A.T.R Media合同会社

  • Home
  • A.T.R Media合同会社

A.T.R Media合同会社 এই পেইজে দেশ বিদেশের বিভিন্ন সংবাদ সে? দেশ ও প্রবাসের সকলের জন্য এই পেজে শিক্ষামূলক উপদেশ ও গুরুত্বপূর্ণ খবর দেওয়া হয় ।

ধূমপান ত্যাগ করতে চাইলে এই ৬ ঘরোয়া উপায় চেষ্টা করে দেখুন..তাসনিম তাবাসসুমআপনি অনিয়মিত আর সামাজিক ধূমপায়ী হোন অথবা চেই...
30/03/2024

ধূমপান ত্যাগ করতে চাইলে
এই ৬ ঘরোয়া উপায় চেষ্টা করে দেখুন..
তাসনিম তাবাসসুম
আপনি অনিয়মিত আর সামাজিক ধূমপায়ী হোন অথবা চেইনস্মোকার—ধূমপান ছেড়ে দেওয়া সত্যিই কঠিন হতে পারে। এর জন্য কিছু কার্যকর ঘরোয়া উপায় জানানো হলো আজ।
আমরা সবাই ধূমপানের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে জানি, তবে এই জ্ঞান ধূমপানের অভ্যাস ত্যাগ করার পথ সহজ করতে পারে না। তামাক সেবন একই সঙ্গে শারীরিক আসক্তি আর একটি মানসিক অভ্যাস। আমরা সিগারেট ছাড়ার চেষ্টা করলে নিকোটিনের নিয়মিত সেবনের ফলে আমাদের শরীরে শারীরিক প্রত্যাহারের লক্ষণ প্রকাশ পায় এবং মস্তিষ্ক ধূমপানের তীব্র আকাঙ্ক্ষা অনুভব করে।
মস্তিষ্কে নিকোটিনের ভালো বোধ করা প্রভাবের কারণে আমরা মানসিক চাপ উপশম ও মনকে শান্ত হওয়ার একটি দ্রুত এবং নির্ভরযোগ্য উপায় হিসেবে সিগারেটের ওপর নির্ভরশীল হয়ে যাই। অস্বাস্থ্যকর জানা সত্ত্বেও অনেকেই মনে করেন, ধূমপান হতাশা, উদ্বেগ—এমনকি একঘেয়েমি মোকাবিলার একটি কার্যকর উপায়। কিন্তু যদি কেউ ধূমপান ছাড়তে চান, তবে এ অভ্যাস থেকে মুক্তির সবচেয়ে কার্যকর উপায় হলো এর স্বাস্থ্যকর বিকল্প অভ্যাস খুঁজে বের করা।
রান্নাঘরের সাধারণ উপাদান যেমন আদা, লেবু ও জোয়ান বীজ আপনাকে ধূমপানের অভ্যাস থেকে মুক্তি দিতে সাহায্য করতে পারে। ধূমপান ত্যাগ করতে সাহায্য করার জন্য এই ঘরোয়া উপায়গুলো দেখে নিন।
১। আদা চা পান করুন
অনেক সময় ধূমপান ছাড়ার চেষ্টা করলে অনেকের মাথা ঘোরা ও বমি বমি ভাব শুরু হয়। এ সময় আমাদের শরীর নিকোটিন প্রত্যাহার করে, যার ফলে এ উপসর্গগুলো দেখা দেয়। এসব লক্ষণ প্রশমিত করতে না পেরে অনেকে আবার ধূমপানে ফিরে যান। কিন্তু মনে রাখতে হবে এ উপসর্গগুলো সাময়িক। দৈনিক আদা চা পান করলে তা এ উপসর্গগুলোর তীব্রতা হ্রাস করে।
২। মৌরি ও জোয়ান বীজ খান
মৌরি ও জোয়ান বীজের গুঁড়া খেয়েও আপনি ধূমপান ত্যাগ করতে পারেন। এটি তৈরি করতে মৌরি ও জোয়ান বীজ পিষে গুঁড়া তৈরি করুন। এবার এই পাউডারে সামান্য ব্ল্যাক সল্ট ও লেবুর রস মিশিয়ে সারা রাত রেখে দিন। সকালে এ মিশ্রণ একটি প্যানে ঠেলে নিয়ে এটি একটি বায়ুরোধী পাত্রে রাখুন। আপনার যখন ধূমপান করতে ইচ্ছা হবে, তখন এ মিশ্রণ গ্রহণ করুন।
৩। আদা ও আমলকীর ট্যাবলেট
ধূমপানের নেশা থেকে মুক্তি পেতে আদা, আমলকীর গুঁড়া, লেবু, ব্ল্যাক সল্ট ও মধু মিশিয়ে জ্বাল দিয়ে ঘন করে একটি ট্রেতে ট্যাবলেটের আকারে সাজান। ট্যাবলেটগুলো রোদে শুকিয়ে একটি বায়ুরোধী পাত্রে রাখুন। কিছুক্ষণ পরপর এটি খেলে ধূমপানের তাড়না নিয়ন্ত্রণে থাকবে।
৪। মর্নিং ওয়াক ও ইয়োগা
মর্নিং ওয়াক ও যোগব্যায়াম ধূমপান ত্যাগ করতে সহায়ক হতে পারে। দৈনন্দিন রুটিনে সকালের হাঁটা ও যোগব্যায়াম অন্তর্ভুক্ত করার পর আপনি খুব স্বাস্থ্যকর, উজ্জীবিত ও সতেজ বোধ করতে শুরু করবেন। তখন আর ধূমপান করতে ইচ্ছা করবে না।
৫। মধু ও দারুচিনি
ধূমপান থেকে মুক্তি পেতে আপনি মধু ও দারুচিনির মিশ্রণও তৈরি করতে পারেন। এর জন্য দারুচিনি পিষে তাতে মধু মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। ধূমপান করার ইচ্ছা হলে এটি পানিতে মিশিয়ে সেবন করুন। এটি আপনাকে ধূমপান থেকে দূরে থাকতে সাহায্য করবে।
৬। গ্রিন টি পান করুন
গ্রিন টি এমন একটি ভেষজ পানীয়, যা সাধারণত ক্রেভিং নিয়ন্ত্রণে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, গ্রিন টিতে উপস্থিত মাইক্রোনিউট্রিয়েন্ট আর অ্যামিনো অ্যাসিড ধূমপানের তাগিদ কমাতে সাহায্য করে। তা ছাড়া দিনে অন্তত দুবার গ্রিন টি পান করলে ফুসফুসে রোগ হওয়ার ঝুঁকি কমে।
যেকোনো কাজে একবার আসক্ত হয়ে গেলে তা থেকে মুক্তি পাওয়া খুবই কঠিন হয়ে পড়ে। কোনো অভ্যাসই এক দিনে পরিত্যাগ করা সম্ভব নয়। অভ্যাস তৈরি হতে যেমন সময় লাগে, তেমনি অভ্যাস ত্যাগ করতেও প্রয়োজন সময় ও ধৈর্য ধারণের প্রবণতা। সেই সঙ্গে সহায়ক হিসেবে ধূমপান ছাড়ার ক্ষেত্রে এ ঘরোয়া প্রতিকারগুলো আপনার জন্য এই প্রচেষ্টাকে সহজ করে দিতে পারে।
তথ্যসূত্রঃ ভেরি ওয়েল ফিট
ছবিঃ পেকজেলস ডট কম

