Korean Bangla

Korean Bangla About South Korea

✨ ব্রেকিং নিউজ ✨চার বছর দশ মাস ভিসার ঝামেলা শেষ! 🎉এখন থেকে দেশে না গিয়েই ভিসা নবায়ন সম্ভব হবে। নতুন নিয়ম অনুযায়ী—✅ ৩...
22/08/2025

✨ ব্রেকিং নিউজ ✨

চার বছর দশ মাস ভিসার ঝামেলা শেষ! 🎉
এখন থেকে দেশে না গিয়েই ভিসা নবায়ন সম্ভব হবে। নতুন নিয়ম অনুযায়ী—
✅ ৩ বছরের ভিত্তিতে ভিসা দেওয়া হবে
✅ সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত থাকার সুযোগ
✅ তিন ধাপ শেষে আবার এক বছরের ভিসা বৃদ্ধি করা যাবে

👉 সবচেয়ে বড় সুখবর হলো: এই প্রক্রিয়ায় আর দেশে ফেরার প্রয়োজন নেই।
বিদেশে থাকা কোরিয়ান প্রবাসীদের জন্য সত্যিই এটা এক নতুন স্বস্তির খবর।

সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা! 🇧🇩💐

📰 দক্ষিণ কোরিয়ায় সোমবার ছুটি চালুর চিন্তাভাবনাদক্ষিণ কোরিয়া সরকার অর্থনীতিকে চাঙ্গা করতে নতুন উদ্যোগ নেওয়ার কথা ভাবছে। প...
20/08/2025

📰 দক্ষিণ কোরিয়ায় সোমবার ছুটি চালুর চিন্তাভাবনা

দক্ষিণ কোরিয়া সরকার অর্থনীতিকে চাঙ্গা করতে নতুন উদ্যোগ নেওয়ার কথা ভাবছে। পরিকল্পনা হলো—সব সরকারি ছুটির দিন সোমবারে সরিয়ে দেওয়া, যাতে টানা তিনদিনের ছুটি পাওয়া যায়।

জাতীয় ট্যাক্স সার্ভিসের এক গবেষণায় দেখা গেছে, সোমবার ছুটি চালু হলে ভোক্তা ব্যয় বাড়বে প্রায় ২.১ ট্রিলিয়ন উন (১.৫১ বিলিয়ন ডলার) প্রতিদিন। এতে অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে।

এই উদ্যোগ প্রথমে প্রস্তাব করেছিলেন সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। এখন লি জে-মিয়ং প্রশাসন বিষয়টি বাস্তবায়নের দিকে নজর দিচ্ছে। শিশু দিবস, স্মৃতি দিবস ও হানগুল দিবসের মতো ছুটিগুলো সোমবারে সরিয়ে নেওয়া হতে পারে।

জাপানে এরকম “হ্যাপি মানডে” সিস্টেম বহু আগেই চালু হয়েছে। ফলে দেশটিতে পর্যটন বৃদ্ধি, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মজীবীদের কাজের ভারসাম্য রক্ষা সম্ভব হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই পরিকল্পনা বাস্তবায়ন হলে দক্ষিণ কোরিয়ার দেশীয় পর্যটন শিল্প, হোটেল, পরিবহন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ব্যয় বাড়বে। এর ফলে নতুন কর্মসংস্থান তৈরি হওয়ার পাশাপাশি অর্থনীতি আরও গতিশীল হবে।

📌 সূত্র: কোরিয়া টাইমস

18/08/2025

দক্ষিণ কোরিয়ায় ল্যাঙ্গুয়েজ কোর্স (কোরিয়ান ভাষা) ভর্তির বিজ্ঞপ্তি
ডিসেম্বর ২০২৫ ও মার্চ ২০২৬ ভর্তি

