Amin 님

Amin 님 লক্ষ্য স্থির করো আর সামনে এগিয়ে যাও�

দিনভর ঘুরাঘুরি ভরপুর খানাপিনা🇯🇵
30/07/2024

দিনভর ঘুরাঘুরি ভরপুর খানাপিনা🇯🇵

আলহামদুলিল্লাহ Safely Arrived 🇯🇵
27/07/2024

আলহামদুলিল্লাহ
Safely Arrived 🇯🇵

আদম (আঃ) যেমন হাওয়া (আঃ) কে ছাড়া অসম্পূর্ণ ছিলো, তেমনি তুমি ছাড়াও আমি অসম্পূর্ণ। তোমাতেই আমি কিংবা আমাতেই তোমার পরিপূর্ণ...
01/07/2024

আদম (আঃ) যেমন হাওয়া (আঃ) কে ছাড়া অসম্পূর্ণ ছিলো, তেমনি তুমি ছাড়াও আমি অসম্পূর্ণ। তোমাতেই আমি কিংবা আমাতেই তোমার পরিপূর্ণতা। শুভ জন্মদিন, অর্ধাঙ্গিনী❤️

16/06/2024

ত্যাগের মহিমায় ভরে উঠুক জীবন।

ঈদ মোবারক🌙

হাটতে গিয়ে ক্যামেরা বন্দি হলাম🏞️
09/06/2024

হাটতে গিয়ে ক্যামেরা বন্দি হলাম🏞️

02/06/2024

মৃত্যু কি তোমাকে ডাকেনি?
তুমি কি আওয়াজ শুনতে পাওনি?
তুমি কি ভয় পাও না তোমার সময় ফুরিয়ে আসছে?
তাই সাবধান হও এবং চিন্তা করো!!!
কতটা সময় নিমগ্ন থাকো তুমি উদাসীনতায়?
কতটা সময় ডুবে থাকো অহংকারে?
এবং আনন্দ ফুরতিতে নিমজ্জিত থাকো!
যেন তুমি মনে করো মৃত্যু হবেই না!!!

আলহামদুলিল্লাহ 😍ঈদ মোবারক 🌙
10/04/2024

আলহামদুলিল্লাহ 😍
ঈদ মোবারক 🌙

09/04/2024

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম
" ঈদ মোবারক "

09/01/2024

২০২৪ নির্বাচন আর বৌয়ের ফেক আইডির একই🤣
সারাবছর ফেসবুকে একজনের সাথে প্রেম করার পরে ডেটিংয়ে গিয়ে দেখেন ঐ বউই🐸

02/01/2024

১‌লা জানুয়ারি থেকেই দ:কোরিয়াতে কার্যকর হলো 2024 সালের সর্বনিম্ন মাসিক বেতন প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা :

- বেসিক সর্বনিম্ন ঘন্টায় মজুরি: 9,860 উন
(* ওভারটাইম বেসিক আওয়ারলি ওয়েজ (1.5 গুন): 14,790 উন

- সর্বনিম্ন মাসিক বেতন (২০৯ ঘন্টায়): 2,060,740 উন

নোট: উল্লেখিত মজুরি (209 ঘন্টা / মাস, সপ্তাহে 5 দিন এবং 40 ঘন্টা / সপ্তাহের ভিত্তিতে)

এর বাইরে যা কাজ করা হবে সবগুলাই ওভারটাইম হিসেবে গণনা হবে। ওভারটাইম এবং নাইট এলাউন্স বাদ দিয়েই বেসিক বেতন কোরিয়ার শ্রম আই অনুযায়ী দেশী-বিদেশি সকল শ্রমিককে দিতে বাধ্য থাকিবে মালিকপক্ষ।

Al Amin Talukder
South Korea

01/06/2023

কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন-২০২৩ (লটারি) সংক্রান্ত নোটিশ:

