অনেক ইয়াকি নিকু খেতে ইচ্ছে করছিল তাই ইচ্ছা পূরণ করতে চলে গিয়েছিলাম একটা হালাল রেষ্টুরেন্টে।
যদিও জাপানের প্রতি স্টেশনের আশেপাশেই কোন না কোন ইয়াকি নিকুর দোকান আছে তবে হালাল না হওয়ার কারনে খেতে ইচ্ছে হলেও খেতে পারিনা সব যায়গায়।
তাই আজকে টোকিও থেকে প্রায় ৫০কি:মি: দূরের দোকানে গিয়ে ইচ্ছে পূরণ করে আসলাম।
25/07/2025
সপ্তাহে সোমবারটা মনে হয় খুব তারাতাড়ি এসে পরে আর শুক্রবার মনে হয় আসতেই চায় না😁
জাপানের সেলারি ম্যান ফ্যাক্ট
21/07/2025
একটা দূর্ঘটনা হওয়ার পর আমাদের সচেতন রাজনৈতিক মহল উঠে পড়ে লাগে কার ঘারে দোষ দেওয়া যায় এই নিয়ে।
তারা যখন ক্ষমতায় তখন এই বিষয় গুলো নিয়ে তাদের কাজ করতে দেখা যায় না।
তাদের মাথায় এতদিন এই বিষয়টি কাজ করে নি যে ঢাকার মত এমন একটা জনবহুল জায়গায় কিভাবে একটা বিমান প্রশিক্ষন কেন্দ্র পরিচালনা করা যায়?
কি ভাবে এই ২০২৫সালে এসেও ৫০বছর আগের প্রযুক্তিতে তৈরি হওয়া বিমান দিয়ে এখন পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়?
এই দুর্ঘটনায় দায় কি শুধু বিমান বাহিনীর একার??
আমার তো মনে হয় স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত যে সকল দল সরকারের দায়িত্বে ছিল এই দ্বায় তাদের সবার।
19/07/2025
রেস্টুরেন্টে খাবার অর্ডার করার পর যদি সবকিছুর জোগাড় করে পাতিলে বসিয়ে আপনার সামনে দিয়ে বলে যে এখন থেকে রান্না শুরু হবে এবং ২৫মিনিট পর খেতে পারবেন তখন আপনার কেমন লাগবে বলেন?
আজ আমার সাথে এই ঘটনাটাই ঘটেছে যদিও আমি সব জেনেই অর্ডার করেছিলা।
তবে রান্না শেষ হতে ২৫মিনিট লাগলেও খেতে কিন্তু ১০ মিনিটো লাগে নি।
খাবারের নাম :খামামেসি
12/07/2025
মাঝ রাতে যখন চানাচুর মাখা খেতে ইচ্ছে হয়😋
11/07/2025
বাংলাদেশ থেকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে যারা জাপানে কনভার্ট (রূপান্তর) করতে চান, তারা সেপ্টেম্বর মাসের মধ্যে কনভার্ট করে ফেলুন। কারণ অক্টোবর মাস থেকে কনভার্ট করার নিয়ম এখনকার তুলনায় কঠিন হয়ে যাবে।
10/07/2025
চিকেন খাৎসু দন(চিকেন কাটলেট রাইস বল)
আমার একটি পছন্দের খাবার হলেও বাসায় বানানো একটু ঝামেলার কারনে তেমন একটা বেশী খাওয়া হয়না।
জাপানের বেশিরভাগ রেস্টুরেন্টে এটা পাওয়া গেলেও হালাল হারামের কারণে খেতে ইচ্ছে হলেও খেতে পারি না।
আজকে আকিহাবারাতে একটি হালাল রেস্টুরেন্টে এই আইটেমটা দেখে আর লোভ সামলাতে পারিনি😁
তাই ঝটাপট ওর্ডার করে ফেললাম😋
Be the first to know and let us send you an email when Japan Life With Ebrahim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.