চামচের ম্যানার্স
30/03/2024

চামচের ম্যানার্স

Food of King Another branch in Bangladesh
17/09/2023

Food of King
Another branch in Bangladesh

বলুন ত জগত বুকে প্রথম তরমুজ ব্যবসায়ী কে ছিলেন??
22/04/2023

বলুন ত জগত বুকে প্রথম তরমুজ ব্যবসায়ী কে ছিলেন??

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৪০০ ছাড়িয়েছে। পুরো দেশ ধংসস্তূপআমরা গভীরভাবে শোকাহত।
07/02/2023

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৪০০ ছাড়িয়েছে। পুরো দেশ ধংসস্তূপ
আমরা গভীরভাবে শোকাহত।

জাপানী চাহিদা-ভিত্তিক ব্যবসা "স্বামী সিটিং সার্ভিস"বেবি সিটিং এর নাম শুনেছি। কিন্তু স্বামী সিটিং?জ্বি । সিনারিটা কল্পনা ...
30/12/2022

জাপানী চাহিদা-ভিত্তিক ব্যবসা "স্বামী সিটিং সার্ভিস"

বেবি সিটিং এর নাম শুনেছি। কিন্তু স্বামী সিটিং?
জ্বি । সিনারিটা কল্পনা করুন। স্ত্রী তার স্বামীকে নিয়ে শপিং এ গেছেন। স্ত্রীর কাজ শপিং করা আর স্বামীর কাজ ঘ্যানর ঘ্যানর করা। এটা কেনা যাবে না ওটা কেনা যাবে না। স্বামীকে কে নিয়ে শপিং করতে যাওয়া মানে সব আনন্দ মাটি। স্বামীর কাজ হবে শুধু ক্রেডিট কার্ড দিয়ে পে করা। বাকি কঠিন কঠিন যত কাজ আছে সব তো স্ত্রীর করতে হয়- প্রোডাক্ট সিলেক্ট করা, মুলামুলি করা, এই খালাম্মা ঐ খালাম্মার সাথে একটু আলোচনা করা। এই কষ্ট গুলোর কথা স্বামীরা বুঝতে চায় না।
এই সমস্যা গুলো সমাধানের জন্য এই নতুন ব্যবসা। স্বামী সিটিং সার্ভিস। মার্কেটে ঢুকতেই এই দোকান। এখানে স্বামীকে রেখে যেতে পারেন। দুইঘন্টায় ১৮৫০ ইয়েন। স্বামী বসে বসে টিভি দেখবে আর তার পছন্দের ড্রিঙ্ক করবে। এই হচ্ছে সার্ভিস।
(সংগ্রহিত)

