Nur Shifa Center নূর শিফা সেন্টার

Nur Shifa Center নূর শিফা সেন্টার Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nur Shifa Center নূর শিফা সেন্টার, Incheon.

কুরআনের আলোয় শিফা —
কালো যাদু (ব্লাক ম্যাজিক)
জ্বীনের আছর, যাদু, বানটোনা,বদনজর,
ও রূহানি সমস্যার ইসলামি চিকিৎসা।
রুকইয়া শরইয়াহ, চিকিৎসা,
ও আমল দোয়া নির্ভর সমাধান।
বিঃদ্রঃ শুধুমাত্র কুরআনিক চিকিৎসা করা হয়
কোন মানুষের ক্ষতি বা কুফরি কালাম করা হয় না ❌

নারীদের মধ্যে বহুল প্রচলিত এক প্রকারের জাদুএক ধরনের সিহর (জাদু) আছে, যা বিশেষ করে নারীদের মধ্যে বেশি প্রভাব ফেলে। এই জাদ...
12/10/2025

নারীদের মধ্যে বহুল প্রচলিত এক প্রকারের জাদু

এক ধরনের সিহর (জাদু) আছে, যা বিশেষ করে নারীদের মধ্যে বেশি প্রভাব ফেলে। এই জাদুতে আক্রান্ত নারী ধীরে ধীরে এমন এক অবস্থায় পৌঁছে যায়, যেখানে সে প্রায় প্রতিদিনই কষ্ট ও ব্যথার অভিযোগ করে।

সে প্রতিদিনই বলে,
আমি অসুস্থ,আমার মনে হয় আমার জীবন শেষ হয়ে গেছে, মৃত্যুর মুহূর্তটা যেন এসে গেছে।

এরা সাধারণত ডাক্তার দেখাতে ভালোবাসে, কিন্তু ডাক্তাররা কোনো স্থায়ী রোগ খুঁজে পান না।

এই যাদুর শারীরিক লক্ষণসমূহ:
১.হৃদয়ে ব্যথা, ২.কিডনির ব্যথা, ৩.পাইলস, ৪.চোখের দৃষ্টি দুর্বল হয়ে যাওয়া, ৫.অস্থিসন্ধিতে এমন তীব্র ব্যথা যেন কেউ ভিতর থেকে হাড় ভাঙছে, ৬.প্রচণ্ড ক্লান্তি ও মাথা ঘোরা, ৭.অতিরিক্ত ঘুম ও খাওয়ার প্রবণতা, ৮.হতাশা, ৯.নিরাশা ও মানসিক ভাবে ভেঙে পড়া।

আর আশ্চর্যের বিষয় হলো
এই যাদুর প্রভাবে মাত্র ৩০ বছর বা তারও কম বয়সে নারীর চুল পেকে যায়, যেন তিনি বুড়ি হয়ে গেছেন!

এই সিহরের মূল উদ্দেশ্য হলো:
একজন তরুণী, যে তার যৌবনের সবচেয়ে সুন্দর সময়ে আছে,তাকে ধীরে ধীরে এমনভাবে দুর্বল ও নিস্তেজ করে ফেলা যেন সে একজন বৃদ্ধা, মৃত্যুপথেরযাত্রী হয়ে যায়।
এভাবেই নারীদের উপর যাদু প্রয়োগ করা হয় তাদের জীবন্ত লাশে পরিণত করার উদ্দেশ্যে।

এই সিহর করার পদ্ধতি হলো :
জাদুকররা সাধারণত আক্রান্ত নারীর চুল, রক্ত, বা ব্যক্তিগত জিনিসপত্র সংগ্রহ করে থাকে।
উদাহরণস্বরূপ
সেলুনে চুল কাটার সময় ফেলে রাখা চুল,
মাসিকের সময় ব্যবহৃত কাপড় বা টিস্যু, যা ডাস্টবিনে ফেলা হয়,
কাপড় ধোয়ার পর রোদে শুকাতে দিলে সেখান থেকে কাপড় চুরি করা
এইসব মাধ্যমেই তারা আক্রান্ত ব্যক্তির শরীরের কোনো অংশ বা চিহ্ন সংগ্রহ করে নেয়।