বোয়েসেলের মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় ল্যাঙ্গুয়েজ কোর্স (কোরিয়ান ভাষা) ভর্তির জন্য আগ্রহী প্রার্থী হতে তথ্য গ্রহণ করা হচ্ছে। উক্ত ল্যাঙ্গুয়েজ কোর্সে IELTS ছাড়াই নিম্নবর্ণিত শর্ত পূরণ সাপেক্ষে মান সম্মত কলেজ/বিশ্ববিদ্যালয় ভর্তির সুযোগ আছে। ভিসা ক্যাটাগরি: D-4-1। আগ্রহী প্রার্থীদের আগামী ২৫ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে কমেন্টস-১-এ প্রদত্ত গুগল ডকস ফর্মে চাহিত তথ্য দাখিল করতে হবে। প্রাপ্ত তথ্য যাচাই করে সংশ্লিষ্ট প্রার্থীকে বোয়েসেলে অফিসে প্রয়োজনীয় প্রমাণাদি দাখিলের জন্য ইমেইল/এসএমএস প্রেরণ করা হবে। অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। নিম্নবর্ণিত শর্ত পূরণ পূর্বক ইপিএস-এর রোস্টারভুক্ত বা রোস্টার থেকে ডিলিটকৃত প্রার্থীদের ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তির অফার লেটার প্রাপ্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজ/বিশ্ববিদ্যালয় সুপারিশ করা হবে।

যোগ্যতা: SSC & HSC (GPA 3.50)/DIPLOMA MINIMUM RESULTS (GPA 3.00)
HSC/DIPLOMA পাশের সাল: ২০২৩.২০২৪.২০২৫
ব্যাংক সলভেন্সি: $১০,০০০ (বিগত ছয় মাস লেনদেনসহ) তবে সম্পদের পরিমাণ বেশি হলে ভিসা ইস্যুর ক্ষেত্রে সহায়ক হবে।
স্পন্সর: নিজ অথবা পিতা-মাতা, বিশেষ ক্ষেত্রে স্বামী/স্ত্রী (এছাড়া অন্যদের ক্ষেত্রে প্রযোজ্য নয়)

ডকুমেন্টস: স্টুডেন্ট ভিসা (D-4-1) আবেদন করতে প্রয়োজনীয় প্রমাণাদি:
📁 ব্যক্তিগত ডকুমেন্টস:
* বৈধ পাসপোর্ট (ছয় মাস মেয়াদ সহ) (ফটোকপি নোটারী করার প্রয়োজন নাই)
* ৩ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড, ল্যাব প্রিন্ট, সফট কপিসহ)
* জন্মনিবন্ধন (ইংরেজি অনলাইন/ইংরেজিতে অনুবাদ ও নোটারাইজড)
* নিজ NID (ইংরেজি অনুবাদ সহ, নোটারাইজড)
* বাবা-মা-এর NID বা পাসপোর্ট (ইংরেজিতে অনুবাদ ও নোটারাইজড)
* E-mail, Phone Number, Parents Phone number (ভর্তি সংক্রান্ত সকল যোগাযোগ ইমেইল এর মাধ্যমে হবে)

📘 একাডেমিক ডকুমেন্টস:
* SSC এবং HSC/Diploma সার্টিফিকেট ও মার্কশীট
* mygov.bd থেকে সত্যায়নকৃত কপি (কোরিয়া দূতাবাসের সত্যায়নের প্রয়োজন নেই)

👨‍👩‍👧 পারিবারিক ডকুমেন্টস:
* বাবা-মায়ের পক্ষ থেকে No Objection Certificate (NOC) (যেকোনো ফরমেটে)
* ফ্যামিলি রিলেশনশিপ সার্টিফিকেট ইংরেজিতে mygov.bd থেকে (অথবা সিটি কর্পোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করে নোটারাইজড)

🛡️ নিরাপত্তা ও স্বাস্থ্য ডকুমেন্টস:
* Police Clearance Certificate (মূল কপি) (চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয় থেকে সাক্ষাৎকার শেষে গ্রহণ করা হবে)
* টিবি টেস্ট / মেডিকেল সার্টিফিকেট (চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয় থেকে সাক্ষাৎকার শেষে গ্রহণ করা হবে, দূতাবাস কর্তৃক নির্ধারিত মেডিকেল থেকে সম্পন্ন করতে হবে)

