12/10/2025
নারীদের মধ্যে বহুল প্রচলিত এক প্রকারের জাদু
এক ধরনের সিহর (জাদু) আছে, যা বিশেষ করে নারীদের মধ্যে বেশি প্রভাব ফেলে। এই জাদুতে আক্রান্ত নারী ধীরে ধীরে এমন এক অবস্থায় পৌঁছে যায়, যেখানে সে প্রায় প্রতিদিনই কষ্ট ও ব্যথার অভিযোগ করে।
সে প্রতিদিনই বলে,
আমি অসুস্থ,আমার মনে হয় আমার জীবন শেষ হয়ে গেছে, মৃত্যুর মুহূর্তটা যেন এসে গেছে।
এরা সাধারণত ডাক্তার দেখাতে ভালোবাসে, কিন্তু ডাক্তাররা কোনো স্থায়ী রোগ খুঁজে পান না।
এই যাদুর শারীরিক লক্ষণসমূহ:
১.হৃদয়ে ব্যথা, ২.কিডনির ব্যথা, ৩.পাইলস, ৪.চোখের দৃষ্টি দুর্বল হয়ে যাওয়া, ৫.অস্থিসন্ধিতে এমন তীব্র ব্যথা যেন কেউ ভিতর থেকে হাড় ভাঙছে, ৬.প্রচণ্ড ক্লান্তি ও মাথা ঘোরা, ৭.অতিরিক্ত ঘুম ও খাওয়ার প্রবণতা, ৮.হতাশা, ৯.নিরাশা ও মানসিক ভাবে ভেঙে পড়া।
আর আশ্চর্যের বিষয় হলো
এই যাদুর প্রভাবে মাত্র ৩০ বছর বা তারও কম বয়সে নারীর চুল পেকে যায়, যেন তিনি বুড়ি হয়ে গেছেন!
এই সিহরের মূল উদ্দেশ্য হলো:
একজন তরুণী, যে তার যৌবনের সবচেয়ে সুন্দর সময়ে আছে,তাকে ধীরে ধীরে এমনভাবে দুর্বল ও নিস্তেজ করে ফেলা যেন সে একজন বৃদ্ধা, মৃত্যুপথেরযাত্রী হয়ে যায়।
এভাবেই নারীদের উপর যাদু প্রয়োগ করা হয় তাদের জীবন্ত লাশে পরিণত করার উদ্দেশ্যে।
এই সিহর করার পদ্ধতি হলো :
জাদুকররা সাধারণত আক্রান্ত নারীর চুল, রক্ত, বা ব্যক্তিগত জিনিসপত্র সংগ্রহ করে থাকে।
উদাহরণস্বরূপ
সেলুনে চুল কাটার সময় ফেলে রাখা চুল,
মাসিকের সময় ব্যবহৃত কাপড় বা টিস্যু, যা ডাস্টবিনে ফেলা হয়,
কাপড় ধোয়ার পর রোদে শুকাতে দিলে সেখান থেকে কাপড় চুরি করা
এইসব মাধ্যমেই তারা আক্রান্ত ব্যক্তির শরীরের কোনো অংশ বা চিহ্ন সংগ্রহ করে নেয়।
এরপর তারা সেগুলো জাদুকরের কাছে নিয়ে যায়।
সেখানে মায়ের নাম জেনে নিয়ে
নোংরা ও কুফরি জিনিস (যেমন অপবিত্র বস্তু, রক্ত, ময়লা ইত্যাদি) ব্যবহার করে
যাদুর খাদেম জিনদের ডেকে আনে,
যাদের দায়িত্ব দেওয়া হয় ওই নারীর শরীরে রোগ সৃষ্টি করা এবং তাকে দুর্বল করে দেওয়া।
সতর্কতা:
এভাবেই অনেক নারীরা অজান্তেই জাদুর শিকার হন।
তাই সাবধান থাকুন
নিজের ব্যক্তিগত জিনিসপত্র, বিশেষ করে চুল, নখ, মাসিকের রক্ত বা ব্যবহৃত কাপড়
অযত্নে ফেলে দেবেন না।
আল্লাহ তাআলা এই উম্মাহকে হিফাজত করুক। জ্বীন যাদুর ভয়ঙ্কর থাবা থেকে।
✅ লেখাটি ভালো লাগলে সাদকায়ে জারিয়ার নিয়তে শেয়ার করতে পারেন। যাতে করে অন্যরা উপকৃত হয় 💐
শুকরান জাযাকুমুল্লাহ 💐💐
#জ্বীন