এরপর তারা সেগুলো জাদুকরের কাছে নিয়ে যায়।
সেখানে মায়ের নাম জেনে নিয়ে
নোংরা ও কুফরি জিনিস (যেমন অপবিত্র বস্তু, রক্ত, ময়লা ইত্যাদি) ব্যবহার করে
যাদুর খাদেম জিনদের ডেকে আনে,
যাদের দায়িত্ব দেওয়া হয় ওই নারীর শরীরে রোগ সৃষ্টি করা এবং তাকে দুর্বল করে দেওয়া।

সতর্কতা:
এভাবেই অনেক নারীরা অজান্তেই জাদুর শিকার হন।
তাই সাবধান থাকুন
নিজের ব্যক্তিগত জিনিসপত্র, বিশেষ করে চুল, নখ, মাসিকের রক্ত বা ব্যবহৃত কাপড়
অযত্নে ফেলে দেবেন না।

আল্লাহ তাআলা এই উম্মাহকে হিফাজত করুক। জ্বীন যাদুর ভয়ঙ্কর থাবা থেকে।

✅ লেখাটি ভালো লাগলে সাদকায়ে জারিয়ার নিয়তে শেয়ার করতে পারেন। যাতে করে অন্যরা উপকৃত হয় 💐
শুকরান জাযাকুমুল্লাহ 💐💐
#জ্বীন

একজন নারী, তার স্বামী এবং তাদের পুরো পরিবার দীর্ঘদিন ধরে জীন যাদুর সমস্যায় ভুগছিলেন। তাদের জীবনে হঠাৎ করেই ঘৃণা, পারিবার...
29/09/2025

একজন নারী, তার স্বামী এবং তাদের পুরো পরিবার দীর্ঘদিন ধরে জীন যাদুর সমস্যায় ভুগছিলেন। তাদের জীবনে হঠাৎ করেই ঘৃণা, পারিবারিক কলহ, দাম্পত্য সম্পর্কের টানাপোড়েন, শারীরিক অসুস্থতা এবং নানাবিধ বাধা-বিপত্তি দেখা দেয়। বিভিন্ন চিকিৎসা ও প্রচেষ্টা সত্ত্বেও সমস্যার সমাধান হচ্ছিল না।
তখন এক রাক্বীর শরণাপন্ন হন। রুকইয়াহ করার পর, সেই জাদুর অবস্থান শনাক্ত করা সম্ভব হয়।

সেটি পাওয়া যায়: তাদের ঘরের দরজার গভীরে, এবং বাড়ির বাগানের দেয়ালের ভেতরে 😱।

জাদুটি তৈরি করা হয়েছিল নিম্নলিখিত জিনিস দ্বারা:
সাদা কাপড়, যার উপর রক্তের ফোঁটা ছিল, কালো চুল, চুল বাঁধার হেয়ার ক্লিপ, একটি হাতঘড়ি, বৈদ্যুতিক তার, একটি ছবি, যার উপর জাদুর তাবিজ/তিলিসম লেখা ছিল, তিনটি চাবি, এবং একটি রেজর ব্লেড।

হে আল্লাহ, প্রতিটি জাদুকর ও জাদুকরীর উপর আপনার অভিশাপ নাযিল করুন। দুনিয়াতে তাদের ধ্বংস করে দিন, আখিরাতে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দিয়েন। আর আমাদের প্রত্যেকটা পরিবারকে সুখ, শান্তি আর বরকত দান করুন। আমীন

29/09/2025

যাদের বাসায় প্রায়ই বিভিন্ন ঘ্রাণ বা গন্ধ পাওয়া যায়,যেটা নরমালি থাকার কথা না আবার নির্দিষ্ট মানুষ ছাড়া অন্য কেউ সেই ঘ্রাণ/গন্ধ ও পায় না।

যেমন- হুট করেই পঁচা গন্ধ(কোন প্রাণী মারা গেলে যেমন গন্ধ আসে,ডাস্টবিনের ময়লার গন্ধ) আসা অথবা কোন ফুল,আতরের ঘ্রাণ পাওয়া।

তারা ১ লিটার পানিতে ১ বোতল গোলাপজল মিশিয়ে আয়াতুল কুরসি ৩ বার,সূরা সফফাতের প্রথম ১০ আয়াত ৩ বার পড়ে ফুঁ দিয়ে নিবেন।

