25/06/2025
মেডিকেল থেকে বেসিক ফিল্ডে আগ্রহী যারা, এই পোস্টটি তাদের জন্য।🩺
এমবিবিএস (MBBS) করার পর ক্লিনিকাল ফিল্ডের সাথে সাথে বেসিক ও রিসার্চ ফিল্ডেও অনেক সুযোগ রয়েছে—বিশেষ করে দক্ষিণ কোরিয়া 🇰🇷, আমেরিকা 🇺🇸, কানাডা 🇨🇦, অস্ট্রেলিয়া 🇦🇺, জার্মানি 🇩🇪, যুক্তরাজ্য 🇬🇧, সুইডেন 🇸🇪 ও নেদারল্যান্ডস 🇳🇱 এর মতো দেশে।
📚 ক্লিনিকাল ছাড়াও যেসব সাবজেক্টে মাস্টার্স/পিএইচডি করা যায় (MPH ছাড়াও):
রেসপিরেটরি মেডিসিন
ফার্মাকোলজি
এন্ডোক্রিনোলজি
কার্ডিওভাসকুলার সায়েন্স
নিউরোসায়েন্স
পাবলিক হেলথ / এপিডেমিওলজি
গ্লোবাল হেলথ
এনভায়রনমেন্টাল হেলথ
জেনেটিক্স / ইমিউনোলজি
বায়োস্ট্যাটিস্টিকস / বায়োইনফরমেটিক্স
(এই প্রোগ্রামগুলো অনেক সময় ক্লিনিকাল অভিজ্ঞতা ছাড়াও করা সম্ভব।)
🇰🇷 কোরিয়ায় মাস্টার্স/পিএইচডি ফান্ডিং কিভাবে ম্যানেজ করলাম:
কোনো এজেন্সি ছাড়াই প্রফেসরকে সরাসরি ইমেইল করে সুযোগ পাই।
প্রফেসরের আগের কাজ বুঝে নিজের আগ্রহ মিলিয়ে ইমেইল করি।
ইন্টারভিউ হয়, এরপর ইউনিভার্সিটির অ্যাডমিশন প্রসেস ফলো করি।
অনেক কোরিয়ান প্রফেসর পাবলিকেশন না থাকলে আগ্রহ দেখান না, এটা আমার বাস্তব অভিজ্ঞতা।
🧾 মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকেও কীভাবে পাবলিকেশন করলাম:
ইন্টার্নশিপে কমিউনিটি মেডিসিনে থিসিস করেছিলাম।
সেই থিসিস থেকে একটা অংশ নিয়ে প্রফেসরের গাইডেন্সে SPSS শিখে আর্টিকেল লিখি।
ইন্টার্নশিপের পর সেটা পাবলিশ করি।
📌 এই দারুণ আইডিয়াটা আমার হাজব্যান্ডের Faruk Omar তিনি প্রতিটি ধাপে পাশে ছিলেন।
✨ শেষ কথা:
সবার ইনবক্সে আলাদাভাবে উত্তর দেওয়া সম্ভব নয়, তাই আশা করি এই পোস্টটি বেসিক বা রিসার্চ ফিল্ডে আগ্রহীদের কাজে আসবে।
✉️ চাইলে ‘প্রফেসরকে ইমেইল লেখার গাইডলাইন’ নিয়ে আলাদা পোস্ট করব—কমেন্টে জানাও!