12/03/2025
উনি আমার প্রিয় অভিনেতার তালিকায় নেই সে হিসেবে আমি তার ভক্ত না আবার সমালোচকও না। আমি শুধু এটুকু স্পষ্ট বলতে চাই, আমি আপনি বা আপনারা ওনার কেউ না বা উনি আমাদের কেউ না, আমরা ওনার কাছাকাছি থাকি না কিংবা সেও আমাদের কাছাকাছি থাকে না। তার এবং Kim Sae-Ron এর মধ্যে কি ছিলো, আর্থিক সাহায্য নিয়ে কি কথা হয়েছিলো বা আদৌ হয়েছিলো কিনা তা তারা এবং এজেন্সি অবগত। আমরা শুধু এক একটা রিউমারস দেখে রাগে ফেটে সমালোচনা করতে পারি, এখন অনেকেই বলতে পারেন ছবি এবং টেক্সট স্ক্রিনশট সামনে আসা সত্বেও কিভাবে বলেন এটা মিথ্যা? হ্যাঁ আমি বলতে পারি কারণ এই প্রযুক্তির যুগে AI ব্যবহার করে নকল ছবি ভিডিও এবং চ্যাট তৈরি করা জটিল কিছু নয়, ইতিমধ্যে ফাঁস হওয়া দ্বিতীয় ছবিটি এডিট বলেই ধারণা করা হচ্ছে। আমার ভাষ্য অনুযায়ী Sae-Ron যদি সত্যি সাহায্য চেয়ে থাকেন এবং Soo-Hyun তা এড়িয়ে যায় তার প্রধান দায় মূলত এজেন্সির কারণ এজেন্সি তাকে বাধা দিতে পারে সাহায্যের ক্ষেত্রে আর এজেন্সি চাইলে আসলেও একজন তারকাকে কোনো কাজে বাধা এমনকি অর্থ সম্পত্তিও জব্দ করতে পারে, এদের জন্য একটা সম্পর্কও ভাঙা ব্যাপার না। কে জানে এই মেয়ের মারা যাওয়ার পেছনে অভিনেতার চেয়ে তার এজেন্সি বেশি দায়ী?আজ যদি Sae-Ron এর জন্য Soo-Hyun মারা যেতো তাহলে কি মানুষ সোচ্চার হত এতো? আমার উত্তর "সোচ্চার হত" কারণ সে একজন সেলেব্রিটি তার জন্য দুঃখ করার অগণিত ভক্ত আছে কিন্তু একজন নারীর সাথে ঘটনা ঘটলে যতটা সোচ্চার ততটা হত না বলে মনে করি কারণ নারীর বিষয়টা প্রাকৃতিকভাবেই স্পর্শকাতর। ✅ যাইহোক, এখন দেখার বিষয় কোথাকার জল কই গিয়ে গড়ায় আর একটা কথা গতকাল যে নেটিজেনদের জন্য Kim Sae-Ron চলে গেলো আজ ওরাই Kim Soo-Hyun এর সমালোচনা করছে, বিচার চাইছে তার, দুদিন পর যদি সে নির্দোষ প্রমাণিত হয় তাহলে দেখবেন ওই এরাই আবার তাকে মাথায় নিয়ে নাঁচবে। শেষ পর্যন্ত অফিসিয়াল স্টেটমেন্টে যা আসবে সেটাই চূড়ান্ত বলে গণ্য হবে তা আপনার অনুকূলে হোক কিংবা বিপক্ষে। এই অভিনেত্রীর বাবা কিন্তু কিম কে নয় বরং অন্য একজন ব্যক্তিকে দায়ী করে তার মেয়ের মৃত্যুর জন্য অথচ আজ এতো সপ্তাহ পর আন্টি আসলো প্রমাণ নিয়ে, এটিও গুরুত্বপূর্ণ ভাবে নিতে হবে, আবেগের বসে একজন কে দোষ দিয়ে দিলেই হবে না বিচার বিবেচনা এবং বুদ্ধি খাটিয়ে দেখতে হবে দোষ কার। আর গ্রুপ মেম্বারদের কে বলবো, আজ সারাদিন এটা নিয়ে অনেক পোস্ট হয়েছে এবার এই টপিক বন্ধ হোক গ্রুপের অন্যান্য পোস্টগুলো হাইলাইট হচ্ছে না এইজন্য, আগামী তে কি হয় দেখা যাক এরপর যার যা মতামত আবার তুলে ধরবেন।