এরপর বাসায় পানি ছিটাবেন সকালে এবং রাতে - ৭ দিন

ইনশাআল্লাহ সমস্যা চলে যাবে..এই সমস্যা মূলত যাদুর খাদেম জ্বীনের কারনে হয়।

আয়াতুস-শিফানিন্মোক্ত আ'মালের পরে ঐ পানি রোগীকে পান করানোর পর যদি তার হায়াত অবশিষ্ট থাকে, তবে অবশ্যই সে সুস্থ হয়ে যাবে......
23/09/2025

আয়াতুস-শিফা
নিন্মোক্ত আ'মালের পরে ঐ পানি রোগীকে পান করানোর পর যদি তার হায়াত অবশিষ্ট থাকে, তবে অবশ্যই সে সুস্থ হয়ে যাবে...

এজন্য আ'মালের উপরে এয়াক্বীন হওয়া চাই, কেননা আল্লাহ তায়ালার ওয়াদা আ'মালের সাথে, আসবাব আর উপকরণের সাথে হয়...

23/09/2025

একটি সতর্কতা..

টয়লেট হচ্ছে শাইত্বন জ্বীনদের বাসস্থান...আমরা আমাদের লাইফকে সহজ করতে গিয়ে প্রতিনিয়ত এমন শত্রুদের মুখোমুখি হচ্ছি,যাদের সাথে লড়াই করে জিতে যাওয়া মোটেই সহজ কাজ না।

বর্তমানে অধিকাংশ বাসার ভিতরে টয়লেট হওয়ার কারনে কারনে ঘরে ঘরে জ্বীনের উপদ্রব।

তাই যাদের বাসার ভিতরে টয়লেট তারা কিছু বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন।

১- টয়লেট সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন।

২-টয়লেটের দরজা সবসময় বন্ধ করে রাখবেন।

৩- টয়লেটে প্রবেশের পূর্বে দুআ পড়ে বাম পা দিয়ে প্রবেশ করবেন,ডান পা দিয়ে বের হয়ে দুআ পড়বেন।

৪-মহিলারা মাথায় কাপড় আর পুরুষেরা মাথায় টুপি পড়ে ঢুকবেন।

৫-প্রয়োজনের বেশি সতর খুলবেন না।

৬-অযথা বেশি সময় কাটাবেন না।

৭- টয়লেটের ভিতর সম্পূর্ণ উলঙ্গ হয়ে গোসল করবেন না।

আল্লাহ সবাইকে দুষ্ট পুরুষ জ্বীন ও মহিলা জ্বীন্নি শাইত্বন থেকে হিফাজত করুন..আমীন

বরই পাতার উপকারিতা।মানুষ যদি জানত এই পাতার আসল উপকারিতা, তাহলে কখনোই একে অবহেলা করত না। কেউ এর পানি পান করুক, গোসল করুক,...
23/09/2025

বরই পাতার উপকারিতা।

মানুষ যদি জানত এই পাতার আসল উপকারিতা, তাহলে কখনোই একে অবহেলা করত না। কেউ এর পানি পান করুক, গোসল করুক, কিংবা সরাসরি খাক প্রতিটি ক্ষেত্রেই এর মধ্যে রয়েছে আল্লাহর দেয়া শিফা (সুস্থতা)

কুরআনে বরই গাছের মর্যাদা সম্পর্কে আল্লাহ তা'আলা বলেন।
عِندَ سِدْرَةِ الْمُنتَهَى* عِندَهَا جَنَّةُ الْمَأْوَى* إِذْ يَغْشَى السِّدْرَةَ مَا يَغْشَى
(সূরা النجم, আয়াত 14-16)

ওটা হচ্ছে সিদরাতুল মুনতাহা যেখানে গিয়ে সবকিছুর শেষ সীমা ছুঁয়ে যায়। তার কাছেই রয়েছে জান্নাতুল মাওয়া, যেখানে থাকবে মুমিনদের চিরনিবাস। আর সেই সিদর গাছকে এমন এক অদ্ভুত রহস্যময় জ্যোতিতে ঢেকে ফেলা হলো, যা মানুষের বোধগম্য নয়।

আরেক জায়গায় আল্লাহ تعالى বলেছেনঃ
فِي سِدْرٍ مَّخْضُودٍ
(সূরা الواقعة, আয়াত 28)

