Md Foysal Hossain

  • Home
  • Md Foysal Hossain

Md Foysal Hossain “যতবারই হত্যা করো জন্মাবো আবার
দারুণ সূর্য হবো, লিখবো নতুন ইতিহাস।”

16/07/2025

কারফিউতে যারা নিরব ছিল আজকে তাদের ভূমিকা!

21/06/2025
19/06/2025

👉 আওয়ামী লীগ...
এটি কেবল একটি রাজনৈতিক দল নয়।
এটি হলো এক অমোঘ শক্তি...
একটি চেতনা...
একটি স্বপ্ন...
যে স্বপ্নে বাংলাদেশ জন্ম নিয়েছিলো।

👉 আওয়ামী লীগের একজন আদর্শিক কর্মীর মাথায় কেউ যদি পিস্তল ঠেকিয়েও বলে,
“বল, আর কখনও আওয়ামী লীগের রাজনীতি করবো না!”
তাহলে জানেন, সেই কর্মী কী উত্তর দেয়?

💥 সেই কর্মীর কণ্ঠে উচ্চারিত হয় একটাই শব্দ...
“জয় বাংলা!”

👉 ভয় দেখিয়ে, জীবননাশের হুমকি দিয়ে—এই চেতনাকে দমিয়ে রাখা যায় না।
কারণ আওয়ামী লীগ মানে মুক্তির সংগ্রাম, স্বাধীনতার শপথ, বাঙালির আত্মমর্যাদা।

🌟 জয় বাংলা! জয় বঙ্গবন্ধু!

19/06/2025

আওয়ামী লীগ: আদর্শ, আনুগত্য ও আত্মত্যাগের প্রতীক

আওয়ামী লীগ এমন এক রাজনৈতিক দল, যার কর্মীদের হৃদয়ে দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার চেতনা গভীরভাবে প্রোথিত। এই দলের প্রকৃত কর্মী বা আদর্শিক সৈনিক কখনো সুবিধাবাদ, ভয় বা হুমকির কাছে মাথা নত করে না।

যদি কারও মাথায় বন্দুক ঠেকিয়েও বলা হয় —
"বলে দাও, তুমি আর কখনো আওয়ামী লীগের রাজনীতি করবে না!"
তখন সেই সাহসী কর্মীর উত্তর হবে —
"জয় বাংলা!"

কারণ, আওয়ামী লীগের রাজনীতি শুধু ক্ষমতার রাজনীতি নয়; এটি হলো একটি সংগ্রামের নাম, একটি স্বপ্নের নাম — যে স্বপ্নের মূলকেন্দ্র বাঙালি জাতির মুক্তি, মর্যাদা আর প্রগতির অঙ্গীকার।

১৯৪৯ সালে জন্ম নেওয়া আওয়ামী লীগ উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য দল, যা ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রতিটি আন্দোলনে বাঙালির আশা-আকাঙ্ক্ষার ধারক-বাহক হয়ে ওঠে। তাই আওয়ামী লীগের আদর্শিক কর্মীর কাছে দল ত্যাগের প্রশ্ন আসে না; জীবন থাকতে সে উচ্চারণ করে যায় —
“জয় বাংলা”,
যা কেবল একটি স্লোগান নয়, বরং স্বাধীনতা আর চেতনাবোধের প্রতীক।

18/06/2025

আওয়ামী লীগ এমনই একটা দল, যেই দলের আদর্শিক কোনো কর্মীর মাথায় কেউ যদি পিস্তল ঠেকিয়েও বলে, বল আর কখনো আওয়ামী লীগের রাজনীতি করবো না, উত্তরে কি বলবে জানেন?
উত্তরে বলবে জয় বাংলা.....

এটাই হচ্ছে আওয়ামী লীগ।

10/06/2025

আবার আসবে ইনশাআল্লাহ

বহু ত্যাগ আর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে যারা ভারতের ছলনা আর পাকিস্তান ভাঙ্গার ষড়যন্ত্র হিসেবে দেখে, তাদের হাতেই ত...
04/06/2025

বহু ত্যাগ আর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে যারা ভারতের ছলনা আর পাকিস্তান ভাঙ্গার ষড়যন্ত্র হিসেবে দেখে, তাদের হাতেই তো আজ রাষ্ট্রক্ষমতা, অবাক হওয়ার কিছুই নাই!

যারা বহু বছর ধরে মুখে স্বাধীনতার কথা বলে বলে অন্তরে বয়ে বেড়িয়েছে পরাজয়ের নীরব বেদনা।
কি ভয়াবহ যন্ত্রণাই না পেয়েছে তারা এতদিন!

30/05/2025

আপনি কেন বাংলাদেশ ছাড়বেন? না ভাই, প্রশ্নটাই ভুল।
প্রশ্ন হওয়া উচিত: আপনি এখনো বাংলাদেশেই আছেন কেন?