💰 আর্থিক ডকুমেন্টস:
* ব্যাংক সলভেন্সি $১০,০০০ এর উপর ও ৬ মাসের স্টেটমেন্ট লেনদেন সহ (সলভেন্সি সার্টিফিকেটে ডলার উল্লেখ করতে হবে)
* স্পন্সরের TIN, TAX, চাকরির প্রমাণ বা ট্রেড লাইসেন্স (নোটারীসহ ইংরেজিতে অনুবাদ হতে হবে)। তবে নিজের নামে স্পন্সর দেওয়া যাবে, স্পন্সর পিতা মাতার বাহিরে স্বামী/স্ত্রীর বাহিরে দেওয়া সম্ভব নয়। ইনকাম সোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য থাকতে হবে। স্পন্সর নিজের নামে হলেও পিতা মাতার তথ্য সরবরাহ করতে হবে)
* CA ফার্ম দ্বারা সম্পত্তির মূল্যায়ন রিপোর্ট (ছবি সফট কপি সহকারে)
*নামে ভুল থাকলে:
নাম যদি কোনো ডকুমেন্টে মিল না থাকলে, সংশ্লিষ্ট নাম অনুযায়ী এফিডেভিট করতে হবে।

***সকল ডকুমেন্ট স্ক্যান করে JPG ফাইল নিজের ইমেইলে (অনলাইন ড্রাইভে) সংরক্ষণ রাখতে হবে। স্ক্যান কপি পরিষ্কার না হলে আবেদন প্রাথমিক যাচাইতে বাতিল বলে গণ্য হবে। স্ক্যান কপি প্রিন্ট করার উপযুক্ত হতে হবে। অবাঞ্চনীয় কালি/দাগ থাকা যাবে না, ডকুমেন্টস্ এর কোন অংশ বাদ/কাটা থাকা যাবে না। অবশ্যই কালার রঙ্গিন প্রিন্ট হতে হবে। Mobile camera/ App scanner ব্যবহার করা যাবে না। নোটারি করার সময় স্টিকার সম্পূর্ণ থাকতে হবে, পরর্তী পাতা ভাজ করা যাবে না। সকল ডকুমেন্টস্ দুই সেট প্রস্তুত করতে হবে (এক সেট বিশ্ববিদ্যালয়ে জমার জন্য এবং ২য় সেট ভিসা ইস্যুর ক্ষেত্রে আবেদনের সময় এ্যাম্বাসিতে জমা দিতে হবে)।

D4-1 কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য সম্ভব্য একাডেমিক প্রতিষ্ঠান:
Excellent Certified University (CCVI Issue in Korea)
১) SEMYUNG UNIVERSITY
২) CHUNG-ANG UNIVERSITY
৩) KOREA UNIVERSITY
৪) SUNGSHIN WOMEN’S UNIVERSITY
৫) SOOKMYUNG WOMEN’S UNIVERSITY
৬) HANYANG UNIVERSITY
Certified University (VISA APPLY FROM BD)
৭) KANGWON NATIONAL
৮) SEOUL NATIONAL UNIVERSITY
৯) OSAN UNIVERSITY
১০) GACHEON UNIVERSITY
১১) MYONGJI UNIVERSITY
১২) YOUNGSAN UNIVERSITY
১৩) AJOU UNIVERSITY
১৪) KOOKMIN UNIVERSITY
১৫) KONYANG UNIVERSITY

বি. দ্র. দক্ষিণ কোরিয়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া ওয়ানস্টপ সার্ভিসের মাধ্যমে নিশ্চিত করা হবে। আবেদন প্রার্থীর কলেজ/বিশ্ববিদ্যালয় ভর্তি বা ভিসার নিশ্চয়তা বহন করে না।
●copy BOESL

13/08/2025

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইজে-মিয়ং প্রশাসন বিদেশি শ্রমিকদের কাজ ও জীবনযাত্রার মান উন্নয়নে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে। প্রেসিডেন্ট ঘোষিত মূল দিকনির্দেশনাগুলো হলো—

✔️ বিদেশি শ্রমিকদের কাজের পরিবেশ ও থাকার জায়গা উন্নয়ন
✔️ শিল্প দুর্ঘটনা প্রতিরোধে জোরদার পদক্ষেপ
✔️ কোরিয়ান ভাষা শিক্ষার সুযোগ বৃদ্ধি
✔️আইন অমান্য করা নিয়োগকর্তাদের জন্য কঠোর শাস্তি
✔️ বিদেশি সহায়তা কেন্দ্রগুলো পুনরায় চালু (পূর্ববর্তী সরকার বন্ধ করেছিল)
✔️ E-9 ভিসাধারীরা ১০ বছরের বেশি সময় কোরিয়ায় থাকতে ও কাজ করতে পারবেন (৩ বছরের মেয়াদে)
✔️ E-9 ভিসায় কর্মস্থল পরিবর্তনের নিয়ম সহজীকরণ
✔️ E-7 ভিসা সম্প্রসারণ ও স্থায়ী বসবাসের সুযোগ বৃদ্ধি
✔️ E-7-3 ভিসায় নির্মাণ শিল্প অন্তর্ভুক্ত
✔️ নির্মাণ শ্রমিকদের সহজে কোম্পানি পরিবর্তনের সুযোগ