সেখানে থাকবে ছাঁটা, কাঁটাহীন সিদর গাছ যার ডালপালা থাকবে ঝরে পড়া ফলের ভারে নুয়ে।

বরই পাতা দিয়ে চিকিৎসার উপায়......
ইবনু হজর আসকালানি তাঁর ফাতহুল বারী গ্রন্থে وهب بن منبه رحمه الله থেকে বর্ণনা করেছেন।
সবুজ(কাঁচা)বরই পাতা সাতটি দুটি পাথর দিয়ে ভালোভাবে পিষতে হবে। অতঃপর সেই পাতার সাথে পরিমাণ মতো পানি মিশিয়ে তাতে নিচের সূরা এবং আয়াতগুলো সাতবার করে তিলাওয়াত করে ফুঁ দিতে হবে।

•দুরুদ শরীফ।
•সূরা ফাতিহা।
•আয়াতুল কুরসী।
•সূরা ইখলাস।
•সূরা ফালাক।
•সূরা নাস।
•সূরা কাফিরুন।
•দুরুদ শরীফ।

এরপর সেই পানি থেকে তিনবার চুমুক দিয়ে খেতে হবে এবং অবশিষ্ট পানি দিয়ে গোসল করতে হবে। এতে ইনশাআল্লাহ জাদু, খারাপ প্রভাব, রোগব্যাধি এমনকি দাম্পত্য জীবনের বাঁধা দূর হয়ে যাবে।

চিকিৎসাগত উপকারিতা।
বরই পাতার আরও অনেক উপকারীতা রয়েছে।

°ক্ষুধামন্দা কমাতে সাহায্য করে।
°ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য নিয়ন্ত্রণে সহায়ক।
°পেটের ব্যথা ও অস্বস্তি কমাতে কার্যকরী ভূমিকা রাখে আলহামদুলিল্লাহ।
والله أعلم
আল্লাহ তায়ালাই সর্বাধিক জানেন।

তিস্তা নদীতে মাছের মুখ সিলাই করে, জীবন্ত অবস্থায় ছেড়ে দিয়েছে || মানুষ কত বড় খারাপ আর নিকৃষ্ট হতে পারে|| মাছটি পেয়েছে এ...
23/09/2025

তিস্তা নদীতে মাছের মুখ সিলাই করে, জীবন্ত অবস্থায় ছেড়ে দিয়েছে ||

মানুষ কত বড় খারাপ আর নিকৃষ্ট হতে পারে||

মাছটি পেয়েছে এলাকার এক ছেলে।
নদীতে রাতে মাছ ধরবার সময়।

আপনাদের কি মনে হয়? এইটা কি হতে পারে?

তামিমা কি?? এর আগে লিখেছিলাম তাবিজ নিয়ে। এবার তামিমা কি তা জানা যাক!!তামিমা (تميمة) কীতামিমা শব্দটি এসেছে আরবি “تمم” ধাত...
23/09/2025

তামিমা কি??
এর আগে লিখেছিলাম তাবিজ নিয়ে।
এবার তামিমা কি তা জানা যাক!!

তামিমা (تميمة) কী

তামিমা শব্দটি এসেছে আরবি “تمم” ধাতু থেকে, যার অর্থ অমঙ্গল ঠেকানো বা পূর্ণ করা।
জাহেলি (ইসলামের আগের) আরবে মানুষ বিশ্বাস করত যে
👉🏽 শিশু বা মানুষকে নজর, জাদু, বিপদ থেকে রক্ষা করতে
👉🏽 গলায়, হাতে বা শরীরের বিভিন্ন অংশে সুতা, পুঁতি, দাঁত, ঝিনুক, চোখের দানা, লাল-কালো রঙের সুতা, ছোট ঝোলার মত বস্তু বেঁধে রাখা যায়।
এই ধরনের ঝোলানো বস্তুকেই তামিমা বলা হয়।

আসলেই কি এগুলা আপনাকে রক্ষা করবে!!
সিরিয়াসলি??
এগুলো বিধর্মীদের কাজ, সেগুলোও মূলত মুসলিমরা অনেক আগে থেকে ব্যবহার করে আসছে অজ্ঞতাবশত।
অন্যান্য ধর্মালম্বী মানুষরাও মনে করে লাল সুতা, কবচ ইত্যাদি ব্যাবহার করলে তারা রক্ষা পাবে,,,
মুসলিম এগুলো বিস্বাস করে, তাহলে মুসলিম দের মাঝে আর বিধর্মীদের মাঝে পার্থক্য কোথায় রইল!!

