19/07/2025
🇧🇩 এই প্রবাসে সময় নেই,
এখানে হাঁসির দাম নেই,
এখানে শুধু আছে কাজ, দায়িত্ব আর নীরবতা 😞
এই প্রবাস আসলে জেলখানার মতো -
বাইরে থেকে মনে হয় আলোকিত,
কিন্তু ভিতরে কেবলই শূন্যতা আর নিঃসঙ্গতা 🥹
যদি কোনো প্রবাসীর ভেতরে মাতৃভূমির স্মৃতিচারণ, আবেগ, অনুভূতি বেশি কাজ করে…🤔
তাহলে তার মন আর শরীর একসাথে ভেঙে পড়ে 🥲
তখনই সে পরিণত হয় এক স্ট্রোকের রোগীতে —😴
নীরব যুদ্ধে হার মানা একজন যোদ্ধা,
যার কান্নার শব্দ কেউ শুনতে পাই না 😭😭
এই বিদেশ মানে শুধু দূরত্ব নয়,
ঐ সমুদ্র সমান দেওয়াল—
যার ওপারে আছে প্রিয় মুখ, কিন্তু পৌঁছানো যেন অসম্ভব এক স্বপ্ন 🌒
প্রতিদিন সকালে সূর্য ওঠে, সন্ধ্যায় ডুবে যায় —
কিন্তু আমার ভেতরের দিন-রাত্রির হিসেবগুলো আর আগের মতো চলে না 😪
আমি জানি, হয়তো আর ফিরতে পারবো না...
হয়তো সেই উঠোনে আর কখনো পা পড়বে কিনা জানিনা...
কত কাছের মানুষগুলোই ঘুমিয়ে পড়বে চিরনিদ্রায় 😭
মাঝে মাঝে এই সমুদ্রের ধারে একা বসে থাকি...
চোখ বন্ধ করে ভাবি সেই চেনা মাটি,
প্রিয় মাতৃভূমির মুখগুলোর কথা 😞
এই প্রবাসজীবনের কোলাহলের ভেতরেও একটু নীরবতা খুঁজি,
যেখানে আমি নিজেকে প্রশ্ন করি,
এভাবে কতোদিন? কেন এত দূরে? 🤔
কিন্তু কোনো প্রশ্নের উত্তর মেলে না।
নিজের কাছে প্রশ্ন রেখে, নিজের কাছেই হার মেনে,
নিঃশব্দে সময় কাটিয়ে ফিরে আসি —
প্রবাসীরা কাঁদে, কিন্তু প্রকাশ করে না 😓
তারা হাসে, কিন্তু ভাঙে ভিতরে ভিতরে।
কারণ তারা জানে — এই যুদ্ধটা শুধু তাদের একার…🤒
নীরবে, নিঃশব্দে, অশ্রু গিলে বাঁচা শেখার নামই হলো ্রবাস_____ 🤦