মেট্রোরেল সম্পর্কে কিছু দুঃসংবাদ 😂😁------------------------------------------------------------সবকিছু ঠিক থাকলে আগামী ২৯...
27/12/2022

মেট্রোরেল সম্পর্কে কিছু দুঃসংবাদ 😂😁
------------------------------------------------------------

সবকিছু ঠিক থাকলে আগামী ২৯ তারিখে ঢাকায় মেট্রোরেল চালু হইয়া যাইবো ইনশাআল্লাহ। তাই নির্ঝঞ্জাট ট্রেন যাত্রার জন্য কিছু তথ্য জানা জরুরী। তেমনই কিছু তথ্য ফ্রীতে জাইনা লন সবাইঃ

১। এই ট্রেনের টিকেট পাতলা কাগজের হইবোনা, প্লাস্টিক কার্ড। একবার কিন্না খালি টাকা রিচার্জ করবেন, ব্যাস আর টিকেট কাটার ঝামেলা নাই। যাগো এই সিস্টেম পছন্দ না, তারা প্রতিবার স্টেশনে ঢুকার সময় মেশিন/কাউন্টার থিকা টিকেট কাইটা ট্রেনে উঠতারবো।

২। টিকেট ছাড়া ট্রেনে উঠার চিন্তা ভুলেও কইরেন না। ট্রেনে উঠনের বহুত আগে ইস্টিশনে ঢুকার মুখেই কার্ড চার্জ কইরা ভিত্রে ঢুকতে হইবো। কার্ড ছাড়া দরজা খুলবো না। তাই বিনা টিকেটে ঘুরার চিন্তা বাদ দেন। অল্প দূরের টিকেট কাইটা বেশি দূরে যাইয়াও শান্তি নাই, অতিরিক্ত ভাড়া পরিশোধ না করলে বাইর হওনের গেইট খুলবোনা। ব্যারাছ্যারা অবস্থা!!!

৩। ট্রেনের সীটগুলা শক্ত প্লাস্টিকের তৈরি, ফোম-রেক্সিনের তৈরি না। তাই ব্লেড দিয়া কাটা যাইবোনা। কাটাকুটির অভ্যাস যাগো আছে তারা আপাতত হতাশ হইবো। আর যারা কাটা রেক্সিনের ফাক দিয়া টাইনা টাইনা ফোম ছিড়তো, তারা অগত্যা মাথার কেশ ছিড়তারেন। এই খায়েশও পুরণ না কইরাই ইহকাল ত্যাগ করতে হইবো!

৪। কিছু আদম সন্তান আছে ট্রেন দেখলেই যাগো ঢিল মারনের লাইগা হাত নিশপিশ করে, তাগো লাইগা বিরাট দুঃসংবাদ। এত উপ্রে ঢিল মারা যাইবো? আর ট্রেনটা চলবো শহরের মধ্যে দিয়া। ঢিল মারার সময় পাবলিকের হাতে ধরা খাইলে কিন্তু মাইর একটাও মাটিত পরবো না।

৫। এই ট্রেনে টাট্টিঘর নাই। তাই বড় কাম কইরা পানি ব্যাবহার না কইরা ট্রেন নোংরা করনের খায়েশও অনেকের পূরণ হইবো না। আফসোস! ট্রেনে উঠনের আগেই বড়/ছোট সব কাম সাইরা উঠলে আর সমইস্যা হইবোনা।

৬। জার্নি বাই ট্রেন করনের সময় বাদাম খাইয়া খোসা ফালাইয়া ট্রেন নোংরা করা অনেকের হবি। এইখানেও হতাশার খবর। ট্রেনে বাদাম ওয়ালাই নাই, বাদাম খাইবেন কইত্তে? টিকেট কাইট্টা ট্রেনে উইঠা বাদাম বেইচা পোষান যাইবো?
৭| যাগোর হিজরা দেখলে কোমরে দুলনি মারে তারা রীতিমতো হতাশ হবেন! করণ চামেলী, কামেলী,মৌসুমীরা এই ট্রেনের ভিত্তর তুড়ি মেরে ১০ ট্যাহা নিতে পারবো না।

৮। অনেক বান্দা আছেন যারা ট্রেনের ছাদে না উঠলে ভ্রমনের মজা পান না, তাগো লাইগাও দুঃসংবাদ। এই ট্রেন বিদ্যুতে চলে, তাই ছাদের উপ্রে বিদ্যুতের তার থাকবো। ছাদে উঠলে হাই ভোল্টেজ তারের লগে লাইগা আলুপোড়া হইয়া যাইবেন।

অতএব, সাধু সাবধান!!!

Address


Telephone

+815055394015

Website

Alerts

Be the first to know and let us send you an email when A.T.R Media合同会社 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to A.T.R Media合同会社:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share