🔹 কোরআনের দিকনির্দেশনা

আল্লাহ তাআলা বলেছেন:

> “আর যারা আমার পথ ছাড়া অন্যের পথ অনুসরণ করে, আমি তাকে সে পথেই ছেড়ে দেই এবং জাহান্নামে প্রবেশ করাবো।”
(সুরা নিসা ৪:১১৫)

এই আয়াত ইঙ্গিত করে যে মুসলমানদের উচিত আল্লাহর নির্দেশিত পথকে প্রাধান্য দেওয়া, বিধর্মীদের রীতি অনুসরণ নয়।

---

🔹 হাদিসের স্পষ্ট নিষেধ

রাসুলুল্লাহ ﷺ বলেছেন:

> “যে ব্যক্তি কোনো জাতির অনুকরণ করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত।”
– (আবু দাউদ, মুসনাদ আহমদ)

এই হাদিসে “অনুকরণ” বলতে বোঝানো হয়েছে তাদের ধর্মীয় চিহ্ন, উপাসনা, কুসংস্কার বা স্বতন্ত্র সংস্কৃতি গ্রহণ করা।
---

⚖️ শরীয়তের হুকুম

🔴 তামিমা একেবারেই হারাম।
কারণ এতে আল্লাহ ছাড়া অন্য কোনো জিনিসকে সুরক্ষার জন্য নির্ভর করা হয়, যা শিরক (আল্লাহর সাথে শরিক করা)।

রাসুলুল্লাহ ﷺ বলেছেন:

> "যে ব্যক্তি তাবিজ, তামিমা ঝুলালো, সে শিরক করলো।"
(মুসনাদ আহমদ, হাকিম)

আরেক হাদিসে এসেছে:

> "তামিমা এবং তাবিজ ব্যবহার করা শিরক।"
(আবু দাউদ)

---

✅ করণীয়

তামিমা, লাল সুতা, চোখের দানা, ঝিনুক ইত্যাদি কিছুই ব্যবহার করা যাবে না।

সুরক্ষার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে।

সকাল-সন্ধ্যার মাসনূন দোয়া, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক, নাস পড়তে হবে।

রুকইয়াহ শারইয়াহ (কোরআন ও হাদিসের দোয়া দিয়ে ঝাড়ফুঁক) করাই হলো একমাত্র শরীয়তসম্মত উপায়।

তামিমা = সুতা/পুঁতি/ঝোলানো বস্তু দিয়ে সুরক্ষা চাওয়া
➡️ জায়েজ নয়
➡️ শিরক এবং ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ।

গত দিনের তাবিজ নিয়ে পোস্ট এ অনেকেই বলেছেন কিছু কিছু আলেমদের মতে তাবিজ ব্যাবহার করা জায়েজ তা যদি কুরআন দিয়ে হয়!!

আলেম এটা ফতোয়া দিয়েছে ভালো কথা!! কোনো সাহাবি থেকে কেউ এটা প্রমান করতে পারবে তারা এটা বলেছেন!!

রাসুল এটা বলেছেন??

অনেক আলেমদের মতে হিল্লা বিয়েও জায়েজ যা সমাযে মানুষ করে বেড়াচ্ছে,,এটা সম্পর্কে ও নবী সা এর স্পষ্ট মতামত রয়েছে।

এখন বিভিন্ন আকিদার আলেম আপনাকে বিভিন্ন ফতোয়া দিবে,, সমাজে ফেতনার এমনেই অভাব নেই,,কিছু কিছু আলেমদের জন্য তা আরও বাড়তেসে, মুসলিম দেএ ঐক্য নষ্ট হচ্ছে।

আমরা সাধারণ মানুষ কি করে বুঝবো কে সঠিক কে ভুল।

এত কিছুর সমাধান হচ্ছে একটাই, কুরআন এ জা বলা আছে তা মানা,, আর হাদিস যেগুলো কুরআন এর সাথে সাংঘর্ষিক নয় তা ফলো করা,,