ইপিএস-এর আওতায় ই৯ ভিসায় দক্ষিণ কোরিয়ার শিল্পখাতে বাংলাদেশি প্রার্থীদের চাকরিতে নিয়োগের লক্ষ্যে কোরীয় ভাষা পরীক্ষায় (ইউবিটি) অংশগ্রহণের জন্য নিম্নবর্ণিত যোগ্যতা ও শর্তপূরণ সাপেক্ষে নির্ধারিত নিবন্ধন সাইট eps.boesl.gov.bd অনলাইন নিবন্ধন সম্পন্ন করা যাবে।

কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা ও শর্তাবলী:
১। শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান;
২। পাসপোর্ট-এর মেয়াদ ৬ জুন ২০২৩ পর্যন্ত হালনাগাদ থাকা সাপেক্ষে;
৩। পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে নাম ও জন্ম তারিখ এবং ছবির মিল থাকতে হবে;
৪। বয়স সীমা ১৮ থেকে ৩৯ বছর (জন্ম তারিখ জুন ১৪, ১৯৮৪ থেকে জুন ১৩, ২০০৫ এর মধ্যে হতে হবে);
৫। পোশাক-পরিচ্ছদ, আচার-আচরণ ও কথপোকথনে মার্জিত হতে হবে;
৬। 3D (Dirty, Difficult and Dangerous) কাজ করার আগ্রহ থাকতে হবে;
৭। কালার ব্লাইন্ডনেস বা রঙ বোঝার সক্ষমতার সমস্যা মুক্ত হতে হবে;
৮। কোরীয় ভাষা পড়া, লেখা ও বোঝার পারদর্শিতা থাকতে হবে;
৯। মাদকাসক্ত/সিফিলিস শনাক্ত ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
১০। ফৌজদারি অপরাধে জেল বা অন্য কোনো শাস্তি প্রাপ্ত ব্যক্তির অযোগ্য বলে বিবেচিত হবেন;
১১। দক্ষিণ কোরিয়ায় অবৈধভাবে অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
১২। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আছে এমন ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন এবং
১৩। ই-৯ বা ই-১০ ভিসায় কোরিয়াতে ৫ বছরের বেশি অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন।

নিবন্ধন সংক্রান্ত তথ্য:
ক) অনলাইন প্রাথমিক নিবন্ধন: আগামী ৬ জুন সকাল ১০টা থেকে ৮ জুন ২০২৩ খ্রি. বিকাল ৪ ঘটিকা পর্যন্ত।
খ) অনলাইন প্রাথমিক নিবন্ধনকৃত প্রার্থীর সংখ্যা ২০০০০ (বিশ হাজার)-এর বেশি হলে এইচআরডি কোরিয়া কর্তৃক লটারির মাধ্যমে কোরীয় ভাষা পরীক্ষায় (ইউবিটি)'তে অংশগ্রহণের লক্ষ্যে চূড়ান্ত নিবন্ধনের জন্য প্রার্থী নির্বাচন করা হবে।
গ) লটারি: আগামী ১১ জুন ২০২৩ খ্রি. তারিখ সকাল ১১ ঘটিকায় বোয়েসেল-এর অভিবাসি সম্মিলন হলে অনুষ্ঠিত হবে।
ঘ) চূড়ান্ত নিবন্ধন: আগামী ১৩ জুন ২০২৩ খ্রি. তারিখ থেকে রোস্টার ভিত্তিক শুরু হবে।
ঙ) চূড়ান্ত নিবন্ধনকারী অর্থাৎ প্রবেশ পত্র গ্রহণকারী প্রার্থীদের ব্যক্তিভিত্তিক পরীক্ষায় আগামী ২৫ জুলাই থেকে ১৩ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. তারিখ-এ প্রবাসী কল্যাণ ভবন এর নির্ধারিত ইউবিটি-হল-এ অনুষ্ঠিত হবে।

এ সংক্রান্ত চূড়ান্ত নোটিশ শীঘ্রই প্রকাশ করা হবে। বিষয়টি বহুল প্রচারের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।

বোয়েসেল কর্তৃপক্ষ।

15/05/2023

রুটি দিয়ে জুস, সাথে আছে নুডুলস

Address

Pocheon
11136

Alerts

Be the first to know and let us send you an email when Amin 님 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amin 님:

Share