Korean Bangla

Korean Bangla About South Korea

28/07/2025

কোরিয়া

সূত্র: THE KOREA TIMES
প্রকাশিত জুলাই ২৭, ২০২৫ রাত ৯:১৫ KST

রবিবারও কোরিয়ায় তাপপ্রবাহ অব্যাহত ছিল, সিউলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে এবং গিয়ংগি প্রদেশের কিছু অংশ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে, কোরিয়ার আবহাওয়া অফিস জানিয়েছে।

কোরিয়া আবহাওয়া প্রশাসন (কেএমএ) জানিয়েছে যে সিউলের তাপমাত্রা বিকাল ৩:৩৫ মিনিটের দিকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা রাজধানী অঞ্চলে রেকর্ড করা সবচেয়ে উষ্ণতম দিনের মধ্যে একটি।

১৯০৭ সালের অক্টোবরে শহরে আধুনিক আবহাওয়া পর্যবেক্ষণ শুরু হওয়ার পর থেকে এটি ছিল মাত্র নবমবারের মতো যে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে বা অতিক্রম করেছে।

কেএমএর স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, গিওংগি প্রদেশের আনসিওং-এও বিকেল ৪:৪৬ মিনিটে তাপমাত্রা ৪০.৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। ৮ জুলাইয়ের পর থেকে এটিই প্রথমবারের মতো তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে, যখন পশ্চিমাঞ্চলীয় শহর গোয়াংমিয়ং এবং পাজুতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠেছিল।

সোমবারও কোরিয়ার বেশিরভাগ অংশে তীব্র গরম আবহাওয়া অব্যাহত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।

সিউলে, দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে, যেখানে সুওন, ডেজিওন এবং চেওংজুর মতো অন্যান্য প্রধান শহরগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস হওয়ার পূর্বাভাস রয়েছে।

19/07/2025

🇧🇩 এই প্রবাসে সময় নেই,
এখানে হাঁসির দাম নেই,
এখানে শুধু আছে কাজ, দায়িত্ব আর নীরবতা 😞

এই প্রবাস আসলে জেলখানার মতো -
বাইরে থেকে মনে হয় আলোকিত,
কিন্তু ভিতরে কেবলই শূন্যতা আর নিঃসঙ্গতা 🥹

যদি কোনো প্রবাসীর ভেতরে মাতৃভূমির স্মৃতিচারণ, আবেগ, অনুভূতি বেশি কাজ করে…🤔
তাহলে তার মন আর শরীর একসাথে ভেঙে পড়ে 🥲

তখনই সে পরিণত হয় এক স্ট্রোকের রোগীতে —😴
নীরব যুদ্ধে হার মানা একজন যোদ্ধা,
যার কান্নার শব্দ কেউ শুনতে পাই না 😭😭

এই বিদেশ মানে শুধু দূরত্ব নয়,
ঐ সমুদ্র সমান দেওয়াল—

যার ওপারে আছে প্রিয় মুখ, কিন্তু পৌঁছানো যেন অসম্ভব এক স্বপ্ন 🌒

প্রতিদিন সকালে সূর্য ওঠে, সন্ধ্যায় ডুবে যায় —
কিন্তু আমার ভেতরের দিন-রাত্রির হিসেবগুলো আর আগের মতো চলে না 😪

আমি জানি, হয়তো আর ফিরতে পারবো না...
হয়তো সেই উঠোনে আর কখনো পা পড়বে কিনা জানিনা...
কত কাছের মানুষগুলোই ঘুমিয়ে পড়বে চিরনিদ্রায় 😭

মাঝে মাঝে এই সমুদ্রের ধারে একা বসে থাকি...
চোখ বন্ধ করে ভাবি সেই চেনা মাটি,
প্রিয় মাতৃভূমির মুখগুলোর কথা 😞

এই প্রবাসজীবনের কোলাহলের ভেতরেও একটু নীরবতা খুঁজি,
যেখানে আমি নিজেকে প্রশ্ন করি,

এভাবে কতোদিন? কেন এত দূরে? 🤔

কিন্তু কোনো প্রশ্নের উত্তর মেলে না।
নিজের কাছে প্রশ্ন রেখে, নিজের কাছেই হার মেনে,
নিঃশব্দে সময় কাটিয়ে ফিরে আসি —

প্রবাসীরা কাঁদে, কিন্তু প্রকাশ করে না 😓
তারা হাসে, কিন্তু ভাঙে ভিতরে ভিতরে।
কারণ তারা জানে — এই যুদ্ধটা শুধু তাদের একার…🤒
নীরবে, নিঃশব্দে, অশ্রু গিলে বাঁচা শেখার নামই হলো ্রবাস_____ 🤦

🇰🇷দক্ষিণ কোরিয়ার জরুরী প্রয়োজনীয় ফোন নাম্বার শেয়ার করে রাখতে পারেন
05/07/2025