এই পোস্ট তাদের জন্য না, যারা ছোট্ট গণ্ডির ভেতরে সুখ খোঁজে। এই পোস্ট তাদের জন্য, যারা জীবনে কিছু করতে চায়, যারা শুধু বাঁচতে না —নিজেকে প্রমাণ করতে চায়।

১. দিনটা যেদিন দেশ ছাড়বেন, সেদিনই আপনি বদলে যাবেন।

সত্যি বলছি ভাই, আপনি আর আগের মতো থাকবেন না।
চেহারায় একই থাকবেন, কিন্তু চিন্তায়, কাজের ধরণে, আত্মবিশ্বাসে—একদম লেভেল আপ।
আপনার সময়ের মূল্য বোঝাবোঝি শুরু হবে, আর তখন আপনি বুঝবেন, Procrastination is poverty.

২. ডিসিপ্লিন মানে “বাঁধাধরা জীবন” না, এটা একটা “অবচেতন প্রোডাক্টিভ মেশিন।”

ঘুম, খাওয়া, কাজ, সব একটা নির্দিষ্ট রুটিনে চলবে।
কাজ করার পরেও মনে হবে “আরও কিছু করলে নিজেকে আরও উন্নত করা যেতো।”
বাংলাদেশে আপনি যেটাকে luxury ভাবতেন, বিদেশে সেটা হবে আপনার new normal।

৩. আপনি কাজের প্রতি শ্রদ্ধা করতে শিখবেন।

বাংলাদেশে মোবাইল মেকানিক, বাবুর্চি, নাপিত, এদের নিয়ে কটুক্তি করা হয়।
প্রবাসে এসেই দেখবেন এই স্কিলগুলোই সবচেয়ে বড় সম্পদ।
যাদের আপনি ছোট করে দেখতেন, তারা এখানে নিজের ফ্যামিলি চালায়, গাড়ি চালায়, ফ্ল্যাট কিনে ফেলে।
আর তখন আপনার নিজের কথাই মনে হবে “ইশ! আগে জানলে আমি বাবুর্চি হতে চাইতাম!”

৪. আপনার মেন্টালিটি বদলে যাবে, একদম রুট লেভেল থেকে।

বাংলাদেশে আমরা যেকোনো কিছু নিয়ে ঝগড়া করতে ভালোবাসি।
নামাজে হাত বাঁধা, রাজনৈতিক পছন্দ, কার মাথায় কি টুপি, সব কিছুই আমাদের কাছে জাতীয় ইস্যু।
প্রবাসে এসে দেখবেন, মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত।
নিজের উন্নতি নিয়ে ভাবে, অন্যকে ছোট করা নিয়ে না।
এই জায়গা থেকেই আপনি আস্তে আস্তে একজন পরিপক্ব মানুষ হয়ে উঠবেন।

৫. আপনি হবেন নিজের জীবনের “রিয়েল হিরো”।

খাবার রান্না, বাজার করা, বাসন ধোয়া, রুম পরিষ্কার, সব নিজেই করবেন। অসুস্থ হলেও হাসপাতালে নিজে যাবেন। এই জীবন আপনাকে শুধু ইনডিপেনডেন্ট না, আত্মবিশ্বাসে ঠাসা যোদ্ধা বানাবে।

৬. একদিন আপনি নিজেই বদলে দেবেন পরিবার, সমাজ, ভবিষ্যৎ।

আপনার টাকা নয়, আপনার মাইন্ডসেট, আপনার শৃঙ্খলা, আপনার সংগ্রাম, সব কিছু দেখেই আপনার পরিবার আপনাকে আইকন হিসেবে দেখবে।
তারা বুঝবে। বিদেশ মানে শুধু টাকা না, এটা একটা নতুন জীবন।

তাহলে প্রশ্ন করো, এখনো কেন বাংলাদেশেই পড়ে আছেন?

একটা দেশে থেকে যদি স্বপ্নের সীমানা সংকুচিত হয়, সেখানে থাকতে না চাওয়াটাই তো স্বাভাবিক। যেখানে রাজনীতি মানে ক্ষমতার লড়াই, শিক্ষা মানে গাইড বই মুখস্থ, আর ক্যারিয়ার মানে পরিচিতি খোঁজা — সেই দেশে থেকে কিছু করতে পারা এখন অলৌকিক ঘটনা।

তাই সিদ্ধান্ত নিন—

নিজের জন্য, ভবিষ্যতের জন্য, নিজের সম্মানের জন্য দেশ ছাড়তে হবে। দেশ থেকে পালাতে না, নিজেকে গড়তে হবে।

Collected post

Address


Telephone

+8801913892059

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Foysal Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Foysal Hossain:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share