অনেক হাদিস ইতিমধ্যে জাল জয়ীফ যা অনেকটাই কুরআন এর সাথে সাংঘর্ষিক।
সেগুলো উচিৎ মুসলিম দের এড়িয়ে চলা যা সমাজে ফেতনার আসংকা তৈরি করছে।

আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালনা করুন আমিন।

আপনি যদি এরকম সমস্যার সম্মুখীন হোন, তাহলে দ্রুত অভিজ্ঞ রাক্বীদের মাধ্যমে ডায়াগনোসিস করে চেক করুন সমস্যা আসলে কী.? জ্বী*ন যা*দু বা বদনজরের কোনো ইফেক্ট আছে কি না, তা নিশ্চিত হোন।
#জ্বীন

হাসিখুশি থাকা সবসময় ভালো চাওয়া আত্বীয়দের মাঝেই লুকিয়ে থাকে মুখোশধারী, যিনি সবসময় আপনার সফলতায় হিংসা করবে নজর দিবে। আপনি ...
23/09/2025

হাসিখুশি থাকা সবসময় ভালো চাওয়া আত্বীয়দের মাঝেই লুকিয়ে থাকে মুখোশধারী, যিনি সবসময় আপনার সফলতায় হিংসা করবে নজর দিবে।

আপনি টের ও পাবেন না তিনিই আপনার জীবনে অশান্তির বীজ বুনছে।

বলছিলাম এক মামার কথা।

সম্প্রতি এক জ্বীনের পেশেন্ট আমাদের কাছে আসে। উনি জানায় আমার বিয়ে হয়েছে ১৩ মাস। বিয়ের পর ভালোই কাটছিলো, শ্বশুর ও শাশুড়ী ও যথেষ্ট ভালো।

আমার স্বামী একটি মাত্র ই ছেলে তাদের,
ছোট থেকেই ভিষণ পরিস্রম করে বড় হয়েছেন। মায়ের বাধ্যগত সন্তান। মা যা বলবে বিনা বাক্যে তা মেনে নিবে।

অনেক বছর বিদেশ থেকে অনেক সম্পদ গড়েছে দেশে আমার স্বামী। সে যখন একবারে বিদেশ থেকে চলে এসেছিলো শুনেছি সবাই তার উপর কেমন অখুশি ছিলেন।
ধিরে ধিরে সব কিছু স্বাভাবিক হয়ে যায়।

প্রবাস থেকে ফিরে ৪ মাসের মাথায় হটাৎ করেই আমাদের বিয়েটা হয়ে যায়।শুনেছি কেউ রাজি ছিলেন না। একমাত্র ছেলের কথা রাখতে সবাই বিয়েটা মেনে নেন।

যাইহোক সব কিছু স্বাভাবিক থাকলেও বিয়ের ১ বছরের মাথায় আমার দুইবার গর্ভপাত হয়েছে। ডাক্তারের কাছে গেলে জানায় সবকিছু নরমাল আছে।

আমরা আবার চেষ্টা করলাম এবার চার মাসের মাথায় হঠাৎ করেই একদিন ঘুম এর ভিতর খারাপ স্বপ্ন দেখে চিৎকার দিয়ে উঠি।
কিছুক্ষন পর ই আমার ব্লাড যাওয়া শুরু করে,, ডাক্তার এর কাছে গেলে আমার আবারো গর্ভপাত হয়ে যায়।

ডাক্তার আমাকে হাসপাতালে ভর্তি করে দেন। আমার শরীর এর অবস্থা অনেক বেশি খারাপ ছিল বারবার গর্ভপাত হওয়ায়।

এই সময় অনেক টাকা দরকার ছিলো, আগে দুইবার গর্ভপাত এর সময় হসপিটাল বিল আমার খাবার দাবার যাবতীয় সবকিছুর পিছনে অনেক খরচ হয়ে গিয়েছিলো।

এখন টাকার শর্টেজ পরায় আমার হাজব্যান্ড যখন ব্যাংকে যায় তখন দেখে তার টাকা তুলে ফেলেছেন তার মা,, সে জানতে চাইলে কোনো কিছু বলেন না।

তার কাছে টাকা থাকলেও দিতে রাজি হন না। মায়ের বাঁধ্যগত সন্তান বলে সে আর কথা বাড়ায়নি। তখন আমার বাবাই সব খরচ করেন।