📢 এই পরিকল্পনাগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
নতুন প্রশাসন বিদেশি শ্রমিকদের গুরুত্ব বুঝে শ্রমিকবান্ধব নীতি গ্রহণ করছে। পরিবর্তনগুলো হলে কোরিয়া বিদেশি শ্রমিকদের জন্য আরও ভালো জায়গা হয়ে উঠবে। ❤️

12/08/2025

কো‌রিয়ার প্রধান ভিসা ক্যাটাগরি (বিদেশীদের জন্য)
১. স্বল্পমেয়াদি (Short-term / C-class)

C-2 – ধর্মীয় উদ্দেশ্য বা আস্তানার স্থান ভ্রমণের জন্য

C-3 – পর্যটন, ব্যবসা, আত্মীয়-স্বজন দেখা ইত্যাদি

C-4 – (কিছু ক্ষেত্রে স্বল্প সময়ের বিশেষ ট্রাকিং/অন্যান্য কার্যকলাপ)

২. ফেরত/ট্রানজিট

B-2 – ট্রানজিট ভিসা (স্বল্প সময়ে কোরিয়ায় অবস্থান করে অন্য দেশে যাওয়ার জন্য)

৩. কাজ-ভিত্তিক (Employment / E-class)

E-1 – অধ্যাপক

E-2 – ভাষা শিক্ষক

E-3 – গবেষক

E-4 – প্রযুক্তিগত সহায়তা

E-5 – উচ্চ-পর্যায় পেশাদার (ডাক্তার, আইনজীবী)

E-6 – সংস্কৃতি ও বিনোদন কর্মী (যেমন- শিল্পী, গায়ক, অভিনেতা)

E-7 – বিশেষ দক্ষতাধারী বিদেশী কর্মী

E-9 – সাধারণ শ্রমিক (EPS প্রোগ্রাম)

E-10 – সামুদ্রিক কাজ / জাহাজ সংক্রান্ত শ্রমিক

৪. শিক্ষা-ভিত্তিক (D-class)

D-2 – বিশ্ববিদ্যালয়- পর্যায়ে পড়াশোনা (ডিগ্রি কোর্স)

D-3 – সংক্ষিপ্ত-মেয়াদি উচ্চশিক্ষা বা প্রশিক্ষণ

D-4 – ভাষা শিক্ষা ও অন্যান্য ট্রেনিং

D-5 – গণব্যবস্থা বা বিশেষ প্রশিক্ষণ (যেমন ফান্ডামেন্টাল শিক্ষা)

D-6 – শাস্ত্রীয় প্রশিক্ষণ (যেমন ধর্মীয়, সাংস্কৃতিক প্রশিক্ষণ)

৫. ব্যবসা & বিনিয়োগ (Business & Trade)

D-7 – প্রচলিত মিডিয়া, সংবাদ, তথ্য

D-8 – সেবা বাণিজ্য / ব্যবসা বিনিয়োগ

D-9 – আন্তর্জাতিক বাণিজ্য

D-10 – চাকরি খোঁজার জন্য (Job Seeker Visa)

৬. দীর্ঘমেয়াদি / পরিবার (Long-term / Family-related visas)

F-1 – স্থায়ী অধ্যয়ন (DP)의 স্থায়ী আবাসন? (বিভিন্ন বিশুদ্ধ উদ্দেশ্য)

F-2 – দীর্ঘমেয়াদি বসবাস (লং-টার্ম রেসিডেন্স)

F-3 – নির্ভরশীল (Dependents)

F-4 – দক্ষিণ কোরিয়ায় বংশোদ্ভূত বিদেশীর জন্য

F-5 – স্থায়ী বাসিন্দা (Permanent Residency)

F-6 – কোরিয়ান নাগরিকের স্বামী/স্ত্রী

৭. বিশেষ উদ্দেশ্য (Special Visas / G-class)

G-1 – মানবিক, মামলা-মোকদ্দমা, চিকিৎসা, পলিটিক্যাল কারণ, etc.

