Japanbanglanews JBN

Japanbanglanews JBN জাপান প্রবাসী বাংলাদেশী ও প্রবাসী বাংলাদেশীদের মুখপাত্র

27/07/2025
16/07/2025

জাপানে অবস্থানরত নবাগত প্রিয় ছাত্র-ছাত্রী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম।
আশা করি মহান আল্লাহর রহমতে সকলে ভালো আছেন ।আপনারা জানেন জাপানের ক্যারিয়ার গঠন অত্যন্ত চ্যালেঞ্জিং এবং কম্পিটিটিভ।
বিশেষ করে সঠিক গাইড লাইন এবং দিকনির্দেশনা না থাকলে প্রত্যাশিত গন্তব্যে পৌঁছানো অনেক বেশি কঠিন এবং দুরূহ হয়ে পড়ে।
আপনাদের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে জাপানের ঐতিহ্যবাহী সংগঠন ইসলামিক মিশন জাপান টোকিও শাখা প্রতিবছরের মত এইবারও ক্যারিয়ার গাইডলাইন এবং নবাগত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে।
জাপানে বিভিন্ন সেক্টরে প্রতিষ্ঠিত এবং সফল ব্যক্তিবর্গ দিকনির্দেশনা মূলক প্রেজেন্টেশন উপস্থাপন করবেন ইনশাআল্লাহ।

উক্ত প্রোগামে আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রত্যাশা করছি।

তারিখ : ২০ জুলাই ২০২৫ রবিবার
স্থান : আকাবানে বিভিও হল(৩য় তলা)
(আকাবানে ষ্টেশন কিতাগুচি দিয়ে বের হয়ে পায়ে হেটে ২-৩মিনিট)
সময়: সকাল১০:৩০ - দুপুর ১:০০টা পর্যন্ত।

বিস্তারিত জানতে পোস্টারে উল্লিখিত নাম্বারে যোগাযোগ করুন।

বিশেষ দ্রষ্টব্য:
প্রোগ্রাম শেষে দুপুরের খাবার এবং মৌসুমী ফল উৎসবের আয়োজন থাকবে।

29/05/2025

আসসালামু আলাইকুম, ইসলামিক মিশন জাপান, টোকিও শাখার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দিনব্যাপী “ঈদ পুনর্মিলনী” আ...

04/05/2025
আগামীকাল ৩১ মার্চ’২০২৫ সোমবার জাপানে ঈদুল ফিতরজাপান চাঁদ দেখা কমিটির (রুইয়াতে হেলাল জাপান) সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী...
30/03/2025

আগামীকাল ৩১ মার্চ’২০২৫ সোমবার জাপানে ঈদুল ফিতর
জাপান চাঁদ দেখা কমিটির (রুইয়াতে হেলাল জাপান) সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল ৩১ মার্চ’২০২৫ সোমবার জাপানে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে ইন শা আল্লাহ।

••কেন্দ্রীয় জাপান চাঁদ দেখা কমিটির (রুইয়াতে হেলাল জাপান) বৈঠক আজ ৩০ মার্চ’২০২৫ রবিবার রাত ৮ঃ৩০ টায় জামে মসজিদ ইয়োকোহামা, জাপানে অনুষ্ঠিত হয়।

‎تقبل الله منا ومنكم (তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম) আল্লাহ্‌ আমাদের ও আপনাদের নেক আমলগুলো কবুল করে নিন। আমিন।

Stay Connected with us👈
‘Like’ ।। ‘Follow’।। 'Share'
জাপান বাংলা নিউজ

住所

Taito-ku, Tokyo

アラート

Japanbanglanews JBNがニュースとプロモを投稿した時に最初に知って当社にメールを送信する最初の人になりましょう。あなたのメールアドレスはその他の目的には使用されず、いつでもサブスクリプションを解除することができます。

共有する