তারপর তিনি তার কিছু জমি বিক্রি করতে চাইলে তার মার কাছে জমির দলিল চান। তার মা সেটা দিতে অপরাগতা প্রকাশ করে। এক পর্যায়ে হাসবেন্ড উত্তেজিত হয়ে যায়।
ঘরের সব ভাঙচুর করতে থাকে।

একপর্যায়ে তার মা বলে ওঠে তার কোন সম্পদ নেই। সে যেন আর জমির দলিল বা টাকা না চায়।
আমার স্বামী যখন শুনে তখন ভয়ংকর ভাবে শকড হয়ে যান।
তিনি জানতে চান এতো এতো টাকা কি করেছে জমির দলিল সব কোথায়।

তার মা তাকে শান্ত ভাবে উত্তর দেয় সব জমি তার মামা তার নামে করেছে, ব্যাংক এর টাকাও তার মামার কথায় তোলা হয়েছে।

আমার স্বামী শুনে হাউমাউ করে কান্না করা শুরু করে। সে এক পর্যায় হার্ট অ্যাটাক করে বসে। আমার বাবা এবং তার বাবা সবাই মিলে তাকে হাসপাতালে ভর্তি করান।

এত কিছুর পরেও তার মায়ের মনে তার জন্য অনুতাপ ছিল না। সে ছিলো নির্বিকার। এর পাচ থেকে ছয়দিন এর এক কাছের আত্বীয় দেখতে আসেন সে জানান তার মা এবং মামাকে প্রায়ই গ্রামের এক কবিরাজ এর কাছে যেতে দেখেন।
এই কথা জানার পর আমার স্বামী তার মাকে আত্বহত্যার হুমকি দিয়ে সব স্বিকার করান।

আমার শাশুড়ী জানান ছেলে বিদেশ যাওয়ার পর বেশিরভাগ টাকা তার মামা নিয়ে নিতেন। জমি ও নাকি বিভিন্ন কৌশল এ তার নামে করে নেন।

আমি এসব নিষেধ করলে আমাকে হত্যার হুমকি দিত আর বলতো ছেলেকে কিছু জানালে তাকেও কুফরি করে মেরে ফেলা হবে। সেই ভয়ে আমি কিছু বলার সাহস পাইনি।

আমার স্বামী বিদেশ থেকে আসায় নাকি তার মামা ক্ষিপ্ত ছিলো আর এই জন্য ছেলের বউকে কুফরী করে তার পেটের সন্তান নষ্ট করে। এবং কালো জাদু করে রাখে।

একটি সুখের সংসারের আড়ালে লুকিয়ে থাকা এমন শোকাবহ সত্য আমাদের মনে করিয়ে দেয়—সবসময় হাসিমুখে পাশে থাকা মানুষও কখনো কখনো জীবনের সবচেয়ে বড় আঘাতের কারণ হতে পারে।

আপনি যদি কোনো কালো যাদুর সমস্যার সম্মুখীন হোন, তাহলে দ্রুত অভিজ্ঞ রাক্বীদের মাধ্যমে ডায়াগনোসিস করে চেক করুন সমস্যা আসলে কী.? জ্বী*ন যা*দু বা বদনজরের কোনো ইফেক্ট আছে কি না, তা নিশ্চিত হোন।

04/09/2025

আল্লাহর রঙ ধারণ করো! আর কার রঙ তার চেয়ে ভালো? আমরা তো তাঁরই ইবাদাতকারী।”
"আল-বাকারা১৩৮"

আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহিমাহুল্লাহ বলেন, বেশি বেশি সূরা ফালাক্ব তিলওয়াত হিংসুকদের হিংসা থেকে রক্ষা করে এবং বেশি বেশ...
04/09/2025

আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহিমাহুল্লাহ বলেন,

বেশি বেশি সূরা ফালাক্ব তিলওয়াত হিংসুকদের হিংসা থেকে রক্ষা করে এবং বেশি বেশি সূরা নাস তিলওয়াত ওয়াসওয়াসা(কুমন্ত্রণা) থেকে রক্ষা করে।

তাই বেশি বেশি সূরা ফালাক্ব এবং সূরা নাস তিলওয়াত করা উচিৎ।

Address

Incheon
3341

Alerts

Be the first to know and let us send you an email when Nur Shifa Center নূর শিফা সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nur Shifa Center নূর শিফা সেন্টার:

Share