G-2 – নির্দিষ্ট ক্ষেত্রে বিশেষ অনুমতি (যদি থাকে)

G-3 – (কিছু ক্ষেত্রে গবেষণা বা অনন্য উদ্দেশ্যের জন্য কিছু নির্দিষ্ট ভিসা)

টিপস:ভিসার নাম ও নম্বর মানে এবং বিভিন্ন উপক্যাটাগরি কোরিয়ান ইমিগ্রেশন সার্ভিস অনুযায়ী ভিন্ন হতে পারে।

আবেদনকালীন নির্দিষ্ট যোগ্যতা, কাগজপত্র এবং শর্ত ছাড়া ভিসা কিভাবে পাওয়া যায়, সেটি জানতে অবশ্যই কোরিয়ান ইমিগ্রেশন বা আপনার স্থানীয় কোরিয়ান দূতাবাসের ওয়েবসাইট চেক করুন।

12/08/2025

"혹시" (হুকসি) কোরিয়ান ভাষায় খুবই সাধারণভাবে ব্যবহৃত হয়, আর এর মূল অর্থ হচ্ছে —
"হয়তো", "অবশ্যই না হলেও যদি...", "যদি কাকতালীয়ভাবে..." বা বাংলায় "অকস্মাৎ/সম্ভবত/যদি..." ধরণের বিনয়ী সূচনা।

> "혹시 하산 스패너 봤어?"
তখন এর মানে দাঁড়ায় —
"হাসান, তুমি কি স্প্যানারটা দেখেছো নাকি?"
(অর্থাৎ নিশ্চিত না হলেও, হতে পারে তুমি দেখেছো — এমন বিনয়ীভাবে জিজ্ঞাসা)

"혹시" ব্যবহার করার ক্ষেত্র

1. কোনো কিছু বিনয়ীভাবে জানতে চাওয়া

혹시 이거 아세요?
→ আপনি কি এটা জানেন নাকি?

혹시 시간이 있으세요?
→ আপনার কি সময় আছে নাকি?

2. কোনো সম্ভাবনা যাচাই করা

혹시 비 올까요?
→ বৃষ্টি হতে পারে নাকি?

혹시 길이 막힐 수도 있어요.
→ রাস্তায় জ্যাম হতে পারে।

3. কাকতালীয়ভাবে কিছু ঘটেছে কিনা জানতে চাওয়া

혹시 어제 거기 갔어요?
→ আপনি কি কাকতালীয়ভাবে গতকাল সেখানে গিয়েছিলেন?

4. প্রস্তাব বা সাহায্য বিনয়ীভাবে করা

혹시 필요하시면 도와드릴게요.
→ প্রয়োজন হলে আমি সাহায্য করব।

সহজ মনে রাখার উপায়:
"혹시" মানে সরাসরি অনুবাদে "হয়তো / যদি কাকতালীয়ভাবে" — কিন্তু কথোপকথনে এর আসল কাজ হলো প্রশ্নকে নরম ও বিনয়ী করা।

কয়েকটি সাধারণ বাক্য

1. 혹시 이거 제 자리인가요?
→ এটা কি আমার সিট নাকি?

2. 혹시 점심 드셨어요?
→ আপনি কি দুপুরের খাবার খেয়েছেন নাকি?

3. 혹시 회의 시간이 몇 시예요?
→ মিটিং কখন নাকি?

4. 혹시 이 부품 어딨는지 아세요?
→ এই পার্ট কোথায় আছে জানেন নাকি?

5. 혹시 오늘 야근이에요?
→ আজ কি ওভারটাইম আছে নাকি?

6. 혹시 이거 제가 해도 돼요?
→ এটা কি আমি করতে পারি নাকি?

7. 혹시 사장님 계세요?
→ স্যারের কি এখানে আছেন নাকি?

8. 혹시 스패너 좀 빌려줄 수 있어요?
→ আপনি কি আমাকে স্প্যানারটা একটু ধার দিতে পারবেন নাকি?

9. 혹시 쉬는 시간 언제예요?
→ বিরতির সময় কখন নাকি?

