08/12/2025
Pattaya থেকে Coral Island যাওয়ার আগেই ঠিক করেছিলাম একটা অ্যাডভেঞ্চার প্যাকেজ নেব। প্যাকেজে ৪টি রাইড ছিল।সেই প্যাকেজের মধ্যেই ছিল parasailing। Boat-এ উঠার পর থেকেই বুকটা দুরুদুরু করছিল—এক ধরনের excitement, আবার একটু ভয়ও কাজ করছিল। মনে হচ্ছিল, যদি হঠাৎ কিছু হয়ে যায়! কিন্তু তবুও ভেতরে ভেতরে অনুভব করছিলাম যে আজকের দিনটা নিশ্চয়ই অন্যরকম হতে যাচ্ছে।
যখন আমাকে লাইফজ্যাকেট আর বেল্ট পরিয়ে দিল, তখনো পুরোপুরি বিশ্বাস হচ্ছিল না যে সত্যি সত্যি আমি আকাশে উড়তে যাচ্ছি। তারপর মুহূর্তের মধ্যে boat স্পিড নিল, আর আমি ধীরে ধীরে উঠে যেতে লাগলাম আকাশের দিকে। সেই প্রথম কয়েক সেকেন্ড—ওই মুহূর্তটা সত্যি শ্বাস বন্ধ করে দেওয়ার মতো ছিল। ভয়টা তখনো ছিল, কিন্তু তার সাথে মিশে যাচ্ছিল অন্যরকম রোমাঞ্চ।
একটা সময় গিয়ে বুঝলাম, আমি আর ভয় পাচ্ছি না… বরং আকাশের মাঝে ঝুলে থাকতে থাকতেই পুরো দৃশ্যটা উপভোগ করছি। উপরে থেকে একদিকে নীল, স্বচ্ছ সমুদ্র—যেন সীমাহীন শান্তি। অন্যদিকে পুরো Pattaya city-র এক অনন্যসুন্দর ভিউ—ঘরবাড়ি, শহরের রং, সমুদ্রতীর—সব একসাথে যেন ছবি হয়ে চোখের সামনে ফুটে উঠছিল।
Weather-টা ছিল অপূর্ব—হালকা রোদ, পরিষ্কার আকাশ, আর একটা মিষ্টি বাতাস। সব মিলিয়ে মুহূর্তটা এমন নিখুঁত ছিল যে মনে হচ্ছিল সময় যেন একটু থেমে গেছে। ওই উচ্চতা থেকে পৃথিবীটাকে এত সুন্দর লাগছিল যে মনে হচ্ছিল, জীবনে এর মতো অনুভূতি খুব কমই পাওয়া যায়।
Parasailing-এর পুরো সময়টা আমি সত্যি অসাধারণভাবে উপভোগ করেছি। ভয়কে পেছনে ফেলে নিজের চোখে দেখা সেই নীল সমুদ্র আর Pattaya-র সৌন্দর্য—আমার মনে হয় এটা জীবনেও ভুলতে পারবো না। এটা ছিল আমার ভ্রমণ জীবনের সবচেয়ে স্মরণীয় অভিজ্ঞতাগুলোর একটি।
❤️ শেষ কথা
সবচেয়ে বড় ধন্যবাদ আমার স্বামীকে।
তার জন্যই এই সুন্দর অভিজ্ঞতা, এই মুহূর্তগুলো সম্ভব হয়েছে। তিনি সবসময় আমাকে সাপোর্ট করেন, সাহস দেন, আর আমার মুখে হাসি দেখতে চান। জীবনে এমন একজন সঙ্গী পাওয়া সত্যিই আল্লাহর বিশেষ রহমত। ধন্যবাদ আমার জান, আমাকে এত সুন্দর স্মৃতি উপহার দেওয়ার জন্য। ❤️