A Helping Hand-অ্যা হেলপিং হ্যান্ড-কোরিয়া

  • Home
  • South Korea
  • Icheon
  • A Helping Hand-অ্যা হেলপিং হ্যান্ড-কোরিয়া

A Helping Hand-অ্যা হেলপিং হ্যান্ড-কোরিয়া যে অন্যের পাশে দাড়ায় আল্লাহও তার পাশে দাড়ান!

অভিনন্দন E7 ভিসাপ্রাপ্তদের52 পয়েন্টেই ভিসা হয়েছে এবার।
17/07/2023

অভিনন্দন E7 ভিসাপ্রাপ্তদের
52 পয়েন্টেই ভিসা হয়েছে এবার।

View this file, and add comments too.

16/07/2023

কোরিয়ার শ্রম মন্ত্রণালয় বিদেশীদের জন্য নতুন নীতি তৈরিতে বেশ কিছু পরিবর্তন করতে চলেছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো :

*** কোন কর্মী কোরিয়া প্রবেশের পরে যদি কোম্পানি পরিবর্তন করতে চায় আর সেক্ষেত্রে যদি মালিকের কোনরকম ভুল না থাকে তাহলে মালিক কোনরকম কোরিয়ান কর্মী নিয়োগ ছাড়াই অন্য কর্মীদের নিয়োগ করতে পারবে।।

*** শ্রমিক ও মালিক উভয় পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি দূর করার জন্য একটি স্বাধীন কমিশন গঠন হবে যা মালিক শ্রমিক উভয়ের সকল তথ্য লিপিবদ্ধ করবে এবং পরবর্তীতে কোম্পানি পরিবর্তনের ক্ষেত্রে অথবা মালিক নতুন কর্মী নিয়োগের ক্ষেত্রে আগের কোম্পানি পরিবর্তনের পুরো ইতিহাস জানতে পারবে।

*** জনসংখ্যা হ্রাস ও কর্মী সংকট দূর করার জন্য শুধুমাত্র নির্দিষ্ট এলাকার মধ্যেই কোম্পানি পরিবর্তন অনুমতি প্রদান।
তবে একটি নির্দিষ্ট সময় পর ও কাজে দক্ষতা অর্জনের পর নিয়ম তান্ত্রিক উপায়ে কোম্পানি পরিবর্তন করতে পারবে সেক্ষেত্রে কোম্পানির কোনো রকম অনুমতি প্রয়োজন হবে না।।

****দক্ষ কর্মীদের কোরিয়া পুনরায় প্রবেশের ক্ষেত্রে শর্ত শিথিলসহ দীর্ঘমেয়াদি বসবাসের একটি প্রক্রিয়া তৈরি করা।
***৪বছর ১০ মাস পর কোরিয়া ত্যাগ করলে ৬ মাস পর পুনরায় প্রবেশ সহ মালিক চাইলে ১ মাস পর কোরিয়ায় প্রবেশের নিয়ম চালু করা।

***একই কোম্পানিতে ২ বছরের অধিক কাজ করলে এবং কাজ সম্পর্কিত দক্ষতার সার্টিফিকেট অর্জন করলে দেশে না গিয়ে একটানা ১০ বছর থাকার সুযোগ।।

***নিজ যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী মিল রেখে চাকুরী খোঁজার সুযোগ তৈরি করা।

*** মালিক ও শ্রমিক উভয়ের সম্মতিতে ঘর ভাড়া মাসিক বেতনের ৮ থেকে ২০% পর্যন্ত নির্ধারণ।

*** সরকারিভাবে বিদেশি কর্মীদের জন্য আবাসন তৈরি করা সহ ইত্যাদি।

আরো কিছু নতুন নিয়মের বিস্তারিত সহ এসব আইন কবে থেকে কার্যকর হবে তা সেপ্টেম্বর মাসের মধ্যে বোঝা যাবে।

আপডেট তথ্য ও সহযোগীতার জন্য সবসময় অ্যা হেলপিং হ্যান্ড-কোরিয়ার সাথেই থাকুন

Address

Icheon

Website

Alerts

Be the first to know and let us send you an email when A Helping Hand-অ্যা হেলপিং হ্যান্ড-কোরিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share