🇰🇷দক্ষিণ কোরিয়ার জরুরী প্রয়োজনীয় ফোন নাম্বার শেয়ার করে রাখতে পারেন

26/06/2025

집 House ,방 Room, 침실Bedroom ,거실living room,부엌(주방) kitchen’욕실Bathroom화장실 Toilet

23/06/2025

আসন্ন ৩য় ইপিএস এমপ্লয়মেন্ট পারমিট ইস্যুর বিস্তারিত

মালিকদের আবেদনঃ ৭ই জুলাই~ ১৮ই জুলাই
ম্যানুফ্যাকচারিং ও শিপবিল্ডিং ইস্যুঃ ৫ই আগস্ট ~ ৮ই আগস্ট
নির্মাণ ও মৎস্য খাতঃ ১১ই আগস্ট ~ ১৪ই আগস্ট

১৬ দেশের মোট কোটা ১৮,০৫৪ জন
ম্যানুফ্যাকচারিংঃ ১৩,০৬২ জন
শিপবিল্ডিংঃ ৫০০ জন
কৃষি ১,৮৭৮ জন
মৎস্য ১,৬৬২ জন
নির্মাণ খাত ৩৫৬ জন
সার্ভিস খাত ৫৯৬ জন

৫ই আগস্ট থেকে ১৪আগস্ট পর্যন্ত যাদের রোস্টারের মেয়াদ থাকবে তারা এই ইস্যুর আওতাভুক্ত হবেন।এর আগে শেষ হলে অন্তর্ভুক্ত হবেন না।

★★পরবর্তী মালিকদের আবেদনের সময়★★
৪র্থ পর্ব- ১৫ই সেপ্টেম্বর ~ ২৬শে সেপ্টেম্বর
৫ম পর্ব- ২৪শে নভেম্বর ~২৮শে নভেম্বর

©Asad vai

13/06/2025

South Korea
SEOUL SQUARE

দক্ষিন কোরিয়ার E9 ভিসাধারীদের জন্য সুখবর।   কোরিয়ার ইয়াংজু  সিটিতে অবস্থিত সজং  ইউনিভার্সিটি তে ফ্রিতে কয়েকটি কোর্সে অং...
09/05/2025

দক্ষিন কোরিয়ার E9 ভিসাধারীদের জন্য সুখবর। কোরিয়ার ইয়াংজু সিটিতে অবস্থিত সজং ইউনিভার্সিটি তে ফ্রিতে কয়েকটি কোর্সে অংশগ্রহণের সুযোগ দিয়েছে। পরিবহন খরচ তারা বহন করবে । আবেদনের শেষ সময় জুনের ২০ তারিখ।
কোর্স শেষে সার্টিফিকেট দেওয়া হবে।
ক্লাসের সময়: প্রতি রবিবার

আবেদনের নিয়ম বিস্তারিত বলা আছে পোষ্টারের মধ্যেই। আবেদনপত্র গুলো সজং ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে।দুইটা আবেদনপত্র পূরণ করে, এলিয়েন কার্ডের এপিঠ ওপিঠ একসাথে এবং ব্যাংকবুকের হিসাব নাম্বার যুক্ত পেজটি ছবি তুলে মোট ৪টি পেপার পোষ্টারে উল্লেখিত ইমেইলে মেইল করে দিলেই হবে।যে যত তারাতাড়ি পাঠাবেন তার আবেদন গৃহীত হবার সম্ভাবনা আছে। আগে আবেদন করলে আগে পাবেন ভিত্তিতে।
যারা কাছাকাছি আছেন এই সুযোগটা কাজে লাগাতে পারেন।

South Korea 🇰🇷 Snow falling time
19/02/2025

South Korea 🇰🇷
Snow falling time

13/02/2025


আসা করি এখন আমার চেয়ে আগে আপনারা আপনাদের প্রয়োজনীয় তথ্য জেনে যাবেন। এই ওয়েবসাইট গুলো কয়েকবার চর্চা করলে কি ভাবে কি খুজতে হবে তা সহজ হয়ে যাবে।

নীচের টা হলো ইপিএস কোরিয়ার ওয়েব সাইট, এখানে মালিকদের আবেদনের তারিখ, ইস্যূর তারিখ এবং ইপিএস সংক্রান্ত সকল সার্কুলার দেওয়া হয়।

https://www.eps.go.kr/index.jsp

নীচের টা হলো কোরিয়ান শ্রম মন্ত্রণালয়ের ওয়েব সাইট। ইপিএস পদ্ধতির কোনো পরিবর্তন বা সংযোজন হলে সেটা এখানে আগেই জানা যাবে।

https://www.moel.go.kr/index.do

নীচের লিংক থেকে ইমিগ্রেশন সংক্রান্ত সকল তথ্য পাওয়া যাবে।

https://www.hikorea.go.kr/mobile/mMain.pt?locale=en

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
29/01/2025

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

Address

Seoul

Website

Alerts

Be the first to know and let us send you an email when Korean Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category