
04/05/2025
একটি হৃদয় থেমে গেছে—স্বপ্নের দেশেও জীবন অনিশ্চিত…
বি-বাড়িয়ার এক নববিবাহিত তরুণ, হৃদয়ে হাজারো আশা নিয়ে এসেছিলেন কোরিয়ায়।
হাতের ঘাম ঝরিয়ে গড়তে চেয়েছিলেন ভবিষ্যৎ।
কিন্তু গতরাতেই থেমে গেছে তাঁর হৃদয়…
সিউলের নিঃশব্দ রাতকে সাক্ষী রেখে পাড়ি জমালেন অনন্তের পথে।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ তাঁর প্রবাসী জীবনের সব কষ্টের বিনিময়ে দিন চির শান্তির ঠিকানা।
আমিন।