।

আল্লাহুম্মা বারিক লাহু..❤️আমার অসুস্থতার কারণে উনার একটাই ভাবনা—অফিস শেষ করে বাসায় এসে আমাকে কী রান্না করে খাওয়াবেন। আমি...
21/11/2025

আল্লাহুম্মা বারিক লাহু..❤️

আমার অসুস্থতার কারণে উনার একটাই ভাবনা—অফিস শেষ করে বাসায় এসে আমাকে কী রান্না করে খাওয়াবেন। আমি প্রতিদিনই নতুন কিছুর আবদার করি, আর উনি বিন্দুমাত্র বিরক্ত না হয়ে সবটাই ভালোবাসা দিয়ে করেন।
আজও অফিস থেকে ফেরার পথে বাংলা halal food থেকে আমার জন্য নিয়ে এলেন মাটন পায়া। বাসায় এসেই নিজের হাতে রান্না করে বানিয়ে দিলেন delicious আর healthy পায়া স্যুপ।
সত্যি… এতটা ভালোবাসা আর যত্ন পেয়ে আমি প্রতিদিনই
উনার প্রতি ভীষণ কৃতজ্ঞ।❤️❤️

৫.৫ মাত্রার ভূমিকম্প বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশের জন্য বেশ ভয়ঙ্কর ও উদ্বেগজনক।
21/11/2025

৫.৫ মাত্রার ভূমিকম্প বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশের জন্য বেশ ভয়ঙ্কর ও উদ্বেগজনক।

住所

Ikebukuro, Tokyo

電話番号

+818044610087

アラート

Exploring Japan with Sohan & Rimeがニュースとプロモを投稿した時に最初に知って当社にメールを送信する最初の人になりましょう。あなたのメールアドレスはその他の目的には使用されず、いつでもサブスクリプションを解除することができます。

事業に問い合わせをする

Exploring Japan with Sohan & Rimeにメッセージを送信:

共有する