09/08/2025
নিজের ওপর বিশ্বাস রাখো। আজ যেটা কঠিন মনে হচ্ছে, কাল সেটা তোমার শক্তির প্রমাণ হবে। হার মানবে না,
কারণ প্রতিটি সংগ্রাম একদিন তোমাকে গর্বিত করবে।
স্বপ্ন দেখো বড়, কাজ করো নীরবে। সময়ই একদিন বলে দেবে তুমি কতটা দুর্দান্ত ছিলে।