10. 혹시 이거 고장난 거예요?
→ এটা কি নষ্ট নাকি?

28/07/2025

কোরিয়া

সূত্র: THE KOREA TIMES
প্রকাশিত জুলাই ২৭, ২০২৫ রাত ৯:১৫ KST

রবিবারও কোরিয়ায় তাপপ্রবাহ অব্যাহত ছিল, সিউলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে এবং গিয়ংগি প্রদেশের কিছু অংশ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে, কোরিয়ার আবহাওয়া অফিস জানিয়েছে।

কোরিয়া আবহাওয়া প্রশাসন (কেএমএ) জানিয়েছে যে সিউলের তাপমাত্রা বিকাল ৩:৩৫ মিনিটের দিকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা রাজধানী অঞ্চলে রেকর্ড করা সবচেয়ে উষ্ণতম দিনের মধ্যে একটি।

১৯০৭ সালের অক্টোবরে শহরে আধুনিক আবহাওয়া পর্যবেক্ষণ শুরু হওয়ার পর থেকে এটি ছিল মাত্র নবমবারের মতো যে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে বা অতিক্রম করেছে।

কেএমএর স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, গিওংগি প্রদেশের আনসিওং-এও বিকেল ৪:৪৬ মিনিটে তাপমাত্রা ৪০.৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। ৮ জুলাইয়ের পর থেকে এটিই প্রথমবারের মতো তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে, যখন পশ্চিমাঞ্চলীয় শহর গোয়াংমিয়ং এবং পাজুতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠেছিল।

সোমবারও কোরিয়ার বেশিরভাগ অংশে তীব্র গরম আবহাওয়া অব্যাহত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।

সিউলে, দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে, যেখানে সুওন, ডেজিওন এবং চেওংজুর মতো অন্যান্য প্রধান শহরগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস হওয়ার পূর্বাভাস রয়েছে।

19/07/2025

🇧🇩 এই প্রবাসে সময় নেই,
এখানে হাঁসির দাম নেই,
এখানে শুধু আছে কাজ, দায়িত্ব আর নীরবতা 😞

এই প্রবাস আসলে জেলখানার মতো -
বাইরে থেকে মনে হয় আলোকিত,
কিন্তু ভিতরে কেবলই শূন্যতা আর নিঃসঙ্গতা 🥹

যদি কোনো প্রবাসীর ভেতরে মাতৃভূমির স্মৃতিচারণ, আবেগ, অনুভূতি বেশি কাজ করে…🤔
তাহলে তার মন আর শরীর একসাথে ভেঙে পড়ে 🥲

তখনই সে পরিণত হয় এক স্ট্রোকের রোগীতে —😴
নীরব যুদ্ধে হার মানা একজন যোদ্ধা,
যার কান্নার শব্দ কেউ শুনতে পাই না 😭😭

এই বিদেশ মানে শুধু দূরত্ব নয়,
ঐ সমুদ্র সমান দেওয়াল—

যার ওপারে আছে প্রিয় মুখ, কিন্তু পৌঁছানো যেন অসম্ভব এক স্বপ্ন 🌒

প্রতিদিন সকালে সূর্য ওঠে, সন্ধ্যায় ডুবে যায় —
কিন্তু আমার ভেতরের দিন-রাত্রির হিসেবগুলো আর আগের মতো চলে না 😪

আমি জানি, হয়তো আর ফিরতে পারবো না...
হয়তো সেই উঠোনে আর কখনো পা পড়বে কিনা জানিনা...
কত কাছের মানুষগুলোই ঘুমিয়ে পড়বে চিরনিদ্রায় 😭

মাঝে মাঝে এই সমুদ্রের ধারে একা বসে থাকি...
চোখ বন্ধ করে ভাবি সেই চেনা মাটি,
প্রিয় মাতৃভূমির মুখগুলোর কথা 😞

এই প্রবাসজীবনের কোলাহলের ভেতরেও একটু নীরবতা খুঁজি,
যেখানে আমি নিজেকে প্রশ্ন করি,

এভাবে কতোদিন? কেন এত দূরে? 🤔

কিন্তু কোনো প্রশ্নের উত্তর মেলে না।
নিজের কাছে প্রশ্ন রেখে, নিজের কাছেই হার মেনে,
নিঃশব্দে সময় কাটিয়ে ফিরে আসি —

