16/10/2025
বাড়ির চলাচলের পথ বন্ধ করে গু-লি করে দেয়ার হুমকির অভিযোগ নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সফি উল্যাহর বাড়ির সফি উল্যাহ ধনুর বিরুদ্ধে। এবিষয়ে জানতে তার বাড়িতে গেলে মুঠোফোন বাড়িতে রেখে বাহিরে চলে যাওয়ার কথা জানান তার পরিবার।
#নোয়াখালী #কোম্পানীগঞ্জ