প্রবাসীরা কাঁদে, কিন্তু প্রকাশ করে না 😓
তারা হাসে, কিন্তু ভাঙে ভিতরে ভিতরে।
কারণ তারা জানে — এই যুদ্ধটা শুধু তাদের একার…🤒
নীরবে, নিঃশব্দে, অশ্রু গিলে বাঁচা শেখার নামই হলো ্রবাস_____ 🤦

🇰🇷দক্ষিণ কোরিয়ার জরুরী প্রয়োজনীয় ফোন নাম্বার শেয়ার করে রাখতে পারেন
05/07/2025

🇰🇷দক্ষিণ কোরিয়ার জরুরী প্রয়োজনীয় ফোন নাম্বার শেয়ার করে রাখতে পারেন

26/06/2025

집 House ,방 Room, 침실Bedroom ,거실living room,부엌(주방) kitchen’욕실Bathroom화장실 Toilet

23/06/2025

আসন্ন ৩য় ইপিএস এমপ্লয়মেন্ট পারমিট ইস্যুর বিস্তারিত

মালিকদের আবেদনঃ ৭ই জুলাই~ ১৮ই জুলাই
ম্যানুফ্যাকচারিং ও শিপবিল্ডিং ইস্যুঃ ৫ই আগস্ট ~ ৮ই আগস্ট
নির্মাণ ও মৎস্য খাতঃ ১১ই আগস্ট ~ ১৪ই আগস্ট

১৬ দেশের মোট কোটা ১৮,০৫৪ জন
ম্যানুফ্যাকচারিংঃ ১৩,০৬২ জন
শিপবিল্ডিংঃ ৫০০ জন
কৃষি ১,৮৭৮ জন
মৎস্য ১,৬৬২ জন
নির্মাণ খাত ৩৫৬ জন
সার্ভিস খাত ৫৯৬ জন

৫ই আগস্ট থেকে ১৪আগস্ট পর্যন্ত যাদের রোস্টারের মেয়াদ থাকবে তারা এই ইস্যুর আওতাভুক্ত হবেন।এর আগে শেষ হলে অন্তর্ভুক্ত হবেন না।

★★পরবর্তী মালিকদের আবেদনের সময়★★
৪র্থ পর্ব- ১৫ই সেপ্টেম্বর ~ ২৬শে সেপ্টেম্বর
৫ম পর্ব- ২৪শে নভেম্বর ~২৮শে নভেম্বর

©Asad vai

দক্ষিন কোরিয়ার E9 ভিসাধারীদের জন্য সুখবর।   কোরিয়ার ইয়াংজু  সিটিতে অবস্থিত সজং  ইউনিভার্সিটি তে ফ্রিতে কয়েকটি কোর্সে অং...
09/05/2025

দক্ষিন কোরিয়ার E9 ভিসাধারীদের জন্য সুখবর। কোরিয়ার ইয়াংজু সিটিতে অবস্থিত সজং ইউনিভার্সিটি তে ফ্রিতে কয়েকটি কোর্সে অংশগ্রহণের সুযোগ দিয়েছে। পরিবহন খরচ তারা বহন করবে । আবেদনের শেষ সময় জুনের ২০ তারিখ।
কোর্স শেষে সার্টিফিকেট দেওয়া হবে।
ক্লাসের সময়: প্রতি রবিবার

আবেদনের নিয়ম বিস্তারিত বলা আছে পোষ্টারের মধ্যেই। আবেদনপত্র গুলো সজং ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে।দুইটা আবেদনপত্র পূরণ করে, এলিয়েন কার্ডের এপিঠ ওপিঠ একসাথে এবং ব্যাংকবুকের হিসাব নাম্বার যুক্ত পেজটি ছবি তুলে মোট ৪টি পেপার পোষ্টারে উল্লেখিত ইমেইলে মেইল করে দিলেই হবে।যে যত তারাতাড়ি পাঠাবেন তার আবেদন গৃহীত হবার সম্ভাবনা আছে। আগে আবেদন করলে আগে পাবেন ভিত্তিতে।
যারা কাছাকাছি আছেন এই সুযোগটা কাজে লাগাতে পারেন।

Address

Seoul

Website

Alerts

Be the first to know and let us send you an email when Korean Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category